Dr. Ainun Nahar

Dr. Ainun Nahar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Ainun Nahar, Health & Wellness Website, Dhaka.

গর্ভাবস্থায় চুলের পরিবর্তন ও যেভাবে যত্ন নেবেনসাধারণত মেয়েদের চুলের বৃদ্ধি হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। গর্ভাবস্থায...
11/02/2024

গর্ভাবস্থায় চুলের পরিবর্তন ও যেভাবে যত্ন নেবেন

সাধারণত মেয়েদের চুলের বৃদ্ধি হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। গর্ভাবস্থায় শরীরে এস্ট্রোজেন হরমোনের আধিক্য চুলের বৃদ্ধির সময়কালকে আরো বাড়িয়ে দেয়। যার ফলে চুল পড়া কমে এবং পুরু হয়। পাশাপাশি আরেকটা হরমোন এন্ড্রোজেনের প্রভাবে মুখের এবং শরীরের লোমও দ্রুত বৃদ্ধি পায়।

📌 গর্ভাবস্থায় কি চুল আরো বেশি ঘন এবং পুরু হয়?

গর্ভাবস্থায় হরমোনের প্রভাবে চুলকে আরো ঘন ও পুরু লাগে। মনে হয় যেন চুলের বৃদ্ধির পরিমাণ আরও বেড়ে গেছে। আসলে আমাদের চুল স্বাভাবিকের তূলণায় বেশি বাড়েনা বা পুরু হয়না, বড়ং আমাদের স্বাভাবিক চুল পড়া কমে আসে।

সাধারণত মেয়েদের সর্বদা ৫% থেকে ১৫% চুল স্বাভাবিক ভাবে পরে (যখন আমরা চুল আচরাই বা শ্যাম্পু করি) এবং নতুন চুল উঠতে শুরু করে। বাকি ৮৫% থেকে ৯৫% চুল স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পেতে থাকে।

জানেন কি? গড়ে মহিলাদের দিনে ১০০ টি চুল পরে

গর্ভাবস্থায় এস্ট্রোজেন হরমোনের আধিক্য চুলের বৃদ্ধির সময়কালকে আরো বাড়িয়ে দেয়। যার ফলে চুল পড়া কমে এবং পুরু হয়। কারও কারও চুল আরও উজ্জ্বল হয়। এমনকি সোজা চুল কোঁকড়ানো বা কোঁকড়া চুল সোজাও হয়ে যায়।

কিন্তু প্রসব পরবর্তি চুল এমন থাকবে না। শিশু জন্ম দানের পরবর্তী সময়ে চুল পরা এবং বৃদ্ধির স্বাভাবিক গতিতে ফেরত যায়। তাই প্রসবের ১ থেকে ৬ মাসের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার চুল পড়া অনেক বেড়ে গেছে। হঠাৎ করেই চুল বেশি পড়তে দেখে আমরা ঘাবড়ে যাই। কিন্তু এটাই স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চুল পড়ার ৩ থেকে ৬ মাসের মধ্যেই আবার সেসব স্থানে নতুন চুল গজাতে শুরু করে।

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে মাথা এমনকি পুরো শরীরের চুল এবং লোম বেড়ে যায় এবং পুরু হয়ে যায়। কারও কারও যেখানে স্বাভাবিক সময়ে লোম বেশি থাকেনা যেমন মুখ, বুক, পেট, বাহু ইত্যাদি জায়গাতেও লোমের আধিক্য দেখতে পাওয়া যায়। তবে চিন্তার কারণ নেই। প্রসব পরবর্তি ৬ মাসের মধ্যে আবার আগের মতো স্বাভাবিক নিয়মে ফেরত আসে।

যদিও কেউ কেউ এরকম বিশাল পরিবর্তনটা অনেক সময়ই গর্ভকালীন বা পরবর্তি সময়ে অনুভব করেনা। বিশেষ করে লম্বা চুলের অধিকারী মেয়েদের মধ্যে চুল পড়ার মাত্রা বেশি দেখতে পাওয়া যায়।

📌 গর্ভাবস্থায় চুলের যত্ন নিতে কি কি করা যায়?

১। তেল দিয়ে ভালোভাবে মাসাজ করতে পারেন নিয়মিত। বিভিন্য তেল দিয়ে মাসাজ আপনাকে একটা ভালো অনুভুতি দিবে।

২। মাইল্ড শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন।

৩।হেয়ার কালার থেকে বিরত থাকুন

৪। ভেজা চুল আঁচড়াবেন না

৫। নিয়মিত চুলের আগা ছাঁটুন

৬। পুষ্টিকর খাবার খান

পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং সুষম খাদ্য গ্রহন, পর্যাপ্ত পানি পান মাকে এই সময়ে সুস্থ সুন্দর থাকতে সাহায্য করে। গর্ভাবস্থায় শরীরে প্রোটিন-এর প্রয়োজন বেড়ে যায়। দৈনিক ৮০-১০০ গ্রাম প্রোটিন গ্রহণ না করলে তবে এর ক্ষতিকর প্রভাব পড়বে আপনার চুলের উপর। সঠিক খাদ্য এবং ভিটামিন গ্রহণ আপনার হরমোনাল পরিবর্তন হবার পরেও আপনার চুলকে রাখবে ঘন, লম্বা আর ঝলমলে ইন সা আল্লাহ। মা ও শিশুর যত্নে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত, নিরাপদ হোমিওপ্যাথি চিকিৎসা হোক আপনার প্রথম চয়েস।
Dr-Ainun Nahar .
Licensed Homeopathic.

Follow our official page for more queries : হোমিও চিকিৎসক BHMS -DU
23/01/2024

Follow our official page for more queries : হোমিও চিকিৎসক BHMS -DU

এক বছরের বেশি বয়সী বাচ্চাকে সকালে ঘুম থেকে ওঠার পর দু’এক ফোঁটা আদার রসের সাথে মধু মেশানো গরম পানি দেওয়া যেতে পারে। মধু...
05/12/2023

এক বছরের বেশি বয়সী বাচ্চাকে সকালে ঘুম থেকে ওঠার পর দু’এক ফোঁটা আদার রসের সাথে মধু মেশানো গরম পানি দেওয়া যেতে পারে।
মধু এবং আদার রসে ঠান্ডা, কফ-কাশির জন্য বেশ উপকার পাওয়া যায়।

25/06/2023

উমর ইবনু আবূ সালামা (রাঃ) থেকে বর্ণিতঃ

আমি ছোট ছেলে হিসেবে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই খাদ্য গ্রহন করতাম। (অর্থাৎ) যার যার কাছের থেকে আহার করা।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৪৯৮৪

শিশুদের মোবাইল আসক্তি : পরিণতি ও করণীয় .নিঃসন্দেহে ডিজিটাল প্রযুক্তি তথা মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ- এসব ডিভাইস সৃজনশীল ...
23/01/2023

শিশুদের মোবাইল আসক্তি : পরিণতি ও করণীয়
.

নিঃসন্দেহে ডিজিটাল প্রযুক্তি তথা মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ- এসব ডিভাইস সৃজনশীল এবং সুবিধাজনক। কিন্তু শিশুদের জন্য এটি বেশ বিপদজনক। এর মাত্রাতিরিক্ত ব্যবহার অর্থাৎ অত্যধিক স্ক্রিন টাইম শৈশবের সামাজিক এবং মানসিক বিকাশের ওপর ভীষণ রকম ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়া ও প্রভাব ফেলে। বাস্তব জীবনে, যেসব শিশু তাদের পর্দায় আসক্ত, তারা বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপ যেমন- খেলাধুলা, দৌড়ানো বা সাইকেল চালানো মিস করে; ফলে তাদের দক্ষতা বিকাশ বাধাগ্রস্ত হয়। তা ছাড়া মনোনিবেশ করার এবং বাস্তবজীবনে কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই শিশুর স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে এবং তাদের চোখের বিশ্রামের জন্য স্ক্রিন থেকে পর্যাপ্ত সময় বিরতি নিতে উপদেশ দিতে হবে। টিভি, মোবাইল গেম বা যে কোনো ধরনের ভার্চুয়াল এন্টারটেইনমেন্ট দেখার সময়ে আমাদের মস্তিষ্কের কোষ থেকে ডোপামিন নিউরোট্রান্সমিটার নিঃসরণ হয়। এ ডোপামিন আমাদের মনে এক ভালোলাগার অনুভূতি সঞ্চার করে। তার ফলে অতি সহজেই আমরা এ ধরনের এন্টারটেইনমেন্ট মিডিয়ামগুলোতে আসক্ত হয়ে পড়ি।

আসক্তির পরিণতি

* শিশু সময়মতো খেতে চাইবে না। এর ফলে অপুষ্টিতে ভুগবে, কারণ উপযুক্ত পরিমাণে খাদ্য গ্রহণ না করার কারণে অথবা সারাক্ষণ বসে-শুয়ে থাকার জন্য মোটা হয়ে যাবে।

* চোখ খারাপ হবে। ঘাড়ে ব্যথা হবে।

* জেদি, অতিচঞ্চল হয়ে উঠবে।

* পড়ালেখা ও কর্মজীবনের মান কমে যাবে।

* অতি উদ্বিগ্নতা, বিষণ্নতা এবং তীব্র মানসিক চাপের মতো মানসিক রোগ দেখা দিতে পারে। বাইপোলার মুড ডিজঅর্ডারের সঙ্গে গেমিং ডিজঅর্ডার হওয়ার প্রবণতা কখনো বেশি পাওয়া গেছে।

* ইন্টারনেট বা গেমের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে আচরণ পরিবর্তিত হয়ে যায়, আচরণে আগ্রাসীভাব দেখা দেবে। অল্পতেই রেগে যাবে। কখনো নিজের মধ্যে আত্মহত্যার প্রবণতা বা অপরকে আঘাত অথবা হত্যা করার প্রবণতাও দেখা দিতে পারে।

Much needed tips for glowing your skin 👌
17/01/2023

Much needed tips for glowing your skin 👌

10/11/2022
🔸 শুধু মাসিকের যন্ত্রণা নয়, বিভিন্ন রকমের জটিল রোগ থেকে বাঁচার উপায় হোমিওপ্যাথির কাছে আছে।👉 ভালো থাকুন, সুস্থ থাকুন, স...
06/08/2022

🔸 শুধু মাসিকের যন্ত্রণা নয়, বিভিন্ন রকমের জটিল রোগ থেকে বাঁচার উপায় হোমিওপ্যাথির কাছে আছে।
👉 ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে অবশ্যই হোমিওপ্যাথিকে সাথে রাখুন।

সুস্বাস্থ্যের কিছু কার্যকরী উপায়
02/08/2022

সুস্বাস্থ্যের কিছু কার্যকরী উপায়

মানসিক সমস্যা নিয়ে প্রায়ই উঠতি বয়সের ছেলে মেয়েরা আসে চেম্বারে, কেস নেওয়ার সময় দেখা যায় অধিকাংশই প্রেমঘটিত ব্যাপার গুলো ...
28/07/2022

মানসিক সমস্যা নিয়ে প্রায়ই উঠতি বয়সের ছেলে মেয়েরা আসে চেম্বারে, কেস নেওয়ার সময় দেখা যায় অধিকাংশই প্রেমঘটিত ব্যাপার গুলো উঠে আসে। প্রায়ই দেখা যায় extramarital (বিবাহ বহির্ভূত যৌন মিলন) সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং অনাকাঙ্ক্ষিত ভবিষ্যত নিয়ে তারা জর্জরিত । আমাদের হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণগুলোর গুরুত্ব অপরিসীম, মানসিক বিপর্যস্থ অবস্থা থেকে পরবর্তীতে স্বাস্থ্যহানী সহ নানান জটিলতার সৃষ্টি হয়।
চিকিৎসার পাশাপাশি ধর্মীয় অনুশাসন ছাড়া আমাদের পরিত্রাণ ও সুস্বাস্থ্য সম্ভব নয়।
Dr. Ainun Nahar
DHMS (BHB)
Bangladesh Homeopathic Medical college &Hospital, Dhaka.
Govt reg no: 35827

Dr. Ainun Nahar DHMS (BHB)Bangladesh Homeopathic Medical college &Hospital, Dhaka. Govt reg no: 35827
27/07/2022

Dr. Ainun Nahar
DHMS (BHB)
Bangladesh Homeopathic Medical college &Hospital, Dhaka.
Govt reg no: 35827

ঋতুস্রাবকালীন অনাকাঙ্ক্ষিত উপসর্গ এড়াতে 👇
23/07/2022

ঋতুস্রাবকালীন অনাকাঙ্ক্ষিত উপসর্গ এড়াতে 👇

22/07/2022
Have courage ✊
22/07/2022

Have courage ✊

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801799114815

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ainun Nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share