14/10/2025
🌸 দাম্পত্য জীবনে মিল ও ভালোবাসা ফিরিয়ে আনার সূরা 🌸
হাদীসে এসেছে— এমন একটি সূরা আছে যা স্বামী-স্ত্রীর মধ্যে মিল ও ভালোবাসা ফিরিয়ে আনে,
সমস্ত জাদু ও কলহ দূর করে, আর তা হলো সূরা আল-বাকারা (سورة البقرة)।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
> «اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ»
📖 (সহীহ মুসলিম)
🔹 “البَطَلَةُ” অর্থ: জাদুকর ও শয়তান। অর্থাৎ, যারা নিয়মিত সূরা আল-বাকারা পাঠ করে, শয়তান ও জাদু তাদের ক্ষতি করতে পারে না।
🔹 সূরা আল-বাকারা-তে রয়েছে হাজারো আদেশ ও নিষেধ,
যা শয়তান ও তার সহযোগীদের দূরে সরিয়ে দেয়,
দাম্পত্য জীবনে শান্তি, মিল ও ভালোবাসা ফিরিয়ে আনে।
👉 পাঠ করা যেতে পারে —
পুরো সূরাটি, অথবা
প্রথম ৫ আয়াত, অথবা
آية الكرسي (আয়াতুল কুরসী), অথবা
শেষ দুই আয়াত (آمَنَ الرَّسُولُ ... إلى آخر السورة)।
---
🌿 স্বামী-স্ত্রীর জন্য রুকিয়াহ শরইয়াহ 🌿
দাম্পত্য সমস্যার ক্ষেত্রে পরস্পরকে এই দোয়াগুলো দ্বারা রুকিয়াহ করা যেতে পারে —
> «بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ أَوْ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ.»
> «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ.»
> «بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ.»
> «رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيًّا.»
🕊️ এই দোয়াগুলোই সেই রুকিয়াহ যা দ্বারা জিবরীল (আঃ) রাসূলুল্লাহ ﷺ-কে রুকিয়াহ করেছিলেন,
যখন এক ইহুদি তাকে জাদু করেছিল,
আর আল্লাহ তায়ালা তাঁকে আরোগ্য দান করেছিলেন।
---
💞 দাম্পত্য মিলন ও ভালোবাসার জন্য কুরআনের আয়াতসমূহ 💞
যে সব আয়াত পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে মিল, মমতা ও ভালোবাসা ফিরে আসে,
দূর হয় কলহ, বিদ্বেষ ও জাদুর প্রভাব,
সেগুলো নিচে দেয়া হলো —
---
১️⃣ সূরা আলে ইমরান, আয়াত ১০৩
> وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا، وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ، فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا...
📖 অর্থ: “তোমরা সবাই আল্লাহর রজ্জু (কুরআন)-কে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়ো না; আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন।”
---
২️⃣ সূরা আল-আ'রাফ, আয়াত ৪৩
> وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ، تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ...
📖 অর্থ: “আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেব, তাদের নিচে প্রবাহিত হবে জান্নাতের নদীসমূহ।”
---
৩️⃣ সূরা আল-হিজর, আয়াত ৪৭
> وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ، إِخْوَانًا عَلَى سُرُرٍ مُّتَقَابِلِينَ.
📖 অর্থ: “আমরা তাদের অন্তরের হিংসা দূর করে দেব, তারা ভ্রাতৃসুলভভাবে পরস্পরের মুখোমুখি বসবে।”
---
৪️⃣ সূরা আল-আনফাল, আয়াত ৬৩
> وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ، لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ، وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ، إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ.
📖 অর্থ: “তুমি যদি পৃথিবীর সব কিছু ব্যয় করতে, তবুও তাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে পারতে না; কিন্তু আল্লাহ তা করে দিয়েছেন।”
---
৫️⃣ সূরা আল-হুজুরাত, আয়াত ১০
> إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ، فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ، وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ.
📖 অর্থ: “বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই; সুতরাং তাদের মধ্যে মিল-মিশ করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো।”
---
৬️⃣ সূরা আল-মুমতাহিনা, আয়াত ৭
> عَسَى اللَّهُ أَنْ يَجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِينَ عَادَيْتُمْ مِنْهُمْ مَوَدَّةً، وَاللَّهُ قَدِيرٌ، وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ.
📖 অর্থ: “সম্ভবত আল্লাহ তোমাদের ও যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে, তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবেন।”
---
৭️⃣ সূরা আল-ইসরা, আয়াত ৫৩
> وَقُل لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ، إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ، إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُّبِينًا.
📖 অর্থ: “আমার বান্দাদের বলো তারা যেন উত্তম কথা বলে, কারণ শয়তান তাদের মধ্যে বিরোধ লাগাতে চায়।”
---
৮️⃣ সূরা আল-হাশর, আয়াত ১০
> رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ، وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا، رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ.
📖 অর্থ: “হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের পূর্ববর্তী বিশ্বাসীদের ক্ষমা করো, এবং আমাদের অন্তরে যেন তাদের প্রতি কোনো বিদ্বেষ না থাকে।”
---
৯️⃣ সূরা আল-বাকারা, আয়াত ১৮৭
> هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ...
📖 অর্থ: “স্ত্রীরা তোমাদের পোশাক, আর তোমরাও তাদের পোশাক — তোমরা একে অপরের আচ্ছাদন।”
---
🔟 সূরা আলে ইমরান, আয়াত ১৩৩–১৩৫
> وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ...
📖 অর্থ: “যারা রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।”
---
১১️⃣ সূরা আলে ইমরান, আয়াত ১৫৯
> فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ، وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ، فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ، وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ...
📖 অর্থ: “তুমি তাদের প্রতি কোমল ছিলে, ক্ষমা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো — এটাই দাম্পত্যের রহমতের পথ।”
---
১২️⃣ সূরা আল-বাকারা, আয়াত ১০৯
> فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ، إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
📖 অর্থ: “ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে।”
---
১৩️⃣ সূরা আল-মায়িদাহ, আয়াত ১৩
> فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ، إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ.
📖 অর্থ: “তুমি তাদের ক্ষমা করো ও উপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।”
---
১৪️⃣ সূরা আন-নূর, আয়াত ২২
> وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا، أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ، وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ.
📖 অর্থ: “তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে — তোমরা কি চাও না আল্লাহও তোমাদের ক্ষমা করুন?”
---
🌺 সারাংশ 🌺
1️⃣ প্রতিদিন বা তিন দিনে একবার সূরা আল-বাকারা পাঠ করা।
2️⃣ ইস্তেগফার ও দরুদ শরীফ বেশি বেশি পড়া।
3️⃣ একে অপরকে রুকিয়াহ দোয়া দিয়ে ফুঁক দেওয়া।
4️⃣ উপরোক্ত আয়াতগুলো ধ্যান ও তিলাওয়াত করা।
5️⃣ এই দোয়া পড়া —
> اللهم ألِّف بين قلوبنا، كما ألَّفت بين قلوب عبادك الصالحين، وأبعد عنا وساوس الشيطان، واجعل بيوتنا عامرةً بذكرك وطاعتك.
📖 অর্থ: “হে আল্লাহ! আমাদের অন্তরগুলো একত্রিত করে দাও, যেমন তুমি তোমার সৎ বান্দাদের হৃদয় একত্র করেছ; শয়তানের কুমন্ত্রণা আমাদের থেকে দূর করো, এবং আমাদের ঘরগুলো তোমার স্মরণ ও আনুগত্যে পূর্ণ করে দাও।”
---
(((রাকী আবু আহনাফ)))