পাইলস ট্রিট্মেন্ট

পাইলস ট্রিট্মেন্ট পায়ুপথের বহিঃঅর্শরোগে পায়ুপথ চুলক?

পাইলস নিয়ে চিন্তা আর নয়, আর নয়। পাইলসের চিকিৎসা এখন ঘরে বসেই।১০০% কার্যকরী সরাসরি চায়না থেকে আমদানিকৃত।DICTAMNI - Antiba...
23/04/2022

পাইলস নিয়ে চিন্তা আর নয়, আর নয়।
পাইলসের চিকিৎসা এখন ঘরে বসেই।
১০০% কার্যকরী সরাসরি চায়না থেকে আমদানিকৃত।
DICTAMNI - Antibacterial Cream. 20g
*কার্যকরী চীনা ঐতিহ্যবাহী ভেষজ পাইলস সমস্যার স্থায়ী সমাধান ক্রিম।
পাইলস এর জন্য আপনি কত কি ব্যবহার করেছেন তাতে কোনো প্রকার ফলাফল পাননি ! তা হলে আজই কিনে নিন এই পণ্যটি !
*সম্পূর্ণ পার্শপ্রতিক্রিয়া মুক্ত-নারী পুরুষ উভয়ের জন্য !
১০ থেকে ১৫ দিনের মধ্যেই র-ক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।
*সকল ধরণের চুলকানি ও ব্যথা বন্ধ হয়ে যাবে।
এই ক্রিম নিয়মিত ব্যবহার করলে স্থায়ীভাবে ২ মাসেই এই রোগ থেকে চিরস্থায়ী মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
ব্যবহারঃ আপনার এফেক্টেড এরিয়াতে দিনে দুই- তিন বার লাগাবেন।
সতর্কতাঃ
এটি শুধু বাহ্যিক ব্যবাহারের জন্য >> মুখ, চোখ এবং নাকের সংস্পর্শ থেকে দূরে রাখুন।

21/04/2022

বিনা অপা-রেশনে পাই-লস, ফিস্টুলা ও এনাল ফিসার রোগের স্থায়ী চিকিৎসা
এটি ব্যবহার ম-লদ্বারের যে কোন রোগ হোক না কেন, বিনা অপা-রেশনে ভালো করে

অর্ডার করতে কল করুন ঃ- 01638794235

আমাদের রয়েছে ঢাকা এবং ঢাকার বাহিরে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, তাই আপনি ডেলিভারি নাওয়ার সময় পণ্য দেখে

পেমেন্ট করতে পারবেন এবং পণ্য পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন আমাদের কে পণ্যের মূল্য অগ্রীম পরিশোধ করতে হবে না, ধন্যবাদ ♥

পাইলস হলে সব ক্ষেত্রে অপারেশন লাগে নামলদ্বারে পাইলস বা হেমোরয়েডজনিত সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হলে কোনো...
21/04/2022

পাইলস হলে সব ক্ষেত্রে অপারেশন লাগে না

মলদ্বারে পাইলস বা হেমোরয়েডজনিত সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হলে কোনো ধরনের অপারেশন লাগে না; ওষুধের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব। বলা যায়, ৯৫ শতাংশ ক্ষেত্রেই বিনা অপারেশনে পাইলসের চিকিৎসা সম্ভব। তবে সেটি নির্ভর করে পাইলসের ধরনের ওপর।

21/04/2022
পাইলসের যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে- পায়ুপথের অন্ত্র বা ভেতরের অর্শরোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা, অস্বস্তি থাকে ...
21/04/2022

পাইলসের যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে- পায়ুপথের অন্ত্র বা ভেতরের অর্শরোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা, অস্বস্তি থাকে না, অন্যদিকে পায়ুপথের বহিঃঅর্শরোগে পায়ুপথ চুলকায়, বসলে ব্যথা করে, পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত দেখা যায় বা শৌচ করা টিস্যুতে তাজা রক্ত লেগে থাকে, মলত্যাগে ব্যথা লাগা, পায়ুর চারপাশে এক বা একের

আমাদের সমাজে অসংখ্য রোগী আছে যারা মলদ্বারে বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। অনেক সময় লজ্জাবশত বলেন না কিংবা অপচিকিৎসার শিকার ...
21/04/2022

আমাদের সমাজে অসংখ্য রোগী আছে যারা মলদ্বারে বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। অনেক সময় লজ্জাবশত বলেন না কিংবা অপচিকিৎসার শিকার হন, এমনকি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কখনও কখনও এমন পর্যায়ে উপস্থিত হন যে তখন আর অপারেশনের বিকল্প কিছু থাকে না। কিন্তু মানুষ যদি সবাই মলদ্বারের রোগ সম্পর্কে সচেতন হন, সঠিক সময়ে মলদ্বারের চিকিৎসায় পারদর্শী বিশেষজ্ঞ সার্জনের দ্বারস্থ হতেন তবে ৮০ ভাগ ক্ষেত্রে বিনা অপারেশনে এর চিকিৎসা সম্ভব হত।

মলদ্বারে যেকোনো রোগই হোক না কেন, সাধারণ মানুষ মনে করে পাইলস বা অর্শ বা গেজ। অনেকের ধারণা নেই যে, এর বিজ্ঞানসম্মত চিকিৎসা...
21/04/2022

মলদ্বারে যেকোনো রোগই হোক না কেন, সাধারণ মানুষ মনে করে পাইলস বা অর্শ বা গেজ। অনেকের ধারণা নেই যে, এর বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। চিকিৎসা করালে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। অনেকে আবার মলদ্বারে মরণব্যাধি ক্যানসার নিয়ে পাইলসের চিকিৎসার জন্য কবিরাজ, হেকিম কিংবা কোনো হাতুড়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। সেক্ষেত্রে তারা অপচিকিৎসার মাধ্যমে প্রতারিত হচ্ছেন এবং বলছেন পাইলস চিকিৎসা করে ভালো হয় না।

21/04/2022
17/04/2022

Address

512/5 Senpara Mirpur 10
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাইলস ট্রিট্মেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram