02/12/2025
হার্টের করোনারি ডিজিজ, যাকে আমরা সাধারণভাবে হার্ট ব্লক বলি।
আমাদের হার্ট নিজে বাঁচতে অক্সিজেন ও পুষ্টি চায়। এই কাজটি করে করোনারি আর্টারি, অর্থাৎ হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনি।
কিন্তু যখন এই ধমনির ভেতরে চর্বি, কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমে গিয়ে রাস্তাটি সরু বা বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ।
এর ফলে হার্টে রক্ত কম পৌঁছে, যার কারণে হতে পারে—
✔ বুকে ব্যথা বা চাপ লাগা
✔ শ্বাসকষ্ট
✔ অতিরিক্ত দুর্বলতা
✔ হাতে, ঘাড়ে বা চোয়ালে ব্যথা
এবং অনেক সময় হঠাৎ হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।
এখন প্রশ্ন হলো-কেন হয় এই রোগ⁉️❓❓
এর প্রধান কারণগুলো হলো—
🔸ধূমপান
🔸উচ্চ রক্তচাপ
🔸ডায়াবেটিস
🔸অতিরিক্ত কোলেস্টেরল
🔸স্থূলতা
🔸মানসিক চাপ
🔸শারীরিক পরিশ্রমের অভাব।
কিন্তু সুসংবাদ হলো-
এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
✅ নিয়মিত ব্যায়াম করুন
✅ তেল-চর্বি কম খান
✅ ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন
✅ রক্তচাপ, সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
✅ ওজন স্বাভাবিক রাখুন
✅ বছরে অন্তত একবার হার্ট চেকআপ করান
মনে রাখবেন—
হার্ট অ্যাটাক হঠাৎ হলেও, হার্টের রোগ ধীরে ধীরে তৈরি হয়।
সময়মতো সচেতন হলে, জীবন বাঁচানো সম্ভব।
সবশেষে বলতে চাই—
হৃদয়ের যত্ন নিন আজই, না হলে কাল অনেক দেরি হয়ে যেতে পারে।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন❤️
💙 ডা. মোঃ তফিজুল ইসলাম
━━━━━━━━━━━━━━━
এমবিবিএস (এসএসএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন-এফপি), এমডি (কার্ডিওলজি)
👨⚕️ হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ
🏥 এনআইসিভিডি, ঢাকা
━━━━━━━━━━━━━━━
⚕️চেম্বারঃ সাবা ডায়াগনস্টিক সেন্টার, ঠাকুরগাঁও
🗓️প্রতি শুক্রবার
🧭সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
📞যোগাযোগঃ ০১৭৯৩৯৪৩৭৯৭, ০১৭৯৩৯৪২২৯৬
━━━━━━━━━━━━━━━
🫀বিজ্ঞান, মানবিকতা ও বিশ্বাসের আলোয় হৃদয়ের চিকিৎসা।
━━━━━━━━━━━━━━━