AB Laboratories-Ayu Sales Page

AB Laboratories-Ayu Sales Page 01712789242 AB Laboratories (Ayu) is one of the renowned Ayu Medicine Manufacturers in Bangladesh.

One of the Best sexual ayurvedic medicine in BangladeshRoti gold
31/07/2025

One of the Best sexual ayurvedic medicine in Bangladesh
Roti gold

পেটের অতিরিক্ত চর্বি সমস্যায় ভোগেন অনেকে। যাকে বলে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের কারণে অনেক ধরনের রোগ হয়ে থাকে। তাই পে...
10/02/2025

পেটের অতিরিক্ত চর্বি সমস্যায় ভোগেন অনেকে। যাকে বলে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের কারণে অনেক ধরনের রোগ হয়ে থাকে। তাই পেটের অতিরিক্ত চর্বি থাকলে তা অবশ্যই কমিয়ে ফেলতে হবে।

ভুঁড়ি বাড়ার সঙ্গে সঙ্গে লিভারেও চর্বি জমার ঝুঁকি বাড়ে। আর কাজ করার ক্ষমতা কিছুটা কমে যায়। আবার অনেক সময় কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে এই ফ্যাটি লিভারের জন্য অনেকে নানাবিধ ওষুধ সেবন করে থাকেন। তবে বিশেষ ওষুধ খাওয়ার আগে লিভার এনজাইম পরীক্ষা করে নিতে হবে।

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ দিয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর সেনগুপ্ত।

যেভাবে বুঝবেন ফ্যাটি লিভার হচ্ছে-

১. অনেক সময় অজান্তেই লিভারের কাজ করার ক্ষমতা কিছুটা ব্যাহত হয়। কখনও কখনও বিলিরুবিন বেড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে বিলিরুবিন বেড়ে গেলে অথবা বছরে একবার নিয়ম করে চেকআপ করার সময় লিভার এনজাইম দেখে নিলে ভালো হয়।

২. ফ্যাটি লিভারের সব থেকে বড় লক্ষণ স্বাভাবিকের থেকে বেশি কোমরের মাপ বা মোদ্দা কথা ভুঁড়ি।

৩. লিভারে চর্বি জমলে স্বাভাবিক কাজ কিছুটা ব্যহত হয়। খাওয়ার ইচ্ছে কমে যায়, খাবারে অরুচি হয়, দ্রুত ওজন কমা, বমি বমি ভাব, বমিও হওয়া, খুব দুর্বল লাগা ও কোনো কাজ করতে ইচ্ছে করে না।

৪. ফ্যাটি লিভার হলে মাথাব্যথা, মন খারাপ ও ডিপ্রেশন, আচমকা কাঁপুনিসহ নানা উপসর্গ দেখা দেয়।

৫. নখ বা চোখ হলদেটে লাগলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে লিভার ফাংশন টেস্ট করিয়ে নিতে হবে।

৬. হজমের সমস্যা ও অ্যাসিডিটি সমস্যা হতে পারে।

৭. অপরিমিত মদ্যপান করলে লিভারের অসুখের ঝুঁকি বাড়ে। এ ছাড়া টিবির ওষুধ, হরমোন ওষুধ, কিছু ব্যথার ওষুধসহ কয়েকটি অ্যান্টিবায়োটিকে লিভারের কর্মক্ষমতা কমে যেতে পারে।

কী করবেন

উপরের সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

"রােহিতক বা রয়না লিভার রােগের মহা-ঔষধ"মানুষের শরীরের সবচেয়ে বড় সলিড ভাইটাল অঙ্গ হলো লিভার। লিভার পিত্ত উৎপন্ন করে যা ...
04/02/2025

"রােহিতক বা রয়না লিভার রােগের মহা-ঔষধ"
মানুষের শরীরের সবচেয়ে বড় সলিড ভাইটাল অঙ্গ হলো লিভার। লিভার পিত্ত উৎপন্ন করে যা চর্বি
জাতীয় খাদ্য হজম করতে সহায়তা করে এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে।
এছাড়া দেহের শুগারের মাত্রা স্বাভাবিক রাখা, রক্ত জমাট বাধাঁ নিয়ন্ত্রন করা সহ শত শত গুরুত্বপূর্ণ
কাজ করে থাকে। সুতরাং লিভার সুস্থ রাখা খুবই জরুরী। অনিয়ম হলে লিভারে অনেক রােগ হয়ে থাকে।
ক্রনিক লিভার ডিজিজ হলে দীর্ঘ দিন এমনকি আজীবন ওষুধ সেবন করতে হয়। দীর্ঘ দিন ঔষধ সেবন করাও লিভারের জন্য ক্ষতিকর।

ক্রনিক লিভার রোগে নিরাপদ হলো ভেষজ ঔষধ যার মধ্যে রোহিতক, কালোমেঘ, মিল্ক থিসল অন্যতম।

রােহিতক বা রয়না আমাদের দেশীয় হার্বস যা মুলত শুস্ক অঞ্চলে পাওয়া যায়। এর ছাল আয়ুর্বেদিক ঔষধে ব্যবহৃত হয়। এর ব্যাকটেরিয়া বিরোধী, প্রদাহ-বিরোধী, লিভার সুরক্ষাকারী ও রােগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক গুন রয়েছে।

রােহিতক বা রয়নার ছাল দিয়ে তৈরী আয়ুর্বেদিক ঔষধ হলো রোহিতকারিষ্ট,রোহিতক ঘৃত,রোহিতক চূর্ণ।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের রেজিন্ট্রেশন নিয়ে আয়ুর্বেদিক ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সমুহ "রােহিতকারিষ্ট" উৎপাদন বাজারজাত করছে।
"রােহিতকারিষ্ট" গ্রহনের ক্ষেত্রে সতর্কতা হলো নির্ভরযোগ্য রেজিস্টার্ড কোম্পানির ঔষধ গ্রহন না
করলে হিতে বিপরীত হতে পারে।

এবি ল্যাবরেটরীজ (আয়ু) কর্তৃক উৎপাদিত ও বাজারজাতকৃত "রোহিতকারিষ্ট" এর বাণ্যিজিক নাম
"লিভােরাইজ"

"লিভোরাইজ"
🟢 জন্ডিস নিরাময়ে অব্যর্থ আয়ুর্বেদিক ঔষধ
🟢 হেপাটোমেঘালি বা যকৃত বৃদ্ধি, প্লীহাবৃদ্ধি রোধ করে
🟢 ক্রনিক লিভার ডিজিজে কার্যকর
🟢 লিভার জনিত পেটে পানি আসা বা অ্যাসাইটিস রোগে কার্যকর
🟢 এছাড়া হজম জনিত সমস্যা ও চর্মরােগে ফলপ্রদ

ডোজঃ
প্রাপ্ত বয়স্কঃ ৩ - ৪ চা চামচ দিনে ২ - ৩ বার খাওয়ার পর ঈষৎ উঞ্চ পানিসহ সেব্য।
অপ্রাপ্ত বয়স্কঃ ১ - ২ চা চামচ দিনে ২ বার খাওয়ার পর ঈষৎ উঞ্চ পানিসহ সেব্য।

Address

Dhaka

Telephone

+8801712789242

Website

Alerts

Be the first to know and let us send you an email when AB Laboratories-Ayu Sales Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AB Laboratories-Ayu Sales Page:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram