Physioexpart

Physioexpart ফিজিওথেরাপি রিলেটেড সকল প্রকার যন্ত্রপাতি ন্যায্য মূল্যে বিক্রয় বিক্রয় করা হয়..

👉কোমর ব্যথা...,আমাদের ওয়েবসাইট ভিজিট করুনhttps://physioexpart.com/blog/post/49     অধিকাংশ মানুষের কোমর ব্যথার নিত্যনৈম...
23/08/2021

👉কোমর ব্যথা...,
আমাদের ওয়েবসাইট ভিজিট করুন
https://physioexpart.com/blog/post/49
অধিকাংশ মানুষের কোমর ব্যথার নিত্যনৈমিত্তিক ব্যাপার।এই সমস্যা থেকে মুক্তি পেতে ছুটে যান নামি দামি ডাক্তারের কাছে। কিন্তু তারপরও কোমর ব্যাথা দূর হয় না।তবে একটু সচেতন হলে, ও কিছু ঘরোয়া ব্যায়াম এর মাধ্যমে কোমর ব্যথা দূর করা সম্ভব।
👉কোমর ব্যথা দূর করার ঘরোয়া ব্যায়াম :-
☑️প্রথমে শুয়ে পা উপরের দিকে উঠিয়ে ১০ সেকেন্ড ধরে রাখুন।
☑️দুই পা ধরে বুকের কাছে নিন।
☑️শুইয়ে কুঁজো হয়ে পা ধরার চেষ্টা করুন।
☑️পা ভাজ করে কোমর উঠিয়ে ১ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত গুনুন।
☑️উপুড় হয়ে শুয়ে পা ভাজ করে উঠান।
☑️উপুড় হয়ে শুয়ে দুই পা ১০ সেকেন্ড ধরে রাখুন।
☑️উপর হয়ে শুয়ে কাঁধ উঠিয়ে ১ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন।
👉এই ধাপগুলো অনুসরন করলে কোমর ব্যথা কমে আসবে ইনশাআল্লাহ।এতেও যদি ব্যথা নিরাময়ে না হয় তবে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিতে পারে..
👉ফিজিও-এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টার
👉৬৬ সি, আসাদ এভিনিউ (মিনা বাজারের পিছনের গলি), মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ।
📞+8801784248282

👉আপনি কি হাঁটু ব্যথায় ভুগছেন...?অতিরিক্ত ব্যথার ওষুধ খাবেন না,ঔষধ খেলে সাময়িকভাবে ব্যথা কম লেও ক্ষতির পরিমাণ অনেক বেশি...
21/08/2021

👉আপনি কি হাঁটু ব্যথায় ভুগছেন...?অতিরিক্ত ব্যথার ওষুধ খাবেন না,ঔষধ খেলে সাময়িকভাবে ব্যথা কম লেও ক্ষতির পরিমাণ অনেক বেশি,তারচেয়ে ঘরে বসে তিনটি ব্যায়াম করলে 5 মিনিটে ব্যথা দূর হতে পারে...

☑️ সাইড সুয়িং- প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা যতটা সম্ভব সামনের দিকে নিন। তারপর ডানদিকে উঁচু করে তুলুন। একইভাবে বাঁ পায়েও একই ব্যায়াম করুন। ১০বার করে করতে হবে। ২ পা মিলিয়ে ২০ বার।

☑️ফ্রন্ট কিক-সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা একবার সামনের দিকে নিন, তারপর আবার পিছনের দিকে আনুন। পা যখন সামনে-পিছনে নেবেন, তা যেন আপনার অন্য পায়ের থেকে ১২ ইঞ্চি দূরে থাকে। ডান ও বাঁ পা মিলিয়ে এভাবে ২০ বার করুন।

☑️ সিটেড রটেড- একটা চেয়ারে সোজা হয়ে বসুন। তারপর, বাঁ পা ঠিক রেখে ডান পা-টা ক্রস স্টাইলে সামনে আনুন। তবে, দুই পায়ের হাঁটু যেন একসঙ্গে লেগে থাকে। ১২ ইঞ্চি দূরত্ব রেখে এক পা থেকে অন্য পা সামনে নিন। একইভাবে বাঁ পায়েও এই ব্যায়াম করুন।

🔹এরপরেও ব্যাথা না কমে থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন..
👉ফিজিও-এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টার
👉৬৬ সি, আসাদ এভিনিউ (মিনা বাজারের পিছনের গলি), মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ।
📞+8801784248282

👉প্রতিদিনের স্বাস্থ্য পরামর্শ...🔹👉এলার্জি কি....?     এলার্জি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি।এলার্জিত...
18/08/2021

👉প্রতিদিনের স্বাস্থ্য পরামর্শ...🔹
👉এলার্জি কি....?
এলার্জি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি।এলার্জিতে হাঁচি কাশি চুলকানি সর্দি ও শ্বাসকষ্ট হতে পারে।সাধারণত অধিকাংশ মানুষের ডাস্ট ও ধুলাবালি থেকে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকে। কারও কারও ক্ষেত্রে এলার্জি সামান্যতম অসুবিধা হলেও,আবার কারো কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে।কারো কারো বিভিন্ন খাবার যেমন গরুর মাংস ,চিংড়ি, ইলিশ মাছ ও গরুর দুধ খেলে গা চুলকানি বা চামড়া লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা।তবে কিছু নিয়মকানুন মেনে চললে এলার্জির হাত থেকে মুক্তি পাওয়া যায়...❣️
👉লক্ষণসমূহ..............❣️
☑️চোখ দিয়ে পানি পড়া
☑️চোখে তীব্র ব্যথা অনুভব করা
☑️ঘন ঘন হাঁচি ও কাশি দেওয়া
☑️নাক দিয়ে পানি পড়া
☑️নাক বন্ধ হয়ে যাওয়া
☑️চোখ চুলকানো ও লাল হওয়া
☑️শ্বাসকষ্ট হওয়া
☑️শরীর চুলকানো ও লাল লাল ফুসকুড়ি ওঠা ইত্যাদি..
👉প্রতিরোধ ,,,,,
কিছু কিছু ঘরোয়া উপায়ে এলার্জি নির্মূল হয়।১কেজি নিমপাতা গুঁড়ো করে কৌটোয় ভরে রাখুন।এবার ইসুবগুলের ভুষি কিনুন।এক চা চামচ ভুসি ও তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া এক গ্লাস পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন।আধা ঘন্টা পর পরিষ্কার চামচ দিয়ে ভালোভাবে নারুন এবং প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। এভাবে ২১ দিন একটানা খেতে হবে।কার্যকারীতা শুরু হতে একমাস সময় লাগতে পারে, ইনশাআল্লাহ কিছুদিনের ভেতর আপনার এলার্জি দূর হয়ে যাবে...

👉চিকিৎসা:-
অনেকদিন যাবত চুলকানি এবং এলার্জির সমস্যায় ভুগতে থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।আশাকরি আপনার অ্যালার্জির সমস্যা দূর হয়ে যাবে...
👉ভিজিট করুন আমাদের ওয়েবসাইট :-
https://physioexpart.com/blog/post/48
👉ফিজিও-এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টার
👉৬৬ সি, আসাদ এভিনিউ (মিনা বাজারের পিছনের গলি), মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ।
📞+8801784248282

15/08/2021

""সুস্থ থাকুন, সাস্থ্য ভাল রাখুন""
নিয়মিত ব্যাম করুন,,,,,

14/08/2021

স্বাস্থ্যই সকল সুখের মূল

Adresse

Mohammedpur
Ammi Moussa

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Physioexpart publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à Physioexpart:

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram