রফ রফ হিজামা হেলথ কেয়ার

রফ রফ হিজামা হেলথ কেয়ার Our institution has been providing medical services to people following Sunnah-based and Islamic methods with fidelity and trust for a long time.
(5)

If you are looking for the best Hijama/Cupping Treatment combinations, you should visit Rof Rof Hijama Health Care Center. We provide a range of advanced Cupping Therapy Treatments for various 𝐏𝐚𝐢𝐧, 𝐒𝐤𝐢𝐧 𝐚𝐧𝐝 𝐇𝐚𝐢𝐫 problems. Our experienced professionals will take their time to ensure you understand all the details and will recommend a customized treatment plan.

𝐂𝐚𝐥𝐥 𝐮𝐬 𝐟𝐨𝐫 𝐚𝐧 𝐚𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭:
📞 01612363908

Main 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡: 466/A, Road No-10, Tilpapara Khilgaon 1219 Dhaka, Dhaka Division, Bangladesh.

20/09/2022
আস সালা মু আলাইকুম, এখন থেকে আপনারা সকল প্রকার   এবং   ডেবিট/ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন। -রফ রফ হিজামা হেলথ ...
16/09/2022

আস সালা মু আলাইকুম,
এখন থেকে আপনারা সকল প্রকার এবং ডেবিট/ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন।

-রফ রফ হিজামা হেলথ কেয়ার

16/09/2022

আলহামদুলিল্লাহ্‌, আজকে আমাদের সেন্টার থেকে সর্বমোট ৫ জন #হিজামা নিয়ে গিয়েছে।

আল্লাহ তাদের শিফা দান করুন।

হিজামা স্পেশালিষ্টের তত্ত্বাবধানে ০৪ দিন ব্যাপী হিজামা ট্রেনিং।তারিখ: ২৩, ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২২ ইং 🕑 সময়: প্রতিদিন...
10/09/2022

হিজামা স্পেশালিষ্টের তত্ত্বাবধানে ০৪ দিন ব্যাপী হিজামা ট্রেনিং।
তারিখ: ২৩, ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২২ ইং

🕑 সময়: প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

হিজামা ওয়ার্ল্ড রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার:- এর আয়োজকগণ এমবিবিএস, এফসিপিএস ডাক্তার সহ ভারতের সুজা'স ইনস্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার থেকে ডিগ্রি প্রাপ্ত এর তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের ওয়ার্কশপে আমরা সুজা'স ইনস্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার, ডাঃ জুনায়েদ খান স্যার ও ডাঃ আহমদ আবুল নাসের-এর নিয়মে ইন্সিশনসহ হিজামার যাবতীয় প্রশিক্ষণ প্রদান করে থাকি। ফলে আগত প্রশিক্ষণার্থীরা খুব সহজেই ইন্সিশনসহ হিজামার ওপর দক্ষতা অর্জন করতে পারেন।

🔹ট্রেইনার🔹
✅সরাসরি ইন্ডিয়া থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত।
🔹 : মাওলানা: শহিদুল ইসলাম কাসেমী।
🔹দাওরায়ে হাদীস(মাস্টার্স)দারুল উলুম দেওবন্দ, ভারত।
🔹হিজামা/কাপিং এক্সপার্ট।
🔹ডিপ্লোমা ইন হিজামা।
সূজা'স ইনষ্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার।
🔹সার্টিফিকেট কোর্স অন ফায়ার কাপিং।
"হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত।
🔹 আকুপাংচার বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত।
🔹ট্রেইনার এন্ড অর্গানাইজিং সেক্রেটারি।
"বাংলাদেশ হলিস্টিক হেলথ কেয়ার সেন্টার" (BHHC)
হিজামা কাপিং এন্ড আকুপাংচার এন্ড ফসদ/ভেনেসেকশন এক্সপার্ট।

♦️ ট্রেনিংয়ের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য:
✅ দক্ষ হিজামা থেরাপিস্ট তৈরি করা ও হিজামা সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন।
✅ হিজামা সম্বন্ধে অত্যাধুনিক তথ্য প্রদানসহ হাতে কলমে হিজামা প্রশিক্ষণ।
✅ প্রজেক্টরে/মনিটরে প্রদর্শনের মাধ্যমে ট্রেনিং প্রদান।
✅ সচিত্র হিজামার পয়েন্ট বিষয়ক গাইড প্রদান।
✅ এনাটমি, ফিজিওলজি এবং পয়েন্ট ভিত্তিক প্রশিক্ষণ।
✅ ট্রেনিং চলাকালীন প্রেক্টিক্যালের সমস্ত উপকরণ প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে।
✅ ট্রেনিং শেষে আমাদের নিজস্ব চেম্বারে ইন্টার্নীর সুযোগ প্রদান
✅ পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা।

♦️ ট্রেনিংয়ে যা শেখানো হবে:
✅ হিজামা ট্রেনিং
✅ ফায়ার কাপিং
✅ মাসাজ কাপিং
✅ ড্রাই কাপিং

♦️ অংশগ্রহণের যোগ্যতা:
◼ মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন যে কেউ।
◼ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
◼ উলামায়ে কেরাম।

উপরের যেকোন টি থাকলেই হবে

♦️ ট্রেনিং শেষে প্রদান করা হবে:
✅ অংশগ্রহণের সার্টিফিকেট
✅ হিজামা গাইড

♦️ সঙ্গে যা আনতে হবে (রেজি:-এর জন্য):
◼ ০২ কপি ছবি (পাসপোর্ট সাইজ ২টি, ল্যাব প্রিন্ট হতে হবে, (লেটেস্ট ছবি প্রদান আবশ্যক)
◼ ভোটার আইডি কার্ডের ফটোকপি
◼ এসএসসি/দাখিল/মিশকাত, তাকমিলের বেতেকা/সনদের ফটোকপি (তাকমিল ফারিগদের বেতাকা অথবা নিবন্ধন কপি) জমা দিতে হবে।

★ ট্রেনিং ফি ৫০০০ টাকা।

★স্থান: রফ রফ হিজামা সেন্টার। ৪৬৬/ এ রোড নাম্বার ১০ খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা ১২১৯ (ঢাকা হোটেলের পাশের গোলি)

☎️ Help-line Number:
01612-363908

"Learn Hijama Cupping Therapy and start a successful career within A Few Months, Even If you don't have a medical background"

#হিজামা_ট্রেনিং #কাপিং #সুন্নাহ #ট্রেনিং

07/09/2022

এই মাসে হিজামার সুন্নাহ এর তারিখ ১৪, ১৬ ও ১৮ সেপ্টেম্বর ইনশাআল্লাহ।

✅ আমাদের সেন্টারে সুন্নাহ তারিখ গুলোতে হিজামায় ১০% ডিসকাউন্ট অফার চলবে!

❐ হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যবস্থা অসংখ্য সহি হাদিস দ্বারা বর্ণিত এবং আধুনিক মেডিকেল সাইন্স, চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন ও ওয়েস্টার্ন মেডিসিন দ্বারা প্রমাণিত বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না।
⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀

হাদিসঃ
🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। (জামে তিরমিযীঃ ২০৫১)

🌹 হযরত আনাস রাযি. রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি হিজামা লাগাতে চায় সে যেন চাঁদের সতের, উনিশ ও একুশ তারিখকে তালাশ করে। তোমাদের কারো রক্তের চাপ বেড়ে গেলে সে যেন (হিজামা লাগিয়ে) রক্তের চাপ কমিয়ে নেয়। (সুনানে ইবনে মাজাহঃ ৩৪৮৬)

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে,এ হিজামা তার সকল রোগের (তথা রক্তের চাপের কারণে যেসব রোগ হয়) নিরাময়কারী হবে। (সুনানে আবূ দাউদঃ ৩৮৬১)
⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀

✅ হিজামায় যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ-
❀ মাইগ্রেন
❀ মাথা ব্যথা
❀ বাত ব্যথা
❀ পেট ব্যথা
❀ কোমর ব্যথা
❀ পায়ে ব্যথা
❀ হাটু ব্যথা
❀ ঘাড়ে ব্যথা
❀ মাংস পেশির ব্যথা
❀ দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
❀ মেরুদন্ড ব্যথা
❀ গোড়ালি ব্যথা
❀ স্পোর্টস ইঞ্জুরি
❀ হাই ব্লাড প্রেশার
❀ গেটে বাত
❀ চুল পড়া সমস্যা
❀ গ্যাস্টিক সমস্যা
❀ থাইরয়েড গ্রন্থির সমস্যা
❀ কাশি,কফ ও ফুসফুসের সমস্যা
❀ রিউমাটয়েড আর্থ্রাটিস
❀ সায়েটিকা
❀ ঘুমের সমস্যা
❀ মানসিক সমস্যা
❀ হতাশা/অবসাদ/দুঃশ্চিন্তা
❀ স্মরন শক্তির দূর্বলতা
❀ চর্মরোগ
❀ প্যারালাইসিস
❀ কোলস্টরল
❀ সাইনোসাইটিস
❀ লিভারের সমস্যা
❀ গ্যাষ্টিক
❀ আলসার
❀ যৌন সমস্যা,

ইত্যাদি ছাড়াও নিকোটিনের ক্ষতির প্রভাব থেকে বাচঁতে ধুমপায়ী মাদকসেবীদের মাদকাশক্তি দূর করার জন্য হিজামা খুবই উপকারি।

⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀⹀
এপয়েন্টমেন্ট এর জন্য: 01612363908

🌳 যোগাযোগ করুনঃ
✅ ঠিকানা: ৪৬৬/এ, রোড নং -১০, তিলপাপাড়া খিলগাঁও, ঢাকা।
✅ আমাদের শাখা: মিরপুর -২, যাত্রাবাড়ী

আসার আগে সিরিয়াল কনফার্ম হয়ে নিন:
🔳 হোম সার্ভিস এভেইলেবল।
🔳 মহিলাদের জন্য দক্ষ মহিলা থেরাপিস্ট।

মানুষের শরীর যখন কথা শোনে না, তখন কিন্তু বেশ সমস্যা। উঠতে ইচ্ছে করে না। কোথাও যেতে ইচ্ছা করে না। কাজের আগ্রহ থাকে কম। ঘু...
06/09/2022

মানুষের শরীর যখন কথা শোনে না, তখন কিন্তু বেশ সমস্যা। উঠতে ইচ্ছে করে না। কোথাও যেতে ইচ্ছা করে না। কাজের আগ্রহ থাকে কম। ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়া !

এভাবে করেই জীবনের দৌড়ে আস্তে আস্তে পিছিয়ে পড়তে হয়। সমাধান কি? কাপিং বা হিজামা থেরাপির এর মাধ্যমে নিজের কর্মোদ্যম বাড়িয়ে এগিয়ে যান জীবনের দৌড়ে।

কাপিং বা হিজামা এর পরে খুব কমন একটা ফিডব্যাক হচ্ছে, শরীর খুব হালকা হয়ে যায় এবং হাটার গতি বাড়ে।
শরীরটা হালকা হয়ে যায়। কাজের আগ্রহ ফিরে আসে, বাড়ে কর্মস্পৃহা। শরীর ও মন থাকে চাঙ্গা ও ফুরফুরে।

এছাড়াও নানা রকম ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হিজামা করলেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

হাদিসঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময় (বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)

Our institution has been providing medical services to people following Sunnah-based and Islamic methods with fidelity and trust for a long time.

Call us for an appointment:
📞 01612363908

হিজামা স্পেশালিষ্টের তত্ত্বাবধানে ০৪ দিন ব্যাপী হিজামা ট্রেনিং।তারিখ: ২৩, ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২২ ইং 🕑 সময়: প্রতিদিন...
03/09/2022

হিজামা স্পেশালিষ্টের তত্ত্বাবধানে ০৪ দিন ব্যাপী হিজামা ট্রেনিং।
তারিখ: ২৩, ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২২ ইং

🕑 সময়: প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

হিজামা ওয়ার্ল্ড রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার:- এর আয়োজকগণ এমবিবিএস, এফসিপিএস ডাক্তার সহ ভারতের সুজা'স ইনস্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার থেকে ডিগ্রি প্রাপ্ত এর তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের ওয়ার্কশপে আমরা সুজা'স ইনস্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার, ডাঃ জুনায়েদ খান স্যার ও ডাঃ আহমদ আবুল নাসের-এর নিয়মে ইন্সিশনসহ হিজামার যাবতীয় প্রশিক্ষণ প্রদান করে থাকি। ফলে আগত প্রশিক্ষণার্থীরা খুব সহজেই ইন্সিশনসহ হিজামার ওপর দক্ষতা অর্জন করতে পারেন।

♦️ ট্রেনিংয়ের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য:
✅ দক্ষ হিজামা থেরাপিস্ট তৈরি করা ও হিজামা সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন।
✅ হিজামা সম্বন্ধে অত্যাধুনিক তথ্য প্রদানসহ হাতে কলমে হিজামা প্রশিক্ষণ।
✅ প্রজেক্টরে/মনিটরে প্রদর্শনের মাধ্যমে ট্রেনিং প্রদান।
✅ সচিত্র হিজামার পয়েন্ট বিষয়ক গাইড প্রদান।
✅ এনাটমি, ফিজিওলজি এবং পয়েন্ট ভিত্তিক প্রশিক্ষণ।
✅ ট্রেনিং চলাকালীন প্রেক্টিক্যালের সমস্ত উপকরণ প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে।
✅ ট্রেনিং শেষে আমাদের নিজস্ব চেম্বারে ইন্টার্নীর সুযোগ প্রদান
✅ পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা।

♦️ ট্রেনিংয়ে যা শেখানো হবে:
✅ হিজামা ট্রেনিং
✅ ফায়ার কাপিং
✅ মাসাজ কাপিং
✅ ড্রাই কাপিং

♦️ অংশগ্রহণের যোগ্যতা:
◼ মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন যে কেউ।
◼ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
◼ উলামায়ে কেরাম।
উপরের যেকোন টি থাকলেই হবে

♦️ ট্রেনিং শেষে প্রদান করা হবে:
✅ অংশগ্রহণের সার্টিফিকেট
✅ হিজামা গাইড

♦️ সঙ্গে যা আনতে হবে (রেজি:-এর জন্য):
◼ ০২ কপি ছবি (পাসপোর্ট সাইজ ২টি, ল্যাব প্রিন্ট হতে হবে, (লেটেস্ট ছবি প্রদান আবশ্যক)
◼ ভোটার আইডি কার্ডের ফটোকপি
◼ এসএসসি/দাখিল/মিশকাত, তাকমিলের বেতেকা/সনদের ফটোকপি (তাকমিল ফারিগদের বেতাকা অথবা নিবন্ধন কপি) জমা দিতে হবে।

♦️ রেজিস্ট্রেশনের নিয়ম:
★ ট্রেনিং ফি ৫০০০ টাকা।
♦️ ২০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে।
সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সশরীরে এসে ২০০০ টাকা রেজিস্ট্রেশন বাবদ দিতে হবে।

(মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে বিকাশ, রকেট বা নগদ করতে হলে চার্জ প্রযোজ্য)

♦️রেজিস্টেশন কনফার্ম ও যোগাযোগ:
"রফ রফ হিজামা সেন্টার"
Bkash or Nagad
01676120294 (বিকাশ, রকেট, নগদ)
মোবাইলে টাকা পাঠালে যে নাম্বার থেকে পাঠানো হবে তার লাস্ট চার অক্ষর, নাম, পিতা মাতার নাম ও ভোটার আইডি কার্ডের নাম্বার এবং বিবাহিতা মহিলা হলে স্বামীর নাম মেসেজ করে পাঠিয়ে দিতে হবে।

🚌যাতায়াত: খিলগাঁও পুলিশ ফারি/বাসাবো বাসস্ট্যান্ড থেকে রিকশায় ১৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা হোটেলের পরের গলি তিলপাপাড়া রোড নাম্বার ১০ এর ভেতরে তিন নম্বর বিল্ডিং টাই।

Rofrof Hijama Centre.
রফ রফ হিজামা সেন্টার।

★স্থান: রফ রফ হিজামা সেন্টার। ৪৬৬/ এ রোড নাম্বার ১০ খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা ১২১৯ (ঢাকা হোটেলের পাশের গোলি)

Help-line Number:
01612-363908

 #হিজামা একটি বিজ্ঞানভিত্তিক জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। এটা রোগের জন্য চিকিৎসা এবং সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজা...
03/09/2022

#হিজামা একটি বিজ্ঞানভিত্তিক জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। এটা রোগের জন্য চিকিৎসা এবং সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
-
🌳আমাদের সেবা সমূহঃ
*️⃣ বডি মেসেজ এবং রিলেক্স করা।
*️⃣ ফায়ার কাপিং।
*️⃣ হিজামা বা ওয়েটকাপিং।
*️⃣ মেসেজ কাপিং।
*️⃣ ড্রাই কাপিং।
-

🌳 যোগাযোগ করুনঃ
✅ ঠিকানা: ৪৬৬/এ, রোড নং -১০, তিলপাপাড়া খিলগাঁও, ঢাকা।
✅ আমাদের শাখা: মিরপুর -২, যাত্রাবাড়ী

☎️হটলাইন: 01612363908

আসার আগে সিরিয়াল কনফার্ম হয়ে নিন
🔳 হোম সার্ভিস এভেইলেবল।
🔳 মহিলাদের জন্য দক্ষ মহিলা থেরাপিস্ট।

Address

466/A, Road No-10, Tilpapara Khilgaon
Dhaka
1219

Telephone

+8801612363908

Website

Alerts

Be the first to know and let us send you an email when রফ রফ হিজামা হেলথ কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রফ রফ হিজামা হেলথ কেয়ার:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram