01/10/2025
৫০টি হোমিওপ্যাথি ঔষধ ও তাদের হ্রাস বৃদ্ধিঃ-।
১–১০
1. Aconite → ঠান্ডা বাতাসে বাড়ে, উষ্ণতায় কমে
2. Belladonna → রোদে ও আলোতে বাড়ে, বিশ্রামে কমে
3. Bryonia → নড়াচড়ায় বাড়ে, বিশ্রাম ও শুয়ে থাকলে কমে
4. Rhus Tox → বিশ্রামে বাড়ে, চলাফেরা করলে কমে
5. Arsenicum Album → মধ্যরাতে (১–২ টায়) বাড়ে, গরমে ও চুমুক দিয়ে পানি খেলে কমে
6. Nux Vomica → সকালে বাড়ে, রাতে বিশ্রামে কমে
7. Pulsatilla → উষ্ণ কক্ষে বাড়ে, খোলা বাতাসে কমে
8. Ignatia → মানসিক দুঃখে বাড়ে, গভীর শ্বাসে কমে
9. Gelsemium → মানসিক চাপ ও উত্তেজনায় বাড়ে, বিশ্রামে কমে
10. Chamomilla → রাগে ও রাতে বাড়ে, দোলালে/হাত ধরে রাখলে কমে
⸻
১১–২০
11. Calcarea Carb → ঠান্ডায় বাড়ে, শুকনো উষ্ণতায় কমে
12. Sulphur → সকালে ও স্নানে বাড়ে, শীতল বাতাসে কমে
13. Lycopodium → বিকেল ৪–৮ টায় বাড়ে, খোলা বাতাসে কমে
14. Sepia → পরিশ্রমে বাড়ে, বিশ্রামে ও শুয়ে থাকলে কমে
15. Silicea → ঠান্ডা বাতাসে বাড়ে, উষ্ণতায় কমে
16. Natrum Mur → রোদে বাড়ে, খোলা বাতাসে কমে
17. Kali Carb → ভোর ৩–৫ টায় বাড়ে, বসে থাকলে কমে
18. Phosphorus → খিদে ও সন্ধ্যায় বাড়ে, ঠান্ডা পানিতে কমে
19. Hepar Sulph → ঠান্ডা বাতাসে বাড়ে, উষ্ণ কাপড়ে কমে
20. Mercurius → রাতে ও উষ্ণ কক্ষে বাড়ে, ঠান্ডা বাতাসে কমে
⸻
২১–৩০
21. Antimonium Tart → গরম কক্ষে বাড়ে, খোলা বাতাসে কমে
22. Carbo Veg → গরমে ও রাতে বাড়ে, মাথা উঁচু করে শুলে কমে
23. China (Cinchona) → রাতে ও হাওয়ায় বাড়ে, শক্ত বেঁধে ধরলে কমে
24. Colocynth → রাগে বাড়ে, পেটে চাপ দিলে কমে
25. Magnesia Phos → ঠান্ডায় বাড়ে, গরম সেঁক দিলে কমে
26. Veratrum Album → ঠান্ডায় বাড়ে, উষ্ণতায় কমে
27. Spigelia → সকালে ও রোদে বাড়ে, বিশ্রামে কমে
28. Apis Mellifica → গরমে বাড়ে, ঠান্ডা সেঁকে কমে
29. Kali Bichromicum → সকালে বাড়ে, উষ্ণ সেঁকে কমে
30. Cactus Grandiflorus → রাতে বাড়ে, বসে থাকলে কমে
⸻
৩১–৪০
31. Arnica → ছোঁয়ায় ও নড়াচড়ায় বাড়ে, বিশ্রামে কমে
32. Hypericum → ঠান্ডা ও আঘাতে বাড়ে, বিশ্রামে কমে
33. Symphytum → আঘাতে বাড়ে, বিশ্রামে কমে
34. Ruta → পরিশ্রমে বাড়ে, বিশ্রামে কমে
35. Causticum → ঠান্ডায় বাড়ে, উষ্ণ সেঁকে কমে
36. Graphites → স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়ে, উষ্ণতায় কমে
37. Thuja → আর্দ্রতায় বাড়ে, শুকনো উষ্ণতায় কমে
38. Baryta Carb → ঠান্ডায় বাড়ে, উষ্ণতায় কমে
39. Stramonium → অন্ধকারে বাড়ে, আলো ও সঙ্গ পেলে কমে
40. Coffea Cruda → আনন্দ বা উত্তেজনায় বাড়ে, শান্ত পরিবেশে কমে
⸻
৪১–৫০
41. Digitalis → সামান্য নড়াচড়ায় বাড়ে, বিশ্রামে কমে
42. Tabacum → গরম ঘরে বাড়ে, খোলা বাতাসে কমে
43. Ipecac → স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়ে, খোলা বাতাসে কমে
44. Drosera → রাতে বাড়ে, দিনে কমে
45. Kali Iod → রাতে বাড়ে, চলাফেরায় কমে
46. Nitric Acid → রাতে বাড়ে, বিশ্রামে কমে
47. Aurum Met → রাতে বাড়ে, সঙ্গ ও কথা বললে কমে
48. Staphysagria → অপমান বা দুঃখে বাড়ে, বিশ্রামে কমে
49. Cocculus Indicus → রাত জাগায় বাড়ে, বিশ্রামে কমে
50. O***m → ভয় ও দুঃস্বপ্নে বাড়ে, শান্ত পরিবেশে কমে।
👉 এটা একটি সহজ তালিকা। প্রয়োগে অবশ্যই রোগীর সম্পূর্ণ লক্ষণ, মানসিক অবস্থা ও অন্যান্য দিক মিলিয়ে নির্বাচন করতে হয়।
🤷♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।