Hijama Service in old Dhaka.

Hijama Service in old Dhaka. Hijama is a sunnah treatment.

হিজামা অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। হিজামা আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। অর্থ চোষা বা টেনে নেওয়া।হিজামা প্রাচীন চিকিৎসা ...
12/10/2024

হিজামা অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। হিজামা আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। অর্থ চোষা বা টেনে নেওয়া।হিজামা প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসেবে বিশ্বে ব্যাপক জনপ্রিয়। এই চিকিৎসাপদ্ধতি আরব, আফ্রিকা, চীন, ভারত ও আমেরিকায় বহু আগে থেকেই প্রচলিত ছিল।হিজামার মাধ্যমে দূষিত রক্ত, ইউরিক অ্যাসিড, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সঙ্গে বের করে নিয়ে আসা হয়। এর ফলে শরীরের মাংসপেশিগুলোর রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় এবং শরীর সতেজ ও শক্তিশালী হয়।হিজামার মাধ্যমে যে দূষিত প্লাজমা বেরিয়ে আসে, তাতে থাকে একাধিক রোগের জীবাণু। যেমন ঠাণ্ডা, কাশি, বিষণœতা, আর্থ্রাইটিস, চিন্তা, ঘুমের সমস্যা, মাংসপেশির ব্যথা এবং অন্যান্য রোগের জীবাণু বেরিয়ে এসে যেকোনো রোগের তীব্রতা কমিয়ে দেয়। হিজামার মাধ্যমে বর্তমানে অনেক সংক্রামক রোগের চিকিৎসা করা হচ্ছে। এ ছাড়া অসংক্রামক অনেক রোগও ভালো হয় নিয়মিত হিজামা করালে।হিজামার মাধ্যমে ব্যাকপেইন, উচ্চ রক্তচাপ, পাব্যথা, হাঁটুব্যথা, মাথাব্যথা (মাইগ্রেন), ঘাড়ব্যথা, কোমরব্যথা, জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিস, জাদু, বাত, ঘুমের ব্যাঘাত, থাইরয়েড ব্যাঘাত, জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা, ত্বকের বর্জ্য পরিষ্কার, অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা, অর্শ, অণ্ডকোষ ফোলা, পাঁচড়া, ফোঁড়া ইত্যাদি প্রতিরোধ হয়।

হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা নবী সা:নিজেও নিয়েছেন এবং অন্যদেরকে এটার প্রতি উৎসাহিত করেছেন।আবূ কাবশাহ আল-আনমারী...
29/01/2024

হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা নবী সা:নিজেও নিয়েছেন এবং অন্যদেরকে এটার প্রতি উৎসাহিত করেছেন।

আবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন: নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু'কাঁধের মাঝ বরাবর রক্তমোক্ষণ করাতেন এবং বলতেন: যে ব্যক্তি নিজ দেহের এ অংশ থেকে রক্তমোক্ষণ করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না।
হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূল সা. ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
হজরত ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে নবী করিম (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো- হিজামা করা , মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ –সহিহ বোখারি: ৫৬৮১

হযরত আবদৃল্লাহ্ বিন আব্বাস রা. থেকে বর্ণিত আছে, রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩ রাসুল সঃ এর গৃহে বাসকারি সালমা রা. বলেন, “যখনই কেউ রাসুল সা. এর কাছে মাথা ব্যথার কথা বলতেন, তিনি তাদেরকে হিজামা (কাপিং) করার উপদেশ দিতেন।” [সহীহ সুনান আবু দাউদ (৩৮৫৮)]
হিজামা’র কিছু উপকারিতাঃ
শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
ত্বক পরিষ্কার করে।
রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
ঘুমের উন্নতি করে
শারীরিক শক্তি বৃদ্ধি করে,
কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে।
হিজামার জন্য ইনবক্সে নক করুন । হোম সার্ভিস ও দেয়া হয় ।

Address

Chawk Bazaar
Dhaka
1211

Telephone

+8801795744755

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Service in old Dhaka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Service in old Dhaka.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram