26/06/2020
আমরা জানি এই করোনার সংকটে যে কোনও সময় ডাক্তারের কাছে দৌড়ানো কঠিন। এই জন্য অনেকেই বাসায় চিকিৎসা নিতে আগ্রহী হচ্ছেন। চিকিৎসকরাও সেরকমই পরামর্শ দিচ্ছেন, অবস্থা খারাপ হলে আপনি হাসপাতালে চলে আসুন। কিন্তু আপনি কীভাবে বুঝবেন অবস্থা খারাপ , এখন যেতে হবে হাসপাতালে?
যখন দেখবেন
✅ শ্বাসকষ্ট তীব্রতর হচ্ছে।
✅রোগীর অক্সিজেন স্যাচুরেশন , পাল্স অক্সিমিটারে অক্সিজেন সাপ্লাই ছাড়া 90% বা অক্সিজেন সাপ্লাইসহ 92% এর নীচে।
✅ রোগী স্বাভাবিক কাজে অক্ষম।
✅ রোগী অচেতন হয়ে পরছে।
আপনাদের সহায়তা করার জন্য আমরা এনেছি উন্নতমানের ফিঙ্গার পালস অক্সিমিটার IMDK C101A2 যা, শরীরের রক্তে অক্সিজেনের মাত্রা সম্পর্কে আপনাকে সঠিক রিডিং দিবে, সহজে ব্যবহারযোগ্য, দীর্ঘস্থায়ী এবং টেকসই এবং সুলভ মূল্যে। আঙ্গুলে লাগালে কয়েক সেকেন্ডেই আপনাকে বলে দিবে শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা। আপনার অক্সিজেন সাপ্লাই দরকার কি না, আপনাকে হাসপাতালে যেতে হবে কিনা।
শুধু কোভিড নয় হার্ট ফেইলিওর, নিউমোনিয়া, স্ট্রোকের রোগী ও যেকোন কঠিন রোগীর ফুসফুসে তথাপি রক্তে বাতাস পৌছায় না। তখন রক্তে অক্সিজেন লেভেল কমে যায়। কিন্তু রোগী অনেক সময়ই বলতে পারে না। সেক্ষত্রে এই যন্ত্রটি আপনার পরিবারে বিপদের সময়ে কাজে লাগবে।
সুতরাং আমরা আপনার জন্য নিয়ে এসেছি Finger pulse oximeter IMDK C101A2.
✅ আমরা এই Oximeters মূল কারখানা থেকে সরাসরি আমদানি করেছি।
✅ আমরা একটি 15 দিনের রিটার্ন নীতি দিচ্ছি।