দক্ষিণখান কাজী অফিস ৪৮ নং ওয়ার্ড ঢাকা উত্তর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • দক্ষিণখান কাজী অফিস ৪৮ নং ওয়ার্ড ঢাকা উত্তর

দক্ষিণখান কাজী অফিস ৪৮ নং ওয়ার্ড ঢাকা উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কাজী অফিস

28/09/2025

আজীবন নকল করে পাশ করার পরে বিয়ের দিনে বরের অবস্থা!
নকল করে বিয়ে করছে বর😜😜😜😜


#দক্ষিণখান
#কাজীঅফিস
#দক্ষিণখান_কাজী_অফিস
fans

বিয়ে করতে গিয়ে বলে ছেলে অনেক বড়লোক ৪তালা বিল্ডিং আছে 😃বাকিটা ইতিহাস
08/08/2025

বিয়ে করতে গিয়ে বলে ছেলে অনেক বড়লোক ৪তালা বিল্ডিং আছে 😃
বাকিটা ইতিহাস

গল্পের নাম: "চালাক মা, তালাক কন্যা"একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কথায় পাকা,...
08/08/2025

গল্পের নাম: "চালাক মা, তালাক কন্যা"

একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কথায় পাকা, আর সামান্য বিষয়েও নিজের মত চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার একমাত্র মেয়ে ছিল সানজিদা। মেয়েটি দেখতে সুন্দর, শিক্ষিত, তবে মা'র প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল।

রোজিনা বেগম সবসময় মেয়েকে বলতেন,
– "তোর শ্বশুরবাড়ির কেউ যদি তোকে একটু কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি! কোনোরকম ছাড় দিবি না। আমরা কি কেউ কম নাকি?"

সানজিদা বিয়ের পর শ্বশুরবাড়িতে যায়। স্বামী রাশেদ ছিল সহজ-সরল, ভালো মানুষ, কিন্তু খুব বেশি কথা বলতো না। শ্বশুর-শাশুড়িও ছিলেন শান্ত স্বভাবের। কিন্তু সানজিদা সেখানে একটু কিছু হলেই মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দিতো।

একদিন শুধু ডাল পাতলা হয়েছে বলে সে রাগ করে নিজে রান্নাঘরে গিয়ে ডাল ফেলেই দিল। আরেকদিন স্বামী অফিস থেকে দেরি করে আসায় রেগে গিয়ে দরজা খুলতে দেয়নি। দিনদিন তার আচরণ এমন হয়ে উঠছিল যেন সবাই তার দাস।

রাশেদ অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারলো না। কথা বললে ঝগড়া, চুপ থাকলে অপমান। কয়েক মাস না যেতেই তালাক হয়ে গেল।

রোজিনা বেগম বললেন,
– "ওরা তোকে বুঝতে পারেনি, তুই তো ঠিকই ছিলি।"

তারপর দ্বিতীয় বিয়ে হলো। নতুন শ্বশুরবাড়ি, নতুন স্বামী। কিন্তু একই আচরণ, একই চিন্তাধারা। আবারও তালাক।

এভাবে একে একে তিনবার বিয়ে হলো সানজিদার। কিন্তু মায়ের শেখানো চালাকি, তর্ক, অহংকার, একচেটিয়া মনোভাব – সব কিছুই সম্পর্ক ভেঙে দিতে লাগলো।

শেষে যখন সানজিদা একা হয়ে গেল, তখন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল,
– "সব দোষ কি শুধু তাদেরই ছিল? না কি মা’র চালাকির চেয়ে একটু ভালোবাসা, ধৈর্য আর নম্রতা শিখলেই জীবনটা অন্যরকম হতো?"

গল্পের শেষে বলা যায়—
চালাকি দিয়ে সম্পর্ক টেকে না, টেকে সহনশীলতা, শ্রদ্ধা আর মনের মিল দিয়ে। মায়ের চাতুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায়, তাহলে প্রেমের জায়গা করে নেয় তালাকের নোটিশ।

–সমাপ্ত।

05/07/2025

কারা কারা চারটা বিয়ে করতে চায়?
প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না!

বউ কে আঘাত করা ইসলামে কঠোর ভাবে নিষেধ আছে।
03/07/2025

বউ কে আঘাত করা ইসলামে কঠোর ভাবে নিষেধ আছে।

বউ পে-টা-নো-র শীর্ষে বরিশাল ও খুলনার মানুষ, কোন বিভাগে কত?

বিয়ের জন্য যদি মেয়ে দেখতে যান।মেয়ের সাথে একান্তে কথা বলার সুযোগ পেলে, এমন প্রশ্ন করা উচিত যা মেয়েটিকে সম্মান দেখায়, স...
26/06/2025

বিয়ের জন্য যদি মেয়ে দেখতে যান।
মেয়ের সাথে একান্তে কথা বলার সুযোগ পেলে, এমন প্রশ্ন করা উচিত যা মেয়েটিকে সম্মান দেখায়, স্বচ্ছতা বজায় রাখে, এবং ভবিষ্যতের জীবনসঙ্গী হিসেবে তাকে জানার সুযোগ দেয়। নিচে কিছু ভদ্র ও কার্যকর প্রশ্নের উদাহরণ দিলাম, যেগুলো সম্পর্ক গড়ার ভিত্তি হতে পারে:

---

📌 ব্যক্তিত্ব ও রুচি জানার জন্য:

1. আপনার শখ কী কী? অবসরে কী করতে ভালো লাগে?

2. আপনি বই পড়েন? কোন ধরনের বই পছন্দ করেন?

3. ভ্রমণ করতে ভালো লাগে? প্রিয় কোনো জায়গা আছে?

4. আপনি নিজেকে কেমন মানুষ মনে করেন — বেশি অন্তর্মুখী না বহির্মুখী?

---

🏡 পরিবার ও জীবনদর্শন নিয়ে:

1. আপনার পরিবারের সাথে সম্পর্ক কেমন?

2. আপনার মতে সংসার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী?

3. আপনি কি ভবিষ্যতে চাকরি করতে আগ্রহী? নাকি ঘর সামলানোতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন?

---

কি একটা অবস্থা
26/06/2025

কি একটা অবস্থা

25/06/2025

বিয়ের জন্য ঋণ দিচ্ছে ব্যাংক

তারাতাড়ি লুফে নিন এই অফার, বিয়ে আর কে আটকাবে।দক্ষিণখান কাজী অফিস
23/06/2025

তারাতাড়ি লুফে নিন এই অফার, বিয়ে আর কে আটকাবে।
দক্ষিণখান কাজী অফিস

17/06/2025

বিয়ে মানে শুধু একই ছাদের নিচে থাকা নয়, বরং একই স্বপ্ন দেখা, ঝড় এলে একই পাশে দাঁড়ানো, আর প্রতিদিন নতুন করে প্রেমে পড়া, সেই মানুষটার, যাকে তুমি একদিন ‘কবুল’ বলেছিলে।

Address

Dhaka
1230

Telephone

+8801676474709

Website

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিণখান কাজী অফিস ৪৮ নং ওয়ার্ড ঢাকা উত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to দক্ষিণখান কাজী অফিস ৪৮ নং ওয়ার্ড ঢাকা উত্তর:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram