Physiocare BD

Physiocare BD অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট অ্যাসেসমেন্ট, এক্সামিনেশন ,প্রেসক্রিপশন করে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে থাকে

👉নিজ বাসায় ফিজিওথেরাপি নিতে চাচ্ছেন ?
🔹মনে রাখবেন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার জন্য চাই একজন কোয়ালিফাইড,অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট।
🔻Physiocare Bd সেই কাজটিই করে যাচ্ছে ।
আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টগণ অ্যাসেসমেন্ট, এক্সামিনেশন ,প্রেসক্রিপশন করে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে থাকে।
যেসব রোগের/শারীরিক সামস্যার ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয় :
➡️ কোমড় ব্যথা /মেরুদণ্ড ব্যথা।
➡️ বাত ব্যথা।
➡️ হাড় ক্ষয়।
➡️ হাঁটু ব্যথা।
➡️ কাঁধের ব্যথা।
➡️ ঘাড় ব্যথা।
➡️ প্যারালাইসিস/ স্ট্রোক।
➡️ ফ্রোজেন শোল্ডার।
➡️ মুখ একদিকে বেঁকে যাওয়া (Bell's Palsy).
➡️ অটিজম/প্রতিবন্ধী শিশু।
➡️ সেরিব্রাল পালসি (CP).
➡️ আর্থাইটিস (Osteoarthritis, Rheumatoid Arthritis )
➡️ পায়ের গোড়ালি ব্যথা।
➡️ মাংস পেশির দুর্বলতা।
➡️ জয়েন্টের ব্যথা (Joint pain).
➡️ হাঁটু ব্যথা (Knee koint).
➡️ হাঁটু ভাঁজ করতে সমস্যা।
➡️ কনুই ও হাতের কব্জিতে ব্যথা।
➡️ চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর পরবর্তী জয়েন্টের ব্যথা।
➡️ সায়াটিকা।
➡️ ডায়াবেটিক নিউরোপ্যাথী (নিউরোপ্যাথিক পেইন)।
➡️ প্লাস্টার পরবর্তী জয়েন্ট শক্ত হওয়া।
➡️ হাত পা ঝিঝি বা অবশ হাওয়া।
➡️ পিএলআইডি (PLID)
➡️ স্পোর্টস ইনজুরি
➡️ বার্ধক্য জনিত সমস্যা
➡️ পারকিনসন ডিজিজ।
➡️ জিবিএস/ এমএনডি/ ডিএমডি।
➡️ পালমোনারি ফিজিওথেরাপি (ফুসফুসের রোগ)।
➡️ করোনা (Covid-19) পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা।
➡️অর্থোপেডিক অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা।
তাই যেকোনো ধরণের ফিজিওথেরাপি চিকিৎসা নিতে এবং বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ, মেসেঞ্জার,
☎️Call:01864435913

আপনি কি বিভিন্ন জয়েন্ট পেইন এ ভুকছেন??আপনি কি ঘাঁর,কোমর, হাটুতে ব্যাথায় ভুকছেন?বাসায় বসেই ফিজিওথেরাপি চিকিৎসা নেয়ার কথা ...
12/06/2023

আপনি কি বিভিন্ন জয়েন্ট পেইন এ ভুকছেন??
আপনি কি ঘাঁর,কোমর, হাটুতে ব্যাথায় ভুকছেন?
বাসায় বসেই ফিজিওথেরাপি চিকিৎসা নেয়ার কথা ভাবছেন????
তাহলে আর দেরি না করে যোগা যোগ করুন আমাদের পেইজে।
আমরাই এক মাত্র আধুনিক মেশিন এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি।

আজ আমরা কথা বলবো মায়োফেসিয়াল পেইন সিন্ড্রোম নিয়ে।>> #মায়োফেসিয়াল_পেইন_সিনড্রোম:অদ্ভুত হলেও এটাই সত্য,সব ঘাড়ের ব্যথার ...
12/06/2023

আজ আমরা কথা বলবো মায়োফেসিয়াল পেইন সিন্ড্রোম নিয়ে।>>

#মায়োফেসিয়াল_পেইন_সিনড্রোম:
অদ্ভুত হলেও এটাই সত্য,সব ঘাড়ের ব্যথার উৎস সারভাইক্যাল স্পাইন নয়, সব কাঁধের ব্যথা ফ্রোজেন শোল্ডার নয় আর সব কোমরের ব্যথা মানেই মেরুদন্ডের সমস্যা নয়।
ঘাড়ের ব্যথা, কাঁধের ব্যথা অথবা কোমর ব্যথার উৎস যখন খুঁজে পাওয়া যায় না,
যে ব্যথা এক্সরে এম.আর.আই-তে ধরা পড়ে না,
সকল ইনভেস্টিগেশন স্বাভাবিক খুঁজে পাওয়া যায়,
বাতজনিত কিংবা ফাইব্রোমায়ালজিয়া দাবী করা যায় না,
অথচ ব্যথা ব্যথা বলে চিৎকার করে দিনের পর দিন অপ্রয়োজনীয়' ব্যাথার ঔষধ খেতে হয়, আশেপাশের লোকজনের কাছে বিরক্তিকর প্রাণীতে পরিণত হতে হয়, মানসিক রোগী বলে হেয় হতে হয়, সেটাই হয়তো মায়োফেসিয়াল পেইন সিনড্রোম।
#সমস্যাটা_যেমন -
নির্দিষ্ট একটি জায়গায় ব্যথাটা পরম আনন্দে বাস করতে থাকবে।
সেই স্থানে চাপ দিলে সে হালুম করে উঠবে।
ব্যথার উপরের মাংসপেশীগুলো শক্ত হয়ে থাকবে।
কারণ ছাড়াই সে স্থানের মাংসপেশি দুর্বল মনে হবে।
ব্যথার স্থানে চাপ দিলেও আশেপাশে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে।
ঘাড় নাড়ানো যাচ্ছে না, কাঁধ নাড়ালেই ব্যথা হচ্ছে, কোমরের অথবা শরীরের নির্দিষ্ট একটি পয়েন্টে বারবার ব্যথা অনুভূত হচ্ছে।
#রোগের কারণ কি?
সত্যিকারের কারণ খুঁজে পাওয়া বেশ কঠিন। কখনো কখনো শরীরের অন্য কোন অঙ্গের সমস্যা অথবা কানেক্টিভ টিস্যুর রোগের জন্য হতে পারে। সবচাইতে সাধারণ যে সমস্যার জন্য তৈরি হয় তা হলো কোনো আঘাত অথবা ওভার ইউজ অথবা ওভার স্ট্রেস। হতে পারে কোনো এক্সিডেন্ট কিংবা মোটরবাইক চালনা, হতে পারে ভারী জিনিস বহন, হতে পারে বেকায়দা বসা বা কোন খেলাধুলা জনিত কারণে।
কিভাবে বুঝবেন চিকিৎসক:
এটি পুরোপুরি ক্লিনিক্যাল। রুটিন ও সন্দেহজনক মনে হলে নির্দিষ্ট ইনভেস্টিগেশন করা যেতে পারে ফর এক্সক্লুশন। কারণ সকল ইনভেস্টিগেশন সাধারণত স্বাভাবিক পাওয়া যেতে পারে। নির্দিষ্ট টেন্ডার পয়েন্ট গুলো খুঁজে বের করতে হবে। মাঝেমাঝে রোগী নিজেই হাত দিয়ে জায়গা চিনিয়ে দেন। স্লিপ স্টাডি করেও এটি ডায়াগনোসিস করা যেতে পারে।
চিকিৎসা কি?
এখনকার আধুনিক চিকিৎসায় ফিজিওথেরাপি এর স্পেশাল কিছু চিকিৎসা পদ্ধতি এপ্লাই করা হয় এ রোগের ক্ষেত্রে, যা একজন ফিজিওথেরাপি চিকিৎসক করে থাকেন।
যেমন :
#পজিশনাল রিলিজ

#মাসল এনার্জি টেকনিক
#কাইনেসিও টেপিং
#ট্রিগার পয়েন্ট রিলিজার দিয়ে সফট টিস্যু রিলিজ।
যা মুহূর্তে ব্যথা কমিয়ে দিতে পারে। এছাড়া আল্ট্রাসাউন্ড থেরাপি( নির্দিষ্ট হার্জে) এবং মাসল স্টিমুলেটর যথেষ্ট সহায়ক।মজার বিষয় হচ্ছে শুধু ব্যথার ওষুধ বা মাসল রিলাক্সেন্ট খেয়ে এটির কোন সমাধান হবে না।

বাসায় বসেই সব ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে যোগা যোগ করুনঃ 01846435913
অথবা মেসেজ করুন ওয়াট'স এপে
Physiocare BD
Physiocare BD আছে আপনাদের পাশেই

28/05/2023
আজকের আলোচ্য বিষয় হিমোফিলিয়া।হিমোফিলিয়া কি?হিমোফিলিয়া একটি বিরল, জিনের দশা, যা রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর এর ফলে প্রচ...
28/05/2023

আজকের আলোচ্য বিষয় হিমোফিলিয়া।

হিমোফিলিয়া কি?
হিমোফিলিয়া একটি বিরল, জিনের দশা, যা রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর এর ফলে প্রচুর রক্তপাত হয়ে যায়, এমনকি সামান্য আঘাতেও এবং কখনও কোনও আঘাত ছাড়াই ভিতরে রক্তপাত হতে পারে। একে ব্লিডার’স ডিজিজও বলা হয়।

এর প্রধান লক্ষন ও উপসর্গগুলো কি কি?

হিমোফিলিয়া স্বাভাবিকভাবে রক্ত তঞ্চনে বাধা দেয়। আঘাত লাগার পর অন্যান্যদের তুলনায় হিমোফিলিয়া রোগীদের দীর্ঘক্ষণ রক্তপাত হতে পারে আর অত্যধিক রক্তপাতের কারণে অনেকসময় রোগীর মৃত্যুও হতে পারে, যদি তৎক্ষণাৎ চিকিৎসা না করা হয়।

***শরীরের বাইরের রক্তপাতের লক্ষণঃ
>মুখে রক্তপাত
>সামান্য কেটে গেলেও প্রচুর রক্তপাত
>নাক দিয়ে রক্তপাত

****শরীরের ভিতরের রক্তপাতের লক্ষণঃ
>প্রস্রাব ও মলের সাথে রক্ত।
>শরীরের বড়ো পেশীর থেকে রক্তপাতের কারণে দীর্ঘ কালশিটে দাগ।
>কোনও আঘাত ছাড়াই জোড় বা গাঁট থেকে রক্তপাত
>সামান্য ধাক্কাতে মস্তিষ্কে রক্তপাত অথবা গুরুতর আঘাত।

***এর প্রধান কারনগুলো কি কি?

হিমোফিলিয়া আক্রান্তদের শরীরে থ্রম্বোপ্লাস্টিন নামক অভাব দেখা দেয়, যার ফলে এই সমস্ত ব্যক্তিদের শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না। সমস্যাটি এক্স-যুক্ত জিন বাহিত হওয়ায় বেশি মাত্রায় ছেলেরাই আক্রান্ত হয়। একটি হিমোফিলিক মেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই জন্মের আগেই মারা যায়।

হিমোফিলিয়া দু’ধরনের হয়:
>>হিমোফিলিয়া A:
এর বৈশিষ্ট হলো অ্যান্টিহিমোফিলিক গ্লোবুলিন (ফ্যাক্টর VII)-এর অভাব।
হিমোফিলিয়ার সমস্যায় প্রায় চার-পাঁচটি এই ধরনের অন্তর্গত
এটি বেশি গুরুতর।
সেইজন্য, একটা ছোটো ক্ষত থেকেও দীর্ঘক্ষণ ধরে রক্তপাত হতে পারে।

হিমোফিলিয়া B:
এটা ক্রিসমাস অসুখ নামেও পরিচিত।
প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট দোষে হয় (পিটিসি বা ফ্যাক্টর IX)।
পরবর্তীতে আমরা আলোচনা করবো হিমোফিলিয়াতে ফিজিওথেরাপি এর ভুমিকা সে সময় পর্যন্ত আপ্নারা Physiocare BD এর সাথেই থাকুন।

আজ আমরা কথা বলবো ডাউন সিনড্রোম নিয়েঃডাউন সিনড্রোম কি?>>ডাউন সিনড্রোম হল একটি ক্রোমোসোমাল ডিসঅর্ডার যেখানে ক্রোমোজোম 21 এ...
27/05/2023

আজ আমরা কথা বলবো ডাউন সিনড্রোম নিয়েঃ

ডাউন সিনড্রোম কি?

>>ডাউন সিনড্রোম হল একটি ক্রোমোসোমাল ডিসঅর্ডার যেখানে ক্রোমোজোম 21 এর অতিরিক্ত সেট থাকে।

পিতামাতারা তাদের বংশধরদের কাছে জেনেটিক উপাদানগুলি প্রেরণ করেন। প্রতিটি পিতামাতার অবদান 46 জোড়া ক্রোমোজোম তৈরি করে, প্রতিটি পিতামাতার অবদান 23 জোড়া।

ডাউন সিনড্রোমে, 21 তম ক্রোমোজোম ক্রোমোজোমের একটি অতিরিক্ত সেটের নকল করে এবং 3টি ভিন্ন ধরণের ডাউন সিনড্রোমের কারণ হতে পারে, যেমন:

ট্রাইসোমি 21 : যখন ভ্রূণের প্রতিটি কোষে 21 তম ক্রোমোজোমের তৃতীয় কপি থাকে। এটি সাধারণত ডাউন সিনড্রোমের সবচেয়ে সাধারণ রূপ।

স্থানান্তর : ভ্রূণের সবকটি 46টি ক্রোমোজোম রয়েছে, তবে একটি ক্রোমোজোমের একটি অতিরিক্ত টুকরো তার 21 তম ক্রোমোজোমের সাথে সংযুক্ত রয়েছে।

মোজাইক: অতিরিক্ত ক্রোমোজোম কিছু কিছুতে থাকে, কিন্তু সব কোষে নয়।
ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা হালকা থেকে মাঝারি পর্যন্ত শারীরিক ও মানসিক বিকাশের ঘাটতিতে ভোগেন। ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের চেহারা আলাদা এবং জন্ম থেকেই লক্ষ্য করা যায়, যার মধ্যে কয়েকটি অন্তর্ভুক্ত;

>সমতল মুখের বৈশিষ্ট্য যেমন একটি সমতল ব্রিজযুক্ত নাক
>জিহ্বা ফুঁকছে
>কানে খাটো
>ছোট মাথা
>>স্বাভাবিকের চেয়ে ছোট ঘাড়
>চোখ যেগুলো উপরের দিকে তির্যক
নিম্ন পেশী স্বন

ডাউন সিনড্রোমের জন্য ছোট স্টকি বাহু ও পা ফিজিওথেরাপি।
ডাউন সিনড্রোমের জন্য কোন পরিচিত চিকিৎসা নেই, তবে কার্যকরী স্বাধীনতা অর্জনে সহায়তা করার জন্য পুনর্বাসন পেশাদারদের দ্বারা পরিচালিত হতে পারে। ডাউন সিনড্রোমে আক্রান্ত বেশিরভাগ শিশুর বিকাশের মাইলফলক পৌঁছতে গড়ের চেয়ে বেশি সময় লাগে। স্বাধীনতাকে উৎসাহিত করার জন্য তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা গুরুত্বপূর্ণ। এবং ফিজিওথেরাপি তাদের শারীরিক বিকাশের মাইলফলকগুলি পূরণ করে তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

একজন ফিজিওথেরাপিস্টের কাছে আপনার পরিদর্শন থেকে কী আশা করা যায়??

চিকিৎসা ইতিহাসের মূল্যায়ন : প্রথমে আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে আপনার সন্তানের চিকিৎসা ইতিহাস এবং মাইলফলক বিকাশ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যেমন প্রশ্ন; যখন আপনার শিশু প্রথমবার মাথা তুলবে, ঘূর্ণায়মান করবে বা উঠে বসবে, সহ অন্যান্য প্রশ্ন যা চিকিৎসায় সহায়ক হবে।

শারীরিক মূল্যায়ন : আপনার ফিজিওথেরাপিস্ট আপনার শিশুকে শারীরিকভাবে পরীক্ষা করবেন, তাদের পেশীর বিকাশ, নমনীয়তা এবং সমন্বয়ের প্রতি বিশেষ মনোযোগ দেবেন। আপনার সন্তানের বয়সের উপর নির্ভর করে, তারা ভারসাম্য, ভঙ্গি, সমন্বয়, মোটর দক্ষতা এবং বসার, হাঁটা, দৌড়ানো বা লাফ দেওয়ার ক্ষমতাও পরীক্ষা করতে পারে।

ডাউন সিনড্রোমের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট
ডাউন সিনড্রোমে আক্রান্ত বেশিরভাগ শিশুই গড়ের চেয়ে বেশি সময় নেয়উন্নয়নের মাইলফলক পূরণ করতে। আপনি যত তাড়াতাড়ি সাহায্য চান, স্বাভাবিক জীবনে একীভূত হওয়ার সম্ভাবনা তত বেশি।
ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা ব্যক্তিগতকৃত প্রোগ্রাম সহ বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা থেকে উপকৃত হয় যার মধ্যে রয়েছে:

ব্যায়াম যা পেশী শক্তি এবং মোটর দক্ষতা বাড়ায়

হাঁটা, দাঁড়ানো এবং বসার প্রশিক্ষণ

সঠিক ভারসাম্য বজায় রাখা

ঘরের ব্যায়াম এবং রুটনে।

অন্যান্য উন্নয়নমূলক বিলম্ব, যেমন বিলম্বিত বক্তৃতা, এবং আচরণগত সমস্যা, একজন স্পিচ থেরাপিস্ট এবং পেশাগত থেরাপিস্টদের সহযোগিতায় সমাধান করা যেতে পারে।

সো আমরা বলতেই পারি এই ধরনের বাচ্চাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

বাসায় বসেই মিলবে এখন ফিজিওথেরাপি চিকিৎসা সেবা।
বাসায় বসেই ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে যোগা যোগ করুনঃ Physiocare BD তে, ধন্যবাদ

সেরিব্রাল পালসি (মস্তিষ্ক পালসি) - Cerebral palsyঃসেরিব্রাল পালসি (মস্তিষ্ক পালসি) কি?>>সেরিব্রাল পালসি (সিপি) হল একটি অ...
25/05/2023

সেরিব্রাল পালসি (মস্তিষ্ক পালসি) - Cerebral palsyঃ

সেরিব্রাল পালসি (মস্তিষ্ক পালসি) কি?

>>সেরিব্রাল পালসি (সিপি) হল একটি অ-প্রগতিশীল স্নায়বিক সমস্যা যা বাচ্চাদের উন্নয়নশীল মস্তিষ্কের আঘাত বা বিকৃতির কারণে ঘটে। এটি গুরুতর শৈশব অক্ষমতার একটি খুব সাধারণ কারণ। এটি প্রধানত নড়াচড়া এবং পেশী সমন্বয়ের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। ভারতে জন্মগ্রহণ করা 1000 জন জীবিতের মধ্যে আনুমানিক 3 জনের সিপি হবার সম্ভাবনা রয়েছে।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

জন্মের সময় থেকে 5 বছর বয়স পর্যন্ত যেসব ধারাবাহিকতার ধাপগুলি অর্জন করার প্রয়োজন, যেমন ঘুরে যাওয়া, বসা এবং হাঁটা তা সিপির ক্ষেত্রে দেরি হতে পারে। এটি মেয়েদের থেকে ছেলেদের মধ্যে বেশি হয়, এবং সাদা মানুষের তুলনায় কালো মানুষের মধ্যে বেশি হয়। বয়স ভিত্তিক উপসর্গগুলি হল:

3-6 মাস:
>বিছানা থেকে বাচ্চা তোলার সময় মাথা নুইয়ে পড়া,
>সারা শরীরে কঠোরতা,
>পেশীর ক্ষমতা কমে যাওয়া,
>কোমর ও ঘাড় বেশি বেড়ে যাওয়া।

6 মাসের চেয়ে বেশি বয়স:

>ঘুরে যাওয়ার ক্ষমতা কমে যাওয়া,
>একসঙ্গে হাত আনতে ব্যর্থতা,
>মুখে হাত আনতে অসুবিধা।

10 মাসের থেকে বড়:
>ভারসাম্যহীন হামাগুড়ি দেওয়া চলন,
>সাহায্য নিয়ে দাঁড়ানোর অক্ষমতা।

চিকিৎসা?

সিপির চিকিৎসার জন্য শিশুটির দুর্বলতার উপর ভিত্তি করে স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি দল দীর্ঘমেয়াদী চিকিৎসা করে। ওষুধগুলি মূলত মোটর অক্ষমতা, ব্যথার ব্যবস্থাপনা করা এবং বিচ্ছিন্ন ও সাধারণ স্প্যাস্টিটি-সম্পর্কিত উপসর্গগুলির চিকিৎসা করতে ব্যবহৃত হয়।

শিশুর জীবনযাত্রার মান ভালো করতে ওষুধ ছাড়া অন্য ব্যবস্থাগুলি হলোঃ
>>>ফিজিওথেরাপিঃ পেশী শক্তি এবং নমনীয়তা বাড়ানোর জন্য। ব্রেস বা স্প্লিন্টস ব্যবহার করার পরামর্শ দেওয়া হতে পারে।
>>অকুপেশনাল থেরাপিঃ শিশুর অংশগ্রহণ করার দক্ষতা এবং স্বাধীনভাবে কাজকর্ম করা উন্নত করতে।
>>>পুষ্টি এবং খাদ্যতালিকাগত থেরাপিঃ খাবার সমস্যা ঠিক করাতে এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে।

প্রতিদিন আমাদের চেম্বার থেকে রোগিরা সেবা নিয়ে বাড়ী ফিরছে আলহামদুলিল্লাহ। সিআরপি এবং নিটোর (পংগু হাসাপাতাল) থেকে পাশকৃত অ...
06/05/2023

প্রতিদিন আমাদের চেম্বার থেকে রোগিরা সেবা নিয়ে বাড়ী ফিরছে আলহামদুলিল্লাহ।
সিআরপি এবং নিটোর (পংগু হাসাপাতাল) থেকে পাশকৃত অভিজ্ঞ একদল ফিজিওথেরাপিস্ট এর সমন্বয়ে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা পরিচালিত হতছে। সুতরাং আর দেরি না করে আপনার ভালো মানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিশ্চিত করতে যোগা যোগ করুন আমাদের নাম্বারে : 01864435913
অথবা চোখ রাখুন আমাদের Physiocare BD পেইজে।

যারা আমাদের চেম্বারে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে চান তারা আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিতে পারবেন,
আরা যারা এই জ্যাম + ধুলা বালির ঝামেলা এরিয়ে বাসায় বসে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে চান তাদের জন্য রয়েছে আমাদের হোম সার্ভিস ফিজিওথেরাপি চিকিৎসা সেবা।
চেম্বারের ঠিকানাঃ 22/15 বড়বাগ,লেগুনাস্ট্যান্ড এর পাশেই মুনিপুর স্কুলের বিপরীত পাশে, মিরপুর ২ ঢাকা।

আমাদের ফিজিওথেরাপিস্টদের  থেকে বাসায় বসে যে রোগের ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন:-১)স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস।২)পারকিন...
04/05/2023

আমাদের ফিজিওথেরাপিস্টদের থেকে বাসায় বসে যে রোগের ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন:-
১)স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস।
২)পারকিনসন্স ডিজিজ।
৩)সেরিব্রাল পালসি বা প্রতিবন্ধী।
৪)ঘাড়ে ব্যথা।
৫) হাঁটু ব্যথা।
৬)PLID বা কোমর ব্যথা।
৭)ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যাথা।
৮)বেলস পালসি বা মুখ বাঁকা হয়ে যাওয়া।
৯) অটিজম।
১০)অস্টিওআর্থ্রাইটিস বা বাত ব্যথা।
১১) হাত পা অবশ বা ঝিনঝিন হওয়া।
১২)মাংস পেশিতে ব্যথা।
১৩)জিবিএস ভাইরাসে আক্রান্ত।
১৪) নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি।
১৫)অর্থোপেডিক ফিজিওথেরাপি।
১৬) Tenis elbow বা কনুই ব্যাথা।
১৭)Upper back pain বা পিঠে ব্যাথা।
১৮) Cervical Spondolosis বা ঘাড়ে ব্যথা।
১৯)Planter Fascitis বা পায়ের গোড়ালি ব্যাথা।
২০)Cervicogenic Headeach বা মাথায় ব্যাথা।
২১)Ankylosing Spondolytis।
22)MND বা মোটর নিউরন ডিজিজ।
২৩)CTS বা Carpal Tunnel Syndrome।
২৪) মাংসপেশীতে টান পড়া।
২৫) Ligament Injury।
২৬) Sports injury।
# # 01864435913
Physiocare BD

বাসায় বসে ফিজিওথেরাপি চিকিৎসা নিন।
01/05/2023

বাসায় বসে ফিজিওথেরাপি চিকিৎসা নিন।

Heel Painঃ হাঁটতে গেলেই গোড়ালিতে ব্যথা হচ্ছে? কী করে কমাবেন!!গোড়ালির মোটা পর্দা বা ব্যান্ড আকৃতির কলায় নানা কারণেই প...
01/05/2023

Heel Painঃ হাঁটতে গেলেই গোড়ালিতে ব্যথা হচ্ছে? কী করে কমাবেন!!

গোড়ালির মোটা পর্দা বা ব্যান্ড আকৃতির কলায় নানা কারণেই প্রদাহ হতে পারে। সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সীদের বেশি হয় এই সমস্যা।পায়ের গোড়ালিতে ব্যথা হলে, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলতে সমস্যা হলে চিকিৎসকেরা একে বলেন প্লান্টার ফ্যাসাইটিস। পায়ের পাতার নিচে যে প্লান্টার ফাসা নামে মোটা পর্দা রয়েছে, তাতে প্রদাহ হলে এই সমস্যা হয়। প্লান্টার ফ্যাসাইটিস দৌড়বিদ ও অ্যাথলেটদের মধ্যে প্রায়ই দেখা দেয়, তবে অতিরিক্ত ওজন ও জুতার অসংগতি এর প্রধানতম কারণগুলোর মধ্যে পড়ে।

যেসব কারণে হতে পারে গোড়ালি ব্যথা:

পায়ের গোড়ালি ব্যথার কারণ জেনে নেওয়ার আগেই প্রথমে এর গঠন সম্পর্কে কিছুটা ধারনা থাকা দরকার। আমাদের পায়ের সামনের অংশ কিছু ছোট ছোট হাড় এবং পিছনের গোড়ালি একটি বড় ক্যালকানিয়াস নামক হাড় দিয়ে গঠিত। এই হাড় গুলোর মধ্যে সংযোগ রক্ষা করে থাকে কিছু লিগামেন্টস। এ ছাড়াও আমাদের পায়ের গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত একটি শক্ত ব্যান্ড থাকে যাকে প্লান্টার ফাসা বলে।প্লান্টার ফাসার প্রধান কাজ হল শরীরে সমস্ত ওজন যেন সরাসরি হাড়ের উপর চাপ প্রয়োগ করতে না পারে এবং পায়ের আকৃতির ঠিক থাকে। এক কথায় এই ব্যান্ডটি আমাদের শরীরের শক এবজরবারে এর মত কাজ করে।

চিকিৎসা ঃ

বর্তমান সময়ে গোড়ালি ব্যথা কমাতে ফিজিওথেরাপি একটি জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা, এক্সরে ও রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করেন এবং চিকিৎসা দিয়ে থাকেন। নিয়মিত সপ্তাহ খানিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে গোড়ালি ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

# #বাসায় বসে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিতে কল করুনঃ
01864435913

অথবা মেসেজ করুনঃ ওয়াট'স এপে

পারকিনসন্স রোগে ফিজিওথেরাপিঃপারকিনসন্স হলো একধরনের নিউরো-ডিজেনারেটিভ বা স্নায়বিক রোগ। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষত...
30/04/2023

পারকিনসন্স রোগে ফিজিওথেরাপিঃ

পারকিনসন্স হলো একধরনের নিউরো-ডিজেনারেটিভ বা স্নায়বিক রোগ। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষতিগ্রস্ত হলে এ রোগ হয়। এর প্রাথমিক বৈশিষ্ট্য হলো স্নায়ুতে প্রিসাইনাপ্টিক প্রোটিন জমা হওয়া।

বেশির ভাগ ক্ষেত্রে এ রোগের কারণ নির্ণয় করা যায় না। প্রাইমারি পারকিনসোনিজমের তেমন কোনো অন্তর্নিহিত কারণ পাওয়া যায় না। সেকেন্ডারি পারকিনসোনিজমের পেছনে কিছু কারণ আছে। যেমন পোস্ট-এনকেফালাইটিক বা প্রদাহ, টক্সিন যেমন এমপিটিপি, ম্যাঙ্গানিজ, কার্বন মনোক্সাইড দূষণে এটি হতে পারে। রেসারপিন, আলফা মিথাইলডোপা ওষুধ কিংবা মস্তিষ্কের টিউমার বা আঘাতের কারণেও হতে পারে।

লক্ষণঃ
>প্রথমত, হাত ও পায়ে কাঁপুনি হয়। দ্বিতীয়ত, হাত ও পা স্বাভাবিকের তুলনায় শক্ত হয়ে যায়। তৃতীয়ত, চলাফেরার গতি ধীর হয়ে যায়।

>আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় সামনের দিকে ঝুঁকে হাঁটতে দেখা যায়।

>কণ্ঠস্বর নিচু হতে পারে বা কমে যেতে পারে। এমনকি চোখের পাতার নড়াচড়াও কমতে পারে।

>শরীরের ভারসাম্য ধরে রাখতে সমস্যা হওয়ায় আক্রান্ত ব্যক্তি বারবার পড়ে যেতে পারেন। বিশেষ করে হঠাৎ পেছনে ফিরতে সমস্যা হয়। ছোট ছোট পদক্ষেপে সামনে একটু ঝুঁকে হাঁটেন।

>হতাশা, উদ্বেগ, উদাসীনতা, মনোযোগহীনতা, ঘুম কমে যাওয়া—এ ধরনের লক্ষণ দেখা দেয়।

>কোষ্ঠকাঠিন্য ও প্রস্রাব আটকে যাওয়ার মতো সমস্যাও হয়ে থাকে।

কারা ঝুঁকিতেঃ
রোগটি পুরুষদের বেশি হয়। ৫০–এর বেশি বয়সীদের এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। তবে জেনেটিক কারণে হলে অনেক কম বয়সে রোগটি হতে পারে।

চিকিৎসাঃ

ওষুধের মাধ্যমে রোগটিকে একটি পর্যায়ে স্থির রাখার চেষ্টা করা হয়; যাতে আর না বাড়ে। তবে আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা ও ভারসাম্য বাড়ানোর জন্য ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেকানিক্যাল থেরাপিঃ

পারকিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তিকে রোগের অবস্থার ওপর ভিত্তি করে আইআরআর, ওয়াক্স প্যাক, লো লেভেল স্টিমুলেশন, মাসেল ভাইব্রেটর দেওয়া যেতে পারে।

ম্যানুয়াল থেরাপিঃ

আক্রান্ত ব্যক্তিকে প্যাসিভ মুভমেন্ট অব দ্য জয়েন্ট, স্লো প্যাসিভ স্ট্রেচিং এক্সারসাইজ, প্রোগ্রেসিভ স্ট্রেন্থদেনিং এক্সারসাইজ, প্যাসিভ জয়েন্ট মোবিলাইজেশন এক্সারসাইজ, ব্যালেন্স এক্সারসাইজ ইন সিটিং ইত্যাদি থেরাপি দেওয়া যায়।

সচেতনতাঃ
>রোগটি প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনো জানা নেই। তবে দুশ্চিন্তা কমানো, আত্মবিশ্বাস ও সাহস বাড়ানো, সুস্থ হওয়ার আগ্রহ তৈরি করতে হবে।

> স্বাভাবিক দৈনন্দিন কাজ করার চেষ্টা জরুরি।

বাসায় বসে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা পেতে কল করুনঃ 01864435913
অথবা মেসেজ করুনঃ ওয়াট'স এপে

Address

Section 6, Block/Kha, Road-1, Plot-11, Metro-rail-Pillar: 249, Mirpur 10 Roundabout
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiocare BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram