03/12/2025
কেন বারবার হয় শিশুর রক্তস্বল্পতা ?
শিশুদের রক্তস্বল্পতা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। অনেক সময় বাবা–মা বুঝতেই পারেন না যে শিশু দুর্বল, ক্লান্ত বা ঠিকমতো বেড়ে উঠছে না—এর মূল কারণ হতে পারে রক্তস্বল্পতা। সঠিক পুষ্টির অভাব, বারবার সংক্রমণ বা কৃমি—এগুলো ধীরে ধীরে শিশুর রক্তের মাত্রা কমিয়ে দেয়।
শিশুদের রক্তস্বল্পতার কারণগুলো :
✔️আয়রনসমৃদ্ধ খাবারের অভাব
✔️অপুষ্টি ও অসম্পূর্ণ খাদ্যাভ্যাস
✔️দুধের ওপর অতিরিক্ত নির্ভরতা
✔️বারবার কৃমি হওয়া
✔️বারবার সর্দি–জ্বর বা সংক্রমণ
✔️জন্মের সময় কম ওজন থাকা
✔️ভিটামিন বি১২ এর ঘাটতি
✔️নাক/পেট থেকে রক্তক্ষরণ
✔️দীর্ঘমেয়াদি রোগ বা বংশগত অসুখ (যেমন থ্যালাসেমিয়া)।
Medinova Medical Services Ltd. — স্বাস্থ্যসেবায় নির্ভরতার আরেক নাম।
📞 যোগাযোগ করুন :
হটলাইন: ১০৬৭৮ | ০৯৬১২৮৮৮০০০
+৮৮০২-৫৮৬১০৬৬১
📍 ঠিকানা:বাড়ি #৭১/এ, রোড #৫/এ, ধানমন্ডি , ঢাকা-১২০৯
🌐 আমাদের ফলো করুন:
🔹 Website: medinova.com.bd
📸 Instagram:
▶️ YouTube:
🎵 TikTok:
🔗 LinkedIn: Medinova Medical Services Ltd
#শিশুর_স্বাস্থ্য #রক্তস্বল্পতা #অ্যানিমিয়া #পুষ্টি #শিশুর_খাবার #পিতামাতা_সচেতনতা