24/09/2025
মুত্রথলির ক্যান্সার : জানুন লক্ষণ ও চিকিৎসা।
মূত্রথলির ক্যান্সার (Bladder Cancer) এটি এমন একটি মারাত্মক রোগ, যা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
কাদের মধ্যে ঝুঁকি বেশি?
🔸দীর্ঘদিন ধরে ধূমপানকারীরা
🔸রাসায়নিক পদার্থ বা রঙ/ডাই ফ্যাক্টরিতে কাজ করা মানুষ
🔸৫০ বছরের ঊর্ধ্বে বয়সীরা
🔸যাদের পরিবারে এ ধরনের ক্যান্সারের ইতিহাস আছে
লক্ষণগুলো হচ্ছে :
🔸প্রস্রাবের সাথে রক্ত আসা
🔸বারবার প্রস্রাবের চাপ অনুভব হওয়া
🔸প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা
🔸কোমর বা তলপেটে অস্বাভাবিক ব্যথা
প্রাথমিক অবস্থায় অস্ত্রোপচার বা লেজার থেরাপি,কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয়,গুরুতর ক্ষেত্রে ব্লাডার অপসারণ করা হয়।
প্রতিরোধের উপায়-
🔹ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করা
🔹প্রচুর পানি পান করা
🔹রাসায়নিক পদার্থের সংস্পর্শ এড়ানো
🔹নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা
মূত্রথলির ক্যান্সারকে আগেভাগে শনাক্ত করা গেলে চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সচেতন থাকুন, সুস্থ থাকুন।
Medinova Medical Services Ltd. — স্বাস্থ্যসেবায় নির্ভরতার আরেক নাম।
📞 যোগাযোগ করুন :
হটলাইন: ১০৬৭৮ | ০৯৬১২৮৮৮০০০
+৮৮০২-৫৮৬১০৬৬১
📍 ঠিকানা:বাড়ি #৭১/এ, রোড #৫/এ, ধানমন্ডি , ঢাকা-১২০৯
🌐 আমাদের ফলো করুন:
🔹 Website: medinova.com.bd
📸 Instagram:
▶️ YouTube:
🎵 TikTok:
🔗 LinkedIn: Medinova Medical Services Ltd
#মূত্রথলিরক্যান্সার #স্বাস্থ্যসচেতনতা #ক্যান্সারপ্রতিরোধ