
18/06/2025
পুরুষের সন্তান না হওয়ার সাধারণ কারণসমূহ:
১. স্পার্ম কম থাকা (Low S***m Count)
স্বাভাবিক বীর্যে প্রতি মিলিলিটারে ১৫ মিলিয়নের বেশি স্পার্ম থাকা উচিত।
কম থাকলে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো কঠিন হয়।
২. স্পার্মের গতি কম (Low Motility)
যদি স্পার্ম ঠিকভাবে সাঁতার না কাটতে পারে, তবে তা ডিম্বাণুতে পৌঁছাতে পারে না।
৩. স্পার্মের গঠন সমস্যা (Abnormal Morphology)
অনেক সময় স্পার্মের মাথা, লেজ বা আকার সঠিক না হলে নিষেক হয় না।
৪. Varicocele (অণ্ডকোষের শিরায় ফোলাভাব)
এটি সবচেয়ে সাধারণ চিকিৎসাযোগ্য কারণ। এটি তাপমাত্রা বাড়িয়ে স্পার্ম উৎপাদন কমিয়ে দেয়।
৫. বীর্য নির্গমনের সমস্যা (Ej*******on Issues)
যেমন: রেট্রোগ্রেড ইজাকুলেশন (বীর্য উল্টো দিকে প্রস্রাবে চলে যায়)।
৬. হরমোনের সমস্যা
টেস্টোস্টেরন, FSH, LH হরমোনের ভারসাম্যহীনতা স্পার্ম উৎপাদনে সমস্যা তৈরি করে।
৭. বন্ধ নালী (Obstructive Azoospermia)
স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু বাইরে আসার নালী ব্লক হয়ে আছে।
৮. Azoospermia (বীর্যে কোনো স্পার্মই না থাকা)
স্পার্ম একেবারেই তৈরি হচ্ছে না, বা তৈরি হলেও নির্গত হচ্ছে না।
৯. সংক্রমণ (Infection)
যেমন: যৌন রোগ বা প্রস্রাবের সংক্রমণ স্পার্ম নষ্ট করতে পারে।
১০. জেনেটিক সমস্যা
কিছু জেনেটিক সমস্যা যেমন Klinefelter Syndrome, Y-chromosome defect ইত্যাদি।
১১. জীবনধারা ও অভ্যাস
ধূমপান, মাদক, অতিরিক্ত মদ্যপান
অতিরিক্ত গরমে থাকা (ল্যাপটপ কোলে রাখার অভ্যাস)
মোটা শরীর (Obesity)
মানসিক চাপ (Stress)
---
✅ করণীয়:
Semen Analysis (বীর্য পরীক্ষা) করুন
হরমোন ও অন্যান্য টেস্ট
ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নিন
Varicocele থাকলে সার্জারি হতে পারে
IUI, IVF বা ICSI প্রয়োজন হতে পারে