Mousumir shok

Mousumir shok I'm Mou... That’s all
(13)

12/10/2025
সুন্দরভাবে বাঁচতে হলে হাজার দুঃখকে ইগনোর করে, সুখ টুকু আঁকড়ে ধরে বাঁচতে হবে।
12/10/2025

সুন্দরভাবে বাঁচতে হলে হাজার দুঃখকে ইগনোর করে, সুখ টুকু আঁকড়ে ধরে বাঁচতে হবে।

নবমী ❤️
06/10/2025

নবমী ❤️

শুভ অষ্টমী ❤️❤️
30/09/2025

শুভ অষ্টমী ❤️❤️

হাই বন্ধুরা কেমন আছ সবাই 🖐️🖐️
23/09/2025

হাই বন্ধুরা কেমন আছ সবাই 🖐️🖐️

মোবাইলের কারণে বহু ঘরে আর নেই পারস্পরিক বোঝাপড়া।স্ত্রীর অপেক্ষা, স্বামীর মনোযোগ—সবকিছু কমে গেছে।প্রযুক্তি মানুষের সংযোগ...
18/09/2025

মোবাইলের কারণে বহু ঘরে আর নেই পারস্পরিক বোঝাপড়া।
স্ত্রীর অপেক্ষা, স্বামীর মনোযোগ—সবকিছু কমে গেছে।
প্রযুক্তি মানুষের সংযোগ বাড়ায়, কিন্তু মনোযোগ যদি হারিয়ে যায়, ঘরও শূন্য লাগে।

জীবনটা যদি ছবির মত সুন্দর হতো 🥰🥰
14/09/2025

জীবনটা যদি ছবির মত সুন্দর হতো 🥰🥰

পলাশ সাহার মৃ্ত্যুর বহুদিন পরে আবার সুস্মিতা সাহার লেখা একটি পোষ্ট ভাইরাল হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করলাম 🍃tবৃষ্টি আর ...
10/09/2025

পলাশ সাহার মৃ্ত্যুর বহুদিন পরে আবার সুস্মিতা সাহার লেখা একটি পোষ্ট ভাইরাল হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করলাম 🍃t

বৃষ্টি আর এক কাপ কফির অভিমান😭
ফরিদপুরে, আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছে। হঠাৎই কিছু পুরোনো স্মৃতি মনে পড়ে গেল...

বিয়ের পর "শান্তিনগরে" থাকাকালীন একদিনের কথা মনে পড়ছে। সেদিনও এমনই এক বৃষ্টি ভেজা বিকেল। তুমি তখন তোমার মায়ের রুমে বসে মায়ের সাথে টিভি দেখছিলে। কিছুক্ষণ পর তুমি আমাদের রুমে এলে মোবাইল চার্জ দিতে। তোমাকে দেখে আমি বললাম—🌱🌱

চলো বারান্দায় বসে দুজনে একসাথে কফি খাই আর বৃষ্টি দেখি।
তুমি মুচকি হেসে উত্তর দিলে...
"মা তো বিকেলে কফি খান না। রাতে ঘুম হয় না ওনার, তাই।"
আমি বললাম 🍃
"হ্যাঁ, জানি তো। এজন্যই বলেছিলাম তুমি আর আমি খাই। আমি কফি বানাতে যাই,,,
তুমি বললে—
"একটু দাঁড়াও, আগে মায়ের কাছে বলে আসি।"
তুমি মায়ের কাছে গেলে। কিছুক্ষণ পর ফিরে এসে বললে—
"মা বলছেন তুমি কফি খেয়ো না, তোমারও রাতে ঘুম হবে না। কাল সকালে একসাথে তিনজনেই খাবো।"
আমি তখন চুপ করে রইলাম। মনের ভেতর হালকা অভিমান জমে উঠল। আমি বললাম—🪵

"তোমার তো ঘুমের সমস্যা নেই। তাছাড়া, প্রতিদিন তো আর বলি না… একদিন চাইছিলাম শুধু। ঠিক আছে, দরকার নেই।"
আমার অভিমান টের পেয়ে তুমি কিছুক্ষণ পাশে বসতে চাইলে...এর মধ্যেই তোমার মা ডাক দিলেন—
"পলাশ, এত দেরি করস কেন? টিভি দেখবি না যখন, এসে বন্ধ করে দে। আমার ধারে বসা লাগবে না তোর"।
তুমি হন্তদন্ত করে উঠে দাঁড়ালে। যাওয়ার আগে বললে—
"অভিমান করোনা, পরে কোন একদিন কফি খাবো।"
এই বলে তুমি মায়ের রুমে চলে গেলে।🪵
আমি ঘরে একা বসে রইলাম। বাইরে তাকিয়ে দেখলাম, বৃষ্টি থেমে গেল, বিকেলটা শেষ হয়ে সন্ধ্যা নেমে এল। কেন জানি মনে হচ্ছিল—এই বিকেলটা আর কোনোদিনও আমার জীবনে ফিরবে না।😭

আর সত্যিই তাই হলো। একসাথে ২বছর৪মাস থেকেও, সেই এক বিকেল আর আমার জীবনে আসেনি।🪴

অনেকগুলো বৃষ্টি ভেজা বিকেল এলেও, এক কাপ কফি খাওয়া হলো না আর তোমার সাথে😭আর হবেও না কোনদিন! 😭
✍️ সুস্মিতা সাহা🍃🍃🍃
তারিখ:৮/০৯/২০২৫

,নেইমার বসের সাথে হঠাৎ দেখা😜😜 আর একটা সেলফি নিলাম 🫣
03/09/2025

,নেইমার বসের সাথে হঠাৎ দেখা😜😜 আর একটা সেলফি নিলাম 🫣

Baba ❤️❤️
02/04/2025

Baba ❤️❤️

Address

Dhaka
7911

Alerts

Be the first to know and let us send you an email when Mousumir shok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mousumir shok:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram