08/06/2025
ঈদ মোবারাক, প্রবিত্র ঈদ উপলক্ষে
গ্লোবাল ডক্টর হেলথ চেকাপ সেন্টারে হেলথ চেকাপ প্যাকেজ বুকিং দিলেই পাবেন বিশেষ ছাড়, বুকিং এ কোন এ্যডভান্স দিতে হবে না শুধুমাত্র একটা কল করলে অথবা ম্যাসেজ দিলেই হবে। বুকিং এর ১ মাসের মধ্যে যেকোনদিন করতে পারবেন আপনার সম্পূর্ণ হেলথ চেকাপ যা আপনার শরীরের বিভিন্ন অরগানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সহায়তা করবে এবং ভবিষ্যৎ বড় অসূখ থেকে বাচতে সাহায্য করবে।
* ঈদ অফারে পাচ্ছেন ১০ হাজার টাকার চেকাপ মাত্র ৪৫০০ টাকায় যেখানে থাকছে মোট ৬৪ টি টেস্ট রেজাল্ট এবং ৫ হাজার টাকার চেকআপ পাচ্ছেন মাত্র ২৫০০ টাকায় যেখানে পাবেন ৪২ টি টেস্ট রেজাল্ট এবং সঙ্গে পাচ্ছেন আমাদের দেশী- বিদেশী অভিজ্ঞ ডাক্তারের অনলাইন কনসালটেশন ও ফ্রী হোম স্যাম্পল কালেকশন সুবিধা ।
* এই চেকাপের মাধ্যমে জানতে পারবেন আপনার ক্লোলেস্টোরাল ডিটেইলস, কিডনি, লিভার, ডায়াবেটিস ও থাইরয়েড প্রফাইল এবং সিবিসি, Urine R/E সহ বিভিন্ন টেষ্ট রেজাল্ট।
* আর ল্যাব কোয়ালিটি নিয়ে কোন টেনশন নয়, আমাদের ল্যাব বাংলাদেশ সহ বিশ্বের ২৩ টি দেশের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক মান বজায় রেখে।
* তাই বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে অকাল মৃত্যু ঠেকাতে আপনিও প্রতি বছর নিয়মিত হেলথ চেকাপ করুন এবং সঠিক লাইফস্টাইল ফলো করুন।
নিয়মিত হেলথ চেকাপ হার্ট এ্যটাক, স্ট্রোক, ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ড্যামেজ সহ বিভিন্ন বড় অসূখ থেকে বাচাতে সহায়তা করবে কেননা এসব অসূখের লক্ষন আপনি অনেক আগেই ধরে ফেলতে পারবেন।
এই পবিত্র ঈদে হেলথ চেকআপ বয়ে আনুক আপনার ও আপনার পরিবারের শারিরীক নিরাপত্তা ও সুস্থতা।
আপনার হেলথ চেকাপটি বুকিং করতে এখনই কল করুন স্কিনে দেওয়া নাম্বারে অথবা আপনার নাম, ঠিকানা, বয়স, মোবাইল নাম্বার সহ হোয়াটসআপ করুন আমাদের নাম্বারে।
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.globaldoctorbd.com এ।
দয়া করে ভাডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে বেচে যেতে পারে হাজারো প্রান।
ঈদ মোবারাক, গ্লোবাল ডক্টর, বাংলাদেশ।