৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন

৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন এস.এস.সি ৯৩ ব্যাচের চিকিৎসক ও অন্যান্য বন্ধুদের দ্বারা পরিচালিত। Only for S.S.C 93 Batch member and their family.

বন্ধুরা,সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা! আলহামদুলিল্লাহ! ৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের নিবেদিত বন্ধুদের সহায়তায় আগামী ...
19/03/2025

বন্ধুরা,
সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা!

আলহামদুলিল্লাহ!
৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের নিবেদিত বন্ধুদের সহায়তায় আগামী ২৩ মার্চ রবিবার ২২ রমজান হাতিরঝিল আহসানুল উলুম এতিমখানা ও মাদ্রাসায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আশাকরি, সকল বন্ধুরা একটি দিন দুস্থ্য ও এতিম শিক্ষার্থীদের সাথে বসে ইফতার করে ওদের সুখ দুঃখের অংশীদার হবে।

(মেয়ে বন্ধুদের বসার জন্য মাদ্রাসায় সুব্যবস্থা আছে)

আল্লাহ সবার এই সহযোগিতাকে কবুল করুন, আমিন।

যে সকল বন্ধুরা এখনো রেজিষ্ট্রেশন করোনি তারা আজ দুপুরের মধ্যে রেজিষ্ট্রেশন করতে পারো ।রেজিষ্ট্রেশন ফি: ৬১০/- টাকা (বিকাশ ...
24/02/2025

যে সকল বন্ধুরা এখনো রেজিষ্ট্রেশন করোনি তারা আজ দুপুরের মধ্যে রেজিষ্ট্রেশন করতে পারো ।

রেজিষ্ট্রেশন ফি: ৬১০/- টাকা (বিকাশ খরচ সহ)
বিকাশ নম্বর :০১৯৭৩-০০৫৫৬৬ (পারসোনাল)

রেজিষ্ট্রেশন লিংক :

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSekcax3Pw3U2bGkj3eAY0DbFuDs8nwIp4j7hjya1Ozp7fhj7w/viewform?usp=header

৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও মিলাদীন ফাউন্ডেশনের সহযোগিতায় কুড়িগ্রাম জেলার বন্যাদুর্গত চরভবগতিপুরে মেডিক্যাল ক...
15/10/2024

৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও মিলাদীন ফাউন্ডেশনের সহযোগিতায় কুড়িগ্রাম জেলার বন্যাদুর্গত চরভবগতিপুরে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

কুড়িগ্রামের ৯৩ বন্ধু ইউসুফ আলমগীর, জুয়েল, শফিক ও রংপুরের বন্ধু আনোয়ার এই আয়োজনে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে।

এছাড়া কুড়িগ্রাম জেলার প্রাক্তন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের মেডিক্যাল টিম চিকিৎসা সেবায় বিশেষভাবে সহায়তা করেছেন।

মেডিক্যাল ক্যাম্পটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগীতায় এগিয়ে আসা ৯৩ এর সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

15/10/2024

৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও মিলাদীন ফাউন্ডেশনের সহযোগিতায় কুড়িগ্রাম জেলার বন্যাদুর্গত চরভবগতিপুরে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

কুড়িগ্রামের ৯৩ বন্ধু ইউসুফ আলমগীর, জুয়েল, শফিক ও রংপুরের বন্ধু আনোয়ার এই আয়োজনে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে।

এছাড়া কুড়িগ্রাম জেলার প্রাক্তন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের মেডিক্যাল টিম চিকিৎসা সেবায় বিশেষভাবে সহায়তা করেছেন।

মেডিক্যাল ক্যাম্পটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগীতায় এগিয়ে আসা ৯৩ এর সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আগামী ১১-১২ অক্টোবর'২৪ তারিখে দেশের উত্তরাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় ৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও মিলাদিন ফাউন্ড...
03/10/2024

আগামী ১১-১২ অক্টোবর'২৪ তারিখে দেশের উত্তরাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় ৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও মিলাদিন ফাউন্ডেশন, জার্মানি এর সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

আসসালামু আলাইকুম বন্ধুরা!স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিন পূর্বাঞ্চলের জেলাগুলিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য...
23/08/2024

আসসালামু আলাইকুম বন্ধুরা!
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিন পূর্বাঞ্চলের জেলাগুলিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন ত্রান বিতরণ ও চিকিৎসা সেবার উদ্যোগ নিতে যাচ্ছে। আসো বন্ধুরা! এই ক্ষুদ্র প্রয়াসে আমরা সবাই সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেই।

৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের হেলথ কার্ড পেতে আজ-ই সদস্য হও বন্ধুরা। নিচে দেয়া ওয়েসাইটের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে অন্...
20/03/2024

৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের হেলথ কার্ড পেতে আজ-ই সদস্য হও বন্ধুরা। নিচে দেয়া ওয়েসাইটের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে অন্যান্য বন্ধুদের মতো তোমরাও হেলথ কার্ড পেতে পারো। ইতিমধ্যে ইনসাফ আল-বারাকা, মগবাজার, ফরায়েজী হাসপাতাল, ঢাকা সহ ৪ টি হাসপাতালের সাথে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর হয়েছে।
ওয়েবসাইটঃ www.93shasthoseba.com

13/02/2024
বন্ধুরা,আসসালামু আলাইকুম!আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শনিবার ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাক...
22/01/2024

বন্ধুরা,
আসসালামু আলাইকুম!

আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শনিবার ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার অদূরে ভুলতা গাউছিয়ায় অবস্থিত সুবর্ণ গ্রাম রিসোর্টে দিনব্যাপি পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়েছে।
রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ১২০০/-(বার শত) টাকা।

রেজিস্ট্রেশন ফি পাঠানোর নম্বর :
১। 01973-005566 (ফাউন্ডেশন বিকাশ পার্সোনাল)
২। 01795-421362 (খসরু বিকাশ পার্সোনাল)
৩। 01977-012745 (শাহেদ শফিকুল্লাহ বিকাশ পার্সোনাল)

রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdMXO8XKfbNnaV4_PXBCHDG3d2HX-0Ue2Ug9KqAdZgC4hofaw/viewform?usp=sf_link

রেজিস্ট্রেশনের শেষ তারিখ:
২৩ ফেব্রুয়ারি ২০২৪।

Address

302 Muradpur High School Road East Jurain
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram