19/03/2025
বন্ধুরা,
সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা!
আলহামদুলিল্লাহ!
৯৩ স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের নিবেদিত বন্ধুদের সহায়তায় আগামী ২৩ মার্চ রবিবার ২২ রমজান হাতিরঝিল আহসানুল উলুম এতিমখানা ও মাদ্রাসায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আশাকরি, সকল বন্ধুরা একটি দিন দুস্থ্য ও এতিম শিক্ষার্থীদের সাথে বসে ইফতার করে ওদের সুখ দুঃখের অংশীদার হবে।
(মেয়ে বন্ধুদের বসার জন্য মাদ্রাসায় সুব্যবস্থা আছে)
আল্লাহ সবার এই সহযোগিতাকে কবুল করুন, আমিন।