Dr. Asif Abdullah, MBBS

Dr. Asif Abdullah, MBBS EMERGENCY টেলিমেডিসিন চিকিৎসাঃ ৪০০ টাকা

01/01/2026
31/12/2025

গতকালকে একজন বয়স্ক চাচী আসলো তাঁর নাতি নিয়ে। বাচ্চাটার দু পায়েই ইনফেকশন ছড়িয়ে গেছে, Infected Scabies।

এদিকে দেখি পুরো পা ভর্তি গাছগাছড়া দিয়ে বানানো বিভিন্ন জিনিসপত্র। গ্রাম্য কবিরাজ নাকি দিয়েছে কারণ নজর লাগসে। বুড়ির দিকে তাকালাম একবার। তারপর কটাৎ করে সব তাবিজ আর গাছগাছড়া কেটে ফেলায়ে দিলাম।

এইবার কিছুক্ষণ বকলাম চাচীরে 🤣 বেশ ভালো মতোই বকসি। উল্টাপাল্টা চিকিৎসা তো করসেই সাথে কবিরাজের কাছে নিসে। নিজের জন্য ঠিকই সদরে দেখায় 😐😐😐

তবে বাচ্চাটা বোধহয় দাদীরে ভালবাসে অনেক। আমার দিকে এভাবে তাকালো যেন আর না বকি। মা শা আল্লাহ কত কিউট চুপচাপ বাচ্চাটা। এরপর সব বুঝিয়ে প্রেসক্রিপশন দিয়ে দিলাম।

"আচ্ছা চাচী ভাল থাকবেন", বিদায় জানানোর পরও দেখি দাড়ায়ে আছে। বললেন, "ভিজিট দেওয়া লাগবে না?"

পুরোনো কাপড়ে জড়ানো মানুষটার দিকে তাকিয়ে বললাম, "বকা দিসি না অনেক? ভিজিট লাগবে না"

বাচ্চাটও বোধহয় অবাক হলো। এতো রাগী ডাক্তারটা ভিজিট নিচ্ছে না কেন!!! একটা টেস্টও দিলো না!!!

Dr. Asif Abdullah, MBBS

30/12/2025

চুলপড়ার কারণ বের না করে যতোই MINOXIDIL ব্যবহার করেন না কেন কোন লাভ নেই

Dr. Asif Abdullah, MBBS

30/12/2025

সাইকোলজি বলে, প্রথম দেখার আচরণটাই মানুষের মনে গেঁথে থাকে

এরপরে আর যতো পরিবর্তন হন না কেন মানুষ ঐ প্রথম পরিচয়ের মাধ্যমেই চিনবে

মিডিয়া থেকে হা' দি ব্ল্যাকআউট!   ১০ জন মিছিল করলেও যেখানে লাইভ দেখায়...  সেখানে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় এসে প্রতিবাদ...
29/12/2025

মিডিয়া থেকে হা' দি ব্ল্যাকআউট!

১০ জন মিছিল করলেও যেখানে লাইভ দেখায়...
সেখানে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় এসে প্রতিবাদ জানাচ্ছে!! কিন্তু দুই একটা মিডিয়া ছাড়া কেউ নেই।
আমাদের জন্য মিডিয়া নেই তো কি হয়েছে,
আমাদের জন্য আমরাই যথেষ্ট!

29/12/2025

সকালবেলা খালিপেটে পানি পান করা শরীরের জন্য অনেক উপকারী

28/12/2025

সাইকোলজি বলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নিয়মিত Dirty Talk সম্পর্কের ভাঙন রোধ এবং সন্দেহ দুর করে

আজ ঢাকার তাপমাত্রা এই বছরের সর্বনিম্ন। ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার মানুষ সচরাচর এমন নিম্ন তাপমাত্রায় অভ্যস্ত না। বাইরে ভীষ...
26/12/2025

আজ ঢাকার তাপমাত্রা এই বছরের সর্বনিম্ন। ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার মানুষ সচরাচর এমন নিম্ন তাপমাত্রায় অভ্যস্ত না। বাইরে ভীষণ বাতাস। কিন্তু বুকের মধ্যে বইছে তার চেয়েও বেশি।

শাহবাগে আজ সারারাত অবস্থান করবে এই মানুষগুলো। এই মানুষগুলো বিরিয়ানি, টাকা কিংবা ক্ষমতার লোভে আসে নি। এই মানুষগুলোর মধ্যে এমন অনেকেই আছে যারা ওসমানকে জীবনে একবারের জন্যেও দেখে নি। তবুও এসেছে, তবুও যদি বিচার হয়।

ওসমান সবসময় ইনসাফের কথা বলতো। তাই আল্লাহ তার সাথে ইনসাফ করবেন ইনশাল্লাহ। যে সম্মান আল্লাহ তায়ালা ওসমানের ভাগ্যে লিখে রেখেছে, সেই সম্মান আপনি আমি মুছে দিতে পারবো না। এই পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না।

JUSTICE FOR OSMAN HADI!

22/12/2025

''তুমি ভালো মানুষ''এই টাইপের প্রশংসা মূলত একটা স্ক্যাম!!!

মানুষ যখন বুঝে যাবে আপনি আসলে ''ভালো মানুষ'' তখন ই তারা আপনাকে 'ইউজ' করা শুরু করবে কারন তারা বুঝেই যাবে আপনি প্রতিবাদ করবেন না, কিংবা উলটা তাদের ক্ষতি ও করবেন না।

খেয়াল করে দেখেন, আপনার লাইফেও এমন একজন এসেছে যে আপনাকে খুব বাজে ভাবে ঠকিয়েছে কিন্তু আপনি তারপরে তার কোনো ক্ষতি ও করেন নাই! আপনার কাছে তার ক্ষতি করার অনেক সুযোগ ছিলো,কিন্তু তাও করেন নাই! কেনো করেন নাই? ওই যে আপনি ''ভালো মানুষ!'' আর সেই সুযোগ টাই ওই মানুষ টা নিয়েছিল।

ভালো মানুষ এর 'দাম' নাই আসলে। বেশি ভালো হলে সবাই কষ্ট দেয়! ভালো মানুষ রা কষ্ট ই পায় বেশি। ©

20/12/2025

স্ক্যাবিস হলে পরিবারের সবাইকে একই সাথে চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করুন

20/12/2025

আলহা'মদুলিল্লাহ। এরকম সৌভাগ্য কয়জনের হয়?

Address

SKIN & CHILD POINT
Dhaka
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Asif Abdullah, MBBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Asif Abdullah, MBBS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category