25/07/2025
একটা কাল্পনিক গল্পঃ
একটা কলেজপড়ুয়া মেয়ে প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে। কারণ মেয়েটার মা পরকীয়া করছে তার বাবার আড়ালে। এদিকে এটা মেনে নিতে না পেরে মেয়েটা নিজেকে কস্ট দিচ্ছে। বাবাকেও বলতে পারছে না কারণ বাবা তার মা কে প্রচন্ড ভালবাসে আর এটা শুনলে তারা আলাদা হয়ে যাবে। পিচ্চি মেয়েটার একটা জমজ ভাই আছে।
কী কস্ট মেয়েটার মনে একবার চিন্তা করুন। নিজেকে একবার ওর জায়গায় কল্পনা করুন।
সে এজন্য একজন সাইকোলজিস্টও দেখিয়েছে। অথচ এর আগের সাইকোলজিস্ট নাকি এটাকে নরমাল হিসেবে নিতে বলেছে। মহিলা এখনও স্বামী না থাকলে লুকিয়ে লুকিয়ে কথা বলে। মেয়েটার বাবা যখন বিদেশে ছিল ঐ লোকটা টানা দুই বছর সেক্স করেছে বাসায় এসে।
মেয়েটার মা সেক্স করার আগে ওকে রুমে আটকে রাখতো। ঐ পুরুষটাও বিবাহিত। ওর বাচ্চা মেয়ে আছে। মেয়েটাকে এই মহিলা নিজের মেয়ের পুতুল নিয়ে গিফ্টও করেছে। বলেছে তোমার তো অনেক পুতুল আছে। কস্টে মেয়েটা নিজের শরীর কাটে। চাকু দিয়ে কেটে কেটে ক্ষতবিক্ষত করে।
কাল্পনিক গল্পের কাল্পনিক শেষাংশঃ
কাল্পনিক মেয়েটাকে একটা কাল্পনিক ডক্টরের সাজেশন >>
মেয়েটা সাহস সঞ্চয় করে একদিন সবাইকে বলে দিবে সবকিছু। তখন ঐ পরকীয়া পুরুষ কী করে দেখবে সে। ওর মাকে বিয়ে করবে নাকি ওর নিজের সংসার বাচাতে সব অস্বীকার করবে। এই মা নামক জানোয়ারটার এরকম শিক্ষার প্রয়োজন আছে। ওর বাবা কি ফেরত নিবে কিনা তার বিষয় কিন্তু ঐ মহিলার যৌনাঙ্গে সিলটা মারতেই হবে।
কাল্পনিক গল্প শেষ হলো।