Dr. Asif Abdullah, MBBS

Dr. Asif Abdullah, MBBS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Asif Abdullah, MBBS, Doctor, Dhaka.

CEO, SKIN & CHILD POINT এমবিবিএস (রাজশাহী মেডিকেল কলেজ)
ডিওসি (চর্ম ও যৌন), এমএসসি (ইন্ডিয়া), এমপিএইচ (শিশুস্বাস্থ্য), সিসিডি (বারডেম)

25/07/2025

একটা কাল্পনিক গল্পঃ

একটা কলেজপড়ুয়া মেয়ে প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে। কারণ মেয়েটার মা পরকীয়া করছে তার বাবার আড়ালে। এদিকে এটা মেনে নিতে না পেরে মেয়েটা নিজেকে কস্ট দিচ্ছে। বাবাকেও বলতে পারছে না কারণ বাবা তার মা কে প্রচন্ড ভালবাসে আর এটা শুনলে তারা আলাদা হয়ে যাবে। পিচ্চি মেয়েটার একটা জমজ ভাই আছে।

কী কস্ট মেয়েটার মনে একবার চিন্তা করুন। নিজেকে একবার ওর জায়গায় কল্পনা করুন।

সে এজন্য একজন সাইকোলজিস্টও দেখিয়েছে। অথচ এর আগের সাইকোলজিস্ট নাকি এটাকে নরমাল হিসেবে নিতে বলেছে। মহিলা এখনও স্বামী না থাকলে লুকিয়ে লুকিয়ে কথা বলে। মেয়েটার বাবা যখন বিদেশে ছিল ঐ লোকটা টানা দুই বছর সেক্স করেছে বাসায় এসে।

মেয়েটার মা সেক্স করার আগে ওকে রুমে আটকে রাখতো। ঐ পুরুষটাও বিবাহিত। ওর বাচ্চা মেয়ে আছে। মেয়েটাকে এই মহিলা নিজের মেয়ের পুতুল নিয়ে গিফ্টও করেছে। বলেছে তোমার তো অনেক পুতুল আছে। কস্টে মেয়েটা নিজের শরীর কাটে। চাকু দিয়ে কেটে কেটে ক্ষতবিক্ষত করে।

কাল্পনিক গল্পের কাল্পনিক শেষাংশঃ

কাল্পনিক মেয়েটাকে একটা কাল্পনিক ডক্টরের সাজেশন >>

মেয়েটা সাহস সঞ্চয় করে একদিন সবাইকে বলে দিবে সবকিছু। তখন ঐ পরকীয়া পুরুষ কী করে দেখবে সে। ওর মাকে বিয়ে করবে নাকি ওর নিজের সংসার বাচাতে সব অস্বীকার করবে। এই মা নামক জানোয়ারটার এরকম শিক্ষার প্রয়োজন আছে। ওর বাবা কি ফেরত নিবে কিনা তার বিষয় কিন্তু ঐ মহিলার যৌনাঙ্গে সিলটা মারতেই হবে।

কাল্পনিক গল্প শেষ হলো।

25/07/2025

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১২ বছরের এক ছেলেকে ধর্ষ ণের পর হ ত্যা করা হয়েছে।

আমি টাইপিং মিস্টেক করি নাই। আপনিও ভুল পড়েন নাই। ছেলেকেই ধ র্ষণ করা হয়েছে।

১২ বছরের এক নিষ্পাপ শিশু, যার চোখে ছিল বাড়ি ফেরার স্বপ্ন, তার পরিচয় হয়েছিল আল-আমিন আর সাদ্দাম নামের দুই নরপিশাচের সঙ্গে। শিশুটি তাদের কাছে জানতে চেয়েছিল, বরিশাল যাওয়ার ট্রেন কখন ছাড়বে?

কিন্তু হায়! তার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু।

তারা তাকে জানিয়েছিল, বরিশালে কোনো ট্রেন যায় না।

ক্ষুধার্ত শিশুটি যখন জানাল, সে সারাদিন কিছু খায়নি, তখন হয়তো এক ঝলক আশার আলো দেখেছিল সে।

মানুষরূপী ওই দুই দানব তাকে খাবার আর নতুন জুতো কিনে দিয়েছিল। শিশুটি হয়তো ভেবেছিল, এই বুঝি সে ফিরে পেল মানবতা!

কিন্তু সন্ধ্যার আঁধার ঘনিয়ে আসার সাথে সাথে তার সেই আশার আলো নিভে গেল। তারা শিশুটিকে নিয়ে গেল যাত্রাবাড়ীর এক আবাসিক হোটেলে।

সেই রাতে, ওই নিষ্পাপ শরীরটার ওপর চলল পৈশাচিক নির্যাতন। দুজন মিলে তাকে নির্মমভাবে ধ র্ষণ করল। অসহ্য যন্ত্রণায় শিশুটি অসুস্থ হয়ে পড়ল। কিন্তু পাষণ্ডদের তাতেও মন ভরল না।

পরদিন সকালে আবারও তারা হিংস্র থাবা বসাতে চাইল। এবার শিশুটি প্রাণপণে বাধা দিল। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠল দানবেরা। বেল্ট দিয়ে পিটিয়ে শিশুটিকে মে রেই ফেললো।

ঘেটুপুত্র কমলা এর কথা মনে আছে?

কয়েক শত বছর আগে সে কালের রাজারা নিজের শারীরিক চাহিদা মেটাতে প্রত্যেক বর্ষাকালে ছেলে শিশু কিনতো। বিনিময়ে সেই ছেলের বাবা মাকে মোটা অঙ্কের টাকা দিতো।

দু মুঠো ভাতের অভাবে নিজের ছেলে সন্তানের শরীর বিক্রি করা বাবা মা, চিরকাল এই অপরাধবোধ নিয়ে কী করে থাকতেন আমি জানি না।

শুধু জানি, আজকের এই দিনে ভাতের অভাব অনেকটা কমে গেলেও, বিকৃত যৌনাচার একই জায়গায় রয়ে গেছে।

আপনি ছেলে হোন, মেয়ে হোন, হিজরা হোন, লিঙ্গ মেটার করে না। আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নরপিশাচ, সুযোগ পেলেই আপনার উপর ঝাপিয়ে পড়বে...

25/07/2025

বার্ণের চিকিৎসার ভয়াবহ ব্যাপারটা প্লাস্টিক সার্জন ছাড়া বাকিরা খুব ভাল ভাবে জানে না, সেটা হল আমরা রোগী দেখেই মোটামুটি বলে দিতে পারি এই বার্ণের রোগীটা বাঁচবে কি না।

বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ৫০% এর উপরে আমরা তেমন একটা বাঁচাতে পারি না, এই যে রোগী গুলো কথা বলছে,খাচ্ছে সব ঠিক আছে মনে হচ্ছে, অথচ আমি জানি এই রোগীটা মারা যাবেই। এটা যে কত কষ্টের তা বলে বোঝানোর মত না। আর এত ছোট ছোট বাচ্চারা এত ভয়াবহ ভাবে পুড়েছে যে মৃত্যুর মিছিল এত সহজে থামবে না, আগামী এক সপ্তাহের ভেতর অনেক গুলো রোগী আমরা হারাব নিশ্চিত।

এটা খুবই কষ্টের। যেমন যে বাচ্চাটার ভিডিও দেখলাম পুরো শরীর পুড়ে গেছে, দৌড়াচ্ছে, আমি দেখেই বুঝলাম বাচ্চাটার বাঁচবার তেমন সম্ভাবনাই নাই, আহারে বাচ্চাটা। আমাদের সামর্থ্য এত কম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়। বার্ণের সবচেয়ে বড় শত্রু সেপসিস। আর সেপসিসের বড় কারণ প্রচুর ভিজিটর, পরিবেশ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। আর বাংলাদেশের প্লাস্টিক সার্জনরা ভয়াবহতম কঠিন ট্রেনিং নেয় বলে বার্ণ ম্যানেজমেন্টে প্রচণ্ড দক্ষ। নিশ্চিন্তে তাদের উপর ভরসা রাখতে পারেন।

—ডা. কাফি চৌধুরী

অলরেডি চিকিৎসাধীন বাচ্চারা মারা যেতে শুরু করেছে। প্রতিদিন একজন দুইজন করে।

আজ শুক্রবার। অন্তর দিয়ে এদের জন্য একটু প্রার্থনা করবেন মহান আল্লাহর কাছে।

মিশরের জনতা বোতলে করে সাগরের ঢেউয়ে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গা.জাবাসীর কাছে পৌঁছে দেয়...
24/07/2025

মিশরের জনতা বোতলে করে সাগরের ঢেউয়ে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গা.জাবাসীর কাছে পৌঁছে দেয়।

তারা এই চিন্তা কোত্থেকে পেল সেটা নিশ্চিত করে বলা না গেলেও এরকম একটি চমৎকার ঘটনা ঘটেছিল "বনি ইসরা.য়েলের" সময়ে। রাসুল ﷺ সেই ঘটনা নিজে সাহাবায়ে কেরামকে শুনিয়েছিলেন।

চলুন তাহলে সেই ঘটনা জেনে নেয়া যাক।

আবূ হুরায়রা (রাঃ) হতে থেকে বর্ণিতঃ

❝আল্লাহর রাসুল ﷺ বলেছেন, বনী ইসরাঈলের কোন এক ব্যক্তি বনী ইসরাঈলের অপর এক ব্যক্তির নিকট এক হাজার দীনার ঋণ চাইল। তখন সে (ঋণদাতা) বলল, কয়েকজন সাক্ষী আন, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপর (ঋণদাতা) বলল, তা হলে একজন যামিনদার উপস্থিত কর। সে বলল, যামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দীনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোন যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দীনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ! তুমি তো জান আমি অমুকের নিকট এক হাজার দীনার ঋণ চাইলে সে আমার কাছে যামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই যামিন হিসাবে যথেষ্ট। এতে সে রাজী হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, তাতে সে রাজী হয়ে যায়। আমি তার ঋণ (যথাসময়ে) পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম, এই বলে সে কাষ্ঠখন্ডটি সমুদ্রে নিক্ষেপ করল। আর কাষ্ঠখন্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রতীরে গেল যে, হয়ত বা ঋণগ্রহীতা কোন নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখন্ডটির উপর পড়ল, যার ভিতরে মাল ছিল। সে কাষ্ঠখন্ডটি তার পরিবারের জ্বালানীর জন্য বাড়ী নিয়ে গেল। যখন সে তা চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা এক হাজার দীনার নিয়ে এসে হাযির হল এবং বলল, আল্লাহর কসম! আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম। কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম, তার আগে আর কোন নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে, এর আগে আর কোন নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে, তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে এক হাজার দীনার নিয়ে ফিরে চলে গেল।❞
(সহিহ বুখারী, হাদিস নং ২২৯১)

আমার ধারণা বনি ইসরায়েলের সেই ঘটনা মিশরের এই মানুষগুলোকে সাগরে খাদ্য ভাসিয়ে গা.জায় পাঠানোর ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে।

আল্লাহু আলাম

— Masum Billah

24/07/2025

প্রসটিটিউট বা একাধিক নারীর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন বিয়ে করতে যাচ্ছেন?

24/07/2025

ঘনঘন প্রসাব হওয়ার কারণসমুহ

অনেক মানসিক রোগী বুঝেইনা যে সে রোগী। এই ছেলেটা এতো সুন্দর করে লিখেছে নিজের সমস্যাগুলো। ভাল্লাগসে। এইসব মানুষদের কাউন্সেল...
24/07/2025

অনেক মানসিক রোগী বুঝেইনা যে সে রোগী। এই ছেলেটা এতো সুন্দর করে লিখেছে নিজের সমস্যাগুলো। ভাল্লাগসে। এইসব মানুষদের কাউন্সেলিং প্রয়োজন হয় নিয়মিত। কিন্তু সবাই সেই খরচ যোগাতে পারে না।

যে কোন যৌন বা মানসিক কাউন্সেলিং বা কথা শোনার জন্য যোগাযোগ করবেন। As a physician হয়তো ৫০০ টাকা নিবো কিন্তু মানুষ হিসেবে পাবেন একজন কথা শোনার মানুষ।

24/07/2025

যৌন সমস্যা ইদানিং দেখি ছেলেরাও লজ্জা পাচ্ছে। আপনার সমস্যা স্পষ্টভাবে বলবেন এবং লুকোছাপা না করে।

আপনি ডক্টরের কাছে ফ্রি হয়ে বলতে না পারলে ডক্টর আপনার সাথে ফ্রি হয়ে কীভাবে কথা বলবে?

23/07/2025

The Remedist by Dr. Rhazes এর প্রোডাক্টগুলো আমার চেম্বারের জন্য নিতে চাই পাইকারি হিসেবে

ঝিনাইদহে কোন প্রোডাক্ট পাওয়া যায় না। সবাইকে অনলাইন বা দালাল ধরতে হয়। সেজন্য আমি আমার চেম্বারে প্রোডাক্টগুলো Sale করতে চাচ্ছি।

কেউ হেল্প করতে পারলে জানাবেন। ধন্যবাদ।

23/07/2025

যে দুটো চেম্বার করি তার একটাতে আমার কাছে প্রচুর চর্ম রোগী আসে আলহামদুলিল্লাহ। বেশ বকঝকা করি রোগীদের অনিয়মের কারণে এবং বুঝানোর চেস্টা করি তারা কী কী ভুল করেছে এতোদিন ধরে

সেরকম একটি ঘটনা বলতে যাচ্ছি....

ছোট বাচ্চার সারা পিঠে এবং যৌনাঙ্গে ফান্গাল ইনফেকশন ছড়িয়ে গিয়েছে এবং তারা ফার্মেসি থেকে নিয়েছিল স্টেরয়েড সমৃদ্ধ ক্রিম। যার ফলে কিছুদিনের জন্য কমলেও পরে অনেক জায়গা জুড়ে ছড়িয়ে যায়। আমার মেয়ের খুব শখ ছিল। আলহামদুলিল্লাহ দুজন ছেলে আছে আমার।

তাই এতো সুন্দর মেয়েটার বাবা মায়ের ভুল সিদ্ধান্তে এতো খারাপ অবস্থা হওয়াতে খুব রাগ হয়। ইচ্ছামতো বকা দেই। বুঝাই কী ভুল করেছে তারা। বড়দের এধরনের রোগ সারানো যায় কিন্তু ছোটদের সারানো কঠিন কারণ তাদের সব ঔষধ দেওয়া যায় না।

যখন তারা বুঝলো তখন জানালো তার মায়ের শরীরেও আছে। বললাম আপনারটা না সারলে বাচ্চার বারবার হতে থাকবে।

চিকিৎসা দিলাম। পরামর্শ দিলাম। চিকিৎসার সাথে আর কী কী করতে বললাম। আলহামদুলিল্লাহ বাচ্চা এখন সুস্থ এবং তাদের বাবার মায়ের মুখে যে কৃতজ্ঞতার হাসি ছিল সেটা টাকা দিলেও পাওয়া যাবে না।

চিকিৎসক আপনাকে বকা দিবে কাউন্সেলিং করবে বুঝিয়ে বলবে সবই করবে কিন্তু আপনাকে বুঝতে হবে বিষয়টা।

কিন্তু রোগীদের একটা ভাগের মাথা গরম এবং বোঝার শক্তি কম। এজন্যেই হয়তো প্রফেসররা বেশী কথা বলেন না।

Dr. Asif Abdullah, MBBS
এমবিবিএস, ডিওসি (চর্ম ও যৌন), এমএসসি, এমপিএইচ

23/07/2025

মাইগ্রেন চিকিৎসা নিয়ে ভাল থাকার রোগ না। চারপাশে এতো এতো মাইগ্রেনের রোগী। বেশীরভাগই আশা ছেড়ে দেয়।

সুনির্দিষ্ট লাইফস্টাইল এবং আমার পরামর্শ মেনে চললে মাইগ্রেন থেকে তুলনামূলক আরামদায়ক জীবন কাটাবেন।

22/07/2025

ছোট বাচ্চাদের কাশি হলেই "গ্যাস দেওয়া" এটা একদমই অপ্রয়োজনীয় প্রাকটিস।

কারো শ্বাসকস্টজনিত সমস্যা না থাকলেও এই কাশি হলেই নেবুলাইজ করার বিষয়টা আমার অপছন্দের।

আমার বাচ্চা রোগীদের আমি দেই না। কারণ যে চিকিৎসা নিজের ছেলেদের দিবো না তা অন্য বাচ্চাকে কেন দিবো?

Dr. Asif Abdullah, MBBS

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Asif Abdullah, MBBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Asif Abdullah, MBBS:

Share

Category