Dr. Asif Abdullah, MBBS

Dr. Asif Abdullah, MBBS এমবিবিএস (রাজশাহী মেডিকেল কলেজ)
ডিওসি (চর্ম ও যৌন), এমএসসি (ইন্ডিয়া),
এমপিএইচ (শিশুস্বাস্থ্য), সিসিডি (বারডেম),
মানসিক ও যৌন বিষয়ক কাউন্সিলিং এ অভিজ্ঞ

22/08/2025

চুল পড়া থেকে বাঁচার জন্যে মিনোক্সিডিল দীর্ঘদিন টানা ব্যবহার করলে আপনার S***m function ব্যাহত হতে পারে

তাই যদি নিয়মিত ব্যবহার করতে হয়, ডক্টরের পরামর্শ অনুযায়ী S***m Analysis করতে হবে নির্দিষ্ট সময় পরপর

22/08/2025

আমি এবং আমার স্ত্রী দুজন ভিন্ন শহরে চাকরি করি। চাকরির স্থানে আমার বাসস্থানের ব্যবস্থা আছে। আমি স্ত্রীকে চাকরি করতে না করি, কিন্তু সে চাকরি করবেই, কারণ হিসেবে ব্যাখ্যা করে যে চাকরি না করলে যদি তাকে গ্রামে আমার বাবা-মায়ের সাথে থাকতে বলি। সে নিজেও গ্রামে বড় হয়েছে এবং তার বাবা-মাও গ্রামে থাকেন। তারপরও সে গ্রামে থাকতে চায় না। ছুটির দিনগুলোতে আমি গ্রামে বাবা-মায়ের কাছে যাওয়ার চেষ্টা করি, সে এটা সহ্য করতে পারে না।

স্ত্রীর চাকরির জন্য তার শহরে বাসা ভাড়া করা হয়েছে,আমার অফিস থেকে সেখানে যাতায়াত করতে প্রতিদিন প্রায় ২০০ টাকা গাড়ি ভাড়া লাগে এবং এর সাথে ৪-৫ ঘণ্টা সময় নষ্ট হয়। সে চাকরি করার জন্য আমার সাথে থাকতে পারে না, যার কারণে আমাকে প্রতিদিন বাইরে খাবার খেতে হয়। এতে প্রতিদিন ১৫০-২০০ টাকা খরচ হয়। হিসাব করলে দেখা যায়, যাতায়াত ও খাবার বাবদ মাসে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়ে যায়। যাতায়াতের কষ্ট তো আছেই।

স্ত্রী তার বাসার ভাড়া, বাজার খরচ ও অন্যান্য যাবতীয় খরচের জন্য আমাকে চাপ দেয়। কয়েক মাস ঝগড়াঝামেলা এড়ানোর জন্য আমি সব খরচ বহন করেছি। সে বেতন পেয়ে তার নিজের বাবা-মাকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাঠায়, বাকি টাকা নিজের কাছে রাখে। তার বেতনের টাকা চাইলে বলে যে স্ত্রী হিসেবে তার যাবতীয় খরচ বহন করা আমার দায়িত্ব। আর আমার বেতনের টাকার হিসাব করে যে আমি কোথায় কত খরচ করি।

জমি কেনার জন্য আমার কিছু ঋণ আছে, যা আমি ধীরে ধীরে শোধ করছি। আমার ঋণের জন্য তাকে তার চাহিদা মতো বাইরে খরচ করতে পারি না। এটা তার কাছে অনেক বড় দুঃখ। এসব বলে সে আমার সাথে অনেক ঝগড়া করে। স্ত্রীর পরিবার সবকিছু জানে, কিন্তু তারা কোনো কিছু বলে না; বরং আমাকেই সব খরচ বহন করতে বলে। স্ত্রীর ৪ বছরের পড়ালেখার খরচও আমি চালিয়েছি।

এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে তার কোনো খরচ দেব না এবং তার কাছেও আর যাব না। যেহেতু টাকাই জীবনের সবকিছু, তাই আমিও টাকা জমা করব এবং সংসারী একটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করব, যাতে আমার দেখাশোনা, যত্ন ও সঙ্গ পাওয়ার জন্য একজন থাকে। এতে আমার একাকীত্বও দূর হবে। এখন আপনাদের কাছে পরামর্শ, আমার এই সিদ্ধান্ত কি ভুল হচ্ছে?

পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভাইয়া

© 𝙈𝙆 𝘾𝙞𝙩𝙮 𝙊𝙛 𝙍𝙚𝙖𝙡 𝙎𝙩𝙤𝙧𝙮

22/08/2025

একটা ভার্সিটিপড়ুয়া ছেলে হঠাৎ নক দিয়ে বললো, তার মাসে ৭-৮ বার ঘনঘন স্বপ্নদোষ হয়। বাবা মা কে বলেছে অথচ তার বাবা মা নাকি পাত্তাই দেয় না। টাকা পয়সারও নাকি অভাব নেই তাঁদের। অথচ ছেলেটা পরিবারের সাপোর্টের অভাবে ডক্টর দেখাতে পারছে না।

এই ধরনের বাবা মা কে কী বলা উচিৎ? এই ছেলেটার মানসিকস্বাস্থ্যের প্রতি তাদের বিন্দুমাত্র চিন্তাভাবনা নেই। ছেলেটা মানসিকভাবে ও শারীরিকভাবে দুইভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এরকম বাবা মা কে আমি বলবো আপনার চিন্তাভাবনা বদলান। মানসিকস্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এটা অনেকে বাবা মায়ের কাছেই স্পষ্ট না।

Dr. Asif Abdullah, MBBS

SKIN & CHILD POINT

গ্রামের মানুষদের সেবা দিতে প্রতি শুক্রবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত "নাজমা ক্লিনিকে" বসছি চর্ম, যৌন ও এলার্জি কনসাল...
22/08/2025

গ্রামের মানুষদের সেবা দিতে প্রতি শুক্রবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত "নাজমা ক্লিনিকে" বসছি চর্ম, যৌন ও এলার্জি কনসাল্টেন্ট হিসেবে

ঝিনাইদহে মূল চেম্বার SKIN & CHILD POINT আদর্শপাড়া

22/08/2025

অটোমেটিক সফটওয়্যার আপডেটের কারণে সবার ফোনের Dial Pad চেঞ্জ হয়ে গেছে!!!

আর এদিকে আমি ভাবলাম পকেটে রেখে যেভাবে উল্টাপাল্টা কল যায় ঐভাবে কিছু একটা করেছি 😒

সিজার করে বাচ্চাগুলোকে দুনিয়া আনা হয়েছে। বেচারা মা জ্ঞান ফিরে তাকায়ে আছে আর ভাবছে "এরা কারা" !!!
21/08/2025

সিজার করে বাচ্চাগুলোকে দুনিয়া আনা হয়েছে। বেচারা মা জ্ঞান ফিরে তাকায়ে আছে আর ভাবছে "এরা কারা" !!!

রবীন্দ্রনাথ এখানে চিকিৎসা নিতে আসেনি 😁
21/08/2025

রবীন্দ্রনাথ এখানে চিকিৎসা নিতে আসেনি 😁

19/08/2025

বিয়ের আগে যৌন কাউন্সেলিং নিয়ে কনফিডেন্ট হোন বউয়ের সামনে

19/08/2025

বিয়ের আগে চর্ম ডক্টর কেন দেখানো MUST

17/08/2025

এলার্জিক রাইনাইটিস বা নাকজনিত এলার্জিতে সমাজের একটা অংশ ভুগে থাকেন এবং সঠিক পরামর্শের অভাবে তাদের ভাল থাকা কঠিন হয়ে যায়

17/08/2025

স্ক্যাবিস বা খোঁশপাচড়া হলে সবাইকে একই সাথে চিকিৎসা নিতে হয়

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Asif Abdullah, MBBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Asif Abdullah, MBBS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category