
20/07/2025
প্রতারক, রক্তদানের নামে টাকা নিয়ে প্রতারণা করবে। সাবধানে। লেনদেন করবেন না। প্রতারকদের নাম্বারের ফাঁকে ফাঁকে কিছু ম্যাসেজ দিলাম।
01970036338
01857006758
01952680671
01835077085
01990215172
01982373721
01944058812
01326756696
01784375701
01898340822
01761498459
01603464023
8809638995648
01798790852
01875705681
01400202134
01748366688
01618490083
01884090297
প্রতা*রণার আরেক নতুন কৌশল!
তেলের/ভাড়ার টাকা অগ্রীম চাওয়া আর মানিব্যাগ হারিয়ে যাওয়া পুরোনো হয়ে গেছে!
সিস্টেম ১: জানিয়ে বা না জানিয়ে চলে আসবে! এসে দেখবেন ব্লাড গ্রুপ আরেকটা বলতেছে! কষ্ট করে দেয়ার নিয়তে এসেছে এখন যাতায়াতের ভাড়া দেন!
সিস্টেম ২: ব্লাড দিতে ট্রান্সফিউশন রুমেও গিয়েছে! রক্তদানের শর্ত সমূহ পূরণ না হওয়ায় ডাক্তার নিলো না! (হয় ওজন কম, নাহয় ২ মাস আগে দিয়েছে কিংবা মাদক নিয়েছে ইত্যাদি) যে কোন একটা শর্ত ❝হ্যাঁ❞ বললেই তো রক্ত টানবে না! ফেরত পাঠাবে!
এখন? যাতায়াতের টাকা চাইবে!
আসলে যাতায়াতের ভাড়া মানেই বাট*পার। যদি সত্যিই কারো ভাড়ার টাকার প্রয়োজন হয়, সেটা অবশ্যই কোন ট্রাস্টেড গ্রুপের ট্রাস্টের ভলান্টিয়ার ডিল করে বা করবে।
01402078137
01749473034
01929095402
01821065531
01603872184
01971742602
01786687400
01765155620
01712223525
01792563504
01717432139
01990155014
01316905194
01716333868
01703457547
01796704894
01862987324
01886663836
01920411652
01877583270
01311422150
01408027471
01727419978
01779389631
01406754973
01300215572
01776771930
01918968195
01922959178
01775233201
01308400642
01641912250
রক্ত দিবে বলে কেউ বিকাশে, নগদে, রকেটে মোবাইলে ভাড়া বাবদ, তেল বাবদ, ভুলে মানিব্যাগ রেখে এসেছি ইত্যাদি বলে টাকা চাইলেও দিবেন না। এরা প্রতারক। টাকা পেয়ে আসছি বলে একটু পরে ফোন বন্ধ করে রাখবে। এরা ব্লাড দেয় না। গ্রুপ গুলোতে ওঁৎ পেতে থাকে। যোগাযোগের জন্য দেয়া নাম্বার গুলোতে ফাঁদ পেতে মিথ্যা বলে টাকা হাতিয়ে নেয়, তাই ব্যাপারটি জেনে রাখুন, রোগীর লোককে, যার নাম্বার পোস্টে দিবেন তাকে জানিয়ে রাখুন। রোগীর পরিস্থিতি যেমনই হোক, এদের উপর ভরসা কিংবা বিশ্বাস করে টাকা পাঠিয়ে অপেক্ষায় থেকে রোগীর জীবন সঙ্কটে ফেলবেন না।
— রক্তবন্ধু.কম
01913935456
01613041545
01736838806
01953287963
01831262317
01606356212
01976475516
01636240272
01831293523
01861994937
01753674385
01772831612
01775215902
01400994199
01616366478
01860334419
01311079013
01842902335
01864800461
01626208305
01850509353
01711578736
01689107158
01794339100
01857555990
01741947947
01794927322
01726908789
⚠ রক্তের জন্য ফোন পেলে অবশ্যই রোগীর লোকের সাথে সাক্ষাতে কথা বলে নিয়ে, রোগীর ব্যাপারে বিস্তারিত জেনে, নিশ্চিত হয়ে রক্ত উপহার দিন। প্রয়োজনে রোগী দেখে তারপর রক্তদান করবেন। তাদের সুস্পষ্ট করে বলে জানিয়ে দিন যে, আপনি স্বেচ্ছায় এবং সম্পূর্ণ বিনামূল্যে রক্তদান করছেন। কোন প্রতারক বা দালাল রক্ত ম্যানেজ করে দেওয়ার কথা বলে কোনরুপ আর্থিক লেনদেন এর চাহিদা করেছে কি না জেনে নিন। কোন দালাল যেন আপনাকে ম্যানেজ করে দেওয়ার নাম করে অর্থাৎ আপনার নাম ভাঙ্গিয়ে এমনকি ভবিষ্যতেও রোগীর লোকের কাছে ধার চেয়ে ধোঁকা দিয়ে টাকা পয়সা নিতে না পারে। এতটুকু সতর্কতা রক্তদাতার নিজের থাকা উচিৎ।
01633917417
01633917816
01881991324
01580286796
01945035156
01836330864
01781862776
01839594851
01915649393
01761752446
01913935457
01705290991
01735270455
01312428946
01717212970
01842734642
01751006759
01960648202
01798516518
01871717891
01718503857
01909089173
01947851654
01670889808
01717345150
01616360779
01918137085
01849935038
01831250712
01952533383
01515676879
01792385427
একজন রক্তদান করলেই অন্যজন রক্তটা পায়। রক্তদানে মানুষ যতোই এগিয়ে আসবে, ততোই দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া যাবে। আমাদের দেশে রক্তদাতার চেয়ে রক্তের চাহিদা বেশি। তাই খুঁজে পেতে একটু সময় লাগে।
আপনি রক্তদাতা হলে বা রক্তদানে আগ্রহী হলে আপনিও roktobondhu তে রেজিস্ট্রেশন করুন।
রক্তদান না করলে রেজিস্ট্রেশন করবেন না। রক্তদাতা খুঁজে পেতে রেজিস্ট্রেশন এর প্রয়োজন নেই।
পরিচিত ডোনারকেও roktobondhu ওয়েবসাইট সম্পর্কে জানান। রেজিস্ট্রেশন করা থাকলে প্রয়োজনের সময় সহসাই খুঁজে পাওয়া যাবে। পরিচিত রক্তদাতাদের, রেডি ডোনারদের বলবেন 𝐫𝐨𝐤𝐭𝐨𝐛𝐨𝐧𝐝𝐡𝐮.𝐜𝐨𝐦 এ রেজিস্ট্রেশন করতে। আর রক্তদান করলে যেন রক্তদানের তারিখ আপডেট করে দেয়। এই দুটো জিনিস ঠিক থাকলে রক্তদানের সময় না হলে অনাকাঙ্ক্ষিত কলও পেতে হবে না।
প্রয়োজনে বিস্তারিত বুঝতে ওয়েবসাইট থেকে ডিটেইলস পড়েও নিতে পারেন।
roktobondhu.com/about
01750425448
01645673920
01745581954
01624578686
01813969168
01735209045
01773241335
01762148732
01873185077
01745782480
01781676958
01916210212
01966431128
আপনি কি স্বেচ্ছায় রক্তদান করেন বা রক্তদানে ইচ্ছুক?
roktobondhu.com স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ওয়েবসাইট।
একজন রক্তদান করলেই অন্যজন রক্তটা পায়। রক্তদানে মানুষ যতোই এগিয়ে আসবে, ততোই দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া যাবে।
শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীগণ roktobondhu.com -এ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর ওয়েবসাইটে লগ ইন করে তারিখ আপডেট করে দিন।
এতে করে রোগী আপনাকে প্রয়োজন মতো খুঁজে পাবে। রক্তদানের তারিখ আপডেট করে দিলে ১২০ দিন বা ৪ মাস নাম কাটা থাকবে, প্লাটিলেট ডোনারদের ক্ষেত্রে ৩০ দিন (১মাস)। এতে অপ্রয়োজনীয় কল পেতে হবে না।
রক্তদান না করলে রেজিস্ট্রেশন করবেন না। রক্তদাতা খুঁজে পেতে রেজিস্ট্রেশন এর প্রয়োজন নেই।
পূর্বে যদি roktobondhu ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করা থাকে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার প্রোফাইল, রক্তদানের তারিখ আপডেট করে নিন।
পাসওয়ার্ড ভুলে গেলে আমাদের
m.me/roktobondhu পেইজের ইনবক্সে মোবাইল নাম্বারটা দিন কিংবা হোয়াটসঅ্যাপ
wa.me/+8801521551306 করুন।
রক্তদানের কাজে প্রচারে সহযোগিতা চাই।
নিজে রক্তদানে অক্ষম হলেও আপনার পরিচিত রক্তদাতাদের roktobondhu ওয়েবসাইট সম্পর্কে জানান।
আমাদের পেইজ: 👍
রক্তবন্ধু
আমাদের গ্রুপ: (বাংলাদেশ)
রক্তবন্ধু
ভারত (পশ্চিমবঙ্গ): রক্তবন্ধু
রক্তবন্ধু পশ্চিমবঙ্গ
আরও জানতে: 🌐
roktobondhu.com/about
01893760976
01885518961
01955312832
01615968481
01601821390
01950629849
01889037145
01851782580
01790605390
আমরা রক্তবন্ধু, রক্তের সম্পর্ক গড়ি ।