Treat Expert - ট্রিট এক্সপার্ট

Treat Expert - ট্রিট এক্সপার্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Treat Expert - ট্রিট এক্সপার্ট, Medical and health, Mannan Shadu Tower, S-120, Staff Quarter, Demra, Dhaka.

ট্রিট এক্সপার্ট একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানকারী সংস্থা যা বিশ্বব্যাপী বিশ্বস্ত চিকিৎসা প্রদানকারীদের সাথে রোগীদের সংযোগ স্থাপনে নিবেদিতপ্রাণ।

যোগাযোগ: 01716124124 || 09649128128
ইমেইল: care@treatexpert.com
ওয়েবসাইট:www.treatexpert.com

03/12/2025

জীবনে যদি সুযোগ পেতেন তাহলে কোন বয়সে ফিরে যেতেন?

03/12/2025

আজকের দিনটা বেশ ফলপ্রসূ গেছে। থাইল্যান্ডের অন্যতম সেরা হাসপাতাল Vejthani Hospital, Bangkok এর সাথে ট্রিট এক্সপার্টের গুরুত্বপূর্ণ একটি জুম মিটিং হয়েছে।
কি নিয়ে আলোচনা হয়েছে? মূলত তিনটি দিক:

• বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত Doctor Appointment
• চিকিৎসার খরচ, প্যাকেজ ও চিকিৎসা পরিকল্পনা
• রোগীর রিপোর্ট রিভিউ এবং ভিডিও কনসাল্টেশন ব্যবস্থাপনা

যা বোঝা গেল, তারা বাংলাদেশি রোগীদের জন্য আরও দ্রুত ও প্রায়োরিটি সার্ভিস দিতে প্রস্তুত।
এটাই আমাদের লক্ষ্য—মানুষকে নির্ভরযোগ্য, ঝামেলামুক্ত এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা সাপোর্ট দেওয়া।

থাইল্যান্ডে চিকিৎসা নিতে চাইলে বা Vejthani Hospital সম্পর্কে জানতে চাইলে ইনবক্স করুন।
ট্রিট এক্সপার্ট | All about your tour & treatment.

Shout out to my newest followers! Excited to have you onboard! Suman Mirza, Saiful Islam, Mir Mosarof Hossain, Rashadul ...
03/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Suman Mirza, Saiful Islam, Mir Mosarof Hossain, Rashadul Alam Cumilla, AS Sohel Miah, Ahmed Sabbir, Md Akkas, Lec Jewel, Emon Ahmad, Priya Rani Dey, Sahdat Hossain Jps, Babu Dilip, Azizur Rahman

আপনি National Immigration Administration (NIA)–র মাধ্যমে China Arrival Card অনলাইনে পূরণ করতে পারবেন🌐 কোথায় ফর্ম পূরণ কর...
03/12/2025

আপনি National Immigration Administration (NIA)–র মাধ্যমে China Arrival Card অনলাইনে পূরণ করতে পারবেন
🌐 কোথায় ফর্ম পূরণ করবেন

ওয়েবসাইট: https://s.nia.gov.cn/ArrivalCardFillingPC/

অথবা, আপনি “NIA 12367” নামে অ্যাপ ব্যবহার করতে পারেন।

যদি মোবাইলে হয় — আপনি WeChat বা Alipay–র mini-program থেকেও ফর্ম পূরণ করতে পারবেন।

প্রয়োজ্য বলেছে কখন

ফ্লাইট/ভ্রমণ শিডিউল আগে ফর্ম পূরণ করা সবচেয়ে ভালো, যাতে এয়ারপোর্টে লাইন বা দেরি না হয়।

যদি আগেই না করতে পারেন — চীন এয়ারপোর্টে এসে QR-code স্ক্যান করে বা স্মার্ট কিওস্ক/কনসোল ব্যাবহার করেও ভর্তি করা যাবে।

আমার সাজেশন (আপনার জন্য)

যেহেতু আপনি ভ্রমণের জন্য আগেই সব প্রস্তুতি নেন —
চীন যেওয়ার আগে NIA ওয়েবসাইট বা অ্যাপ থেকে Arrival Card পূরণ করে রাখুন — আপনার ভিসা, ফ্লাইট, হোটেল (যেমন আপনি আগে হংকং, থাইল্যান্ড ইত্যাদিতে ভ্রমণ করেছেন) সব তথ্য আগে থেকেই পাবলিশ থাকবে — এতে এয়ারপোর্টে আপনি সহজে Immigration পার হবেন।

ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে চিন্তিত? আমরা আছি আপনার পাশে! চিকিৎসার জন্য ভারতে যেতে চাচ্ছেন কিন্তু মেডিকেল ভিসা প্রসেসিং, ...
02/12/2025

ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে চিন্তিত? আমরা আছি আপনার পাশে!

চিকিৎসার জন্য ভারতে যেতে চাচ্ছেন কিন্তু মেডিকেল ভিসা প্রসেসিং, ইনভাইটেশন লেটার বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জটিলতায় ভুগছেন?
আর চিন্তা নেই! Treat Expert আপনার চিকিৎসার যাত্রা সহজ করতে দিচ্ছে কমপ্লিট সল্যুশন। আমরা শুধুমাত্র ভিসা প্রসেসিংই নয়, বরং সঠিক ডাক্তার নির্বাচন থেকে শুরু করে ভারতে পৌঁছানো পর্যন্ত সব ধরনের সহযোগিতা প্রদান করি।
✅ আমাদের সেবাসমূহ:
🔹 কনফার্ম ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট (ভারতের সেরা হাসপাতালগুলোতে)।
🔹 দ্রুত মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার ও ভিসা প্রসেসিং।
🔹 এয়ার এবং ট্রেনের টিকিট বুকিং সুবিধা।
🔹 অভিজ্ঞ কনসালটেন্ট দ্বারা সঠিক গাইডলাইন।
✨ কেন Treat Expert-কে বেছে নেবেন?
নির্ভুল ও ঝামেলামুক্ত প্রসেসিং।
হাজারও সফল রোগীর আস্থার প্রতীক।
ঢাকা ও টাঙ্গাইলে আমাদের নিজস্ব অফিস।
আপনার বা আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। সুস্থতাই আমাদের কাম্য।
📞 হটলাইন: 01716-124124, 09649-128128
📍 ঢাকা অফিস: ৭০, এম.এস টাওয়ার, হাজী নগর, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা।

01/12/2025

চায়নার একটি আধুনিক হসপিটালের পেশেন্ট কেবিন ভেতর থেকে দেখতে কেমন?

চায়নার একটি আধুনিক হসপিটালের পেশেন্ট কেবিন ভেতর থেকে দেখতে কেমন লাগে—এই ভিডিওতে পুরোটা দেখানো হয়েছে। রোগী থাকার পরিবেশ, কেবিনের সুবিধা, সেফটি সিস্টেম, অ্যাটেনডেন্ট স্পেস সব মিলিয়ে একটা বাস্তব ধারণা পাবেন।

এই ভিডিও বিশেষভাবে কাজে দেবে যাদের লক্ষ‌্য:

China Hospital Patient Cabin

China Medical Treatment

China Hospital Facilities

China Doctor Appointment From Bangladesh

China Medical Visa Support

ভিডিওতে থাকছে:
• কেবিনের রুম সেটআপ
• বেড, মেডিকেল ইকুইপমেন্ট ও মনিটরিং সিস্টেম
• প্রাইভেসি ও ক্লিনিং স্ট্যান্ডার্ড
• নার্স কল সিস্টেম
• খাবার সার্ভিস ও রোগীর দৈনন্দিন কেয়ার

বাংলাদেশ থেকে চায়নার যেকোনো হাসপাতালের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা বা ট্রিটমেন্ট সাপোর্ট পেতে যোগাযোগ করুন Treat Expert.

📞 01716124124 (Doctors Appointment)
09649128128 (Customer Care)

01/12/2025

চায়নাতে চিকিৎসা / চায়না মেডিকেল ভিসা কিভাবে নিব ?

পুরো টিম নিয়ে এক ডিপার্টমেন্ট থেকে আরেকটায় ঘুরেছি, ডাক্তারদের সঙ্গে লম্বা আলাপ হয়েছে, আর যেন কাছ থেকে বুঝতে পেরেছি তারা ...
01/12/2025

পুরো টিম নিয়ে এক ডিপার্টমেন্ট থেকে আরেকটায় ঘুরেছি, ডাক্তারদের সঙ্গে লম্বা আলাপ হয়েছে, আর যেন কাছ থেকে বুঝতে পেরেছি তারা কীভাবে রোগীদের যত্ন নেন।

চায়নিজ ট্রেডিশনাল চিকিৎসা আর তাদের ওষুধ প্রস্তুতির অংশটাও দেখেছি। ভিন্ন ধরনের অভিজ্ঞতা, আর শেখার মতো অনেক কিছু ছিল।

বাংলাদেশি রোগীদের জন্য এখানে সবধরনের সাপোর্ট নিশ্চিত করতে আমরা কাজ করছি দৃঢ়ভাবে। আমাদের রোগীরা যেন সঠিক চিকিৎসা, সঠিক জায়গায়, সঠিক সময়ে পান — এটাই মূল লক্ষ্য।

Keran-কে বিশেষ ধন্যবাদ, হাসপাতালের প্রতিটি কোণ ঘুরে দেখানোর জন্য এবং সময় দেওয়ার জন্য।

ট্রিট এক্সপার্ট প্রতিনিধি দল
Fosun Hospital China পরিদর্শন
বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসা সহযোগিতায় আরও একধাপ এগিয়ে।

30/11/2025
চায়না Fosun Hospital ডক্টর প্রতিনিধি দল ঢাকায় আসছেন আগামী পাঁচ তারিখ। আগামী 5 তারিখ ফ্রি ডক্টর কনসাল্টেন্সি নিতে এখনই ...
30/11/2025

চায়না Fosun Hospital ডক্টর প্রতিনিধি দল ঢাকায় আসছেন আগামী পাঁচ তারিখ।
আগামী 5 তারিখ ফ্রি ডক্টর কনসাল্টেন্সি নিতে এখনই আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করুন : 01716-124124

🇮🇳 ইন্ডিয়ান মেডিকেল ভিসা: আপনার সুচিকিৎসা ও ভ্রমণ সঙ্গী Treat Expert​ভিসা, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বা টিকিট বুকিং নিয়ে...
29/11/2025

🇮🇳 ইন্ডিয়ান মেডিকেল ভিসা: আপনার সুচিকিৎসা ও ভ্রমণ সঙ্গী Treat Expert
​ভিসা, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বা টিকিট বুকিং নিয়ে আর কোনো চিন্তা নয়! ​আমরা Treat Expert আপনার সুচিকিৎসা এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। ভিসা প্রাপ্তি থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন মেটাতে আমরা আপনার পাশে আছি।
​Treat Expert-এর বিশেষজ্ঞ দল সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজ করতে সাহায্য করবে।

​🔵 আমাদের সম্পূর্ণ প্যাকেজে যা যা পাচ্ছেনঃ-
​✅ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ: আপনার রোগের জন্য সঠিক বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমরাই বুক করে দেব।
✅​ইনভাইটেশন লেটার সাপোর্ট: ভিসা আবেদনের জন্য হাসপাতাল/ক্লিনিক থেকে প্রয়োজনীয় আমন্ত্রণপত্র (Invitation Letter) দ্রুত সংগ্রহে সহায়তা।
​✅সম্পূর্ণ ভিসা প্রসেসিং: আপনার সুবিধানুযায়ী দ্রুততম সময়ে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য স্লট বুকিং এবং সম্পূর্ণ ভিসা প্রক্রিয়াকরণে আমাদের বিশেষজ্ঞের ধাপে ধাপে সহায়তা।
✅​ভ্রমণ ব্যবস্থা: আপনার যাত্রা সহজ করতে বিমান বা ট্রেনের টিকিট বুকিং।
​✅আবাসন ব্যবস্থা: আপনার এবং অ্যাটেনডেন্টের জন্য আরামদায়ক ও নিরাপদ হোটেল বা থাকার ব্যবস্থা নিশ্চিত করা।
​আমরা বুঝি, সুচিকিৎসার প্রথম ধাপ হলো একটি সুষ্ঠু পরিকল্পনা। সব দায়িত্ব আমাদের হাতে তুলে দিন, আর আপনি শুধু আপনার স্বাস্থ্যের উপর মনোযোগ দিন।
আপনার চিকিৎসা ভ্রমণের জন্য সম্পূর্ণ সহযোগিতা পেতে আজই Treat Expert-এর সাথে কথা বলুন।
​📞 যোগাযোগের জন্য:
09649128128 (২৪ ঘন্টা)
01716124124

⭕অফিসের ঠিকানাঃ- মান্নান সাধু টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর- ১২০, হাজিনগর (হাজি মোয়াজ্জেম স্কুলের পাশে ) , স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা।
​Treat Expert - আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার।
all about your tour & treatment

​ #ভ্রমণ_ও_চিকিৎসা

Address

Mannan Shadu Tower, S-120, Staff Quarter, Demra
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Treat Expert - ট্রিট এক্সপার্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Treat Expert - ট্রিট এক্সপার্ট:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

About us

Treat Expert is a global medical tourism platform as well as an online based system that covers your Dr. Appointment, Air tickets , Visa processing , Medical Tour Packages ,Hotel Booking, Emergency Medicine support ,On Call Doctor and Online Blood Bank facilities with a goal to give you great and smooth experience .The vision of this company is to connect doctors to the people by using digital interface all over the world. Treat Expert is one of the best Hospital and Doctors appointment service from Bangladesh.