Dr. S M Akmal Ali Golap

Dr. S M Akmal Ali Golap "ডায়াবেটিস নীরব ঘাতক, অভিশাপ নয়;
নিয়মিত সু-চিকিৎসায় তা আশীর্বাদ হয়" Together, we can make a positive impact on your health and well-being.

Dr. SM Akmal Ali Golap, Award-Winning Diabetic Counsellor"

Welcome to the world of diabetes care, where we believe that diabetes is a silent challenge, not a curse. With regular well-treatment, it can be a blessing, allowing individuals to live a fulfilling life. At the heart of this mission is our esteemed founder and chief advisor, Dr. SM Akmal Ali Golap, an award-winning Diabetic Counsellor, Consultant in Diabetology and Dermatology.

🏆 Awards and Recognitions:
Dr. SM Akmal Ali Golap's dedication and expertise have earned him recognition in the field of diabetes care. His journey includes serving as a former Medical Officer in the Endocrinology Department at BIRDEM and as a Former Director at Keraniganj, Tongi, and Mohammadpur Diabetes Center (Associate BIRDEM). Our Comprehensive Services Under One Roof:
At our center, we provide a wide range of services to address various aspects of health and well-being:

🩺 Diabetes Care
🩺 Skin and Allergies
🩺 Food and Nutrition
🩺 Dental Care
🩺 Counseling Services
🩺 Medication Management
🩺 Physiotherapy
🩺 Gynecology and Obstetrics
🩺 Footcare

🏥 Location of Patient Visits:
BDN Purobi Diabetes Centre
Akram Tower (2nd Floor)
Avenue 01, Section 07, Purbi
(West side of Purbi Super Market)
Mirpur, Dhaka.

⏰ Patient Visiting Hours:
We are here to serve you with convenient hours:

Morning: 7.30 am - 1.00 pm
Evening: 6.00 pm - 9.30 pm

Our center remains open continuously on all holidays, including Fridays, because your health is our priority.

📞 For Appointments:
To schedule an appointment or for more information, please contact us at 01711366468.

🌐 Stay Connected:
Connect with us on Facebook for updates and valuable insights into diabetes care:
Facebook: Dr. Akmal Ali Golap



Join us in the journey to transform diabetes into a manageable and empowering condition.

ঈদ মোবারক -
06/06/2025

ঈদ মোবারক -

ঈদের খুশি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ঈদ হোক সুস্বাস্থ্য ও সচেতনতার অনুপ্রেরণা।
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা - ঈদ মোবারক

বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার
কাউন্সেলিং বেজ্ড ডায়াবেটিস এবং ডিজিটালাইজড ডায়াগনস্টিক সেন্টার


#ঈদউলআযহা২০২৫ #ঈদেরশুভেচ্ছা

ঈদ মানেই পরিপূর্ণ ইবাদত ও আনন্দ। কোরবানির ঈদ আমাদের শেখায় ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের বার্তা। আর এই আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বেশ...
04/06/2025

ঈদ মানেই পরিপূর্ণ ইবাদত ও আনন্দ। কোরবানির ঈদ আমাদের শেখায় ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের বার্তা। আর এই আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বেশি প্রয়োজন ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্যাভ্যাসে।
🍽️ ঈদের ভোজ যেন হয় স্বাস্থ্যকর — এজন্য দরকার সামান্য সচেতনতা।

📌 স্মরণে রাখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
✅ ‌অতিরিক্ত নয়, পরিমিত মাংসই স্বাস্থ্যকর — ঈদের মাংস উপভোগ করুন সীমায় থেকে
✅ ‌ক্যালোরি, প্রোটিন ও চর্বির ভারসাম্য রক্ষা করুন — প্রয়োজনে খাবার তালিকা তৈরি করুন
✅ ‌নিয়মিত ব্লাড সুগার মনিটর করুন — ভোজের মাঝে নিজের সুগারের খেয়াল রাখুন
✅ ‌পানি পান ও হালকা শারীরিক কার্যকলাপ চালিয়ে যান — যাতে হজম ও সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে

ডাঃ এস এম আকমাল আলী গোলাপ
অ্যাওয়ার্ড প্রাপ্ত ডায়াবেটিক কাউন্সেলর
প্রতিষ্ঠাতা - বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক (বিডিএন)


🩺 ঈদের আনন্দ যেন না হয় রক্তে শর্করার উদ্বেগে পরিণত!
02/06/2025

🩺 ঈদের আনন্দ যেন না হয় রক্তে শর্করার উদ্বেগে পরিণত!

ঈদ মানেই খুশি, কোরবানির মাংস, ভোজ আর ব্যস্ততা। কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য এই সময়টায় একটি ছোট সতর্কতা অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।
— ঈদের আগে ডায়াবেটিস চেকআপ আপনাকে সতর্ক করবে রক্তে গ্লুকোজের বর্তমান অবস্থা সম্পর্কে। এটি শুধু ঔষধ ঠিক রাখতে সাহায্য করে না, বরং ঈদের দিনগুলোর আনন্দ নিশ্চিত করে।

🎯 কেন ঈদের আগে চেকআপ জরুরি?
✅ ঔষধ ও ইনসুলিন ডোজ ঠিকমতো মিলিয়ে নেওয়া যায়।
✅ খাবার তালিকা অনুযায়ী পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যায়।
✅ আকস্মিক শারীরিক জটিলতা প্রতিরোধ সম্ভব হয়।

সচেতনতাই ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়ার প্রথম ধাপ।
স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিসের ঝুঁকি জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আজই যোগাযোগ করুন —

ডাঃ এস. এম আকমাল আলী গোলাপ
অ্যাওয়ার্ড প্রাপ্ত ডায়াবেটিক কাউন্সেলর
কনসালটেন্ট - ডায়াবেটিস, স্কিন - ভিডি ও অ্যালার্জি

ভিজিটিং আওয়ারঃ প্রতিদিন
সকাল ০৭:৩০ টা থেকে দুপুর ১২:০০ টা এবং
বিকেল ০৫:০০ টা থেকে রাত ০৯:০০ টা পর্যন্ত।
অ্যাপয়েন্টমেন্ট এর জন্যঃ 01930-694120

বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার
কাউন্সেলিং বেজ্ড ডায়াবেটিস এবং ডিজিটালাইজড ডায়াগনস্টিক সেন্টার
১/১১ পল্লবী, সেতারা টাওয়ার (নিচতলা), মিরপুর, ঢাকা - ১২১৬
📞অ্যাপয়েন্টমেন্ট এর জন্যঃ 01930-694120


#ডায়াবেটিক #ডায়াবেটিস #স্বাস্থ্য #চিকিৎসা #ডায়াবেটিসসেন্টার
#ডায়াবেটিকচেকআপ

মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা। ডাঃ এস এম আকমাল আলী গোলাপ
01/05/2025

মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা।

ডাঃ এস এম আকমাল আলী গোলাপ


নিয়মিত থাকছি BDN Pallabi Diabetes Center এস্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করত...
30/04/2025

নিয়মিত থাকছি BDN Pallabi Diabetes Center এ
স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আজই যোগাযোগ করুন -

আপনি কি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন?
স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে যোগাযোগ করুন -
ডাঃ এস. এম আকমাল আলী গোলাপ
অ্যাওয়ার্ড প্রাপ্ত ডায়াবেটিক কাউন্সেলর
কনসালটেন্ট - ডায়াবেটিস, স্কিন - ভিডি ও অ্যালার্জি

🗓️ভিজিটিং আওয়ারঃ প্রতিদিন
🕑সকাল ০৭:৩০ টা থেকে দুপুর ১২:০০ টা এবং
বিকেল ০৫:০০ টা থেকে রাত ০৯:০০ টা পর্যন্ত।
📞অ্যাপয়েন্টমেন্ট এর জন্যঃ 01930-694120

বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার
কাউন্সেলিং বেজ্ড ডায়াবেটিস এবং ডিজিটালাইজড ডায়াগনস্টিক সেন্টার
১/১১ পল্লবী, সেতারা টাওয়ার (নিচতলা), মিরপুর, ঢাকা - ১২১৬


#ডায়াবেটিক #ডায়াবেটিস #স্বাস্থ্য #চিকিৎসা #ডায়াবেটিসসেন্টার

নববর্ষে প্রতিশ্রুতি হোক সুস্থতার, শরীর ও মনে জ্বলে উঠুক প্রশান্তির আলো -শুভ নববর্ষ - ১৪৩২ বঙ্গাব্দডা. এস. এম আকমাল আলীঅ্...
14/04/2025

নববর্ষে প্রতিশ্রুতি হোক সুস্থতার, শরীর ও মনে জ্বলে উঠুক প্রশান্তির আলো -
শুভ নববর্ষ - ১৪৩২ বঙ্গাব্দ

ডা. এস. এম আকমাল আলী
অ্যাওয়ার্ড প্রাপ্ত ডায়াবেটিক কাউন্সেলর
প্রতিষ্ঠাতা - বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক (বিডিএন)

ঈদ মোবারক -
31/03/2025

ঈদ মোবারক -

মহান আল্লাহর অপার মহিমায়, পরিবার পরিজন নিয়ে সকলের জীবন সুখ, সমৃদ্ধি ও আনন্দে ভরে যাক। পবিত্র এই ঈদের দিনে সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

ঈদ মোবারক -

বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার
কাউন্সেলিং বেজ্ড ডায়াবেটিস এবং ডিজিটালাইজড ডায়াগনস্টিক সেন্টার
১/১১ পল্লবী, সেতারা টাওয়ার (নিচতলা), মিরপুর, ঢাকা - ১২১৬


#ডায়াবেটিক #ডায়াবেটিস #স্বাস্থ্য #চিকিৎসা #ডায়াবেটিসসেন্টার

মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে জানাই বিনম্র শ্রদ্ধা।
26/03/2025

মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে জানাই বিনম্র শ্রদ্ধা।

২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঙালী জাতি অনেক ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছে এই স্বাধীনতা। বাঙালির মহান মুক্তির সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন তাদের সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা।

বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার
কাউন্সেলিং বেজ্ড ডায়াবেটিস এবং ডিজিটালাইজড ডায়াগনস্টিক সেন্টার
১/১১ পল্লবী, সেতারা টাওয়ার (নিচতলা), মিরপুর, ঢাকা - ১২১৬


#ডায়াবেটিক #ডায়াবেটিস #স্বাস্থ্য #চিকিৎসা
#স্বাধীনতা_দিবস #মুক্তিযুদ্ধ #শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশে চিকিৎসা নেই - এই মিথ্যা বলে যারা, সত্যকে আড়াল করে তারা!ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হন দেশ বরেণ্য ক্রিকেটার ত...
25/03/2025

বাংলাদেশে চিকিৎসা নেই - এই মিথ্যা বলে যারা, সত্যকে আড়াল করে তারা!
ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হন দেশ বরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল। তামিম কার্যত ছিলেন না, হার্ট কয়েকবার পুরোপুরি ভাবে কাজ করা বন্ধ করে দেয়। অবস্থা এমনই ছিল যে ২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডিসি শক দেওয়া হয়। অতঃপর দেরি না করে এনজিওগ্রাম করে সফলতার সহিত হার্টে রিং পরানো হয়।

বর্তমানে তামিম ইকবাল কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি।

ডাঃ এস. এম আকমাল আলী গোলাপ
অ্যাওয়ার্ড প্রাপ্ত ডায়াবেটিক কাউন্সেলর
প্রতিষ্ঠাতা - বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক (বিডিএন)

13/03/2025
ডায়াবেটিস এবং কিডনি রোগ পারস্পারিক ভাবে সম্পর্কিত। ডায়াবেটিস ধীরে ধীরে কিডনি রোগের দিকে ধাবিত করে এবং মারাত্মক ক্ষতি সা...
13/03/2025

ডায়াবেটিস এবং কিডনি রোগ পারস্পারিক ভাবে সম্পর্কিত। ডায়াবেটিস ধীরে ধীরে কিডনি রোগের দিকে ধাবিত করে এবং মারাত্মক ক্ষতি সাধন করে। সময় থাকতেই সচেতন হোন, ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন - কিডনির যত্ন নিন, সুস্থ জীবন উপভোগ করুন!

বিশ্ব কিডনি দিবস - ২০২৫
আপনার কিডনি কি সুস্থ্য? দ্রুত শনাক্ত করুন, কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন।
কিডনি ভালো তো জীবন ভালো! কিডনি সুস্থ রাখতে চাই সচেতনতা ও নিয়মিত যত্ন।

ডায়াবেটিস এবং কিডনি রোগ পারস্পারিক ভাবে সম্পর্কিত। ডায়াবেটিস ধীরে ধীরে কিডনি রোগের দিকে ধাবিত করে এবং মারাত্মক ক্ষতি সাধন করে।

✅রক্তনালীঃ উচ্চ রক্তে শর্করার মাত্রা রক্তনালীগুলিকে আটকে দিতে পারে এবং তাদের সরু করে দিতে পারে। এটি কিডনির ফিল্টারিং ইউনিটগুলিতে বাধা সৃষ্টি করে যা এই রক্তনালীগুলিকে অন্তর্ভুক্ত করে। উপরন্তু, অ্যালবুমিন নামক এক ধরণের প্রোটিন এই ফিল্টারগুলিকে বাইপাস করতে সক্ষম হয় এবং প্রস্রাবে শেষ হয় যেখানে এটি উপস্থিত থাকা উচিত নয়। এই সবের ফলে কিডনির পরিস্রাবণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ হয় এবং বর্ধিতকরণের মাধ্যমে কিডনির ক্ষতি হয়।

✅মূত্রনালীরঃ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় মূত্রনালীতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত হয়। এই ব্যাকটেরিয়া প্রস্রাবে দীর্ঘস্থায়ী হলে মূত্রনালীর সংক্রমণ এবং মূত্রাশয়ে সংক্রমণ হতে পারে, যা পরে কিডনিতে ছড়িয়ে পড়তে পারে।

✅স্নায়বিক অবস্থাঃ মূত্রাশয়ের পূর্ণতা তখনই অনুভব করা যায় যখন শরীরের স্নায়ু মস্তিষ্কে বার্তা রিলে করে। তবে ডায়াবেটিসের কারণে এই স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি কখন এবং কতটা মূত্রাশয় পূর্ণ হয় সে সম্পর্কে অজানা হতে পারে। পূর্ণ মূত্রাশয় থেকে দীর্ঘায়িত চাপ কিডনির ক্ষতি করতে পারে।

কিডনিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। বাংলাদেশে প্রায় ২ কোটির বেশি মানুষ কোনও না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আশঙ্কা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে। মৃত্যুঘাতী হিসেবে কিডনি রোগের অবস্থান ২ যুগ আগে ছিল ২৭তম, বর্তমানে এটা দাঁড়িয়েছে সপ্তম এবং ২০৪০ সালে পঞ্চম অবস্থানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

🛑 সময় থাকতেই সচেতন হোন, কিডনির যত্ন নিন, সুস্থ জীবন উপভোগ করুন!


#ডায়াবেটিক #ডায়াবেটিস #কিডনি #স্বাস্থ্য #চিকিৎসা #ডায়াবেটিসসেন্টার

রোজা মুসলিম উম্মার জন্য ফরজ বা অবশ্যই পালনীয় এক ইবাদত। আল্লাহতা'আলা পবিত্র কুরআন মজীদে বলেছেন, রোজার প্রতিদান আমি নিজ হা...
01/03/2025

রোজা মুসলিম উম্মার জন্য ফরজ বা অবশ্যই পালনীয় এক ইবাদত। আল্লাহতা'আলা পবিত্র কুরআন মজীদে বলেছেন, রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব। তাই রোজা পালনের ক্ষেত্রে মুত্তাকীগণ খুবই সতর্কতা অবলম্বন করে থাকেন।

তবে কিছু কিছু বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারনে, রোজা ভঙ্গের মতো ঘটনা না ঘটা সত্বেও সেগুলোকে রোজা ভঙ্গের কারণ মনে করে রোজা ছেড়ে দেওয়া হয়, এমনকি অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা কিংবা পরীক্ষা নিরীক্ষা করানো থেকে বিরত থাকা হয়। যা একপ্রকার ইবাদতের বরখেলাফও বটে।
ইসলামিক চিন্তাবিদগণ চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও গবেষণা করে রোজা অবস্থায় ঔষধ প্রয়োগ ও পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে সুচিন্তিত দিক নির্দেশনা প্রদান করেন।

📌যে চিকিৎসায় রোজার কোনো ক্ষতি হয় নাঃ
১। রোজা রাখা অবস্থায় রক্তের সুগার পরীক্ষা করা যাবে, ইন্সুলিন নেওয়া যাবে। রোগ প্রতিরোধক হিসেবে ভ্যাক্সিন দেওয়া যাবে।
২। রোজা রাখা অবস্থায় ইনহেলার, নাকের স্প্রে, চোখ,ও কানের ড্রপ, হার্টের ব্যথার জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহবার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।
৩। রোজা রেখে শিরাপথে স্যালাইন ছাড়া-ত্বক, মাংসপেশি বা হাড়ের জয়েন্টে ইনজেকশান হিসেবে কোনো ওষুধ প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না।
৪। চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন কিংবা চেতনা নাশক গ্যাস গ্রহণে, ক্রিম/অয়েনমেন্ট ব্যাণ্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।
৫। রোজা রেখে দাঁত তোলা যাবে। দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে। দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশতঃ কিছু গিলে ফেললেও রোজা নষ্ট হবে না।
৬। রোজা রেখে পরীক্ষার জন্য বা কাউকে রক্তদানে, এমনকি রক্ত গ্রহণেও কোনো বাধা নেই।
৭। চিকিৎসার জন্য শরীরের গোপন পথে সাপোজিটোরি ব্যবহার করলে বা আঙুল প্রবেশ করালেও রোজা নষ্ট হবে না।
৮। রোজা রেখে জরায়ু পরীক্ষার জন্যে হিস্টেরোস্কপি, আই.ইউ.সি.ডি এবং এনজিওগ্রাফি করার জন্যে কোনো রোগ নির্ণয় কারক দ্রবণ শরীরে প্রবেশ করানো হলে রোজার ক্ষতি হবে না।
৯। কোনো অঙ্গের আভ্যন্তরীণ চিত্রধারণের জন্যে সেই অঙ্গের প্রবেশ পথে কোনো ক্যাথেটার বা নালীর মাধ্যমে প্রয়োজনীয় ডাই বা তরল প্রবেশ করালে রোজা নষ্ট হবে না।
১০। রোগ নির্ণয়ের জন্যে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করলেও রোজা নষ্ট হয় না। তবে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করার সময় খাদ্যগুণ সম্পন্ন তরল কিংবা অন্য কোনো কিছু ভিতরে প্রবেশ করানো যাবে না।
১১। রোজা রাখা অবস্থায় না গিলে মাউথ ওয়াশ, মুখের স্প্রে ব্যবহার করা যাবে।
১২। রোজা রাখা অবস্থায় লিভারসহ অন্য কোনো অঙ্গের বায়োপসি করা যাবে।
১৩। রোজা রাখা অবস্থায় পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে।
সূত্রঃ বৈজ্ঞানিক নিবন্ধ - বিএমজে (২০০৪ সাল)

ডাঃ এস. এম আকমাল আলী গোলাপ
অ্যাওয়ার্ড প্রাপ্ত ডায়াবেটিক কাউন্সেলর
প্রতিষ্ঠাতা - বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্ক (বিডিএন)


Address

BDN Pallabi Diabetes Center, 1/11 Pallabi, Setara Tower, Mirpur, Dhaka - 1216
Dhaka
1216

Opening Hours

Monday 07:30 - 21:30
Tuesday 07:30 - 21:30
Wednesday 07:30 - 21:30
Thursday 07:30 - 21:30
Friday 07:30 - 21:30
Saturday 07:30 - 21:30
Sunday 07:30 - 21:30

Telephone

+8801930694120

Alerts

Be the first to know and let us send you an email when Dr. S M Akmal Ali Golap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. S M Akmal Ali Golap:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category