19/07/2025
চিকুনগুনিয়া: আমার যন্ত্রণার চতুর্থ দিন
চতুর্থ দিনে এসে মনে হচ্ছে শরীরটা একরকম অবশ হয়ে গেছে।
হাত-পা যেন নিজের নয় — ফুলে গেছে, ব্যথায় প্রতিটি জোড়া জ্বলে যাচ্ছে।
বিছানা থেকে একা উঠতে পারি না। প্রতিটি নড়াচড়ায় মনে হয় শরীরটা চিড়ে যাচ্ছে।
চুলকানি আর র্যাশ পুরো শরীরজুড়ে ছড়িয়ে পড়েছে।
মুখে তীব্র তিতা স্বাদ, খাওয়ার কোনো ইচ্ছেই নেই।
অবসাদ এমনভাবে চেপে ধরেছে যেন শরীর আর মন দুই-ই হাল ছেড়ে দিচ্ছে।
জানি না এই যন্ত্রণা আর কতদিন চলবে…
কখন যেন এই অন্ধকার সময়টা কেটে যায় — শুধু সেই প্রার্থনাই করছি এখন।😔