03/07/2020
আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কাঁন্না চলে আসছে!
বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়।
অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভন্ড জাতি।
বিন্দুপরিমান কৃতজ্ঞতাবোধ আমাদেরই নেই, এই জন্যে এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না কারন জ্ঞানীদের কদর এদেশে নেই।
[আইডিয়াল স্কুল থেকে মেট্রিক 7th স্ট্যান্ড, নটরডেমিয়ান,
ঢাকা ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজি ফার্স্ট ক্লাস (থার্ড পজিশন), মাস্টার্স ফাস্ট ক্লাস (ফাস্ট পজিশন)]
অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে!
চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়!
একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন!
এরাই দেশের রিয়েল হিরো, ঐ ১০ মিনিট অনলাইনে বসে থেকে ২/৪ টা ইংরেজি শব্দ শেখনেওয়ালারা নয়।
ভাইরাল যদি করতেই হয় তাহলে আসিফ মাহমুদদের করুন।।
©