Online Doctor Bangladesh

Online Doctor Bangladesh "অনলাইন ডক্টর বাংলাদেশ" পেজে স্বাগত | এটা তাদের জন্য যারা অনলাইন থেকে স্বাস্থ্য সেবা নিতে আগ্রহী

20/09/2022

কিভাবে আপনি ডায়েট কন্ট্রোল করবেন? আমরা সাধারণত মনে করি যে কোন এক বেলা #উপোস থেকে অথবা না খেয়ে থাকলে হয়তো #ডায়েট কন্ট্রোল হয়ে যায় কিন্তু, আসলে এটা মোটেও ঠিক নয়. না জেনে না বুঝে অনেক সময় আমরা ভুল কিছু #সিদ্ধান্ত গ্রহণ করি যা আমাদের শরীরের জন্য বিরূপ #প্রভাব ফেলতে পারে. আজকের এই #ভিডিওর মাধ্যমে আমরা জানবো ডায়েট কি এবং কিভাবে ডায়েট কন্ট্রোল করা যায় তার সঠিক #ধারণা ও পরামর্শ

অনলাইন ডক্টর  #বাংলাদেশ পেজের সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই  #শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করি এই পেজ এবং আমাদের নির্ধারিত ...
15/09/2022

অনলাইন ডক্টর #বাংলাদেশ পেজের সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই #শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করি এই পেজ এবং আমাদের নির্ধারিত একটি গ্রুপ আছে যার নাম #অনলাইন ডক্টর বাংলাদেশ এখান থেকে আপনারা বেশ #সুবিধা পাচ্ছেন। আমরা চাই এই পেজ এবং আমাদের নির্ধারিত #গ্রুপের মাধ্যমে স্বাস্থ্যসেবার সবকিছু সাধারণ #মানুষের কাছে পৌঁছে দেওয়া। এরই ধারাবাহিকতায় আমরা একে ওপরে আমাদের নিজ #বন্ধুদের মাঝে এই পেজটি শেয়ার এবং আমাদের নির্ধারিত গ্রুপ অনলাইন ডক্টর বাংলাদেশ এখানে সবাইকে #ইনভাইট করতে। কোথায় আছে- দশের লাঠি একের বোঝা। এই #মতবাদকে সামনে রেখে আমরা যদি একে অপরে একটু সাহায্য ও সহযোগিতা করি তবে এই পেজ এবং #গ্রুপটি আরো অনেক বর্ধিত হওয়া সম্ভব। আমরা আশা করি- আমাদের আশার #আলো খুব শীঘ্রই পূর্ব আকাশে উদিত হবে। তাই, সবার কাছে অনুরোধ এই #পেজ এবং নির্ধারক গ্রুপ টি আপনার বন্ধুদের মাঝে #শেয়ার করুন - ধন্যবাদ

আমি বা আপনি কি পর্নোগ্রাফি দ্বারা আসক্ত?আজ আমি সমাজ সচেতন মুলক একটা পোস্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি আশা কর...
09/09/2022

আমি বা আপনি কি পর্নোগ্রাফি দ্বারা আসক্ত?

আজ আমি সমাজ সচেতন মুলক একটা পোস্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি আশা করি- আপনারা সম্পুর্ন পোস্ট এবং ভিডিওটি দেখবেন এবং আপনার বন্ধুদের মাঝে এটা শেয়ার করবেন

পর্ণগ্রাফি আসক্তিতে আমাদের সমাজ আজ ধ্বংসের মুখে ধাবিত হয়েছে | ইন্টারনেটের বদৌলতে আজ আমরা আমাদের হাতের মুঠোয় অনেক কিছু নিয়ে আসতে সমর্থ হয়েছি | মুহূর্তের মধ্যেই পৃথিবীর যেকোন প্রান্তের খবরগুলো আমরা পেয়ে যাচ্ছি | এরই ধারাবাহিকতায় বর্তমানে ইয়াং জেনারেশন স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে ইচ্ছা করলেই ইচ্ছামত পৃথিবীর বিভিন্ন পর্ণোগ্রাফি সাইট থেকে খারাপ ছবি দেখছে | রাতজেগে অথবা নির্জন কোন স্থানে পর্নোগ্রাফিক গুলো সাধারণত অল্প বয়সী ছেলেমেয়েরা দেখে এবং এটা দিনের-পর-দিন দেখার ফলে অভ্যাসে পরিণত হয় এবং সেইসাথে তার শারীরিক এবং মানসিক বিকাশ অনেক বিঘ্ন ঘটে |
-
এই সম্পর্কে বিস্তারিত জানতে- https://cutt.ly/FCYToGZ
-
পর্নোগ্রাফি দেখার সময় একটি ছেলে অথবা একটি মেয়ে সে তার যৌনাঙ্গে হাত দেয় এবং সে নিজেও ওই পর্নোগ্রাফির মতো প্যাকটিস করতে থাকে একসময় তার যৌনাঙ্গ দিয়ে রসালো পদার্থ বের হয় যেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং বিশেষ করে বয়সন্ধিকালে এটা শারীরিক বৃদ্ধিতে অনেক বাধাগ্রস্থ করে |

আজকাল শুধুমাত্র উঠতি বয়সী ছেলেমেয়েরা এই পর্নোগ্রাফির প্রতি আসক্ত নয় বর্তমানে দেখা যাচ্ছে যে বিবাহিত বা 50/60 বছরের অধিক বয়সের ব্যক্তিরাও এর প্রতি অনেক আসক্ত হয়ে গেছে | পর্নোগ্রাফি দেখার মাধ্যমে একটি মেয়ে অথবা ছেলে সে তার বন্ধু অথবা বান্ধবের সাথে এই বিষয়টি আলোচনার মাধ্যমে একে অপরে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যা সমাজের অনৈতিক এবং অপরাধমূলক কাজ | অপরদিকে বিবাহিত কোন নারী বা পুরুষ একে অপরের সাথে বিশেষ বন্ধুত্ব স্থাপনের কারণে গোপনে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এছাড়াও এগুলো দেখার ফলে যারা চাহিদামত কোন সঙ্গী পাই না তারা জোরপূর্বক কোন মেয়েকে অথবা কোন মেয়ে কোন পুরুষকে সেক্সুয়ালি হ্যারেজমেন্ট করে |

আজ এই পোষ্টের মাধ্যমে আমি যে বিষয়টি জানানোর চেষ্টা করব তা হচ্ছে পর্নোগ্রাফি আমাদের সমাজটাকে গিলে ফেলেছে এবং এই অপসংস্কৃতির হাত থেকে অবশ্যই তরুণ সমাজকে রক্ষা করতে হবে | এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন তাই এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এটা অবশ্যই সচেতনতা বৃদ্ধির জন্য অনেক সহায়ক -

06/09/2022

কোষ্ঠকাঠিন্য থেকে #মুক্তি পাবার উপায় কি? #কোষ্ঠকাঠিন্য বা কষা #পায়খানা বলতে আমরা সবাই কমবেশি বুঝি | এটা সাধারণত যে সমস্ত মানুষেরা #তরল জাতীয় পদার্থ অথবা #পানি কম খাই অথবা আঁশ জাতীয় খাদ্য কম হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই এই #রোগটি বেশি হয়ে থাকে | তারপরও রোগ কেউ নিতে #ইচ্ছা করে সৃষ্টি করেনা অথবা নিজের ইচ্ছাতেই এ ধরনের রোগ গুলো আমরা সাধারণত সবাই #পুষে রাখি না | আসলে একটা কথা আছে- যার সমস্যা আছে তার অবশ্য #সমাধান আছে এই মতবাদ সামনে রেখে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোষ্ঠকাঠিন্য #সম্পর্কে গুরুত্বপূর্ণ উপদেশ অথবা #পরামর্শ শুনবো যা আমাদের অনেক উপকার হবে।

05/09/2022

#পরকীয়া থেকে মুক্তি পাবার উপায় কি? পরকীয়া বা #বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে যে কেউ সহজে বেরিয়ে আসতে পারে না কারণ এটা #আঠার মতো আমাদের কে ঘিরে ধরেছে যারা এই #আসক্তি থেকে মুক্তি পেতে চায় তাদের অবশ্য কিছু #মানসিক পরিবর্তন করা আবশ্যক | পরকীয়া সেটা হতে পারে কোন মেয়ে অথবা ছেলের জীবনে বড় #অভিশাপ এর ফলে #দাম্পত্য জীবনে যেমন স্বামী স্ত্রী কেউ #সুখী হতে পারে না ঠিক সাংসারিক জীবনের বিভিন্ন রকম অশান্তির এবং #কলহ সৃষ্টি হয় | আজকের মাধ্যমে আমরা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ #পরামর্শ শুনব এবং সেভাবে মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ

01/09/2022

#হস্তমৈথুন কি শরীরের জন্য #ক্ষতিকর? এমন প্রশ্ন হয়তো আমাদের সকলের মাঝেই একটা #বিভ্রান্তি সৃষ্টি করে অথবা আমরা অনেকেই বলে থাকে এটা ক্ষতিকর | হস্তমৈথন বলতে আমরা কি বুঝি এই সম্পর্কে নানা #মানুষের মধ্যে নানারকম মতবাদ বিদ্যমান |

হস্তমৈথুন সম্পর্কে সমাজের নানা মানুষের মধ্যে যেমন ভিন্ন ভিন্ন #মতামত আছে ঠিক তেমনি #চিকিৎসা বিজ্ঞানের মতে এর উপকারিতা আছে | আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এই সম্পর্কে #গুরুত্বপূর্ণ পরামর্শ শুনবো যা আমাদের নিজেদের যেমন #উপকার হবে ঠিক আমরা অন্য কেউ এই ভিডিওটি শেয়ার করে উপকার করতে #সক্ষম হব।

26/08/2022

আমাদের পাশের বাড়ির রফিক সাহেবের #ছেলে খুব ভাল ছাত্র সমাজের লোক তাকে অনেক #স্নেহ করে এবং ভালোবাসে | এই অনেক লোকের মধ্যে কিছু কিছু লোক আছে যারা রফিক সাহেবের ছেলে যে খুব ভাল #ছাত্র নম্র-ভদ্র এটা তাদের সহ্য হয় না | আমাদের সমাজে এমন কিছু #লোক আছে যারা অন্যের ভালো কিছু দেখলে তাদের #সহ্য হয়না - এটা আমাদের তথা আমাদের সমাজের একটি #মানসিক রোগ | সমাজের দ্বারা এই ধরনের কার্যকলাপ এর সাথে যুক্ত তাদের অবশ্যই এই #হিংসা-বিদ্বেষ এবং কুসংস্কারের বেড়াজাল থেকে #মুক্ত হয়ে বেরিয়ে আসতে হবে | আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ শুনবো #ডাক্তার সুষমা রেজার কাছ থেকে।

যাদের দ্রুত বীর্যপাত হয় এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্যদাম্পত্য জীবনে কলহ,  #হতাশা,অস্থিরতা,হতাশা,কিংবা   পারষ্পরিক সম্প...
10/08/2022

যাদের দ্রুত বীর্যপাত হয় এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য

দাম্পত্য জীবনে কলহ, #হতাশা,অস্থিরতা,হতাশা,কিংবা পারষ্পরিক সম্পর্কের টানাপোড়েন এর অনেক কারনের মধ্যে অন্যতম একটি হলো পুরুষের দ্রুত বীর্যপাত বা Premature Ej*******on. কিন্তু #সামাজিক ব্যবস্থা ও লোক #লজ্জার ভয়ে এই ব্যাপারগুলি কখনো সামনে আসে না।

বিস্তারিতঃ https://cutt.ly/VZ9fGW1

দ্রুত বীর্যপাত বা Premature Ej*******on এর লক্ষণ সমুহঃ DMS-5 অনুসারে, একজন ব্যক্তি যদি নিম্নোক্ত সমস্যা সমূহ অনুভব করেন,তবে তার দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছেঃ

ক) শারীরিক সম্পর্কের ১মিনিটের কম সময়ের মধ্যে বীর্যপাত।
খ) যদি এই সমস্যা ৬মাস বা তার অধিক সময় ধরে চলতে থাকে।
গ) ৭৫-১০০% ক্ষেত্রে যদি সময়ের আগেই #বীর্যপাত হয়ে যায়।
ঘ) পার্টনারের মধ্য যৌন অসন্তোষ, হতাশা সৃষ্টি হওয়া।
ঙ) কোন #মানসিক বা শারীরিক রোগের উপস্থিতি, যা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
চ) কোন মাদকদ্রব্য বা #ওষুধ সেবন,যার কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে।

দ্রুত বীর্যপাতের কারণ-
দ্রুত বীর্যপাতের কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়ঃ
১)জৈবিক কারন
২) মানসিক কারন
১) #জৈবিক কারণ সমূহঃ
ক) ডায়াবেটিস।
খ) থাইরয়েড #গ্রন্থির সমস্যা।
গ) বিভিন্ন হরমোন জনিত সমস্যা।
ঙ)হৃদরোগ।
চ) মূত্রনালির #সংক্রমন ও প্রদাহ।
ছ) বিভিন্ন রোগ, যেমনঃ সিফিলিস, গনোরিয়া ইত্যাদি।
জ) বিভিন্ন ওষুধ।
ঝ) সার্জারি বা আঘাত জনিত কারণে #স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে।

২) মানসিক কারণ:
ক) দুঃশ্চিন্তা/মানসিক চাপ/ডিপ্রেশন।
খ) শারীরিক দূর্বলতা।
গ) সঠিক #যৌন শিক্ষার অভাব।
ঘ) প্রি ম্যারাইটাল বা বিবাহ পূর্ব কাউন্সিলিং এর অভাব।
ঙ) সেক্স সম্পর্কে ভুল ধারনা।
চ) কম বয়সে #সহবাস।
ছ) অতিরিক্ত প্রত্যাশা।
জ)আগের #ব্যর্থতা বার বার মনে করা।
ঝ)সেক্সুয়াল এবিউজ।
ঞ)সম্পর্ক অবনতি /দাম্পত্য কলোহ।
ট)চাকরি -ব্যবসা জনিত কারণে দূরে থাকেন এবং অনেকদিন পরপর শারীরিক সম্পর্কের সুযোগ পান।
ঠ) #মাদকাসক্ত /নেশাগ্রস্ত।

সমাধান ও চিকিৎসাঃ
সঠিক রোগ নির্ণয় এবং সে অনুযায়ী #চিকিৎসা ও কাউন্সেলিং গ্রহনের মাধ্যমে ৯০-৯৫% ক্ষেত্রে দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত #পুরুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।তাই ভয় বা লজ্জা পেয়ে রোগ না লুকিয়ে দ্রুত চিকিৎসকের #পরামর্শ নিন,সুস্থ থাকুন।

09/08/2022

পুরুষদের #বন্ধ্যাত্বের মূল কারণ হলো পর্যাপ্ত মানসম্পন্ন #শুক্রাণু তৈরি না করতে পারা। ৩০-৪০ শতাংশ ক্ষেত্রে শুক্রাশয়ের গুণগত ত্রুটি, ১০-২০ শতাংশ ক্ষেত্রে শুক্রাণু বেরোনোর পথে #প্রতিবন্ধকতার কারণে এ সমস্যা দেখা দিতে পারে। ১-৫ শতাংশ ক্ষেত্রে হরমোনজনিত সমস্যার কারণে এই #সমস্যা দেখা দিতে পারে। পিটুইটারি #গ্রন্থি বা হাইপোথ্যালামাসের সমস্যা এ ক্ষেত্রে অন্যতম দায়ী।

#পুরুষদের বন্ধ্যত্ব শনাক্তকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীর পরিপূর্ণ তথ্য ও #ইতিহাস জানা। অনেক ক্ষেত্রে চিকিৎসকের কাছে তথ্য গোপন করা হয়। অন্য কোনো #শারীরিক সমস্যা, সংক্রমণ, ধূমপান ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় #দ্রব্যের ব্যবহার, পরিবেশের নানাবিধ দূষণও দায়ী হতে পারে। এ ছাড়া শুক্রাশয়ের সংক্রমণ, ফুলে যাওয়া কিংবা #জেনেটিক বা ক্রোমোজমাল সমস্যা দেরিতে ধরা পড়ার কারণেও #সন্তান না হতে পারে।

Address

Dhaka, Bangladesh
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Online Doctor Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram