08/09/2025
কথাটা পাব্লিকলি লিখি ,কারন এটা বাচ্চার বাবা ,দাদি নানি সবার জানা উচিত । গরুকে যেমন দুধ দোয়ানোর আগে পানাইতে হয় ,মায়ের বুকের দুধ আসার জন্য বাচ্চাকে দিয়ে টানানো প্রথম গুরুত্বপূর্ণ পয়েণ্ট ।
শাল দুধ পানি মতো আঠালো জিনিস বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ ।এটা সামান্যই আসবে ।3 দিন থাকে ,এই দুধে আমিষ বেশি থাকে ,পানি কম থাকে ,একটা শক্তিশালী জিনিস ,বাচ্চাকে প্রটেকশন দেয় । এসময় কম প্রসাব হলেও বা প্রথম দিন 24 ঘন্টায় বাচ্চা একবার প্রসাব করলেও সেটা নরমাল ।তারপর ও একটা কৌটা কিনে ফিডার দিয়ে দেন ,চামচ দিয়ে খাওয়ান ।আর বাচ্চা টানে না দুধ আসে না ।
বাচ্চা জন্মালে প্রাকৃতিক নিয়মে দুধ আসবেই ।না আসলে আপনি কোথায় ভুল করছেন দেখেন ।এর পর ও এসে বলে কালিজিরা খাই হ্যান করি দুধ আসে না ।ক্যামনে বুঝলেন ? বাচ্চা কাঁদে ,বাচ্চা প্রসাব করে কয়বার 16/17 বার ।তাহলে দুধ পায় না কিভাবে ব্যখা দেন ।