Dr Mahmuda Mitu

Dr Mahmuda Mitu " আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। "

" আপনার সকল রিপোর্ট নরমাল মানেই আপনার নরমাল ডেলিভারি হবে ব্যাপারটা তেমন না "এর সাথে নির্দিষ্ট সময়ে জরায়ুর মুখ খোলার সম্প...
27/12/2025

" আপনার সকল রিপোর্ট নরমাল মানেই আপনার নরমাল ডেলিভারি হবে ব্যাপারটা তেমন না "

এর সাথে নির্দিষ্ট সময়ে জরায়ুর মুখ খোলার সম্পর্কটাও অনেক বেশি ,তার উপর অন্যান্য ফ্যাক্টর, প্রেসার ,ডায়বেটিস ওজন ,উচ্চতা ,কোমড়ের হারের মাপ ,আর ও অনেক ফ্যাক্টর তো আছেই ।

অনেকে বলেন আচ্ছা ওষুধ দেন ,মুখ খোলার ওষুধ তো আছে ।

ধরেন আপনার জরায়ুটা একটা বেলুন ।বেলুনের মধ্যে একটা কিছু আছে আপ্নাকে বের করতে হবে । মুখ খোলার ওষুধের কাজ ওই বেলুনের উপরে চাপ দেয়া ।

এখন মুখ বাধা বেলুনকে আপনি চার পাশ থেকে চাপ দিলেন কি হবে ? নি:সন্দেহে বেলুন ফেটে যাবে । আর যদি বেলুনের মুখ টা অনেক খানি খোলা থাকে পিছন থেকে আপনি চাপ দেয়ার ওষুধ দিলেন তখন ভিতরের জিনিস বের হয়ে যাবে ।

(তবে পুরা মুখ খোলার পর ও আপ্নার ডেলিভারিতে অবস্ট্রাকশন বা বাধা আসতে পারে ) যা অবস্ট্রাক্টেড লেবার নামে পরিচিত।

তাই একটা নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত ওষুধ দেয়া যায় না ,এর আগে দিলে মা ,বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে ।

এখন বলতে পারেন অনেকের তো ব্যাথা উঠায় ,সেটা অবশ্যই আপনার কন্ডিশন অনুযায়ী ডক্টর যদি সেইফ মনে করে ।সে সিদ্ধান্ত অবশ্যই একজন সিনিয়র গাইনোকোলজিষ্ট নিবেন ।

সর্বোপরি আল্লাহর কাছে চাইতে হবে ।

মানুষ এখন অনেক কিছু জানে ।সেটার ভালো খারাপ দুইদিক ই আছে । আমি চাই আমার লেখাগুলো পড়ে বুঝুন ,জানাকে ক্লিয়ার করুন । রোগীরা ভুল ধারনা গুলো দূর করুন ।

আপনার ডক্টর আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন । পৃথিবীর কোন ডাক্তারই রোগীর ক্ষতি হোক এমন কিছু চান না ।

07/12/2025
24/11/2025
23/11/2025

অধিক জানতে চাওয়া প্রশ্নের উত্তর ১ - বাচ্চা হওয়ার পর আপনারা যেকোনো সময় কৃমির ওষুধ খেতে পারবেন। বাচ্চা বুকের দুধ খেলেও অসুবিধা নাই।

06/11/2025

আমার হেলথ রিলেটেড ভিডিওগুলো টিকটকে খুব প্রশংসিত ছিলো। আবার এক্টিভ হওয়ার প্ল্যান করেছি। আমার টিকটক আইডি লিংক কমেন্টে

06/11/2025
26/10/2025

মাইল স্টোনের এক বাচ্চা মারা যাওয়ার আগে বলছিলো ,"আম্মু মিসের কোচিং এ না গেলে মিস আদর করেনা "

বাংলাদেশের ঘরে ঘরে এমন ভুক্তভোগী বাচ্চা আছে😢

23/10/2025

#গর্ভাবস্থায়_আমি_কি_কোথাও_যেতে_বা_বাসে_ট্রেনে_জার্নি_করতে_পারবো_?

👍অনেক সঠিক তথ্য জানা থাকলেও রেফারেন্স ছাড়া কোন তথ্য দেয়া যুক্তিযুক্ত মনে করিনা

🤰🏻🤰🏻🤰🏻🤰🏻গর্ভাবস্থায় একজায়গা থেকে আর একজায়গায় যাওয়াআসা নিয়ে আমাদের মধ্যে প্রচুর কুসংস্কার আছে ।অনেক মেয়েরাই চাইলে বাবার বাড়ি থেকে শশুড়বাড়ি কিংবা শশুড় বাড়ি থেকে বাবার বাড়ি কিংবা কিছুটা স্বস্তির নি:শ্বাসে কোথাও বের হতে পারে না ভয়ে ।

আসুন জেনে নেই AOCG (The American college of Obstetrician and Gynecologists ) এ কি বলা আছে ?

সাধারণত প্রেগ্নেন্সিতে ট্রাভেলিং সেইফ তবে আইডিয়াল হচ্ছে 3 মাসের পর ।

NHS (UK ) বলছে 12 সপ্তাহের পর ট্রাভেল করা যায় এর আগে কারন মায়েদের নিজেদের শারিরিক সমস্যাগুলো আর ও গুরতর হতে পারে যেমন বমি মাথা ঘুরানো এবং 3 মাসের আগেই বাচ্চা নষ্ট হওয়ার চান্স বেশি ।

🚘🚘🚘আসুন জেনে নেই গাড়ির ভ্রমন নিয়ে কি বলা আছে ?

লং জার্নি এভোয়েড করতে পারেন তবে গাড়িতে বা ট্রেনে টানা কোথাও যেতে হলে অবশ্যই আপ্নাকে কিছু নিয়ম মানতে হবে ।যেমন

1 .প্রচুর পানি পান করতে হবে ,সাথে বমি ,মাথাঘুরানোর ওষুধ রাখবেন এবং ক্যালোরিযুক্ত খাবার ।প্রসাবের ভয়ে পানি না খেলে সেটা ক্ষতিকর হবে ।

2 .প্রতি 45 মিনিট পর পর নেমে হাটবেন বা গাড়ি বড় হলে হাটবেন এবং বসেই পা নাড়ানো ,পায়ের গোড়ালিতে ভর দিয়ে পা উচু নিচু করা এ ধরনের নড়াচড়া করতে পারেন কারন টানা বসে থাকলে আপ্নার পায়ে রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে পারে যা ভয়ানক হতে পারে ।

তবে লাষ্ট ট্রাইমেস্টারে অবশ্যই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন জরুরি ।

✈️🛩✈️.প্লেনে সাধারণত 36 সপ্তাহের আগ পর্যন্ত ট্রাভেল এলাউ তবে ডক্টর ক্লিয়ারেন্স লাগতে পারে ।

তবে টানা বা লম্বা ট্রাভেলের আগে আপনার কাছাকাছি ডক্টরের পরামর্শ নিবেন ।ঝুঁকি নিয়ে ক্ষতির চেয়ে একবার বেশি ডক্টর ভিজিট অনেক ভালো 🙂 এই গুলো কোন হাইরিস্ক প্রেগ্নেন্সির জন্য এলাউ না । সেক্ষেত্রে আপ্নার ডক্টরের অনুমতি ছাড়া কোথাও যাবেন না ।

মনে রাখবেন প্রেগ্নস্নি কোন অসুস্থতা নয় ।এটা জীবনের একটা ধাপ ।তাই এ সময়টাকে যতটা সহজভাবে নিবেন ততই ভালো ।
তবে কোভিড সিচিউশনে জরুরী না হলে বাইরে যাবেন না।

 ুঝবেন_আপনার_ডেলিভারির_পেইন_শুরু_হয়েছে_অথবা_কখন_বুঝবেন_ফলস_পেইন ?ট্রু পেইন বা ডেলিভারির লক্ষন  👍প্রথমত ব্যথা সাধারণত একট...
03/10/2025

ুঝবেন_আপনার_ডেলিভারির_পেইন_শুরু_হয়েছে_অথবা_কখন_বুঝবেন_ফলস_পেইন ?

ট্রু পেইন বা ডেলিভারির লক্ষন

👍প্রথমত ব্যথা সাধারণত একটা নিয়মিত বিরতিতে হয় ।ব্যথায় একটা একটা বিরতি থাকবে বা কিছুক্ষন থামবে আবার 2 বা 3 মিনিট বিরতি থাকবে আবার ব্যথা হবে ।

👍এর পর ব্যথার মাঝখানের বিরতির সময় কমে আসবে এবং ব্যথা আস্তে আস্তে বাড়বে জরায়ুর শক্ত হওয়ার সময় (30-70সেকেন্ড ) বাড়বে। পেটে হাত দিয়ে ঘরিতে তাকিয়ে গুনতে পারেন 30-70 সেকেন্ড থাকবে আবার পেট নরম হবে

👍ব্যথার তীব্রতা এবং ব্যথা থাকার সময় বাড়বে ।

👍শো থাকবে ( একধরনের জেলির মতো পদার্থ সাথে সামান্য ব্লাড থাকতে পারে ) ।এই শো সাধারণত প্রথম দিকে পেশেন্ট নাও দেখতে পারেন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী পিভি চেক করতে গেলে হাতে আসতে পারে ।

👍এর পরের বিষয়গুলো সাধারণত ডাক্তার বা সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মী বুঝবেন ,যেমন আস্তে আস্তে জরায়ুর মুখ খুলবে , সার্ভিক্সের মুখ লম্বা থেকে ছোট হবে ,পানির থলে সামনের দিকে আসবে ,বাচ্চার মাথা হাতে লাগবে ।

এ ছাড়াও টয়লেটের অনুভূতি ,মাসিক হওয়ার আগের অনুভূতির মতো অনুভূতি হতে পারে ।

🔴🔴🔴তবে আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি

⭐️⭐️⭐️ এই ব্যথা কোন মেডিসিনে কমবে না ।এখন সাধারণত সবার প্রেসক্রিপশনেই এলজিন ,টিমোজিন ,ভিসেরালজিন জাতীয় মেডিসিন থাকে ব্যথা জন্য ।লেবার পেইন মনে হলে এগুলা শুরুতে খেলেও ব্যথা সাধারণত একই রকম থাকে ।⭐️⭐️⭐️

এবার দেখি ফলস বা মিথ্যা পেইন কিভাবে বুঝবো ।

👉 সাধারণত ব্যথা টানা থাকে ( একই রকম থাকে )
👉ব্যথা সাধারণত পেটের সামনের দিকে থেকে থাইয়ের সামনে দিকে হয়।

👉 এর সাথে পেট শক্ত থাকতেও পারে নাও থাকতে পারে ।

👉হাটা চলা বা জায়গা পরিবর্তনে কমে যায়

⭐️⭐️⭐️ এবং এই ব্যথা ,ব্যথাএ ওষুধে কমে যায় ।এমনকি জায়গা পরিবর্তন বা হাটা চলাতেও অনেক সময় কমে যায় ⭐️⭐️⭐️

🔴🔴অবশ্যই ব্যথার মাঝেও বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন এবং ব্যথা বাড়তে থাকলে দ্রুত হাসপাতালে যাবেন 🔴🔴🔴

ডা.মাহমুদা মিতু
MBBS (DU)

22/09/2025

আপনারা যারা ডাক্তার না ,গ্রামে থাকেন না তারা হয়তো ভাবতেও পারবেন না কি পরিমান কুসংস্কারের মধ্য এদেশের মানুষ এখনো বাস করে ‼️ কিছু কিছু মা বাবা দেখলে আমার কেবলই মনে হয় আল্লাহ এদের বাচ্চা দেয় কেন? চিন্তা করেন ,আপনি দুনিয়ায় জন্মাইছেন আর শ্বাস নিচ্ছেন না বলে আপনাকে আয়রন গরম করে স্যাকা দিয়ে পুড়িয়ে দেয়া হইছে ‼️

এখন যদি বলি বাসায় ডেলিভারি করাবেন না বলবেন সিজারের ধান্দা। 🙂

খুব জেদ করে মেয়েদের জন্য Care of Doctor Mitu খুলছিলাম এসব দেখে। সমাজের কুসংস্কার থেকে মানুষকে মুক্তি দিবো ভেবে।

আপনারা হয়তো জানেন না


এদেশের নানী দাদীরা এখনো নাভি পড়ার জন্য চুলার উপরে বাচ্চাদের স্যাক দেয় ,যার কারনে বহু বাচ্চা পুড়ে যায়।

এদেশের নারীদের বাচ্চার জন্মের পর পানি খেতে দেয়া হয়না তাতে দুধ পানি পানি হবে। ওয়ার্ডে আমি নিজে দেখেছি শুকনা ভাত খাওয়ায়। অথচ বাচ্চা জন্মের পর বুকের দুধ আসার জন্য পানি দরকার।

শালদুধের মতো উপকারী দুধ খেতে দেয় না,বাচ্চাকে মোটা বানাবে বলে বাইরের কৌটার দুধ দেয়।

এছাড়াও মিস্রি দিয়ে সুজি রান্না করা ,সাবু খাওয়ানো ,অনলাইনের সেরেলাক মিক্স কিনে খাইয়ে বাচ্চাগুলোকে জাস্ট ধ্বংস করা হয় যেখানে আমরা খুব সোজা কথা বলি ,

৬ মাস পর্যন্ত এক ফোঁটা পাশুধুমাত্র বুকের দুধ ,৬ মাসের পর বাড়ির হাড়ির খাবার। এই এক লাইনে অনেক সমাধান তাও শিশুর জন্ম থেকে বেড়ে ওঠাকে ব্যয়বহুল করা হয়।

😢😢😢

08/09/2025

কথাটা পাব্লিকলি লিখি ,কারন এটা বাচ্চার বাবা ,দাদি নানি সবার জানা উচিত । গরুকে যেমন দুধ দোয়ানোর আগে পানাইতে হয় ,মায়ের বুকের দুধ আসার জন্য বাচ্চাকে দিয়ে টানানো প্রথম গুরুত্বপূর্ণ পয়েণ্ট ।

শাল দুধ পানি মতো আঠালো জিনিস বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ ।এটা সামান্যই আসবে ।3 দিন থাকে ,এই দুধে আমিষ বেশি থাকে ,পানি কম থাকে ,একটা শক্তিশালী জিনিস ,বাচ্চাকে প্রটেকশন দেয় । এসময় কম প্রসাব হলেও বা প্রথম দিন 24 ঘন্টায় বাচ্চা একবার প্রসাব করলেও সেটা নরমাল ।তারপর ও একটা কৌটা কিনে ফিডার দিয়ে দেন ,চামচ দিয়ে খাওয়ান ।আর বাচ্চা টানে না দুধ আসে না ।

বাচ্চা জন্মালে প্রাকৃতিক নিয়মে দুধ আসবেই ।না আসলে আপনি কোথায় ভুল করছেন দেখেন ।এর পর ও এসে বলে কালিজিরা খাই হ্যান করি দুধ আসে না ।ক্যামনে বুঝলেন ? বাচ্চা কাঁদে ,বাচ্চা প্রসাব করে কয়বার 16/17 বার ।তাহলে দুধ পায় না কিভাবে ব্যখা দেন ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mahmuda Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category