Dr Mahmuda Mitu

Dr Mahmuda Mitu " আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। "

08/09/2025

কথাটা পাব্লিকলি লিখি ,কারন এটা বাচ্চার বাবা ,দাদি নানি সবার জানা উচিত । গরুকে যেমন দুধ দোয়ানোর আগে পানাইতে হয় ,মায়ের বুকের দুধ আসার জন্য বাচ্চাকে দিয়ে টানানো প্রথম গুরুত্বপূর্ণ পয়েণ্ট ।

শাল দুধ পানি মতো আঠালো জিনিস বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ ।এটা সামান্যই আসবে ।3 দিন থাকে ,এই দুধে আমিষ বেশি থাকে ,পানি কম থাকে ,একটা শক্তিশালী জিনিস ,বাচ্চাকে প্রটেকশন দেয় । এসময় কম প্রসাব হলেও বা প্রথম দিন 24 ঘন্টায় বাচ্চা একবার প্রসাব করলেও সেটা নরমাল ।তারপর ও একটা কৌটা কিনে ফিডার দিয়ে দেন ,চামচ দিয়ে খাওয়ান ।আর বাচ্চা টানে না দুধ আসে না ।

বাচ্চা জন্মালে প্রাকৃতিক নিয়মে দুধ আসবেই ।না আসলে আপনি কোথায় ভুল করছেন দেখেন ।এর পর ও এসে বলে কালিজিরা খাই হ্যান করি দুধ আসে না ।ক্যামনে বুঝলেন ? বাচ্চা কাঁদে ,বাচ্চা প্রসাব করে কয়বার 16/17 বার ।তাহলে দুধ পায় না কিভাবে ব্যখা দেন ।

31/08/2025

মিনস্ট্রুয়েশন এবং অভুলেশন এবং গর্ভধারণ নিয়ে কিছু তথ্য :

ACOG এর মতে একজন নারীর ২১-৩৫ দিনের মাসিকের সাইকেলকে নরমাল ধরা হয়। মানে হলো ,কারো যদি ২১ দিন পর পর মাসিক হয় সেটাও নরমাল ,কারো যদি ৩৫ দিন পর পর হয় সেটাও নরমাল।

🧛‍♀️সাধারণত ৫০-১৫০ ml ব্লাড লস হয় প্রতি মাসিকের সাইকেলে।

অনেকের বয়সের সাথে সাথে সাইকেলের দিনের পরিবর্তন হয়।

অভুলেশন :

একটা প্রসেস যার মাধ্যমে ডিম্বাণু আসে। গর্ভধারণের জন্য অভুলেশন এর সময় জানা অন্তত জরুরি।

***ওভুলেশন হয় সাধারণত পরবর্তী মাসিক হওয়ার ১৪ দিন আগে। ****

মানে হলো কোন নারীর যদি ২৮ দিনে রেগুলার মাসিক হয় তার ওভুলেশন ১৪ তম দিনে হতে পারে।

যদি ৩৪ দিনে রেগুলার সাইকেল হয় তাহলে তার অভুলেশন হওয়ার সম্ভাবনা ২০ তম দিনে।

যদি ২৪ দিনের সাইকেল হয় তাহলে তার অভুলেশন হতে পারে মাসিকের ১০ তম দিনে।

মেয়েদের ডিম্বানু খুবই অভিমানী সাধারণত জরায়ুর টিউবে স্পার্ম না থাকলে ২৪ ঘন্টার বেশি বাঁচেনা। 😁😁অন্য দিকে স্পার্ম যথেষ্ট অপেক্ষমান।😁😁পুরুষ মানুষকে আল্লাহ অপেক্ষা করতে দুনিয়ায় পাঠিয়েছেন )সাধারণত মেয়েদের টিউবে ৫ দিন পর্যন্ত বেঁচে থাকে।

মানে ৫ দিন আগে এসে ও যদি স্পার্ম ডিম্বানুর আসার জন্য অপেক্ষা করে এবং ডিম্বানুর দেখা পায় গর্ভধারণ সম্ভব 🥰

ডা.মাহমুদা মিতু
এম বি বি এস (ডি ইউ)

23/08/2025

বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি? প্রশ্ন করেছেন দীপ্তি চৌধুরী। জানিনা এই প্রশ্নটা অরগানিক নাকি অনুষ্ঠানের ডিজাইনের অংশ।কিন্তু এই প্রশ্ন টা তো এমন হতে পারতো জিন্স ,টি শার্ট কি বাংলাদেশের সংস্কৃতি? এভাবে কাউকে কথা বলতে শুনেছেন?

না।

জিন্স-টি শার্ট আসলেই পাশ্চাত্য পোশাক, কিন্তু সমাজ এটাকে “আধুনিক ফ্যাশন” বলে নরমালাইজ করে ফেলেছে।

জিন্স টি শার্টের কথা বাদই দিলাম আমাদের বাসায় আমরা একসাথে খেলা দেখি। আমার শশুড় কোনো খেলাই মিস করেন না। বাংলাদেশের লাক্সের বিজ্ঞাপন যখন আসে আমার শশুড়ের সামনে আমার লজ্জা লাগে। এর চেয়েও ভয়ংকর হচ্ছে আইটেম গান গুলোর পোষাক ,আইটেম গানগুলো। এগুলো কি বাংলাদেশের সংস্কৃতি? আমি চাইলে কিছু ছবি কমেন্টে দিতে পারি যা দেখলে আপনার লজ্জা লাগবে। এগুলো নিয়ে কোনো মিডিয়াকে প্রশ্ন করতে দেখেছেন?

ধরে নিলাম বোরকা বাংলাদেশের সংস্কৃতি না কিন্তু এটা পর্দার অংশ আপনি মুসলমান হয়ে সেই অংশকে সম্মান করবেন এটাই আপনার দায়িত্ব। কিন্তু আপনারা এক পক্ষকেই খোঁচা মারবেন তারা উত্তর দিবে সেই উত্তর নিয়ে একটা কলহ হবে এটাও কি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের মেটিকুলাস ডিজাইন?

ধরেন এই টকশো দেখে আমাদের অনেক ভাইরা আছেন তারা উপস্থাপিকার গোষ্ঠী উদ্ধার করবে। তারপর সেই গোষ্ঠী উদ্ধার করা জিনিস পৃথিবীর সামনে তুলে ধরে বলবে দেখুন মুসলমানরা কত খারাপ এরা নারীদের গালি দেয়। আপনাদেরও এই জিনিসটাকে ডিল করা শিখতে হবে। উনারা খোঁচাবে আপনারা গালি দিবে এটাও একটা এজেন্ডা।

এখন আসি যে মেয়ে জিন্স পড়ে ,আপনি কি তার পোষাক নিয়ে কথা বলার অধিকার রাখেন কি?

বাংলাদেশে যদি কোনো পোশাক প্রকাশ্যে শালীনতার আইনের বিরুদ্ধে যায় তখন সেটা নিয়ে কথা বলার অধিকার থাকে রাষ্ট্র/আইনের।
কারও পোশাক আপনার পছন্দ না হলে আপনি সেটা অপছন্দ করতে পারেন, কিন্তু সম্মানহানি বা অপমান করার অধিকার নেই।

বোরকা কিংবা হিজাবকে যতটা না ইসলামি রাজনীতি যারা করছে তারা তাদের রাজনীতিতে ব্যবহার করছে তারচেয়ে বেশি ব্যবহার করছে মিডিয়া ,,সুশীল সমাজ ,প্রগতিশীলরা। যেন এটা সুশীলদের এক ধরনের রাজনৈতিক হাতিয়ার। আমি ইসলামি রাজনীতি করি না তাহলে আমি কেন বলছি? কারন আমার ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে তীব্র অনুভূতি আছে। এই অনুভূতিতে কেউ আঘাত করবে এটাকে রাজনীতিবীদদের দমানোর হাতিয়ার বানাবে এটা আমি চাইনা।আপনারা যাদের দমাতে চান তাদের জন্য অন্য হাতিয়ার ব্যবহার করুন কিন্তু বোরকা কিংবা হিজাবকে নয়।

ভিডিও লিংক কমেন্টে

22/08/2025
02/08/2025

" আপনার সকল রিপোর্ট নরমাল মানেই আপনার নরমাল ডেলিভারি হবে ব্যাপারটা তেমন না "

এর সাথে নির্দিষ্ট সময়ে জরায়ুর মুখ খোলার সম্পর্কটাও অনেক বেশি ,তার উপর অন্যান্য ফ্যাক্টর, প্রেসার ,ডায়বেটিস ওজন ,উচ্চতা ,কোমড়ের হারের মাপ ,আর ও অনেক ফ্যাক্টর তো আছেই ।

অনেকে বলেন আচ্ছা ওষুধ দেন ,মুখ খোলার ওষুধ তো আছে ।

ধরেন আপনার জরায়ুটা একটা বেলুন ।বেলুনের মধ্যে একটা কিছু আছে আপ্নাকে বের করতে হবে । মুখ খোলার ওষুধের কাজ ওই বেলুনের উপরে চাপ দেয়া ।

এখন মুখ বাধা বেলুনকে আপনি চার পাশ থেকে চাপ দিলেন কি হবে ? নি:সন্দেহে বেলুন ফেটে যাবে । আর যদি বেলুনের মুখ টা অনেক খানি খোলা থাকে পিছন থেকে আপনি চাপ দেয়ার ওষুধ দিলেন তখন ভিতরের জিনিস বের হয়ে যাবে ।

*****(তবে পুরা মুখ খোলার পর ও আপ্নার ডেলিভারিতে অবস্ট্রাকশন বা বাধা আসতে পারে )*****

তাই একটা নির্দিষ্ট সময় না যাওয়া পর্যন্ত ওষুধ দেয়া যায় না ,এর আগে দিলে মা ,বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে ।

এখন বলতে পারেন অনেকের তো ব্যাথা উঠায় ,সেটা অবশ্যই আপনার কন্ডিশন অনুযায়ী ডক্টর যদি সেইফ মনে করে ।সে সিদ্ধান্ত অবশ্যই একজন সিনিয়র গাইনোকোলজিষ্ট নিবেন ।

ডা.মাহমুদা মিতু
এম বি বি এস

01/08/2025

#মায়ের_ঠান্ডা_লাগার_কারনে_কি_নবজাতক_বাচ্চার_ঠান্ডা_লাগতে_পারে_?
#বাচ্চা_ঠান্ডায়_মারা_যায়_কেন ?

একটা বড় অংশের মায়েরা নবজাতকের ঠান্ডা লাগা নিয়ে জানতে চেয়েছেন । অনেক মায়েরা বাচ্চা ঠান্ডায় মারা গেছে বলে জানিয়েছেন ।এটা শোনার পর অনেকেই উদ্ভিগ্ন কারন অনেকেরই এলার্জি আছে জন্মের পর বাচ্চার কি ঠান্ডা লাগতে পারে কিনা সেটা নিয়ে ।সবার ধারনা বাচ্চা মারা গেছে বা শ্বাস নিতে পারে নাই মানেই হচ্ছে বাচ্চা ঠান্ডা লেগে মারা গেছে ।

একটি এলাকার জনসংখ্যার উপরে ICDDRB রিসার্চের রেকর্ডে (2002-2004 ) দেখা যায় এই দুই বছরে 11291 টি শিশুর মধ্যে 365 টি শিশু মারা যায় ।মানে প্রতি 1000 জনে 32.3 জন ।

এর মধ্যে 37 শতাংশ জন্মের দুই ঘন্টার মধ্যেই মারা যায় ।76 শতাংশ মারা যায় 3 দিনের মধ্যে ,84% মারা যায় 7 দিনের মধ্যে ।16% মারা যায় 8-28 দিনের মধ্য ।

🧑🏾‍⚕️👩🏽‍⚕️👩🏽‍⚕️আসলেই কি বাচ্চা ঠান্ডা লেগে মারা যায় ?

নবজাতকের মৃত্যুর কারন
1 . বার্থ এসফেক্সিয়া ( শরীরের প্রধান অংগে অক্সিজেন না পাওয়া যার কারনে শ্বাসকষ্ট ) 45 % নবজাতকের মৃত্যুর কারন

2.প্রি ম্যাচিউর বেবি বা লো বার্থ ওয়েট (15%মারা যায় মানে )

3.সেপসিস রক্তে ইনফেকশন বা মেনিনজাইটিস ব্রেইনে ইনফেকশনে 12 %

4.শ্বাসকষ্ট 7 % এবং নিউমোনিয়া তে 5 %

5.এছাড়াও কনজেনিটাল এনোমালি (বড় অর্গানে সমস্যা হওয়া )

🧑🏾‍⚕️🧑🏾‍⚕️🧑🏾‍⚕️ #এইরোগ_গুলোর_সাথে_আপনার_ঠান্ডা লাগার সম্পর্ক কি ?

🤰🏻🤰🏻🤰🏻উপরের যে 5 টা কারন বললাম এই 5 টা কেন হয় এটা যদি ব্যাখা করি তাহলে 10 পৃষ্ঠা চলে যাবে ।যারা বুঝতে চাচ্ছেন তাদের জন্য সংক্ষেপে কয়েকটা কারন বলি

👉সময়ের আগে পানি ভেংগে যাওয়া

👉প্রলং লেবার বা মা যে সময়ে বাচ্চা হয়ে যাওয়া বা মুখ খুলে ডেলিভারি হওয়ার কথা সেই সময়ের মধ্যে হয় না এবং টানা বাচ্চা কষ্ট পায়

👉প্রলং লেবারে হাগু করে দেয়া এবং সেটা লাংসে /পেটে যাওয়া যার ফলে ইনফেকশন এবং শ্বাসকষ্ট হওয়া ।

👉মায়ের বার্থ ক্যানাল বা মাসিকের পথে কোন ইনফেকশন থাকা ।

👉বাচ্চার বিভিন্ন অংগ যেমন হার্ট লাংস ইত্যাদি পুরাপুরি ডেপলপ না হওয়া
👉বাইরে থেকে বাচ্চা কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়া ।

আমার গ্রুপের যেসব মায়েদের বাচ্চা মারা গেছে এদের হিস্ট্রি নিয়ে দেখা গেছে প্রায় প্রত্যেকের প্রলং লেবারের হিস্ট্রি ছিলো ।

এই ডক্টররা এপিশিওটমি দেন ,প্রয়োজন ছাড়া ব্যথা ওঠার ওষুধ দেয়না ,বাচ্চা জন্মানোর পরে বাচ্চার রুমে অতিরিক্ত লোক আসতে বারন করে এবং সব চেয়ে ইমপর্ট্যান্ট বুকের দুধ খাওয়াতে বলে এর পিছনে কিন্তু যথেষ্ট কারন বিদ্যমান ।

সাধারণত হাই রিক্স মায়েদের বেবিদের এসব সমস্যা বেশি হয় ।
তাই মায়ের হাচি কাশি মানেই যে বাচ্চার ঠান্ডা লাগা ব্যপারটা তেমন নয় । সঠিক পুষ্টি গ্রহন করা ,স্ট্রেস ফ্রি জীবন এবং বাসায় দিনের পর দিন ব্যথায় ভুগতে না থাকা এবং পানি ভেংগে বাসায় ডেলিভারি না করানোর অনুরোধ রইলো ।

বিশেষ দ্রষ্টব্য : আমার লেখাগুলি সাধারণত যারা মেডিকেল পার্সন নয় তাদের জন্য ।এ কারনে যতটা সম্ভব সহজ করে বাংলা ব্যবহারের চেষ্টা করি ।বাংলা এবং মেডিকেল টার্মে যদি সামান্য কোন পার্থক্য হয় তার জন্য দু:খিত ।

ডা.মাহমুদা মিতু
MBBS ( DU)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mahmuda Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category