04/12/2025
আজ দাঁড়িয়ে আছি Orthopaedic Sports & Joint Centre (OSJC), SSMC @ SGH–এর সামনে।
সিঙ্গাপুরের এই সেন্টারটি সত্যিই অনন্য—একই ছাদের নিচে স্পোর্টস মেডিসিন, এক্সারসাইজ মেডিসিন, ফিজিওথেরাপি, সার্জারি—সবকিছুই এখানে সমন্বিতভাবে পরিচালিত হয়। আধুনিক চিকিৎসা সেবার পুরো ইকোসিস্টেমটাই যেন এক জায়গায় গড়ে তোলা হয়েছে।
এই সিস্টেমটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।
অনেকদিন ধরেই আমার একটা স্বপ্ন—বাংলাদেশেও এমন একটি বিশ্বমানের স্পোর্টস মেডিসিন সেন্টার গড়ে তোলা , যেখানে রোগী থেকে শুরু করে এথলেট—সবার জন্য থাকবে সমন্বিত, বৈজ্ঞানিক ও আধুনিক চিকিৎসা সেবা।
মাইকেয়ার স্পোর্টস মেডিসিন সেন্টার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার চেষ্টা শুরু করেছে। আর সেই পথচলার অংশ হিসেবেই আমি সিঙ্গাপুরে এসেছি এক মাসের ফেলোশিপ ট্রেনিং নিতে—যাতে দেশে ফিরে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারি।
আমার জন্য এটা শুধু একটি ট্রেনিং নয়—দেশের স্পোর্টস মেডিসিনকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি। দেশের মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছাই আমাকে এই পথচলায় শক্তি যুগায় । সবাই দোয়া করবেন, যেন শেখাটা পূর্ণতা পায় এবং স্বপ্নটা বাস্তবে রূপ নেয়।
— ডা. রাফি