Medical Oxygen Cylinder Home Delivery

Medical Oxygen Cylinder Home Delivery We are Oxygen Cylinder Home Supplier in Dhaka Bangladesh. There is also the facility of fast home free delivery 24/7

In case of emergency, we provide original products at fair prices for all types of medical equipments including medical oxygen cylinders.

29/06/2022

অক্সিজেন সিলিন্ডার খুঁজছেন? অসুস্থ বৃদ্ধ মা-বাবা ও প্রিয়জনের জন্য নিজ বাসায় বসেই এখন অক্সিজেন সিলিন্ডার ভাড়া কিংবা কিনতে পারবেন |
আমাদের দক্ষ ও প্রশিক্ষিত টিম রোগীর প্রয়োজনে ২৪ ঘন্টা ঢাকা ও ঢাকার বাইরে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার বাসায় অক্সিজেন সিলিন্ডার (অক্সিজেন ফ্লুলোমিটার এবং নজেল ক্যানোলা সহ) পৌঁছে দিয়ে আসবে আমাদের টিম।
আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইসলামের চায়না ও বি ও সি'র লিন্ডি ব্র‍্যান্ডের অক্সিজেন সিলিন্ডার, এছাড়াও আছে পালস্ অক্সি মিটার, অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার কাজেও আমরা আছি আপনাদের পাশে।
সর্বোপরি, বেষ্ট কোয়ালিটি পণ্য দেয়া এবং আপনাদের বিশ্বস্ততা অর্জনই আমাদের লক্ষ্য ।
যোগাযোগের ঠিকানাঃ
Gusan 2 notun bazer, 100ft road
হটলাইন : 01632375943
মোবাইল/হয়াট্স অ্যাপ : 01632375943
ই-মেইল : Hridoy89290@gmail.com

28/06/2022
26/06/2022
Do you need medical products at home?We have medical beds, oxygen cylinders, oxygen concentrators, as well as a variety ...
16/06/2022

Do you need medical products at home?
We have medical beds, oxygen cylinders, oxygen concentrators, as well as a variety of medical products.
We also sell Oxygen Cylinder Rental Call for details: 01632375943

বর্তমানে যে সমস্যা তা হলো করোনা রোগীর শরীরে হটাৎ ঘটে যাচ্ছে অক্সিজেন–সংকট। হাসপাতালে যেতে যেতে অক্সিজেন–সংকট অনেকের প্রক...
11/06/2022

বর্তমানে যে সমস্যা তা হলো করোনা রোগীর শরীরে হটাৎ ঘটে যাচ্ছে অক্সিজেন–সংকট। হাসপাতালে যেতে যেতে অক্সিজেন–সংকট অনেকের প্রকট হয়ে পড়ে। আর তখন আইসিইউ প্রয়োজন হয়ে পড়ে। এমন পরিণতি ঠেকাতে আছে ঘরে বসে অপেক্ষার সময় শরীরে অক্সিজেন মান বাড়ানোর উপায়। আর এ ব্যাপারে আছে বিশেষজ্ঞ পরামর্শও।call.01632375943
পার্শ্ববর্তী দেশ ভারতে হঠাৎ অক্সিজেনের চাহিদা তীব্র হওয়ায় মানুষের মৃত্যু বাড়ছে। তথ্যাভিজ্ঞ মহল বলছেন, এর মূলে হলো নতুন ধরনের করোনা, যা শরীরের ফুসফুস ৩০ শতাংশ নষ্ট হয়ে শ্বাসকষ্ট হলে তখন নজরে আসে এই ভয়ানক ভাইরাসের উপসর্গ। দু–তিন দিনের মধ্যে অবস্থা শোচনীয় হতে থাকে। অক্সিজেন স্যাচুরেশন ৮০ শতাংশের নিচে নেমে যায় আর অবিলম্বে অক্সিজেন দরকার হয়।
ভারতের এইমস এ রকম এক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রস্তুত করল আপৎকালীন চটজলদি ব্যবস্থা হিসেবে, যার অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘরে হটাৎ শরীরে অক্সিজেন কমে গেল বিভ্রান্ত বা অস্থির না হয়ে নিজের চেষ্টায় নিজেকে সুস্থ্য রাখতে পারেন। বলা হচ্ছে রোগীকে উপুড় করে শোয়ালে অক্সিজেন মানের পুনঃস্থাপন করা সহজ হয়।
প্রোনিং বা উপুড় হয়ে শয়ন হলো শরীরকে চিৎ অবস্থা থেকে ধীরেসুস্থে পেটের ওপর উপুড় করে শোয়ানো। চিকিৎসায় অনুমোদিত এই পদ্ধতি গ্রহণ করলে শ্বাসক্রিয়া স্বস্তিকর হয়, আর অক্সিজেনায়ন বাড়ে। কোভিড ১৯ রোগীদের ক্ষেত্রে যেখানে শরীরে অক্সিজেন–সংকট হয় প্রধান, সেখানে এই পদ্ধতি গ্রহণ অনেক সময় হতে পারে জীবন রক্ষাকারী।
কেন গুরুত্বপূর্ণ এই উপুড় হয়ে শোয়া
১. উপুড় হয়ে শুলে বাড়ে বায়ু চলন, শ্বাসকর্ম হয় সহজ আর খুলে যায় সব বায়ুকোষ।
২. রোগীর শ্বাসকষ্ট শুরু হলে আর অক্সিজেন স্যাচুরেশন ৯৪–এর নিচে চলে গেলে রোগীকে উপুড় করে শোয়াতে হবে।
৩. গৃহে অন্তরীণ থাকলে পালস অক্সিমিটার দিয়ে নিয়মিত অক্সিজেন মান দেখা ছাড়াও নজরে রাখতে হবে দেহতাপ মানে। রক্তচাপ আর রক্তের সুগার দেখা দরকার।
৪. দেহে অক্সিজেনের ঘাটতি বা হাইপক্সিয়া নজর না করলে রোগীর অবস্থা শোচনীয় হতে পারে।
৫. সময়মতো উপুড় করে শোয়ানো আর বায়ু চলাচল বজায় রাখলে বাঁচে অনেক জীবন।
বালিশ রাখার পদ্ধতি
একটি বালিশ রোগীর গলার নিচে। দু–তিনটি বালিশ ঊরু থেকে ওপরে বুকের নিচে। আর জঙ্ঘার (হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অংশ) নিচে দুটি বালিশ রেখে রোগী উপুড় হয়ে শুয়ে থাকবে। পর্যায়ক্রমে অবস্থান বদল করতে হবে। এক অবস্থানে সাধারণত আধঘণ্টার বেশি না রাখার চেষ্টা করুন।
যেভাবে উপুড় হয়ে শোবেন
সময়কাল অবস্থান
আধঘণ্টা থেকে দুই ঘণ্টা পেটের ওপর উপুড় হয়ে শোয়া।
আধঘণ্টা থেকে দুই ঘণ্টা ডান কাত হয়ে শোয়া
আধঘণ্টা থেকে দুই ঘণ্টা হেলান দিয়ে উঠে বসা (৬০-৯০ ডিগ্রি)
আধঘণ্টা থেকে দুই ঘণ্টা বাঁ কাতে অবস্থান
আধঘণ্টা থেকে দুই ঘণ্টা আবার প্রথম অবস্থানে ফিরে আসুন।
সাবধানতা
আহারের পর এক ঘণ্টার বেশি উপুড় হয়ে শোয়া ঠিক না।
যতক্ষণ সহ্য করা সম্ভব, তত সময় উপুড় হওয়া উচিত।
একজন ব্যক্তি একটানা পালাক্রমে ১৬ ঘণ্টা পর্যন্ত এ অবস্থানে থাকতে পারেন।
প্রেশার এলাকা বদলাতে আর আরামের জন্য বালিশের অবস্থান বদলানো যেতে পারে।
চাপে কোনো ক্ষত হচ্ছে কি না, খেয়াল করতে হবে।
গর্ভবতী নারী, ডিপ ভেন থ্রম্বসিস রোগী, হৃদ্‌রোগী বা হাড়ভাঙা রোগীদের উপুড় হয়ে শয়নপদ্ধতি এড়িয়ে চলা কীভাবে ভারতের পররাষ্ট্রনীতিকে ক্ষতিগ্রস্ত করছে

09/06/2022
Call : 01632375943Medical oxygen cylinders Rent and Rental & equipment. Order at home, I will deliver to your home in 1 ...
09/06/2022

Call : 01632375943
Medical oxygen cylinders Rent and Rental & equipment. Order at home, I will deliver to your home in 1 hours......and home delivery free. 01632375943
We offer Full Set Medical Oxygen Cylinder Package at wholesale price. You will get medical oxygen refill at home within 1 hour.
:
*** Weekly Rental: 2500 / Taka
*** 15 Days rental: 3000 / Taka
*** Monthly Rental: 4500 / Taka
Home delivery free
Capacity: 1.38 cubic meters.
Usage time: 1500 minutes at minimum speed
@ Our Expert Technician will teach you how to use Medical Oxygen Cylinder. Delivery hourly across Dhaka city and 24 hours nationwide.
Once the medical oxygen is over, you will get 24 hours refill, at your home or at our refill point.
Contact
☎️+8801632375943

09/06/2022

Unboxing Brand new oxgen cylindwer
Stay with us
any kind of problem or help plz call : 01632375943

জরুরী পরিস্থিতিতে আপনি ন্যায্য মূল্যে অক্সিজেন সিলিন্ডার সহ সকল প্রকার অরিজিনাল চিকিৎসা পণ্য পাবেন। এই ঠিকানায় প্রবেশ অ...
09/06/2022

জরুরী পরিস্থিতিতে আপনি ন্যায্য মূল্যে অক্সিজেন সিলিন্ডার সহ সকল প্রকার অরিজিনাল চিকিৎসা পণ্য পাবেন। এই ঠিকানায় প্রবেশ অক্সিজেন সিলিন্ডার হোম সরবরাহকারী।
কল করুন. 01632375943
180 প্রথম অক্সিজেনটি ভিডিওর বিষয়বস্তু হিসাবে পরিচিত ছিল যা নিশ্চিত-প্রশ্বাস সমর্থন করে। এটি 180 বছরে সর্বপ্রথম চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। যেটা ঠিক করতে না কেন, এটি সম্পূর্ণরূপে ব্যবহার করতে প্রায় 150 বছর সময়। অ্যাক্সিজেন থেরাপি থেকে শুরু করেংশের শক্তির মাঝামাঝি গপ্প পর্যন্ত ও রাজনৈতিক না থাকলে এবং আজ আমির পুলিশ সহায়তা অক্সিজেন সরবরাহ সম্ভব না।
চলমান অক্সিজেন ব্যবহার: কার্যকারিতা সমস্ত সার্কেল অ্যানেস্থেশিয়া কৌশল সিস্টেমের জন্য একটি ইঙ্গিত প্রদান করে উন্নত অক্সিজেন কর্ডের বিস্তৃত অক্সিজেন নির্ণয়ের জন্য সিওপিডি, সায়নোসিস, আখের উন্নত অক্সিজেন এবং শিশুর উন্নত অক্সিজেন প্রভাব, ব্র্যাক মনোক্সাইড ট্রোজেন/অ্যাকসেশিয়া স্ট্রাইকিং সিস্টেম ক্ষেত্রে প্ররোচিত শক্তির সীমাবদ্ধতা থাকা উচিত। পৃথকভাবে, নির্দেশিকা থেরাপিউটিক থোরাসিক সোইটি (বিটিএস) থেরাপিউটিক ব্যবহার জন্য অক্সিজেনের ব্যবহার সম্পর্কে একটি পাঠ্যপুস্তক প্রকাশ করেছে, যা ব্যবহার আগে রোগীর সঠিক মূল্যায়নের ব্যবহার। অ্যাক্সিজেন বিষাক্ততা সংকুচিত এটির উপরে নিজেকে প্রকাশ করতে পারে: শান্তির মধ্যে 40% এর বেশি অক্সিজেন শক্তি অক্সিজেন এক্সপোজার রেট্রোলেনটিকুলার ফাইব্রোপ্লাসিয়া 3 বার (জি) চাপ সহ অক্সিজেন এক্সপোজার এক্সপোজার রেট্রোলেক্সের সাথে সংশ্লেষণ এবং এক্সপোজারের আরও খারাপ ফলাফল হয়। বাতাস চায়না অক্সিজেন সিলিন্ডার 5 অক্সিজেন সিলিন্ডার শক্তি: 1,00 লিটার একটি সিলিন্ডার 2 লিটার / 11 ঘন্টা ব্যবহার করতে পারে। অক্সিজেন টালি সহ অক্সিজেন ফ্লো মিটার সহ অক্সিজেন সিলিন্ডার উচ্চতার জাহাজ। বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি, এবং প্রযুক্তি সহ পণ্য। এটি প্রধান শিল্প, পরীক্ষাগার, ইত্যাদি। এটি শিল্প এবং ব্যাপকভাবে গৃহীত হয়। আমার দ্বারা ডিজাইন করা ভালভ বিভিন্ন সিলিন্ডারের জন্য প্রযোজ্য। একই সময়ে কোম্পানি আমাদের গ্রাহকদের আরও সম্পর্কিত পণ্য সরবরাহ করার জন্য স্টোরেজের বিভিন্ন সিলিন্ডার শক্তি বান্ডিল ডিজাইনে প্রযুক্তিগত বিনিয়োগ করে। আমাদের কাছ থেকে অক্সিজেন কনসেনট্রেটর পান।

Call.01632375943অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন কনসেনট্রেটর খুঁজছেন? অসুস্থ প্রিয়জনের জন্য নিজ বাসায় বসেই এখন অক্সিজেন স...
09/06/2022

Call.01632375943
অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন কনসেনট্রেটর খুঁজছেন? অসুস্থ প্রিয়জনের জন্য নিজ বাসায় বসেই এখন অক্সিজেন সিলিন্ডার ভাড়া কিংবা কিনতে পারবেন "অক্সিজেন সিলিন্ডার বাসায় সরবরাহকারী"থেকে।
আমাদের দক্ষ ও প্রশিক্ষিত টিম রোগীর প্রয়োজনে ২৪ ঘন্টা ঢাকা ও ঢাকার বাইরে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করছে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার বাসায় অক্সিজেন সিলিন্ডার (অক্সিজেন ফ্লোমিটার, নজেল ক্যানোলা,ট্রলি সহ) পৌঁছে দিয়ে আসবে আমাদের টিম।
আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর, এছাড়াও আছে পালস্ অক্সি মিটার, , নেবুলাইজার মেশিন, ফেসিয়াল স্টিমার , সাকশন মেশিন, পিপিই, ফেইস মাস্ক, হ্যাক্সিসল। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার কাজেও আমরা আছি আপনাদের পাশে।
সর্বোপরি, বেষ্ট কোয়ালিটি পণ্য দেয়া এবং আপনাদের বিশ্বস্ততা অর্জনই আমাদের লক্ষ্য ।

Medical Oxygen Cylinder Home Delevery বাসায় মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ক্রয় করতে ও ভাড়া নিতে  যোগাযোগ করুন এই নাম্বার...
09/06/2022

Medical Oxygen Cylinder Home Delevery
বাসায় মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ক্রয় করতে ও ভাড়া নিতে যোগাযোগ করুন এই নাম্বারে( 01632375943)ফোন দিন।।।
Medical oxygen cylinder [Boc/linde Germany company ]
সিলিন্ডার এর পরিমান ১৪০০ লিটার(রিফিল যোগ্য)
ফুল সেটআপসহ (সিলিন্ডার, ট্রলি, মিটার, ক্যানলা মাস্ক)
ধারণ ক্ষমতাঃ২০০০
( ব্যবহার বিধি সম্পূর্ণ ভাবে বুঝাই দিয়া হবে) ...........
oxygen cylinder for patients at home
With full setup(cylinder, trolley, meter, mask)
Quantity: 1400L (next time refill)
Pressure:2000

Address

Gulshan-2, Vatara, Notun Bazar 1212 Dhaka, Dhaka Division
Dhaka
1213

Telephone

+8801632375943

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Oxygen Cylinder Home Delivery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medical Oxygen Cylinder Home Delivery:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram