CHL- Shahin

CHL- Shahin CHL

এখন থেকে,মসজিদ কমিটি করেন আলেমদের নিয়ে,বাজার কমিটি করেন সৎ ব্যবসায়ীদেরকে নিয়ে,স্কুল কমিটি করেন প্রকৃত শিক্ষিতদের নিয়ে,সা...
15/08/2024

এখন থেকে,
মসজিদ কমিটি করেন আলেমদের নিয়ে,
বাজার কমিটি করেন সৎ ব্যবসায়ীদেরকে নিয়ে,
স্কুল কমিটি করেন প্রকৃত শিক্ষিতদের নিয়ে,

সামাজিক দায়িত্ব দিন সৎ এবং সত্যবাদীদের হাতে
ইনশাআল্লাহ আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারবো!
ড. আ ফ ম, খালিদ হোসাইন।

বানী ঈসরাইলের এক গরু এক অপরাধীর মুখোশ উন্মোচন করে ছিলো। আর এই এক ছাগল?ক্রেতা পরিবারসহ পলাতক!বিক্রেতার ফার্ম উচ্ছেদ!পিতা ...
28/06/2024

বানী ঈসরাইলের এক গরু এক অপরাধীর মুখোশ উন্মোচন করে ছিলো। আর এই এক ছাগল?

ক্রেতা পরিবারসহ পলাতক!
বিক্রেতার ফার্ম উচ্ছেদ!
পিতা চাকরিচ্যুত ও অবৈধ সম্পদ প্রকাশ!
মাতার পদ বাতিল ও অবৈধ সম্পদ প্রকাশ!

কত সুন্দর বলেছেন আল্লাহ তা'আলা!
والله مخرج ما كنتم تكتمون.
আল্লাহ তা'আলা প্রকাশ করবেন, যা তোমরা গোপন করেছিলে। (বাকারাহ)

প্রত্যাশা ও প্রাপ্তি.......................১। একজন কয়েদীর কথা জানি। কয়েদী নাম্বার ৪৬৬৬৪, ২৭ বছর জেলে থাকার পরেও তিনি ন...
20/06/2024

প্রত্যাশা ও প্রাপ্তি.......................
১। একজন কয়েদীর কথা জানি। কয়েদী নাম্বার ৪৬৬৬৪, ২৭ বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরষ্কার জিতেছেন।
- তিনি নেলসন মেন্ডেলা

২। আরেক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি। তার থাকার কোনো রুম ছিল না, বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন, যেটা দিয়ে খাবার কিনতেন। প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য।
- তিনি অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস

৩। আরেক যুবকের নাম জানি, মধ্যবিত্ত পরিবারে জন্ম। তাঁকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। স্যাট পরীক্ষায় ১৬০০ নম্বরে ১৫৯০ পান তিনি। কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার ৩২ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি।
- তিনি বিল গেটস

৪। আরেক এতিমের কথা জানি। ১১ বছর বয়সে এতিম হন। ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান। হতাশ হয়ে ১৯ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন।
অনেক বিখ্যাত বইয়ের লেখন তিনি তার মধ্যে “আমার বিশ্ববিদ্যালয়” একটি, যদিও তিনি কোনদিন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা সুযোগ পান নাই।
- তিনি বিখ্যাত লেখক, নাট্যকার আর রাজনীতিবিদ
-মাক্সিম গোর্কি

৫। আরেকজন, বাবার সাথে মুদি দোকান করতো। পরিবারে এতই অভাব ছিলো যে, স্কুল নাগাদ পড়েই তাকে থেমে যেতে হয়েছিলো। সেই ব্যক্তিই একসময় হয়ে উঠে বিরাট বিপ্লবী নেতা।
- তিনি চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং

৬। এমন একজনকে জানি যিনি অভাবের তাড়নায় কুলিগিরি করতো। একদিন বাসের কন্ডাক্টরের
কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যে যুবকটি অংকে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেনি, পরবর্তীতে সে-ই হন ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী। নাম
- জন মেজর

৭। আরেক ছেলের বাবা-মা এতটাই গরিব ছিলো যে, তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দু’দিন দেরি হয়। কে জানেন? সে-ই আজকের ফুটবল কিংবদন্তী! নাম
- রোনাল্ডো

৮। বাবা ছিলো জেলে। ছেলেকে সাথে করে বাবা মাছ ধরতো কারন অন্য স্বাভাবিক আর ১০ জন থেকে তিনি পানির নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন। সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার। নাম
-জয়সুরিয়া

৯। পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি। কোনো কিছু মনে থাকত না। ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন। ফেল করেছেন বারবার। ক্লার্ক এর চাকরিও করেছেন তিনি। পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিউরি অফ রিলিটিভিটি দিয়ে। নোবেলও পেয়েছেন তিনি। তার নাম... আলবার্ট আইনস্টাইন

১০। ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি। স্কুল থেকে বহিস্কারও করা হয়েছিলো তাকে। তিনি পৃথিবী আলোকিত করেছেন তাঁর আবিষ্কার দিয়ে। তাঁর নাম....টমাস আলভা এডিসন

১১। শব্দগুলোকে তিনি উল্টা লিখতেন। পড়ালেখায় একদম শুন্য। উড়োজাহাজ আবিস্কারের ৪০০ বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন। তিনি... লিওনার্ড ডা ভিঞ্চি

১২। পরীক্ষায় তিনি সবসময় ফেল। ২২টা একাডেমিক পুরষ্কার জিতেছেন জীবদ্দশায়। তিনি মিকি মাউস, ডোনাল্ড ডাক এর জন্মদাতা। মিকি মউসের গলার স্বর তার নিজের দেওয়া। তিনি....ওয়াল্ট ডিসনি

১৩। শব্দের খেলা তিনি বুজতেন না। 7 নাম্বারকে তিনি বলতেন উল্টা নাক!! এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি, লেখক, পেইন্টার, কেমিস্ট, স্টেজ ডিজাইনার, ভাস্কর। তিনি.... পাবলো পিকাসো।

পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক, তার ভাবনাগুলি তার মতই। সবাই যা পারে, আমাকেও তা-ই পারতে হবে, এমন কিছুতো নয়! শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন? আমাদের সমস্যাটা ওইখানেই।

আমাদের প্রত্যেক ঘরে ঘরে Toppers আর Rankers চাই। জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট.... হতেই হবে!! আঙ্গুলকে টেনে লম্বা করতেই হবে, যেভাবেই হোক...! দরকার হলে আঙ্গুল ভেঙ্গে যাক!!
একটা কথা মনে রাখতে হবে, "পৃথিবীতে সবাই
জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তবে সে সারাজীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে"....... আলবার্ট আইনস্টাইন।

Collected Post.

19/06/2024

যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে,তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সফলতা তোমার থেকে ৬টি জিনিস চায়!বিশ্বাস, পরিশ্রম, ধৈর্য, জেদ, ত্যাগ, সংঘর্ষ।
18/06/2024

সফলতা তোমার থেকে ৬টি জিনিস চায়!
বিশ্বাস, পরিশ্রম, ধৈর্য, জেদ, ত্যাগ, সংঘর্ষ।

ঈদ মোবারক
17/06/2024

ঈদ মোবারক

14/06/2024

সফল হতে হলে, জীবনে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হয়।

কেউ দোষ খোঁজেসংশােধন করে দেওয়ার জন্য,আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য।মনে রাখবেন যে সংশোধন করার জন্য আপনার দোষ খোঁজে সে...
12/06/2024

কেউ দোষ খোঁজে
সংশােধন করে দেওয়ার জন্য,
আর কেউ দোষ খোঁজে
অপমান করার জন্য।
মনে রাখবেন যে সংশোধন করার জন্য আপনার দোষ খোঁজে সে আপনার শুভাকাঙ্ক্ষী,
আর যে অপমান করার জন্য দোষ খোঁজে সে হচ্ছে আপনার প্রেরণাকারী, যদি তার অপমানকে আপনি শক্তিতে রুপান্তর করতে পারেন, দেখবেন আপনার কাজের গতি বেড়ে যাবে, সুতরাং এখন থেকে অপমানকারীকে ধন্যবাদ জানাবেন।

টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কীএয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মাধ্য...
29/05/2024

টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী
এয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না বরং এর সক্ষমতা বোঝায়। তাই এই পরিমাপ ব্যবহার করা কিছুটা অযৌক্তিক বলে মনে হতে পারে। কারণ ইলেকট্রনিক পণ্যের ক্ষমতা বোঝাতে সাধারণত ওয়াট ব্যবহার করা হয়।
এয়ার কন্ডিশনের ক্ষমতা পরিমাপ করতে টনের ব্যবহার কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়। এই পরিমাপ প্রচলনের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে।
বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার উদ্ভাবনের আগে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঠান্ডা রাখতে বরফের বড় ব্লক ব্যবহার করা হতো। বরফ তাপ শোষণ করে ও গরম বাতাসে ধীরে ধীরে গলে যায়। মূলত এই সময় থেকেই ঘর শীতল করার ক্ষমতা পরিমাপ করার একক হিসেবে টনের ব্যবহার প্রচলিত হয়। এই পরিমাপের মাধ্যমে এক টন বরফ সম্পূর্ণরূপে গলতে যে পরিমাণ তাপ লাগে তা বোঝানো হতো। এই পরিমাণ বরফ গলাতে ২ লাখ ৮৬ হাজার বিটিইউ (ব্রিটিশ তাপীয় ইউনিট) প্রয়োজন।
এই বরফের চাঁই কত দ্রুত গলবে তা নির্ভর করে সময়ের সঙ্গে এটি কতো তাপ শোষণ করছে সেটির ওপর। এই হিসাবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এয়ার কন্ডিশনারগুলোর জন্য আদর্শ সময় নির্ধারণ করা হয় ২৪ ঘণ্টা। আদর্শ অবস্থায় ২৪ ঘণ্টায় এক টন বরফ গলতে প্রতি ঘণ্টায় ১১ হাজার ৯১৭ বিটিইউ তাপ প্রয়োজন। অর্থাৎ এক টন বরফ ২৪ ঘণ্টায় এই পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয়।
এয়ার কন্ডিশনারগুলো অনেকটা বরফের ব্লকের মতোই কাজ করে। এসি শীতল বাতাস তৈরি করে না বরং ঘরের ভেতর থেকে তাপ বের করে দেয়। এয়ার কন্ডিশনারের ক্ষমতা বলতে বোঝায়, এটি কী পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে। ১১ হাজার ৯১৭ বিটিইউ/ঘণ্টাকে পূর্ণ ১২ হাজার বিটিইউ/ঘণ্টা ধরা হয়, অর্থাৎ এক টন এয়ার কন্ডিশনের ক্ষমতা এটি।
এয়ার কন্ডিশনার বা এসি কেনার আগে এর সক্ষমতা বোঝা জরুরি। এসি সিস্টেমের শক্তি ও কার্যক্ষমতা সঠিক মাপ, টুল নির্বাচন এবং ইনস্টলেশনের মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। বেশি টন মানে এসির কার্যক্ষমতাও বেশি। পূর্ণ কার্যক্ষমতা পেতে ঘরের মাপ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে।
©️

শায়খ Ali Hasan Osama হাফিজাহুল্লাহ'র সম্মানিতা স্ত্রীর টাইমলাইন থেকে নেওয়া!!"মাদ্রাসা থেকে বেতন পেয়েছি আলহামদুলিল্লাহ। গ...
15/05/2024

শায়খ Ali Hasan Osama হাফিজাহুল্লাহ'র
সম্মানিতা স্ত্রীর টাইমলাইন থেকে নেওয়া!!

"মাদ্রাসা থেকে বেতন পেয়েছি আলহামদুলিল্লাহ। গত মাসে বাবুদের অসুস্থতায় বেশ কয়েকদিন ছুটি নিতে হয়েছিলো, সে জন্য বেতন প্রায় তিন ভাগের এক ভাগ কেটে নিয়েছিলো। তখন দুই ভাগ বেতন হাতে নিয়ে বুঝছিলাম টাকা ইনকাম করা কতটা কঠিন!

এত কঠিন একটা কাজ যে পুরুষরা আঞ্জাম দিয়ে পরিবারকে দুনিয়ার উত্তপ্ত রোদ থেকে বাঁচিয়ে বাস্তবতার কঠিনতার হাত থেকে বেঁচে থাকার ব্যবস্থা করে দেয় সেই পুরুষদের প্রতি ঘরে বা বাইরে কোন অভিযোগ আসলে রাখা ঠিক না।

একটা তাসবীর দেখেছিলাম, "একটা মলিন হাতের উপর একটা শুভ্র বালা পরা হাত।"

ক্যাপশন হতে পারে এটা, একটা হাতকে শুভ্র রাখতে ও সাজাতে আরেকটা হাত কালের আবর্তনে এভাবেই মলিন হতে থাকে। মলিন হাতগুলোর প্রতি যখন বালা পরা হাতেরা বিশ্বাসঘাতকতা করে তখন আল্লাহর আরশ সত্যিই কেঁপে ওঠে।"

মুহাররম শুরু হলো, লকডাউন শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে মাত্র, একটা কওমী মহিলা মাদ্রাসায় আরবী শিক্ষিকা লাগবে খবর পেয়ে ওখানে গেলাম, শিক্ষকতার আবেদন করে এলাম, উম্মে ইসমাইল তো ইসমাইল আ.কে নিয়ে মরুভূমিতে চুপচাপ বসে ছিলেন না। তিনি পানির খোঁজে ছুটেছিলেন, আমিও কেন বসে থাকবো? আমার বাচ্চাদের রোজ দুধ কেনার টাকা উপার্জনের জন্য আমাকেও ছুটতে হবে, যেহেতু আবুল ফাইয়াজ বন্দীনিবাসে আছেন। যদিও আমার দুই পরিবার এর মুরুব্বিরা যথেষ্টের চেয়েও বেশি বিহামদিল্লাহ সামর্থশীল আছেন তবুও আমার বাচ্চাদের বাবার চলমান আয় থেমে আছে, এবং তাদের মা ঘরে বসে মুরুব্বিদের ইনকাম খাচ্ছে তাই আমিও কিছু করার চেষ্টা করছি তা না করলে এটা মানসিকভাবে আমাকে আহত করছিলো, এবং আমার শাহজাদাদের আত্মমর্যাদায় লাগবে যখন ওরা বড় হয়ে শুনবে ওদের মা তাওয়াক্কুলের অর্থ জানতেন না,

তাওয়াক্কুল অর্থ তো ঘরে বসে থাকা নয়, যদি সেটা হতো তাহলে উম্মে ইসমাইল আ. আল্লাহর উপর তাওয়াক্কুল করে মরুভূমিতে ইসমাইল আ.কে সাথে নিয়ে চুপচাপ বসে থাকতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, সাফা, মারওয়ায় ছুটে বেড়িয়েছেন এক ফোঁটা পানির জন্য, আল্লাহ তাঁর চেষ্টা দেখেছেন, তারপর তিনি এর অসিলায় ইসমাইল আ.এর পায়ের আঘাতে জমজম এর মুখ খুলে দিয়েছেন পুরা উম্মাহর জন্য। শূণ্য মরুভূমিকে শ্রেষ্ঠ শহরে পরিণত করে দিয়েছেন একটা নারীর মাধ্যমে, একটা নারীর কুরবানির কী অসামান্য দাম! আমিও একটা নারী! আমরা তো ফলো করবো পরিমণিকে না, ফলো করবো উম্মে ইসমাইলকে, ফলো করবো উম্মুল মুমিনীন খাদিজা রা.কে ফলো করবো আয়িশা,ফাতিমা রা.কে।

আল্লাহর রহমতে খেদমত ঠিক হয়ে গেলো, নতুন মাদ্রাসা, মিশকাত পর্যন্ত ক্লাস দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ৮টা, জালালাইন সানী, আকিদাতুত ত্বহাবী,রিয়াজুস সালিহীন, কুদুরী,মুখতারাত,রওজাতুল আদব,হিদায়াতুন নাহু,মিযান, কিতাবগুলো যেন একেকটা একেকটা ময়দান, যেগুলোর কোনোটায় সুগন্ধি ফুল, কোনোটা হৃদয়ের বসন্ত, কোনোটায় জান্নাত,জাহান্নামের আয়না বিদ্যমান। আল্লাহর রহমতে ইলমি ব্যস্ততায় দিন কাটছে।

ফাইয়াজকে দুই বছর আল্লাহ প্রদত্ত খাবার খাওয়ানোর পর তা ছাড়ানোর অভ্যাসের জন্য আম্মুর কাছে রেখে আসি,যেন দুনিয়াবি খাদ্য খেতে অভ্যস্ত হয়, আর ১বছরের মুহান্নাকে কোলে করেই দারস করাই, আমার ছোট মুহান্নার তিনটা দাঁত উঠছে, নিচে দুইটা,উপরে একটা। আবুল ফাইয়াজ! আপনি যদি ওর প্রথম নিজের শক্তিতে হাঁটা, ওর তিনটা দাঁতের হাসি আমার সাথে সাথে দেখতেন! ফাইয়াজের আধো,আধো মিষ্টি মিষ্টি কথা শুনতেন! আপনি ওদের এ বেড়ে ওঠার মধুর স্মৃতিগুলোর স্বাক্ষি হলেন না তাই আমার একটু দুঃখ জাগে, আল্লাহর জন্যই তো এ কষ্ট! রিজা বিল কাজা সবচে মজা বাক্যটা মণিরামপুর হুজুর প্রায়ই দারসে বলতেন, আল্লাহ আমার আসাতিযায়ে কিরামদের উত্তম বিনিময় দান করুন। আমীন।

*মুহাররম মাসের রোজনামচার কিছু অংশ শেয়ার করা প্রয়োজন হয়ে গেলো হঠাৎ, আজ একটা আনন্দের নিউজ শেয়ার করায় ভিন্ন কিছু সামনে এলো, ওয়াল্লাহি আমার আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া কারও কোনো হেল্পের প্রয়োজন নেই বিহামদিল্লাহ। যারা ইতিমধ্যে ভিন্ন কিছু ভেবে আমার আতরের শিশি অলরেডি ভেংগে ফেলছেন, তাদেরকে বলে দেওয়া হলো, হাসবুনাল্লাহা ওয়ানি'মাল ওয়াকিল "আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্ম বিধায়ক"।
🖊️ আহলিয়া Osama হাফিঃ--

দোয়া করি, আল্লাহ যেন কারাবন্দী সকল আলেমদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিন।
আল্লাহর বান্দী কত সুন্দরই না,লিখেছেন। তাওয়াক্কুলের সিস্টেমটাও সুন্দর ছিল।
©️

09/05/2024

পুরুষ জাতি পরিশ্রম করে ক্লান্ত হয় না,
পারিবারিক ও মানুষিক চাপে
ক্লান্ত হয়ে যায়।

06/05/2024

ডিভোর্সের পূর্বে উকিলের সাথে পরামর্শ করার আগে একজন ডিভোর্সী নারীর সাথে পরামর্শ করুন, যে বাবার বাড়ি থাকে!
উপকৃত হবেন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHL- Shahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram