15/05/2024
শায়খ Ali Hasan Osama হাফিজাহুল্লাহ'র
সম্মানিতা স্ত্রীর টাইমলাইন থেকে নেওয়া!!
"মাদ্রাসা থেকে বেতন পেয়েছি আলহামদুলিল্লাহ। গত মাসে বাবুদের অসুস্থতায় বেশ কয়েকদিন ছুটি নিতে হয়েছিলো, সে জন্য বেতন প্রায় তিন ভাগের এক ভাগ কেটে নিয়েছিলো। তখন দুই ভাগ বেতন হাতে নিয়ে বুঝছিলাম টাকা ইনকাম করা কতটা কঠিন!
এত কঠিন একটা কাজ যে পুরুষরা আঞ্জাম দিয়ে পরিবারকে দুনিয়ার উত্তপ্ত রোদ থেকে বাঁচিয়ে বাস্তবতার কঠিনতার হাত থেকে বেঁচে থাকার ব্যবস্থা করে দেয় সেই পুরুষদের প্রতি ঘরে বা বাইরে কোন অভিযোগ আসলে রাখা ঠিক না।
একটা তাসবীর দেখেছিলাম, "একটা মলিন হাতের উপর একটা শুভ্র বালা পরা হাত।"
ক্যাপশন হতে পারে এটা, একটা হাতকে শুভ্র রাখতে ও সাজাতে আরেকটা হাত কালের আবর্তনে এভাবেই মলিন হতে থাকে। মলিন হাতগুলোর প্রতি যখন বালা পরা হাতেরা বিশ্বাসঘাতকতা করে তখন আল্লাহর আরশ সত্যিই কেঁপে ওঠে।"
মুহাররম শুরু হলো, লকডাউন শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে মাত্র, একটা কওমী মহিলা মাদ্রাসায় আরবী শিক্ষিকা লাগবে খবর পেয়ে ওখানে গেলাম, শিক্ষকতার আবেদন করে এলাম, উম্মে ইসমাইল তো ইসমাইল আ.কে নিয়ে মরুভূমিতে চুপচাপ বসে ছিলেন না। তিনি পানির খোঁজে ছুটেছিলেন, আমিও কেন বসে থাকবো? আমার বাচ্চাদের রোজ দুধ কেনার টাকা উপার্জনের জন্য আমাকেও ছুটতে হবে, যেহেতু আবুল ফাইয়াজ বন্দীনিবাসে আছেন। যদিও আমার দুই পরিবার এর মুরুব্বিরা যথেষ্টের চেয়েও বেশি বিহামদিল্লাহ সামর্থশীল আছেন তবুও আমার বাচ্চাদের বাবার চলমান আয় থেমে আছে, এবং তাদের মা ঘরে বসে মুরুব্বিদের ইনকাম খাচ্ছে তাই আমিও কিছু করার চেষ্টা করছি তা না করলে এটা মানসিকভাবে আমাকে আহত করছিলো, এবং আমার শাহজাদাদের আত্মমর্যাদায় লাগবে যখন ওরা বড় হয়ে শুনবে ওদের মা তাওয়াক্কুলের অর্থ জানতেন না,
তাওয়াক্কুল অর্থ তো ঘরে বসে থাকা নয়, যদি সেটা হতো তাহলে উম্মে ইসমাইল আ. আল্লাহর উপর তাওয়াক্কুল করে মরুভূমিতে ইসমাইল আ.কে সাথে নিয়ে চুপচাপ বসে থাকতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, সাফা, মারওয়ায় ছুটে বেড়িয়েছেন এক ফোঁটা পানির জন্য, আল্লাহ তাঁর চেষ্টা দেখেছেন, তারপর তিনি এর অসিলায় ইসমাইল আ.এর পায়ের আঘাতে জমজম এর মুখ খুলে দিয়েছেন পুরা উম্মাহর জন্য। শূণ্য মরুভূমিকে শ্রেষ্ঠ শহরে পরিণত করে দিয়েছেন একটা নারীর মাধ্যমে, একটা নারীর কুরবানির কী অসামান্য দাম! আমিও একটা নারী! আমরা তো ফলো করবো পরিমণিকে না, ফলো করবো উম্মে ইসমাইলকে, ফলো করবো উম্মুল মুমিনীন খাদিজা রা.কে ফলো করবো আয়িশা,ফাতিমা রা.কে।
আল্লাহর রহমতে খেদমত ঠিক হয়ে গেলো, নতুন মাদ্রাসা, মিশকাত পর্যন্ত ক্লাস দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ৮টা, জালালাইন সানী, আকিদাতুত ত্বহাবী,রিয়াজুস সালিহীন, কুদুরী,মুখতারাত,রওজাতুল আদব,হিদায়াতুন নাহু,মিযান, কিতাবগুলো যেন একেকটা একেকটা ময়দান, যেগুলোর কোনোটায় সুগন্ধি ফুল, কোনোটা হৃদয়ের বসন্ত, কোনোটায় জান্নাত,জাহান্নামের আয়না বিদ্যমান। আল্লাহর রহমতে ইলমি ব্যস্ততায় দিন কাটছে।
ফাইয়াজকে দুই বছর আল্লাহ প্রদত্ত খাবার খাওয়ানোর পর তা ছাড়ানোর অভ্যাসের জন্য আম্মুর কাছে রেখে আসি,যেন দুনিয়াবি খাদ্য খেতে অভ্যস্ত হয়, আর ১বছরের মুহান্নাকে কোলে করেই দারস করাই, আমার ছোট মুহান্নার তিনটা দাঁত উঠছে, নিচে দুইটা,উপরে একটা। আবুল ফাইয়াজ! আপনি যদি ওর প্রথম নিজের শক্তিতে হাঁটা, ওর তিনটা দাঁতের হাসি আমার সাথে সাথে দেখতেন! ফাইয়াজের আধো,আধো মিষ্টি মিষ্টি কথা শুনতেন! আপনি ওদের এ বেড়ে ওঠার মধুর স্মৃতিগুলোর স্বাক্ষি হলেন না তাই আমার একটু দুঃখ জাগে, আল্লাহর জন্যই তো এ কষ্ট! রিজা বিল কাজা সবচে মজা বাক্যটা মণিরামপুর হুজুর প্রায়ই দারসে বলতেন, আল্লাহ আমার আসাতিযায়ে কিরামদের উত্তম বিনিময় দান করুন। আমীন।
*মুহাররম মাসের রোজনামচার কিছু অংশ শেয়ার করা প্রয়োজন হয়ে গেলো হঠাৎ, আজ একটা আনন্দের নিউজ শেয়ার করায় ভিন্ন কিছু সামনে এলো, ওয়াল্লাহি আমার আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া কারও কোনো হেল্পের প্রয়োজন নেই বিহামদিল্লাহ। যারা ইতিমধ্যে ভিন্ন কিছু ভেবে আমার আতরের শিশি অলরেডি ভেংগে ফেলছেন, তাদেরকে বলে দেওয়া হলো, হাসবুনাল্লাহা ওয়ানি'মাল ওয়াকিল "আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্ম বিধায়ক"।
🖊️ আহলিয়া Osama হাফিঃ--
দোয়া করি, আল্লাহ যেন কারাবন্দী সকল আলেমদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিন।
আল্লাহর বান্দী কত সুন্দরই না,লিখেছেন। তাওয়াক্কুলের সিস্টেমটাও সুন্দর ছিল।
©️