homeodoctors.org

homeodoctors.org Online Homeopathy Treatment &
Homeopathy education and research platform

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো। শুধুমাত্র...
30/12/2023

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
শুধুমাত্র এসব একক লক্ষনের উপরেও ঔষধ সিলেকশন করা যায়।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

নাক চ্যাপ্টার থেকে কয়েকটিঃ
✅ লক্ষন – নাকের ডান পাশের হাড়ে ক্ষতের ন্যায় ব্যথা।
রেমেডি – অরাম-মেট।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – ডিমের ও ঝোলের তীব্র গন্ধ সহ্য করতে পারে না।
রেমেডি – কলচিকাম।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – গ্যাসের তীব্র গন্ধ সহ্য করতে পারে না, সে কারনে মাথা ঘুরায়।
রেমেডি – নাক্সভোম, ফসফরাস।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – মলের তীব্র গন্ধ সহ্য করতে পারে না।
রেমেডি – সালফার।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – হাচির ফলে ঘুম ভেঙ্গে যায়।
রেমেডি – এমন-মিউর।
মায়াজম – সোরিক

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো। শুধুমাত্র...
28/12/2023

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
শুধুমাত্র এসব একক লক্ষনের উপরেও ঔষধ সিলেকশন করা যায়।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

ভার্টি গো(মাথা ঘোরা) চ্যাপ্টার থেকে কয়েকটিঃ

✅ লক্ষন – মাথা ঘোরে, রাতে থেকে জাগলে।
রেমেডি – নাক্সভোম।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – নিচের দিকে তাকালে, মাথা ঘুরে পড়ে যাওয়ার প্রবণতা।
রেমেডি – স্পাইজেলিয়া।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – বিছানা থেকে উঠলে, মাথা ঘুরে পড়ে যাওয়ার প্রবণতা।
রেমেডি – রাসটক্স।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – চোখ ঘুরিয়ে তাকালে, মাথা ঘোরে।
রেমেডি – স্পাইজেলিয়া।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – মাথা ঘুরে শোয়া অবস্থায় মনে হয় যেন, সে বিছানার উপরে নাই এমন অনুভূতি।
রেমেডি – ল্যাক-ক্যানিনাম।
মায়াজম – সোরিক

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো। শুধুমাত্র...
27/12/2023

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
শুধুমাত্র এসব একক লক্ষনের উপরেও ঔষধ সিলেকশন করা যায়।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

মাইন্ড চ্যাপ্টার থেকে কয়েকটিঃ
✅লক্ষন – সামান্য ব্যাপারে উচ্চস্বরে কথা বলে।
রেমেডি – কেলি-কার্ব।
মায়াজম – সাইকোটিক।

✅লক্ষন – শিশুরা অযথাই মারধর করতে চাই।
রেমেডি – ক্যামোমিলা, সিনা।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – অবাক হয়, আনন্দদায়ক ভালোবাসার পর।
রেমেডি – কফিয়া-ক্রডা।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – যে বিরক্ত করে, তার দিকে জিনিস-পত্র ছুড়ে মারে।
রেমেডি – স্টাফিস্যাগ্রিয়া।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – যে কাউকে নিজের রোগের কথা বলে।
রেমেডি – জিঙ্কাম-মেট।
মায়াজম – সোরিক

scan n join us today
26/12/2023

scan n join us today

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো। শুধুমাত্র...
26/12/2023

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
শুধুমাত্র এসব একক লক্ষনের উপরেও ঔষধ সিলেকশন করা যায়।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
নাক(nose) চ্যাপ্টার থেকে কয়েকটিঃ

✅লক্ষন – অনবরত নাক ঝাড়তে বাধ্য হয়, মনে হয় যেন নাকের ভিতরে বড় কিছু ধুকে আছে।
রেমেডি – টিউক্রিয়াম।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – নাকে অবিরাম সর্দিস্রাব, পর্যায়ক্রমে নাকের পাশ পরিবর্তন করতে থাকে।
রেমেডি – ল্যাক ক্যানিনাম।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – নাকের বাম পাশ হতে ঝাঝাকর স্রাব বের হয়।
রেমেডি – এলিয়াম-সিপা।
মায়াজম – সোরিক, সাইকোটিক।

✅লক্ষন – হঠাৎ করে পানির মত প্রচুর স্রাব বের হয় - চোখ, মুখ ও নাক হতে।
রেমেডি – ফ্লোরিক-এসিড।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – হলদে মধুর মত নাক হতে স্রাব বের হয়।
রেমেডি – আরসেনিক-আয়োড।
মায়াজম – সিফিলিটিক, সাইকোটিক।

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো। শুধুমাত্র...
25/12/2023

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
শুধুমাত্র এসব একক লক্ষনের উপরেও ঔষধ সিলেকশন করা যায়।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
হিয়ার(Hear) চ্যাপ্টার থেকে কয়েকটিঃ

✅লক্ষন – শব্দ সম্বন্ধে ভ্রান্ত ধারণা, মনে হয় যেন অন্য জগত থেকে আসছে।
রেমেডি – কারবো-এনিমেলিস।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – শ্রবণ শক্তি এমনিতে কম, কিন্তু গোলমালে ভালো শুনতে পাই।
রেমেডি – গ্রাফাইটিস।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – শ্রবণ শক্তি নষ্ট, প্রচন্ড জ্বরের পর।
রেমেডি – লাইকোপোডিয়াম।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – শ্রবণ শক্তি প্রখর হয়, পানি প্রবাহের শব্দ শুনলে।
রেমেডি – লাইসিন।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – শ্রবণ শক্তি প্রখর হয়, ঘামের সময়।
রেমেডি – ক্যাপ্সিকাম।
মায়াজম – সোরিক

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো। শুধুমাত্র...
24/12/2023

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
শুধুমাত্র এসব একক লক্ষনের উপরেও ঔষধ সিলেকশন করা যায়।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
ইয়ার চ্যাপ্টার থেকে কয়েকটিঃ

✅লক্ষন – কানের শ্রবণ নালীতে চুলকাতে থাকে, যার কারনে ঢোক গিলতে বাধ্য হয়।
রেমেডি – নাক্সভম।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – কানে গুন গুন শব্দ করে, ঘামের সময়।
রেমেডি – আর্সেনিক এল্বাম।
মায়াজম – সোরিক, সিফিলিটিক, সাইকোটিক।

✅লক্ষন – কানের ভিতরে দুধের মত সাদা স্রাব।
রেমেডি – কেলি-ক্লোরিকাম।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – সকালে নাস্তা করার পর, কানে ঝিঁঝিঁ পোকার মত শব্দ করে।
রেমেডি – নাইট্রিক-এসিড।
মায়াজম – সুপ্ত সোরিক।

✅লক্ষন – কানের পিছনে ব্যথা, চোখ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
রেমেডি – প্রুনাস-স্পাই।
মায়াজম – সোরিক।

22/12/2023
22/12/2023

Welcome to Homeo Doctors Organization
https://homeodoctors.org/registration
✅রোগীলিপি করুন খুব সহজে, স্ট্যান্ডার্ড ফরমেট, মুহূর্তের মধ্যে পেশেন্ট খুঁজে বের করা যায়।
✅আনলিমিটেড চেম্বার পেশেন্ট / অনলাইন পেশেন্ট এন্ট্রি করুন।
✅ পেশেন্ট রেফার করার সুবিধা।
✅মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজে চালানো যায়।
✅স্মার্ট হোমিও চেম্বার - ডক্টর রেজিস্ট্রেশন টিউটোরিয়াল লিংক:
https://youtu.be/xLNpCAGvzL0

Welcome to Homeo Doctors Organizationhttps://homeodoctors.org/registration✅রোগীলিপি করুন খুব সহজে, স্ট্যান্ডার্ড ফরমেট, ...
22/12/2023

Welcome to Homeo Doctors Organization
https://homeodoctors.org/registration
✅রোগীলিপি করুন খুব সহজে, স্ট্যান্ডার্ড ফরমেট, মুহূর্তের মধ্যে পেশেন্ট খুঁজে বের করা যায়।
✅আনলিমিটেড চেম্বার পেশেন্ট / অনলাইন পেশেন্ট এন্ট্রি করুন।
✅ পেশেন্ট রেফার করার সুবিধা।
✅মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজে চালানো যায়।
✅স্মার্ট হোমিও চেম্বার - ডক্টর রেজিস্ট্রেশন টিউটোরিয়াল লিংক:
https://youtu.be/xLNpCAGvzL0

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো। এর ধারা ব...
15/12/2023

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
হেড চ্যাপ্টার থেকে কয়েকটিঃ মাথা ব্যথা।

✅ লক্ষন – মাথা ফেটে যাবার মত ব্যথা, মাথার পিছনে ব্যথা, মাথার উপর পর্যন্ত ব্যথা ছড়ায়, মাথা ব্যথা এত তীব্র হয় যেন করে মাথা ফেটে যাবে এবং পাগল হয়ে যাবে।
রেমেডি – ক্যাল্কেরিয়া-কার্ব।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – মাথা ব্যথা যে কোন যানবাহনে চড়লে, গোলমালে বা ঝাকিতে বৃদ্ধি হয়।
রেমেডি – নাইত্রিক-এসিড।
মায়াজম – সোরিক, সাইকোটিক।

✅ লক্ষন – মাথা ব্যথা হয় হাঁটলে, ঝাঁকুনিতে বা নড়াচড়ায়।
রেমেডি – বেলাডোনা।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – মাথার পিছনের দিকে চাপধরা ব্যথা, চাপ দিলে উপশম হয়।
রেমেডি – নাক্সভম।
মায়াজম – সোরিক।

✅ লক্ষন – মাথা ব্যথা, মনে হয় যেন মাথার দুই পাশে পেরেক বিদ্ধ করে বাইরের দিকে বের করে দিচ্ছে, আক্রান্ত স্থানে চাপ দিয়ে শুইলে উপশম হয়।
রেমেডি – ইগ্নেশিয়া।
মায়াজম – সোরিক

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো। এর ধারা ব...
13/12/2023

রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
মাইন্ড চ্যাপ্টার থেকে কয়েকটিঃ
✅লক্ষন – রক্ত বা ধারালো জিনিসের দিকে তাকাতে পারে না।
রেমেডি – এলুমিনা।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – হতাশ, সামাজিক অবস্থানের ক্ষেত্রে ।
রেমেডি – ভিরেট্রাম-এল্ব ।
মায়াজম – সোরিক, সিফিলিটিক ।

✅লক্ষন – এতটাই মানসিক অবক্ষয় যে, নোংরা ও ছেড়া কাপড়-চোপড় নতুনের মত সুন্দর লাগে।
রেমেডি –
মায়াজম – সোরিক, সিফিলিটিক।

✅লক্ষন – আনন্দ ও গর্বের সাথে বোকার মত আচরণ করে।
রেমেডি – সালফার।
মায়াজম – সোরিক।

✅লক্ষন – রোগী যাকে অসহ্য/ঘৃণা করে ক্ষমা চাইলেও তার প্রতি সহানুভূতি দেখায় না।
রেমেডি – নাইত্রিক-এসিড।
মায়াজম – সিফিলিটিক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when homeodoctors.org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to homeodoctors.org:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category