
30/12/2023
রেপার্টরি ভিত্তিক এক কথায় ঔষধের ফার্স্ট গ্রেডের সিমটম চিনবো
এবং ঔষধ অনুযায়ী কোন মায়াজমে পড়েছে সেটা আমরা জানবো।
শুধুমাত্র এসব একক লক্ষনের উপরেও ঔষধ সিলেকশন করা যায়।
এর ধারা বাহিকতায় প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
নাক চ্যাপ্টার থেকে কয়েকটিঃ
✅ লক্ষন – নাকের ডান পাশের হাড়ে ক্ষতের ন্যায় ব্যথা।
রেমেডি – অরাম-মেট।
মায়াজম – সোরিক।
✅ লক্ষন – ডিমের ও ঝোলের তীব্র গন্ধ সহ্য করতে পারে না।
রেমেডি – কলচিকাম।
মায়াজম – সোরিক।
✅ লক্ষন – গ্যাসের তীব্র গন্ধ সহ্য করতে পারে না, সে কারনে মাথা ঘুরায়।
রেমেডি – নাক্সভোম, ফসফরাস।
মায়াজম – সোরিক।
✅ লক্ষন – মলের তীব্র গন্ধ সহ্য করতে পারে না।
রেমেডি – সালফার।
মায়াজম – সোরিক।
✅ লক্ষন – হাচির ফলে ঘুম ভেঙ্গে যায়।
রেমেডি – এমন-মিউর।
মায়াজম – সোরিক