11/11/2025
আমাদের শিশুর প্রথম কান্না শুরুই হয়,বিষাক্ত ধোঁয়ায়...বাতাসে
শীত এলেই ঢেকে যায় শহর, কিন্তু শুধু কুয়াশায় নয় — মৃত্যুর ধোঁয়ায়। PM₂.₅ কণাগুলো নিঃশব্দে ঢুকে পড়ছে তাদের ছোট্ট ফুসফুসে, নষ্ট করছে প্রতিরোধ ক্ষমতা, আক্রমণ করছে মস্তিষ্ক,
আর খুলে দিচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতো মৃত্যুর দরজা।
প্রতি বছর ৫,৬০০+ প্রাণ নিভে যায় এই অদৃশ্য বিষে...
আজ নীরব থাকলে, কাল হয়তো আমাদের শিশুই পরের সংখ্যা।
চলুন, এখনই বদলাই— শ্বাস নেওয়া হোক বাঁচার অধিকার, মৃত্যুর ঝুঁকি নয়।