One Click Shop BD

One Click Shop BD Introducing One Click Shop BD, your ultimate destination for seamless online shopping experiences in Bangladesh.

At One Click Shop BD, we redefine convenience by bringing together a vast array of products, all just a click away. At One Click Shop BD, we redefine convenience by bringing together a vast array of products, ranging from electronics to fashion, all just a click away. With our user-friendly interface and secure payment gateways, we aim to make your shopping journey effortless and enjoyable. Join us as we revolutionize the online shopping landscape, offering unparalleled convenience and quality service at your fingertips. Welcome to One Click Shop BD, where shopping is simplified with just one click.

রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য সঠিক সমাধান।
13/11/2025

রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য সঠিক সমাধান।

আকুটেক মেশিন যা হতে পারে আপনার ডায়াবেটিস পরিমাপের সাশ্রয়ী সমাধান।মাত্র ৭/- টাকা স্ট্রিপ।আজীবন গ্যারান্টি ৮৫০/- টাকার মেশ...
12/11/2025

আকুটেক মেশিন যা হতে পারে আপনার ডায়াবেটিস পরিমাপের সাশ্রয়ী সমাধান।

মাত্র ৭/- টাকা স্ট্রিপ।
আজীবন গ্যারান্টি ৮৫০/- টাকার মেশিনে।
**বক্স এ পাচ্ছেন **
💐১ টি ডায়াবেটিস মেশিন
💐১০ টি ল্যান্সট
💐১ টি ল্যান্সট ডিভাইস
💐১০ টি স্ট্রিপ
💐ইউসার ম্যানুয়াল
💐গ্যারান্টি কার্ড

বিস্তারিত জানতে ও মেশিনটি নিতে যোগাযোগ করুন -০১৮৮৬১২৩৭০৩ এই নাম্বারে।

#ডায়াবেটিস





11/11/2025

আজীবন রিপ্লেসমেন্ট গ্যারান্টি
মাএ ৮৫০ টাকায়।
বিস্তারিত জানতে কল করুন ০১৮৮৬১২৩৭০৩
#ডায়াবেটিস


আকুটেক মেশিন এর সম্পর্কে জানতে চোখ রাখুন মেডিকা জার্মানিতে।১৭-১৯ নভেম্বর।মাত্র ৭/- টাকা স্ট্রিপ।আজীবন গ্যারান্টি ৮৫০/- ট...
11/11/2025

আকুটেক মেশিন এর সম্পর্কে জানতে চোখ রাখুন মেডিকা জার্মানিতে।
১৭-১৯ নভেম্বর।

মাত্র ৭/- টাকা স্ট্রিপ।
আজীবন গ্যারান্টি ৮৫০/- টাকার মেশিনে।

From 17 to 20 November 2025, MEDICA will once again gather international experts from the medical industry in Düsseldorf...
11/11/2025

From 17 to 20 November 2025, MEDICA will once again gather international experts from the medical industry in Düsseldorf, Germany.

হার্ট অ্যাটাকের আগাম লক্ষণগুলো জেনে নিনযখন হৃৎপিণ্ডের কোনো শিরায় রক্ত জমাট বেঁধে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহে বাধার সৃষ্টি করে,...
24/10/2025

হার্ট অ্যাটাকের আগাম লক্ষণগুলো জেনে নিন
যখন হৃৎপিণ্ডের কোনো শিরায় রক্ত জমাট বেঁধে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহে বাধার সৃষ্টি করে, তখনই হার্ট অ্যাটাক হয়। বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টেরলের সমস্যা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ—এসব মূলত হার্ট অ্যাটাকের কারণ। তবে কখনো কখনো বুকে কোনো ধরনের ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে। ফলে হার্ট অ্যাটাক হয়েছে কি না, তা খুব ভালো করে বোঝা যায় না। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, হার্ট অ্যাটাকের অন্যান্য লক্ষণ সম্পর্কে। আসুন, জেনে নিই লক্ষণগুলো— হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই দুর্বলতা ও ঘন ঘন শ্বাস-প্রশ্বাসের সমস্যা শুরু হয়। কোনো কারণ ছাড়াই শারীরিক দুর্বলতা ও খুব সহজেই হাঁপিয়ে উঠে ঘন ঘন শ্বাস নেওয়ার সমস্যা শুরুর বিষয়ে সতর্ক থাকুন।

হঠাৎ করে অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা শুরু হলে অবহেলা করবেন না। কারণ, এটাও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ। যখন হার্ট ব্লক হয়, তখন রক্ত সঞ্চালনে হৃৎপিণ্ডের অনেক বেশি কাজ করতে হয়। এই অতিরিক্ত পরিশ্রমের ফলে ঘামের সৃষ্টি হয় এবং এই ঘাম সাধারণত অনেক ঠাণ্ডা হয়ে থাকে। এ ধরনের সমস্যাকে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।

একাধিক গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাকের আগে থেকে বেশিরভাগ আক্রান্তেরই বদহজমের সমস্যা ও গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যা দেখা দেয়। এ ছাড়া বুক জ্বালা, যা আমরা অনেকে স্বাভাবিক বদহজমের সমস্যা ভেবে অবহেলা করি, তা-ও হতে পারে হার্ট অ্যাটাকের ইঙ্গিত। এর পাশাপাশি আচমকা কোনো কারণ ছাড়াই মাথা ঘোরানো, বমি বমি ভাব ও বমি করার বিষয়গুলো অবহেলা করবেন না।

অনেক সময় হার্ট অ্যাটাকের সময় বুকে ব্যথা অনুভূত হয় না। এ ক্ষেত্রে বুকে অস্বস্তিকর অনুভূতি এবং বুকে চাপ ধরা ভারী ভাব অনুভব করার বিষয়টিতে নজর দিতে হবে। এ সময় শ্বাস নিতেও সমস্যা হতে পারে। এসব বিষয় নজরে পড়লে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

শুধু বুকে ব্যথাই নয়, শরীরের অন্যান্য বিশেষ কিছু অঙ্গে ব্যথা অনুভব হওয়াও হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। পেটের ওপরের অংশ, কাঁধ, পিঠ, গলা, দাঁত ও চোয়াল এবং বাম বাহুতে হুট করে অতিরিক্ত ব্যথা হওয়া বা চাপ অনুভব অথবা আড়ষ্টতা অনুভব করাও হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। তাই এ বিষয়গুলোকে অবহেলা করবেন না।

18/10/2025


#ডায়াবেটিস

11/10/2025

স্ট্রিপ এর দাম মাএ ৭ টাকা
সাথে পাচ্ছেন আজীবন গ্যারান্টি।
০১৮৮৬১২৩৭০৩

অ্যাকিউটেক ব্লাড গ্লুকোজ মিটার সম্পর্কে ৫টি প্রধান দিক নিচে তুলে ধরা হলো:

১.বাজার-চ্যালেঞ্জিং স্ট্রিপের মূল্য: অ্যাকিউটেক গ্লুকোজ মিটার স্ট্রিপের মূল্য প্রতি পিস মাত্র ৭ টাকা।

২.ডিজিডিএ (DGDA) অনুমোদিত: এটি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA) কর্তৃক অনুমোদিত।

৩.আজীবন গ্যারান্টি: মেশিনটির সাথে একটি আজীবন রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রদান করা হয়।

৪.কোনো অগ্রিম প্রদান ছাড়াই: এই মিটারটি অগ্রিম কোনো টাকা প্রদান ছাড়াই বাড়িতে বসে পাওয়ার সুবিধা রয়েছে।

৫.বিনামূল্যে প্রতিস্থাপন: কোনো সমস্যা হলে বিনামূল্যে প্রতিস্থাপনের সুবিধা পাওয়া যায়।
মেশিনটি নিতে এখুনি যোগাযোগ করুন:
01711893162
#ডায়াবেটিস


#ফিটনেস

11/10/2025

স্ট্রিপ এর দাম মাএ ৭ টাকা
সাথে পাচ্ছেন আজীবন গ্যারান্টি।
০১৮৮৬১২৩৭০৩
#ডায়াবেটিস


#ফিটনেস

08/10/2025

“ডায়াবেটিস থেকে সচেতন থাকুন – আপনার গ্লুকোজ মাপা এখন আরও সহজ ও নির্ভরযোগ্য।
Acuteck ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম — মাত্র ৫ সেকেন্ডে ফলাফল, মেমোরিতে ২০০টি রেকর্ড, LED ডিসপ্লে।
আজই নিজে মাপুন, সুস্থ জীবন যাপন করুন।”
মাত্র ৭ টাকায় স্ট্রিপ ও নির্ভরযোগ্য গ্যারান্টি।

08/10/2025
*লিপিড প্রোফাইল*একজন বিখ্যাত ডাক্তার খুব সুন্দরভাবে লিপিড প্রোফাইল ব্যাখ্যা করেছেন এবং একটি অনন্য উপায়ে ব্যাখ্যা করে এক...
06/09/2025

*লিপিড প্রোফাইল*

একজন বিখ্যাত ডাক্তার খুব সুন্দরভাবে লিপিড প্রোফাইল ব্যাখ্যা করেছেন এবং একটি অনন্য উপায়ে ব্যাখ্যা করে একটি সুন্দর ও প্রয়োজনীয় গল্প শেয়ার করেছেন।

কল্পনা করুন যে আমাদের শরীর একটি ছোট শহর। এই শহরের সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী হল -- *"কোলেস্টেরল"*

তার কিছু সঙ্গীও আছে। অপরাধে তার প্রধান অংশীদার হল- *ট্রাইগ্লিসারাইড*

তাদের কাজ হল শরীরের রাস্তায় ঘোরাঘুরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং রাস্তা অবরোধ করা।

*"হৃদয়"* এই শহরের প্রধান কেন্দ্রস্থল। সমস্ত রাস্তা হৃদয়ের দিকে নিয়ে যায়।

যখন এই সমস্যা সৃষ্টিকারীরা বাড়তে শুরু করে, তখন আপনি কল্পনা করতে পারেন কী ঘটে? তারা হৃদয়ের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে।

কিন্তু আমাদের দেহ-শহরেও একটি পুলিশ বাহিনী মোতায়েন করা আছে -

*এইচডিএল* হলো তার নাম।

সেই ভালো পুলিশ এই সমস্যা সৃষ্টিকারীদের ধরে জেলে *(লিভার)* ঢুকিয়ে দেয়।

তারপর লিভার তাদের শরীর থেকে বের করে দেয় - আমাদের ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে।

কিন্তু একজন খারাপ পুলিশও আছে - *এলডিএল* -যে ক্ষমতার জন্য ক্ষুধার্ত।

LDL এই দুষ্কৃতীদের জেল থেকে বের করে আবার রাস্তায় ফিরিয়ে আনে কুকর্ম চালিয়ে যাওয়ার জন‍্য।

যখন ভালো পুলিশ *HDL* কমে যায়, খারাপ পুলিশ LDL এর কারনে তখন পুরো শহরটা বসবাসের অনুপযোগী হয়ে যায়।

এমন শহরে কে থাকতে চাইবে?

আপনি কি এই দুষ্কৃতীদের কমাতে এবং ভালো পুলিশের সংখ্যা বাড়াতে চান?

তাহলে আজই *হাঁটা* শুরু করুন!

প্রতি পদক্ষেপে আপনার *HDL* বৃদ্ধি পাবে, এবং *কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড* এবং *LDL* এর মতো দুষ্কৃতকারীদের সংখ‍্যা কমবে।

আপনার শরীর (শহর) আবার প্রাণবন্ত হয়ে উঠবে।

আপনার হৃদয় - শহরের কেন্দ্র - দুষ্কৃতীদের ব্লকেজ *(হার্ট ব্লক)* করা থেকে সুরক্ষিত থাকবে।

এবং যখন হৃদয় সুস্থ থাকবে, তখন আপনিও সুস্থ থাকবেন।

তাই, যখনই সুযোগ পাবেন - হাঁটা শুরু করুন এবং"গুলশান জোগার্স" বন্ধুদের মতো নিয়মিতভাবে হাঁটুন।

*"সুস্থ থাকুন"* আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

*এই প্রবন্ধটি আপনাকে HDL (ভালো কোলেস্টেরল) বৃদ্ধি এবং LDL (খারাপ কোলেস্টেরল) হ্রাস করার সর্বোত্তম উপায়, অর্থাৎ হাঁটার উপায় সম্পর্কে বলবে।*

প্রতিটি পদক্ষেপ HDL বৃদ্ধি করে।
তাই – *আসুন, এগিয়ে যান এবং এগিয়ে যেতে থাকুন।*

*শুভ প্রবীণ নাগরিক সপ্তাহ*

এই জিনিসগুলি কমিয়ে দিন:-

১. লবণ

২. চিনি

৩. ব্লিচ করা পরিশোধিত আটা

৪. দুগ্ধজাত 'দ্রব্য'

৫. প্রক্রিয়াজাত খাবার

*প্রতিদিন এই জিনিসগুলি খান:-*

১. শাকসবজি

২. ডাল

৩. মটরশুটি

৪. বাদাম/বিভিন্ন প্রকারের উপকারি Nuts

৫. ডিম

৬. ঠান্ডা চাপযুক্ত তেল

*তিনটি জিনিস ভুলে যাওয়ার চেষ্টা করুন:*

১. আপনার বয়স

২. আপনার অতীত

৩. আপনার অভিযোগ

*চারটি গুরুত্বপূর্ণ জিনিস গ্রহণ করুন:*

১. আপনার পরিবার

২. আপনার বন্ধুবান্ধব

৩. ইতিবাচক চিন্তাভাবনা

৪. পরিষ্কার এবং স্বাগতপূর্ণ বাড়ি

*তিনটি মৌলিক জিনিস গ্রহণ করুন:*

১. সর্বদা হাসুন

২. আপনার নিজস্ব গতিতে নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন

৩. আপনার ওজন পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রণ করুন

*ছয়টি প্রয়োজনীয় জীবনযাত্রার অভ্যাস আপনার গ্রহণ করা উচিত:*

১. জল পান করার জন্য তৃষ্ণার্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
২. ⁠বিশ্রামের জন্য ক্লান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
৩. নিয়মিত চেক-আপ করার ব‍্যপারে অসুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
৪. অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করবেন না। তবে সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন।
৫. নিজের উপর কখনও বিশ্বাস হারাবেন না।
৬. নেতিবাচক নয়, সর্বদা ইতিবাচক থাকুন এবং সবসময় একটি ভালো আগামীর জন‍্য আশা করুন।

★★ সংগৃহীত

শুভ রাত্রি 💜🌹

Address

33 Topkhana Road (Meherba Plaza)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when One Click Shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram