24/10/2023
আসালামুয়ালায়কুম,,,,!আমি সালমান ফারসি (মুন্না)।
আজ থেকে এই পেজের নাম সাতক্ষীরা জেলার,শ্যামনগর উপজেলা, জয়নগর গ্রামের একজন জ্ঞানী আলেম মাও: ওজেদ এর নাম অনুসারে করা হয়েছে। আমরা এতিম,গরিব,অসহায় বাচ্চাদের পড়াশোনা নিয়ে কাজ করত চায়।আমি মনে করি আমরা যে যে জায়গায় আছি আলহামদুল্লিহ ,,,! আমরা চায়লে মাসে সর্ব নিম্ন 10 টাকা করে 12 মাসে 120 টাকা দিতে পারব। আপনারা যদি এখানে টাকা দেন তাহলে আমারা এটি এতিম,গরিব,অসহায় বাচ্চাদের খাতা,কলম,বই ইত্যাদি কিনে দিয়ে সাহায্য করতে চায়।
আর আপনার পরিচিত কোন এতিম,গরিব,অসহায় বাচ্চা থাকলে আমাদের জানাবেন এমন কি আপনি যদি এই কাতারে থাকেন তাহলে নিরদিধায় বলতে পারেন। আমরা যথা সাধ্য সাহায্য করার চেষ্টা করবো।।
পরিশেষে একটায় কথা ভালো কাজ করলে আল্লাহ্ সাহায্য করেন আর দান করলে আল্লাহ্ রাজিক বৃদ্ধি করেন সেহেতু আমরা ভালো কাজে ব্যাস্ত থাকি।
আর আপনার যদি সাহায্য করতে চান তাহলে 01794946843 নাম্বরে কল অথবা আমাদের পেজে কমিটির সাথে কথা বলতে পারেন। ।
Send a message to learn more