মেডিনোভা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মেডিনোভা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক

মেডিনোভা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক It is a Hospital service providers
(1)

একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, জরুরি ভিত্তিতে মেডিনোভা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক  সেন্টার মানিকগঞ্জ এ কিছু সংখ্য...
19/05/2025

একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি,
জরুরি ভিত্তিতে মেডিনোভা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মানিকগঞ্জ এ কিছু সংখ্যক দক্ষ আউটডোর রক্ত কালেকশন এর জন্য মেয়ে প্রয়োজন, আগ্রহী প্রার্থীদের বায়োডাটা দেওয়ার জন্য আহবান করা যাচ্ছে। বাইয়োডাটা দিতে পারেন, সরাসরি মেডিনোভা জেনারেল হাসপাতালে অথবা ইমেইল করতে পারেন novam6961@gmail.com
জরুরি যোগাযোগ, 01684291822, 01613569087, 01727873939.

🖤🖤
29/03/2025

🖤🖤

08/01/2025

খাবার বেশি খেলে যেমন সমস্যা আবার না খেয়ে থাকলেও সমস্যা।
সুস্থ থাকার জন্য সুষম আহার ভীষণ জরুরি। কারণ পুষ্টির অভাবে নানা শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। সঠিক ওজন বজায় রাখা থেকে শুরু করে ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার, কিডনি রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ এড়ানোর জন্য প্রয়োজন সঠিক পুষ্টি।
যখনই ডায়েটের প্রসঙ্গ আসে. তখনই খাদ্যতালিকা থেকে কোনও না-কোনও পুষ্টি বাদ পড়ে যায়। ওজন কমানোর জন্য ডায়েট করলে পুরোপুরি ফ্যাট বাদ দিয়ে দেন অনেকেই।
সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ব্যালেন্স ডায়েট
অত্যন্ত জরুরি।

ওজন কমানোর পাশাপাশি ওজন বাড়ানোর ক্ষেত্রেও এই ব্যালান্সড ডায়েট একইভাবে জরুরি। পুষ্টিবিদের কথায়, “ওজন বৃদ্ধির জন্য যখন ডায়েট চার্ট তৈরি করা হয়, তখন তাতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ একটু বেশি রাখা হয়। আবার যখন কোনও কিডনির রোগীর ডায়েট চার্ট তৈরি করতে হয় তখন লো-প্রোটিন, কম কার্বোহাইড্রেট এগুলোর উপর জোর দিতে হয়।”
পুষ্টির নিরিখে খাবারের চরিত্রকে মূলত দু’ভাগে ভাগ করা হয়: ম্যাক্রো নিউট্রিয়েন্টস এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। শরীরে যে শুধু প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের প্রয়োজন রয়েছে, তা নয়। শরীরে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করাটাও ভীষণভাবে জরুরি। আর এই কাজটাই করে ব্যালান্সড ডায়েট।”

ব্যালান্সড ডায়েটে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের পাশাপাশি এমন খাবারগুলোকে রাখা হয় যার মাধ্যমে শরীরে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ হবে। পুষ্টিবিদের কথায়, “ব্যালেন্স ডায়েটে আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ই, বি, সি-সমৃদ্ধ সব ধরনের খাবার থাকে।” অরিজিৎ বলেন, “যদি ডায়েটে আয়রনযুক্ত খাবার না থাকে, তাহলে রক্তাল্পতার ঝুঁকি বাড়বে। যদি ক্যালশিয়ামসমৃদ্ধ খাবার না থাকে, তাহলে শরীরে এর ঘাটতি দেখা দেবে। সোডিয়াম, পটাশিয়ামের ঘাটতি শরীরের ভারসাম্য নষ্ট করে দিতে পারে।” এই ধরনের পুষ্টি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। ডায়েটে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ও মিনারেলস সঠিক পরিমাণে রাখা দরকার।
#সুষম #খাদ্য

16/12/2024

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিভিল সার্জন মহোদয়, মানিকগঞ্জ।।
#মুক্তিযোদ্ধা #বিজয় #দিবস

02/12/2024

আমাদের হসপিটালের প্রথম অপারেশন সুন্দরও সফলভাবে হলো আলহামদুলিল্লাহ 🖤🌸

13/11/2024

শীতে হৃদরোগীদের করণীয়
হৃদরোগীদের জন্য শীতকাল খুব একটা সুখকর নয়। যার ফলাফলস্বরূপ হাসপাতালে হৃদরোগীদের ভর্তি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। একটি গবেষণায় দেখা গেছে, শীতকালে মায়োকার্ডিয়াল ইনফার্কশান, এনজিনা পেকটোরিস, এট্রিয়াল ও ভেন্ট্রিকুলার এরিদমিয়া, হার্ট ফেইলিউর, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়।
ঠাণ্ডা আবহাওয়া বিশেষত যখন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন দেহের তাপমাত্রা ঠিক রাখতে মানবদেহের বিপাক বৃদ্ধি পায়।
ফলে হৃদযন্ত্রের কাজ বৃদ্ধি পায়, যা আপনার হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে। তা ছাড়া ঠাণ্ডায় রক্তনালি সংকুচিত হয় এবং আপনার হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করতে আরো কঠোর পরিশ্রম করতে হয়। ঠাণ্ডায় রক্তে ফিব্রিনোজেন, ক্যাটাকোলামাইনের মতো কিছু প্রোটিন ও হরমোন বৃদ্ধি পাওয়ায় রক্ত জমাট বাঁধার প্রবণতাও বেড়ে যায়। পুরুষদের মধ্যে এই প্রবণতা বেশি।
কিছু পরোক্ষ কারণও হৃদরোগের সম্ভাবনা ও জটিলতা বৃদ্ধি করে। যেমন—ঠাণ্ডাজনিত সর্দি-কাশি, ঘরে অবস্থান ও কম কায়িক শ্রম, অধিক ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ ইত্যাদি।
করণীয়
⬤ আপনার যদি হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো চিকিৎসা সমস্যা থাকে, তাহলে নিয়মিত চিকিৎসকের তত্ত্ববধানে চেকআপ করাবেন। সামান্য বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অস্বস্তি বা বুক ধড়ফড় করাকে অবহেলা করবেন না।
⬤ অধিক কায়িক পরিশ্রম থেকে বিরত থাকবেন। তবে নিয়মিত হালকা ব্যায়াম করবেন।
⬤ ঠাণ্ডাজনিত রোগ এড়াতে গরম কাপড় ও মাস্ক ব্যবহার করবেন।
⬤ ধূমপান পরিহার করুন।
⬤ অধিক ক্যালরিসমৃদ্ধ খাদ্য যেমন—মিষ্টি, পিঠা, তেল, ঘি, লবণ যথাসম্ভব এড়িয়ে চলবেন।
প্রচুর পরিমাণে তাজা ফলমূল ও শাক-সবজি খাবেন। অতি ভোজন পরিহার করবেন। যথেষ্ট পরিমাণ পানি পান করুন।
⬤ পুরুষ ও মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলো জেনে নিন।
⬤ মানসিক চাপ এবং উদ্বেগ এড়িয়ে চলুন। প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নিন। রাতে ভালো ঘুম নিশ্চিত করুন।
⬤ অতিরিক্ত গরম পোশাক পরা থেকে বিরত থাকুন এবং স্তরে স্তরে গরম কাপড় ব্যবহার করুন, যাতে গরম লাগলে আপনি একটি একটি করে পোশাক খুলে রাখতে পারেন। বেশি গরম হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
⬤ ওষুধ গ্রহণে গাফিলতি করবেন না। নিয়মমতো চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক সব ওষুধ খাবেন।
⬤ আপনার যদি হৃদরোগ না থাকে, কিন্তু আপনার রক্ত সম্পর্কের আত্মীয়দের কারো যদি হৃদরোগ থাকে, আপনার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, ওজনাধিক্য থাকে, মানসিক চাপ থাকে, বয়স ৪৫-এর বেশি হয় অথবা ৩৫ বছরের অধিক বয়সী মহিলারা যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান, তবে আপনার হৃদরোগের ঝুঁকি বেশি। তাই শীতে আপনাদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
ডা. মোজাহিদুল হক
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।

এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ছবি। কেন জানেন? কারণ এই ছবিটি তার ফটোগ্রাফারকে এনে দিয়েছিল নোবেল পুরস্কার!হ্যাঁ কারণ এ...
10/09/2024

এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ছবি। কেন জানেন? কারণ এই ছবিটি তার ফটোগ্রাফারকে এনে দিয়েছিল নোবেল পুরস্কার!
হ্যাঁ কারণ এটি পৃথিবীর প্রথম এক্স-রে ছবি। ছবিটি তুলেছিলেন ১৮৯৫ সালে, উইলহেম রন্টজেন। যাঁকে তার এই অসাধারণ আবিষ্কারটির জন্যে ১৯০১ সালে বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়। চিকিৎসাশাস্ত্রে এই আবিষ্কারের মূল্য উপলব্ধি করতে পেরেই রাতারাতি বিখ্যাত হয়ে যান এই বিজ্ঞানী।
মজার কথা হলো, এই প্রথম ছবিটিতে তিনি তুলেছিলেন তাঁর স্ত্রী বার্থার হাতের। দেখুন ছবিতে মহিলার হাতের আঙুলে বিয়ের আংটিটা স্পষ্ট দেখা যাচ্ছে। রন্টজেন সাহেব নিজেও জানতেন না যে এই অদৃশ্য রস্মিটি আসলে কী, যা কিনা মানুষের শরীর ভেদ করে হাড়ের ছাপ এঁকে দিতে সক্ষম হয় পর্দায়। তাই তিনি এই অজানা রস্মির নাম দিয়েছিলেন - "X"। যা গাণিতে অজানা কিছুকে বোঝায়। সেই থেকেই আজকে আমাদের সকলের অতি পরিচিত নামটি এসেছে - X- Ray!

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিলো !! ...
09/09/2024

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিলো !!
শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন রকম
জল ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিলো !
বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে বদমাস তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম !!
এখনতো দুজনেই মরবো রে !!
গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল !!
একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে ! বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।
ঠিক সন্ধে বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল !!
নীতি কথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো, আমাদের মালিক ( আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন !! হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে !!

শুভ চন্দ্র বর্ষ , শুভ হিজরি নববর্ষ
07/07/2024

শুভ চন্দ্র বর্ষ , শুভ হিজরি নববর্ষ

30/11/2023
30/11/2023

আবারো লাইভে আসলাম অপারেশন রুমের সেটআপ দেখানোর জন্য।

30/11/2023

মেডিনোভা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মানিকগঞ্জ এ আজকে অপারেশন থিয়েটারে সকল মেশিন সংযোজন করা হচ্ছে।

Address

Manik Miah Supar Market, Colonel Malek Medical College, Manikganj
Dhaka
1800

Telephone

+8801684291822

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিনোভা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেডিনোভা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক:

Share

Category