
12/07/2022
আপনারা নিচে যে ছবিটা দেখছেন এটি কোনো সাধারণ ছবি নয়। আমাদের থেকে অনেক দূরে অবস্থিত ইউনিভার্সের এখন পর্যন্ত সবচেয়ে প্রখর আর সূক্ষ্ণ (Deepest and Sharpest) ছবি এটি। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ মানবজাতির ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ডিটেইল্ড ইনফ্রা রেড ইমেইজ পাঠালো আমাদের থেকে দূরবর্তী গ্যালাক্সিগুলোর। এটা একটা ইতিহাস। এখানে গ্যালাক্সি গুচ্ছ SMACS 0723 কে দেখা যাচ্ছে তার ৪.৬ বিলিয়ন বছর আগের রূপে!!! এই গ্যালাক্সিগুলোর মোট ভর একটি মহাকর্ষীয় লেন্সের (Gravitation Lens) ন্যায় কাজ করে যা এর থেকেও দূরের গ্যালাক্সিগুলোকে আরো বর্ধিত আকারে দেখতে সাহায্য করে। এটি জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো প্রথম পূর্ণ রঙ্গিন ছবি।