Docmed Plus

Docmed Plus We are here to care your health

21/11/2023
What is the life span of platelets in human body? মানুষের শরীরে প্লাটিলেট রক্তকনিকা এর আয়ুষ্কাল কত দিন? A. 7-10 days (৭-...
05/11/2022

What is the life span of platelets in human body?
মানুষের শরীরে প্লাটিলেট রক্তকনিকা এর আয়ুষ্কাল কত দিন?

A. 7-10 days (৭-১০ দিন)
B. 10-14 days (১০-১৪ দিন)
C. 14-21 days (১৪-২১ দিন)
D. 15-30 days (১৫-৩০ দিন)
E. 30-45 days (৩০-৪৫ দিন)

Which the organ that never rest throughout the entire life?কোন অঙ্গটি সারাজীবনে কখনই বিশ্রাম পায় না?A. Brain (ব্রেইন) B....
30/10/2022

Which the organ that never rest throughout the entire life?

কোন অঙ্গটি সারাজীবনে কখনই বিশ্রাম পায় না?

A. Brain (ব্রেইন)
B. Heart (হৃদপিণ্ড)
C. Liver (লিভার)
D. Nose (নাক)
E. Eye (চোখ)
F. Kidney (কিডনি)

প্রতি ছয় সেকেন্ডে বিশ্বের কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ স্ট্রোকে আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার...
29/10/2022

প্রতি ছয় সেকেন্ডে বিশ্বের কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ স্ট্রোকে আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি চারজনের একজন জীবন অন্তত একবার স্ট্রোকের কবলে পড়ে। প্রতি বছর অন্তত দেড় কোটি মানুষ স্ট্রোক করে থাকেন। যাদের মধ্যে অন্তত ৬০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন।
সারাবিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ স্ট্রোক। এই বাস্তবতাকে সামনে রেখে প্রতিবছর ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়।

সরাবিশ্বের মতো বাংলাদেশের মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক। মৃত্যুর কারণের দিকে থেকে স্ট্রোকের অবস্থান তৃতীয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২০ সালে ব্রেইন স্ট্রোকে মারা গেছেন ৮৫ হাজার ৩৬০ জন, যা আগের বছর (২০১৯ সাল) ব্রেইন স্ট্রোকে মৃত্যুর সংখ্যা ছিল ৪৫ হাজার ৫০২।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ২০১৮ সালের এক জরিপ অনুযায়ী, দেশে বর্তমানে প্রতি হাজারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন ১১ দশমিক ৩৯ জন মানুষ। প্রায় ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে বাংলাদেশে। স্ট্রোকের ঝুঁকি ৬০ বছরের বেশি মানুষের মধ্যে ৭ গুণ বেশি। নারীর চেয়ে পুরুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ।

স্ট্রোক কী?

একটি স্ট্রোক হল মস্তিষ্ক উপর আক্রমণ। এটা ঘটে যখন আপনার মস্তিষ্ক একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। একটি ব্লকেজের দ্বারা (ইসকেমিক স্ট্রোক) অথবা রক্তপাতের দ্বারা (হিমোরেজিক স্ট্রোক) এটি সংঘটিত হয়। এমন ঘটলে, মস্তিষ্ক তার প্রয়োজনীয় অক্সিজেন পায় না এবং মস্তিষ্কের কোষগুলো নষ্ট হতে শুরু করবে এবং মরে যায়। একজন ব্যাক্তি যা করেন, অনুভব করেন, ভাবেন ও মনে রাখেন যেহেতু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তাই মস্তিষ্কের ক্ষতি হলে এই যোগ্যতাগুলোর ক্ষতি হয়। এতে ব্যক্তির শারীরিক অক্ষমতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে।

★স্ট্রোকের প্রধান কারণঃ

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ শতকরা ৫০ ভাগ স্ট্রোকের কারণ। যারা নিয়মিত উচ্চ রক্তচাপ এর চিকিৎসা করেন না তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা ৫ গুণ বেশি।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস

ধূমপানের বদ অভ্যাস

নিয়মিত মদ্যপানের বদ অভ্যাস

হার্টের অসুখ- রিউমেটিক ভাল্লুলার ডিজিস, অ্যারিদমিয়া

স্ট্রেস ও ডিপ্রেশনসহ অন্যান্য মানসিক সমস্যা

দিনভর বসে কাজ করা এবং কায়িক শ্রম না করা

ফাস্ট ফুড বেশি খাওয়া (বাচ্চাদের ও তরুণদের স্ট্রোক এর জন্য)

রক্তে কোলেস্টেরল চর্বি স্বাভাবিকের তুলনায় বেশি হলে।

★স্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়ঃ

ওজন কমাতে হবে। এক্ষেত্রে সুষম খাবারের উপর ভরসা রাখতে হবে। দামি নয়, দেশি ও সহজলভ্য খাবার দিয়ে থালা সাজান।

ডায়েটে রাখুন পর্যাপ্ত পরিমাণে সবজি ও দেশি ফল।

সপ্তাহে অন্তত পাঁচ দিন আধা-ঘণ্টা করে দ্রুত হাঁটতে হবে বা ২ দিন ১৫০ মিনিট জগিং করা।

ধূমপানের অভ্যাস ত্যাগ করা।

প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা ঘুম নিশ্চিত করা।

ব্লাড প্রেসার আর সুগার বেশি থাকলে তা নিয়ন্ত্রণে রেখে চলতে হবে।

নিয়মিত শরীরচর্চা করা। তবে খেয়াল রাখতে হবে তা যেন অত্যাধিক পরিশ্রমসাধ্য বা ক্লান্তিকর না হয়।

আসুন সচলভাবে সুস্থ থাকি, স্ট্রোকের ঝুকি দুরে রাখি।

25/10/2022
৬২ তম ফার্মেসী সার্টিফিকেট রেজিষ্ট্রেশন প্রশিক্ষণের বিজ্ঞপ্তিঃক্লাশ শুরুর তারিখ এবং বই (প্রশিক্ষণ ম্যানুয়াল) সংগ্রহের ঠি...
25/10/2022

৬২ তম ফার্মেসী সার্টিফিকেট রেজিষ্ট্রেশন প্রশিক্ষণের বিজ্ঞপ্তিঃ
ক্লাশ শুরুর তারিখ এবং বই (প্রশিক্ষণ ম্যানুয়াল) সংগ্রহের ঠিকানার তালিকা দেওয়া হলঃ

বিপদ কখনও বলে আসে না।  যেকোনো অপারেশন এর পর বা থ্যালাসেমিয়া/এনেমিয়া রোগীর জন্য জরুরিভাবে রক্তের প্রয়োজন হতে পারে। আপনি য...
24/10/2022

বিপদ কখনও বলে আসে না। যেকোনো অপারেশন এর পর বা থ্যালাসেমিয়া/এনেমিয়া রোগীর জন্য জরুরিভাবে রক্তের প্রয়োজন হতে পারে। আপনি যদি ব্লাড ডোনার ম্যানেজ করতে না পারেন, এখন থেকে আপনি কোথাও না যেয়েও খুব সহজেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের দেশে এমন অনেক স্বেচ্ছাসেবক আছেন যারা কোন বিনিময় ছাড়াই অন্যের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদান করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজনে সহযোগিতা পেতে পারেন। গ্রুপগুলোর নাম নিন্মে দেওয়া হলঃ
রক্তদানে আমরা ৬৪ জেলা
বাংলাদেশ ৬৪ জেলা রক্তদান ফাউন্ডেশন
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ
জরুরী রক্তদানে আমরা
(08/10) Blood Bank
রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ
রক্তদানের অপেক্ষায় কুড়িগ্রাম
রক্তবন্ধু

📌তবে রক্তের প্রয়োজনে অবশ্যই নিন্মলিখিত তালিকাটি পূরণ করে দিবেনঃ

👤 রোগীর নাম:
🎯 রোগীর সমস্যা:
🩸 রক্তের গ্রুপ:
⚖️ রক্তের পরিমাণ:
❓ হিমোগ্লোবিন :
📆 রক্তদানের তারিখ:
🕔 রক্তদানের সময়:
🏥 রক্তদানের স্থান:
☎ যোগাযোগ:

Docmed Plus এর পক্ষ থেকে দেশের সকল স্বেচ্ছাসেবকদের জন্য রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

Doc-  ডাক্তার Med- মেডিসিন Plus- এর চেয়েও বেশি কিছু Docmed Plus - এ সবাইকে অভিনন্দন।
24/10/2022

Doc- ডাক্তার
Med- মেডিসিন
Plus- এর চেয়েও বেশি কিছু

Docmed Plus - এ সবাইকে অভিনন্দন।

Address

Dhaka
1212

Telephone

+8801886357733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Docmed Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Docmed Plus:

Share