
14/09/2022
জন্ম ছকে রাহু+ বৃহস্পতি যোগ সৃষ্টি হলে,বা,রাহু বৃহস্পতি থেকে পঞ্চম ভাবে বা নবম ভাবে থাকলে যে যোগ সৃষ্টি হয় একে গুরুচান্ডাল যোগ বলে ।
বৃহস্পতি +রাহু=গুরুচন্ডাল যোগ
বৃহস্পতি= গুরু
রাহু =চন্ডাল
নাম শুনেই মনে হয় এই যোগটা তেমন শুভ হবে না, তবে এর কুপ্রভাবের সাথে কিছুটা সুপ্রভাব ও আছে। এই যোগে জাতকের কিছুটা আয়ু কমে যায়।
গুরু চন্ডাল থাকলে সে ব্যক্তি ভক্তি জ্ঞান হারিয়ে ফেলে, এর পরিবর্তে সেই ব্যক্তির ভোগবিলাসের প্রতি বিশাল আগ্রহ জাগে। পূজা করলে নিষ্ঠার সাথে মন দিতে পারে না জাঁকজমকের দিকে বেশি মত দেয়।
সাধারন বৃহস্পতি + রাহু গুরুচণ্ডাল যোগ যদি লগ্ন ভাবে থাকে মানুষ নানা ধরনের অনৈতিক সম্পর্কে জরিয়ে পরবেন, সত্য মিথ্যা এই সব কথা বলে অর্থ উপার্জন করে। চরিএ ঠিক থাকে না। কেউ কেউ ভয়ংকর স্বার্থপর মিথ্যা অহংকার সর্বত্র হয়ে থাকে। এমন ব্যক্তি ধর্মকে তেমন গুরুত্ব দেয় না।
দ্বিতীয় ভাবে বৃহস্পতি + রাহু গুরুচণ্ডাল যোগ থাকলে, এরা মিথ্যাবাদী ও প্রতারণা করে লোককে ঠকিয়ে অন্যের অর্থ তছনছ করে। যদি বৃহস্পতির শক্তিশালী হয় তবে সেই ব্যক্তি খুব ধনী হয়। কিন্তু টাকা-পয়সা ভুল কাজে অনেক অর্থ ব্যয় করে থাকে। আর যদি বৃহস্পতি দুর্বল হয় তাহলে ওই ব্যক্তি মাদকাসক্তি আসক্ত হয় নেশাদ্রব্য সেবন করে থাকে। এই ধরনের ব্যক্তি তার ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক থাকে না।
তৃতীয় ভাবে বৃহস্পতি+ রাহু গুরুচন্ডাল যোগ থাকলে জাতক জাতিকা সাহসী ও চালাকি পূর্ন কথাবার্তা থাকে কথার মধ্যে ছলনা থাকে। বৃহস্পতি যদি ভাল হয় ব্যক্তি লেখক হবে আর যদি বৃহস্পতির দুর্বল হয় ও রাহু যদি শক্তিশালী হয় সে ব্যক্তির জুয়া খেলা খারাপ কাজে লিপ্ত থাকবে সর্বদা।
চতুর্থ ভাবে বৃহস্পতি+রাহু গুরুচন্ডাল যোগ থাকলে খুব ভালো ফল দিবে। যদি বৃহস্পতি দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তি পারিবারিক কোনো কাজে আগ্রহ নেয় না সুখ শান্তির অভাব জীবনের সর্বদা ঘতটে থাকে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে থাকে
পঞ্চমভাবে বৃহস্পতি + রাহু গুরু চন্ডাল যোগ সৃষ্টি হলে থাকলে যদি বৃহস্পতি দুর্বল হয় সেই ব্যক্তিরসন্তানেরা সমস্যায় ভোগে সন্তানরা বিপথগামী হয় অনৈতিক সমস্যা ভোগেন, ও শিক্ষায় বাধাগ্রস্ত হয়। যদি বৃহস্পতি থেকে রাহু শক্তিশালী হয় সে ব্যক্তি সর্বদা অস্থির চিন্তায় মগ্ন থাকে।
ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতি+ রাহু গুরুচন্ডাল যোগ থাকে ও বৃহস্পতি যদি শক্তিশালী হয় তবে সেই ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হয় ষষ্ঠ ঘর স্বাস্থ্যের ঘর। ব্যক্তি খায়-দায় ও ফুর্তি করে ও শত্রু বিজয়ী হয়। অন্য ধর্ম গ্রহণ করা শত্রু বৃদ্ধি ও পারিবারিক সমস্যা।
সপ্তম ঘরে যদি বৃহস্পতি +রাহু গুরুচণ্ডাল যোগ। সৃষ্টি হয় সপ্তম ঘরে হচ্ছে দাম্পত্যের ঘর বিহারের ঘর, ব্যক্তির বিবাহিত জীবন অনেক কঠিন হয়ে পড়ে, এখানে রাহু যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে বিবাহিত জীবনে জীবন সঙ্গীর সাথে কখনো ভালো সম্পর্ক থাকতে পারে না। ব্যবসা সমস্যা হবে।
অষ্টম ভাবে রাহু+ বৃহস্পতি গুরু চন্ডাল যোগ সৃষ্টি হলে, সেই ব্যক্তি অতি সাধারণভাবে জীবন-যবন করে থাকে। আর যদি বৃহস্পতি দুর্বল হয়ে থাকে তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে ঘনঘন আঘাত লাগতে থাকে ও চিকিৎসা জন্য অনেক অর্থ ব্যয় হয়।
আবার যদি রাও যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে সে ব্যক্তি এমনকি আত্মহত্যা করতে পারে।
নবম ভাবে রাহু+ বৃহস্পতি গুরুচন্ডাল যোগ সৃষ্টি হলে এরা মানসিক শক্তি বেশি থাকে এরা অসৎ প্রকৃত হয়ে থাকে ও ব্যবসা অনেক ক্ষয়ক্ষতি সমকোণী হতে হয়। বৃহস্পতি যদি দুর্বল হয়ে যায় তাহলে সেই ব্যক্তির নাস্তির হয়ে থাকে এবং বাবা-মার সাথে সর্বদা ঝগড়া করতে থাকে, যদি রাও গো বৃহস্পতি শক্তিশালী হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি আধ্যাত্মিক জগতের অনেক দূরে যেতে পারে।
দশম ঘরে যদি বৃহস্পতির+ রাহু গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হয় নৈতিক সাহসের অভাব ঘটে পদ প্রতি পতি পেতে বাধা সম্মুখীন হতে হয় ব্যবসা বা চাকরিতে ঘন ঘন পরিবর্তন করতে থাকে আর যদি বৃহস্পতি শক্তিশালী তাহলে এসব কিছুটা কম হয়।
একাদশ ঘরে যদি বৃহস্পতি+ রাহু গুরু চন্ডাল যোগ সৃষ্টি হয় আর্থিকভাবে লাভবান হলেও সে অনেকে প্রতারণা করে থাকে এবং ভুল উপায়ে অর্থ উপার্জন প্রচুর সম্পত্তি করতে পারবে অল্প সময়ে কিন্তু হঠাৎ পতন হবে অনিবার্য ।এইসব ব্যক্তিদের বন্ধু সঙ্গ তেমন ভালো হয় না সে নিজে ভুল করে অন্যকে ভুল করতে বাধ্য করে
দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি+ রাহু গুরুচন্ডাল যোগ সৃষ্টি হয় সেই ব্যক্তি প্রতারক মানুষকে ঠকিয়ে এমন ব্যক্তি ধর্মের ছদ্মবেশে মানুষকে ঠকায় বেশি খরচ করে থাকে যদি বৃহস্পতি শক্তিশালী হয়ে থাকে তাহলে ব্যক্তি এতটা প্রতারক হয় না ও ব্যক্তি একটু কৃপণ হয়ে থাকবে। অদ্ভুতভাবে আধ্যাত্মিক পথে প্রবেশ ও অদ্ভুত চিন্তাধারা।
প্রতিকার,
প্রতি মঙ্গলার হনুমান চালিশা পাঠ করুন
রাহুর মন্ত্র জপ করুন
বৃহস্পতি মন্ত্র জপ করুন
প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন হলুদ দ্রব্য দান করুন।
মা-বাবা শিক্ষক ও গুরুজনদের সম্মান করতে শিখুন
শুদ্ধ নিরামিষ খাবার আহার করুন
কুকুর কে খাবার খাবেন
ধর্ম পূজা পাঠ প্রক্রিমা এসব বেশি বেশি সময় নিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন।
অনেকেই দেখি গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হলে এরা বৃহস্পতির জন্য পোখরাজ রাহুর জন্য গোমেদ ব্যবহার করে থাকেন এটা সম্পূর্ণ ভুল এটা ব্যবহার করলে আরো জীবনে অনেক বাধা সৃষ্টি হবে।
ভুলেও রাহু এবং বৃহস্পতির রত্ন ও শিকড় ব্যবহার করে থাকেন তাহলে আরও ক্ষতির সম্মুখীন হবে।
পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন,,,,, ,,,,,,,,,,,,,,
মানিক বিশ্বাস