31/08/2020
এই সময়ে স্বাস্থ্য সচেতন থাকাটা অনেক জরুরী।আজকে স্বাস্থ্য সুরক্ষায় দারুণ কার্যকর একটি পণ্য নিয়ে হাজির হলাম।
'অ্যাপেল সিডার ভিনেগার।'
এটি পুরোপুরিভাবে প্রাকৃতিক একটি পণ্য, তৈরি করা হয় আপেল দিয়ে। আপেলকে দুইবার প্রোসেসিং করে তৈরি করা হয়। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করে আমরা প্রতিদিনের জীবনে অনেক উপকার পেতে পারি।
ডা.জাহাংগীর কবির স্যারের ভিডিও গুলো নিয়মিত দেখি তারা এর গুণের কথা খুব ভালভাবেই জানি।
রুপ চর্চায় ব্যবহারঃ
১. এক কাপ অ্যাপেল সিডার ভিনেগার গোসলের ১০ মিনিট আগে সারা শরীরে মেখে রাখবেন। এতে করে রোদে পোড়া ভাব দূর হবে। তাছাড়া গোসলের পানিতে দিয়েও ব্যবহার করতে পারেন। মন প্রফুল্লও হবে, রোদে পোড়া দাগও কমবে।
২. এটি হাত ও পায়ে ম্যাসাজ করলে দেহের ক্লান্তি দূর হয়।এটি টোনার হিসেবেও ব্যবহার করা যায়।ত্বকের ব্রণ ও দাগ দূর করতে সহায়তা করে
স্বাস্থ্য সুরক্ষায়ঃ
৫. প্রতিদিন দুই বেলা খাওয়ার আগে এক গ্লাস পানিতে ১ চামচ করে খেলে ওজন কমে। এর প্রধান উপাদান হল অ্যাসিটিক অ্যাসিড, যেটা ওজন কমাতে সহায়তা করে।
৬. অ্যাপেল সিডার ভিনেগার পুরো দেহের Ph-এর সমতা রক্ষা করতে সহায়তা করে।
৭. অ্যাপেল সিডার ভিনেগার লিভার ভালো রাখে এবং অ্যালার্জি প্রতিরোধ করে।
৮. যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা এক গ্লাস পানিতে ১ চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিলিয়ে খান, খুব তাড়াতাড়ি আরাম পাবেন
৯.আপেল সিডার ভিনেগার রক্তের খারাপ কোলস্টেরল ধ্বংষ করে
১০.পাকস্থলীর তথা পেটের পীড়ায় এটি খুব কার্যকর ভূমিকা পালন করে।
১১.বদহজমের সমস্যায় এটি খুব কার্যকর।এক গ্লাস কুসুম গরম পানিতে,এক চা চামচ মধু ও এক চা চামচ আপেল সিডার মিশিয়ে খেলে দ্রুত বদহজম সমস্যা দূর হয়।
সর্তকতাঃ
আপেল সিডার ভিনেগার অবশ্যই পানির সাথে মিলিয়ে খেতে হবে।
মূল্যঃ
√ব্রাগ উইথ মাদার (৪৭৩ মিলি)- ৬০০/
√ব্রাগ উইথ মাদার(৯৪৬ মিলি )-১০০০/
ডেলিভারি চার্জঃ
ঢাকায়- ফ্রী
০১৯১৩৯৮৭৬৭২