30/12/2022
🔴রক্ত দানঃ ২৩
আলহামদুলিল্লাহ, চলমান পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের রক্তদান কর্মসূচি চলছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন রোগীর রক্তের চাহিদা পূরণ করতে।
জাতি ধর্ম নির্বিশেষে, রক্তদানে বন্ধন সবার সাথে। "EAB" এর উদ্যোগে প্রতিষ্ঠিত "EAB ব্লাড ডোনেশন এন্ড হেলথ ইউনিট "এর পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে সংকটময় মুহূর্তে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে রোগীর জন্য স্বেচ্ছায় লাল ভালোবাসা দান করলো । প্রিয় ভাই স্বেচ্ছাসেবক ভোলা জেলার সদস্য সচিব
িন ভাই ওনার মত লোক যেন প্রতি জেলা, উপজেলা ও বিভাগ থেকে তৈরী হয় সেই লক্ষে আমাদের সবার কাজ করতে হবে।
ধন্যবাদ, ব্লাড ডোনেশন এন্ড হেলথ ইউনিট এর স্বেচ্ছাসেবক যার মাধ্যমে ব্লাড ডোনেশন সম্পন্ন হয়েছে।
তার জন্য অনেক শুভকামনা ও অন্তরের অন্তঃস্থল থেকে নিরন্তর ভালোবাসা রইলো। সবাই দোয়া করবেন যেন তিনি সবসময় এভাবে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে।
যাকে লাল ভালবাসা দেওয়া হয়েছিল তার বিবরনঃ
একটি মানবিক আবেদন
রক্তদাতা এগিয়ে আসুন 🙏
সেচ্ছায় করি রক্ত দান, বাঁচবে মানুষ বাঁচবে প্রান,
👤রোগীর নামঃ-একরাম
⛔রোগীর সমস্যাঃ- রক্তশূন্যতা
💉রক্তের গ্রুপ :AB+
📟রক্তের পরিমাণঃ- 450ml
🔴হিমোগ্লোবিনঃ-
🌍রক্ত দানের স্থানঃ- চরফ্যাশন সেন্ট্রাল হাসপাতাল , ভোলা
🗒️রক্ত দানের তারিখঃ- ৩০/১২/২০২২
⏰রক্ত দানের সময়ঃ - ৭:৪৫ PM
☎️যোগাযোগঃ- +880 17 8324 6528
👬রেফারেন্সঃ- Md Al amin(2200003552 )
🚑এক্সচেঞ্জঃ -
আপনার রক্ত অন্যের মুখে
হাসি ফোটাতে পারে 🥰
#বিঃদ্রঃ আমরা বিভিন্ন ডোনারের ছবি পোস্ট করি, অন্যদের উৎসাহিত করার জন্য। নতুন ডোনার তৈরির লক্ষ্যে, লোক দেখানোর জন্য নয়।
নিজে রক্ত দিন এবং অন্যকে উৎসাহিত করুন, মানব সেবায় অংশ নিন। রক্ত দিন জীবন বাচান।
💗💗💗 জয় হোক মানবতার 💗💗💗
স্বেচ্ছাসেবক ডোনারের জন্য গুগল ফরম লিংক নিচে দেওয়া হল। যারা ব্লাড ডোনেশন করেন তারা পুরন করবেন।
ধন্যবাদ।
https://forms.gle/NDWaBYdEdpn6nj889
সবাইকে ব্লাড ডোনেশন ও চিকিৎসা সহায়তা ইউনিট এর গুগল ফর্ম পুরন করার জন্য অনুরোধ করা হলো।