19/10/2024
আগেই ভালো ছিলোদের জন্য,
৯০ টাকার পেট্রোল ১৩৫ টাকা এক রাতেই, সেটা ভালো ছিল,
৮০ টাকার ডিজেল কেরোসিন ১২০ আগেই ভালো ছিল,
১০০ টাকার সয়াবিন তেল ৬ মাসের মধ্যে ১৮০ টাকা হয়েছিল, আগেই ভালো ছিল,
৭০ টাকার চিনি ১৪০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল,
১২০ টাকার মুরগী ২৪০ /২৭০ হয়েছিল আগেই ভালো ছিল, ৫০ টাকার পেয়াজ ২০০ হয়েছিল আগেই ভালো ছিল, কাঁচা মরিজ ২০/১২০০ টাকা
৪০ টাকার চনার ডাল ৮০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল
৭০ টাকার মুসর ডাল ১৩০ হয়েছিল আগেই ভালো ছিল, ডিমের ডজন ১৭০ গেছিল আগেই ভালো ছিলো,
২০ টাকার আলু ৫০/৬০ হয়েছিল আগেই ভালো ছিল, লজ্জা করেনা এইসব বলতে!
আগে চুরির টাকা ছিল তাই দাম হলেও সমস্যা হয়নি, এখন কাজ করে কিনে খেতে হচ্ছে তাই সমস্যা হচ্ছে!
"সংগৃহীত"