13/08/2025
Enlarged adenoids ও palatine tonsil শিশুর ঘন ঘন সর্দি-কাশি, মুখ দিয়ে শ্বাস নেয়া, নাক বন্ধ থাকা, রাতে নাক ডাকা, খাওয়া/ঘুমের সমস্যা, এমনকি শ্রবণেও সমস্যা তৈরি করতে পারে।
সাধারণত চিকিৎসা দুটি ধাপে হয়:
১. ওষুধ দিয়ে কন্ট্রোল করার চেষ্টা:
– ডাক্তাররা সাধারণত ৩–৬ মাসের মতো Nasal steroid spray (যেমন: Metaspray/Avamys), antihistamine (Tofen, Montair), এবং পেনভিক জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেন।
– অনেক শিশু এই চিকিৎসাতেই উপশম পায়।
২. যদি ওষুধে কাজ না করে, উপসর্গ গুরুতর হয়:
– শিশু যদি নিয়মিত নাক বন্ধ, মুখ দিয়ে শ্বাস নেয়, ঘুমে ব্যাঘাত হয় বা কানে পানি জমে হিয়ারিং লস দেখা দেয়, তখন অপারেশনই উপযুক্ত সমাধান হয়ে দাঁড়ায়।
এক কথায়:
➡️ ছোট বয়সে অনেক সময় adenoids বড় হলেও বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যেতে পারে।
➡️ তবে যদি উপসর্গ গুরুতর হয় ও জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে, তখন অপারেশন নিয়ে দেরি করা ঠিক নয়।
পরামর্শ:
– একজন অভিজ্ঞ শিশু ENT স্পেশালিস্টের মতামত নিতে পারেন।
– CT scan বা Nasopharyngoscopy করলে ভিতরের অবস্থা আরও পরিষ্কার হবে।
আল্লাহ আপনাদের জন্য সহজ করে দেন।
#এডিনয়েড_অপারেশন #কোবলেশন
#টনসিল_ও_এডিনয়েডের_চিকিৎসা
#বাচ্চাদের_হা_করে_ঘুমানোর_কারন
#সিরিয়ালের জন্য -01920151757, 09639206020
#সাক্ষাৎ - রবি,মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার রাত ৭.৩০-১০টা
মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতাল
ওয়াল্টার রোড, সূত্রাপুর (থানার পাশে), ঢাকা-১১০০