Sunnah Care- Hijama Point

Sunnah Care- Hijama Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sunnah Care- Hijama Point, Medical and health, Hazipara, Uttar Badda, Dhaka.

হিজামা।হাদিসে বর্নিত সুন্নাহ চিকিৎসা পদ্ধতি।
30/10/2023

হিজামা।
হাদিসে বর্নিত সুন্নাহ চিকিৎসা পদ্ধতি।

12/09/2022

🌿হযরত আনাস রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর : ২০৫৩

🌿হযরত আবু হুরাইরা রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিব্রাঈল(আ)আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর : ৭৪৭০

🌿হযরত জাবির রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫

🌿হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর : ২০৫৩

🌿যে ব্যক্তি আরবি চাঁদের মাসের ১৭তম,১৯তম এবং ২১তম দিনে হিজামা করাবে তা হবে সর্ব রোগের ঔষধ (আবু দাউদ-৩৮৬১)

1. Gout (গেটেবাত)
2. Sciatica (কটিবাত/নিতম্ববেদনা)
3. Back pain (কোমর ব্যথা/পিঠে ব্যথা)
4. Quadriplegia/Paralysis (পক্ষাঘাত)
5. Rheumatism & Arthritis joint inflammation (জয়েন্ট প্রদাহ/ রিউম্যাটিজম এবং বাতজনিত সংক্রমণ)
6. Diabetes (ডায়াবেটিস)
7. High Blood pressure (উচ্ছরক্তচাপ)
8. Migraine (মাইগ্রেন)
9. Rheumatoid Arthritis (রিউমাটয়েড আর্থ্রাইটিস/বাত, সন্ধিপ্রদাহ, গ্রন্থিবাত)
10. Hemiplegia/paralysis (পক্ষাঘাত)
11. Speech Disorder (বাকরুদ্ধতা)
12. Headache (মাথাব্যথা)
13. Nocturnal Enuresis (রাতে মূত্রধিক্য/মূত্রের বেগধারণে অক্ষমতা)
14. Cerebral palsy (মস্থিকের পক্ষাঘাত)
15. Mental Retardation (মানসিকবৈকল্য/মানসিক প্রতিবন্ধকতা)
16. Epilepsy (মৃগীরোগ)
17. Peripheral Neuropathy (পেরিফরাল স্নায়ুরোগ)
18. Facial Palsy (মুখের পক্ষাঘাত)
19. Gastric Ulcer (গ্যাস্ট্রিক আলসার)
20. Constipation (কোষ্ঠকাঠিন্য)
21. Diarrhoec (ডায়রিয়া)
22. IBS (Irritable Bowel Syndrome) (বিরক্তিকর পেটের সমস্যা)
23. Viral Hepatitis (হেপাটাইটিস/যকৃতের বিষাক্ত প্রদাহ)
24. Cholecystitis (পিত্তথলির প্রদাহ)
25. Coronary Artery lnsuffiency (হার্ডের অর্যাপ্ত রক্তসঞ্চালন/হার্ডের ব্লক/করোনারি আর্টারি অপর্যাপ্ততা)
26. Bronchial Asthma (এজমা/হাপানী)
27. Prostatitis/Prostate inflammation (প্রষ্টেটের প্রদাহ)
28. Varicocele/Water accumulation in the testicles (অন্ডকোষে পানি জমা/ শুক্রনালীর শিরা-ঘটিত টিউমার)
29. A**l Fistula (এনাল ফিষ্টুলা/পায়ুসংক্রান্ত ফিস্টুলা)
30. Hemorrhoids/Piles (অর্শ্বরোগ/পাইলস)
31. Varicose Veins (শিরা ফুলেওঠা)
32. Sinusitis (সাইনাস প্রদাহ)
33. Otitis Media (কানে ব্যথা/প্রদাহ)
34. Laryngitis (গলার ব্যথা/স্বরনালির প্রদাহ)
35. Tonsillitis (টনসিলে প্রদাহ)
36. Alopecia Areata (টাক/চুলপড়া)
37. Vitiligo/White Disease (শ্বেত রোগ)
38. Psoriasis (সোরিয়াসিস)
39. Impotence/Sexual dysfunction (যৌন র্দুবলতা/পুরুষত্বহীনতা)
40. Male Infertility (পুরুষ বদ্ধ্যাত্ব)
41. Dysmenorrhea/Pain during menstruation (মাসিকের সময় ব্যথা)
42. Female Infertility (মহিলা বন্ধ্যাত্ব)
43. Amenorrhea (বাধক/মাসিক না হওয়া)
44. Cataract (চোখে ছানি পড়া)
45. Glaucoma (চোখের চাপ বাড়া/দৃষ্টিশক্তি লোপ হওয়া চোখের অসুখ)
46. Cervical And Lumbar spondylosis (মেরুদন্ডের হাড় ক্ষয়/ গ্রীবাসংবন্ধীয় এবং কটিদেশীয় স্পন্ডাইলোসিস)
47. Peripheral joint Arthritis (হাত পায়ের আর্থ্রাইটিস/ পেরিফেরাল জয়েন্ট আর্থ্রাইটিস)
48. Allergy (চর্মরোগ/এলার্জি)
49. Arm Tingling (হাতের ঝিঝিধরা)
50. Blood Circulation (রক্ত সঞ্চালন/রক্তের সারকুলেশন)
51. Abdominal Pain (পেট ব্যথা)
52. Chronic Cough (দীর্ঘ্ মেয়াদি কাশি/ দীর্ঘস্থায়ী কাশি)
53. Kidney Disease (কিডনীর রোগ)
54. Excessive Sleeping (অতিরিক্ত নিদ্রা)
55. Depression Stress (বষিন্নতা স্নায়িবিকচাপ/মানসিক চাপ)
56. Heart Disease (হৃদরোগ)
57. Skin Disease (চর্মরোগ)
58. Obesity (মোটা হওয়া)
59. Under Weight (ওজন কম/চিকন সাস্থ্য)
60. Thyroid Disease (তাইরয়েড সমস্যা)
61. Trigeminal Neuralgia (ট্রাইজেমিনাল নিউরালজিয়া)
62. Weak Memory (স্বরন শক্তির র্দুবলত)
63. Convulsion (খিচুনি)
64. Leg Cramp (পা চাবানো)
65. Acne (ব্রন)

👉সুন্নাহ দিন হিসেবে সোমবার,মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে খালি পেটে হিজামা করা উত্তম তাছাড়া জরুরি প্রয়োজনে যে কোন দিন হিজামা করা যায় ইনশাআল্লাহ

❝তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। ❞(সহিহ বুখারী- ৫৬৯৭)❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সক...
15/08/2022

❝তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। ❞
(সহিহ বুখারী- ৫৬৯৭)

❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। ❞
(কানযুল উম্মাল-২৮১১২)

অনেকেই বলতে পারেন: "হিজামা কিভাবে এত রোগ ভাল করে?"
হিজামা শরীরের একটি বেসিক মেকানিজম এক্টিভেট করে। তা হচ্ছে এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড পাথওয়েকে বুস্ট করে দেয়। এই নাইট্রিক অক্সাইডকেই বিজ্ঞানীরা মিরাকল মলিকিউল বা হিলিং মলিকিউল নাম দিয়েছেন। যেকোন ডিজিজের নাম এর সাথে effect of nitric oxide লিখে গুগোল সার্চ করলেই আমদের কথা সত্যতা পাবেন।
হিজামাতে যে লাইট স্ক্র‍্যাচ হয় এতে ক্যাপিলারি ইনজুরি হয়, এবং এই ক্যাপিলারির এন্ডোথেলিয়াম থেকেই নাইট্রিক অক্সাইড তৈরি হয়।

যে সকল সমস্যায় হিজামা উপকারীঃ
১. মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS, ।
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি
৮. Erectyle dysfunction, ejaculatory dysfunction, অন্যান্য যৌন সমস্যা।
৯. থাইরয়েডের সমস্যা।
১০. Gout
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
১৩. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী।

হিজামা কী?হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়...
29/07/2022

হিজামা কী?
হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।

এইটা বিশ্বব্যাপী জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা যা বিভিন্ন রোগের জন্য কার্যকরী এবং যেকোন সুস্থ রোগীর জন্য রোগ প্রতিরোধ হিসেবে ইফেক্টিভ চিকিৎসা ব্যবস্থা। উন্নত বিশ্বে এর ব্যাপক প্রচলন থাকলেও আমাদের দেশে এখন জনপ্রিয় হচ্ছে দিন দিন।

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা কারণ রাসূল(সাঃ) এর জীবনে এই চিকিৎসা করার ঘটনা বিভিন্ন হাদিসে বর্ণীত আছে।

যারা হিজামার কথা নতুন নতুন শুনে অভিভূত হয়েছেন- নিজে হিজামা করতে শুরু করেছেন, পরিবারের কাছের মানুষদেরকে হিজামার কথা বলছেন, নিয়েও আসছেন হিজামার জন্যে – তাদের প্রত্যেককে আমরা এই হাদিসগুলো মনে করিয়ে দিতে চাই!

❝তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। ❞
(সহিহ বুখারী- ৫৬৯৭)

❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। ❞
(কানযুল উম্মাল-২৮১১২)

Address

Hazipara, Uttar Badda
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Care- Hijama Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share