Huraira Consultancy

Huraira Consultancy Marriage & Relationship Consultant, Mentor, Educator, Speaker, Social Activist, Content Creator Consultation Service:
* Individual,
* Couple Consultation.

As relationship consultants, we are here to provide valuable guidance and support to develop stronger bonding's and navigate the complexities of modern relationships. Join us, our core focus service is on various topics related to love, communication, intimacy, and personal growth. Our videos offer practical advice, proven strategies, and actionable tips to foster healthier and more fulfilling rel

ationships. And mainly we help to strengthen emotional accidents and rebuild relations from extramarital affairs. Whether you're seeking to enhance your marriage, improve communication with your partner, or mitigate relationship challenges, our channel is your go-to resource. We believe in the power of effective communication, emotional intelligence, and building a foundation of trust, care, and respect. Huraira Shishir prioritizes tailored strategies that address the unique needs of individuals and couples rather than generic advice. She inspires clients to grow, strengthen their relationships, and overcome personal or relational challenges. For your appointment - 01951271550 (WhatsApp)

24/08/2025
মানসিক ও আবেগীয় সুস্থতা ঠিক রাখা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সম্পর্ক ও কর্মজীবনেও সুখ-শান্তির মূল চাবিকাঠি।আমরা প্রায়ই শ...
24/08/2025

মানসিক ও আবেগীয় সুস্থতা ঠিক রাখা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সম্পর্ক ও কর্মজীবনেও সুখ-শান্তির মূল চাবিকাঠি।
আমরা প্রায়ই শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিই, কিন্তু মনের যত্ন নেওয়া ভুলে যাই। এখানে কিছু সহজ কৌশল রয়েছে, যা আপনার এবং আপনার প্রিয়জনের মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

Support Emotional & Mental Wellbeing — টিপস
১. খোলামেলা কথা বলুন
অনুভূতি লুকিয়ে না রেখে বিশ্বাসযোগ্য কারো সঙ্গে ভাগ করুন।

২. শুনুন, বিচার নয়
কারো কথা শোনার সময় সমাধান দেওয়ার চেয়ে তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন।

৩. বিশ্রাম ও ঘুমের প্রতি যত্নশীল হোন
পর্যাপ্ত ঘুম ও বিরতি মানসিক চাপ কমায়।

৪. স্ট্রেস ম্যানেজমেন্ট অভ্যাস করুন
মেডিটেশন, দোয়া, বা শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন।

৫. নিজেকে সময় দিন
পছন্দের কাজ, বই পড়া, সঙ্গীত শোনা বা হাঁটাহাঁটি করুন।

৬. সহায়তা নিতে দ্বিধা করবেন না
প্রয়োজনে কাউন্সেলর বা সাপোর্ট গ্রুপের সাহায্য নিন।

৭. পজিটিভ পরিবেশে থাকুন
নেতিবাচক কথা, সমালোচনা বা বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকুন।

মানসিক ও আবেগীয় সুস্থতা কোনো বিলাসিতা নয় এটি আপনার জীবনের ভিত্তি। নিজের মনকে যত্ন নেওয়া মানে নিজের প্রতি বিনিয়োগ করা। আজ থেকেই শুরু করুন, কারণ সুস্থ মনই আপনাকে ভালোবাসা, শান্তি এবং জীবনের সৌন্দর্য উপভোগ করার শক্তি দেবে।

আমি হুরায়রা শিশির কাজ করছি বিয়ে এবং সম্পর্ক নিয়ে।
দাম্পত্য সম্পর্ক বিষয়ক পরামর্শ পেতে যোগাযোগ করুন 0১৯৫১২৭১৫৫0 (WhatsApp)

23/08/2025

বিবাহের আগে প্রস্তুতি ও বাস্তবতা বোঝা
বিবাহ জীবনের একটি সুন্দর শুরু, তবে সফল দাম্পত্য গড়তে সঠিক প্রস্তুতি অতি প্রয়োজন। সম্প্রতি এক যুগল আমাদের কাছে এসেছিল যারা আগ্রহী ছিল একে অপরকে গভীরভাবে বোঝার জন্য, যাতে তাদের সম্পর্কের ভিত্তি মজবুত ও স্থায়ী হয়।

তারা শিখলো, শুধু ভালবাসাই যথেষ্ট নয়, বাস্তবতা বোঝা এবং একে অপরের সঙ্গে দরকারি আলোচনা ও সম্মতি হওয়াটাই সুখী বিবাহের মূল চাবিকাঠি।

বর্ণিল কথায় নয়, বাস্তব কথায় মন দিলে সংসার মজবুত হয়।
সেহেতু, বিবাহের আগে একসাথে বসে ভাবা জরুরি প্রত্যাশা, দায়িত্ব, আর্থিক সক্ষমতা, পারিবারিক মূল্যবোধ, দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলাখুলি আলোচনা করা।

এই সরল কিন্তু গভীর কথোপকথনের মধ্য দিয়েই আসল বোঝাপড়া ও বন্ধন গড়ে ওঠে, যা ঝড়ের আগুনেও টেকে।

আপনি যদি বিবাহের প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন বা অনিশ্চিত থাকেন, অথবা আপনার সম্পর্কের কোথাও সন্দেহ বা দ্বিধা থাকে, তাহলে ভয় পাবেন না, আমরা আছি আপনাদের পাশে।

আমি, হুরায়রা শিশির, দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্ক নিয়ে কাজ করছি...

আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে
📞 ০১৯৫১২৭১৫৫০ (WhatsApp)

আমাদের সাথে এসে একসাথে সেই যাত্রা শুরু করুন, যেখানে ভালোবাসার সঙ্গে বাস্তবতার মেলবন্ধন বজায় রেখে সুন্দর এবং সুখী সংসারের সূচনা গড়ে উঠবে।

#বিবাহ_পরামর্শ #জীবন_সঙ্গী #পরিবারিক_সম্পর্ক

(আপনার সম্পর্কের প্রতি যত্নের প্রথম পদক্ষেপ আজই নিন।)

21/08/2025

ওইফে রা কি চান প্রেগ্ন্যাসির সময়!?

কারো সঙ্গে ঝগড়া হয়নি, কেউ কিছু বলেনি —তাও মনটা বিষণ্ণ।কখনও কখনও কষ্টের কারণ বোঝা যায় না,শুধু বোঝা যায় — কিছু একটা ঠিক নে...
21/08/2025

কারো সঙ্গে ঝগড়া হয়নি, কেউ কিছু বলেনি —
তাও মনটা বিষণ্ণ।

কখনও কখনও কষ্টের কারণ বোঝা যায় না,
শুধু বোঝা যায় — কিছু একটা ঠিক নেই।

হুরায়রা কনসালটেন্সিতে আমরা সেই “ঠিক না থাকা” অনুভূতিগুলো শুনি,
কারণ আপনিও শুনে ওঠার মতো একজন মানুষ।

আমি হুরায়রা শিশির এবং আমার টিম পাশে আছি।
চলুন, একসাথে চেষ্টা করি কিভাবে সেই অনুভূতিগুলোকে সামলানো যায়।

আমি হুরায়রা শিশির কাজ করছি বিয়ে এবং সম্পর্ক নিয়ে।
দাম্পত্য সম্পর্ক বিষয়ক পরামর্শ পেতে যোগাযোগ করুন ০১৯৫১২৭১৫৫০ (WhatsApp)

''অভিমান করে দূরে চলে গেলেন, জানলেনই না, সে কেমন আছে? অথচ অপেক্ষার প্রহর গুনতে গুনতে সে আজ ক্লান্ত, অভিমানের দেয়ালে চাপা...
21/08/2025

''অভিমান করে দূরে চলে গেলেন,
জানলেনই না, সে কেমন আছে?
অথচ অপেক্ষার প্রহর গুনতে গুনতে সে আজ ক্লান্ত,
অভিমানের দেয়ালে চাপা পড়ে গেছে তার ভালোবাসা।''
আপনার অভিজ্ঞতা কি ছিল!

~হুরায়রা শিশির

21/08/2025

প্রেগন্যান্সিতে স্বামীর করণীয়!
দাম্পত্য সম্পর্ক বিষয়ক পরামর্শ পেতে যোগাযোগ করুন 0১৯৫১২৭১৫৫0 (WhatsApp)

=

পরকীয়া শুধু পুরুষরাই করে!এটা সমাজে প্রচলিত ধারণা।কিন্তু বাস্তবতা হলো:* মানসিক শূন্যতা, একাকীত্ব বা অবহেলা নারী কিংবা পুর...
19/08/2025

পরকীয়া শুধু পুরুষরাই করে!

এটা সমাজে প্রচলিত ধারণা।
কিন্তু বাস্তবতা হলো:
* মানসিক শূন্যতা, একাকীত্ব বা অবহেলা নারী কিংবা পুরুষ উভয়কেই পরকীয়ায় ঠেলে দিতে পারে।
* তাই শুধু দোষারোপ নয়, দরকার সমস্যার মূল খুঁজে বের করা।

সম্পর্ক রক্ষা পায় তখনই, যখন দুজনই খোলাখুলি কথা বলে আর একে অপরকে মূল্য দেয়।
ভুল বললাম!

আমি হুরায়রা শিশির কাজ করছি বিয়ে এবং সম্পর্ক নিয়ে।
দাম্পত্য সম্পর্কের জটিলতায় সঠিক পরামর্শের জন্য যোগাযোগ করুন: 01951271550 (WhatsApp)

যেই সম্পর্কে বিশ্বাস নেইসেই সম্পর্কে ভালোবাসাও নেই।আপনার কি মনে হয়?
18/08/2025

যেই সম্পর্কে বিশ্বাস নেই
সেই সম্পর্কে ভালোবাসাও নেই।

আপনার কি মনে হয়?

Marriage is challenging. So is being alone.Communication takes effort. So does silence.Healthy relationships require wor...
18/08/2025

Marriage is challenging. So is being alone.
Communication takes effort. So does silence.
Healthy relationships require work. So does repairing a broken one.
Life offers choices, and none are easy, so choose wisely.
At Huraira Consultancy, we help you make the right choice by finding a partner aligned with your values, dreams, and goals. Your ideal match is the first step towards choosing your happiness.
Life isn't easy, but choosing the right partner makes it worthwhile.
Choose your partner. Choose your happiness.
Choose Huraira Consultancy.

Have questions or need support with your relationship?
Feel free to reach out anytime—we are here to listen and help.

📞 Our official contact number: 01951271550 (WhatsApp available)

17/08/2025
বিয়ে শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, বরং সারা জীবনের যাত্রা।সময়ের সাথে সম্পর্কের রং যেন ফিকে না হয়, সেজন্য প্রয়োজন যত্...
17/08/2025

বিয়ে শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, বরং সারা জীবনের যাত্রা।
সময়ের সাথে সম্পর্কের রং যেন ফিকে না হয়, সেজন্য প্রয়োজন যত্ন, বোঝাপড়া আর একসাথে বড় হওয়ার মনোভাব। দীর্ঘমেয়াদী ও সুখী দাম্পত্য জীবনের ৩টি কৌশল নিচে শেয়ার করা হল, যা আপনার সম্পর্ককে আরও মজবুত ও ভালোবাসায় ভরপুর করে তুলতে পারে।

১. রুটিনের মাঝে রোমান্স বাঁচিয়ে রাখুন
কাজের চাপ বা বাচ্চাদের দায়িত্বের মাঝেও একান্ত সময় বের করুন। ডেট নাইট, হাঁটাহাঁটি, বা একসাথে চা ছোট মুহূর্তও সম্পর্ককে সতেজ রাখে।

২. দায়িত্ব ভাগাভাগি করুন
গৃহস্থালি, আর্থিক দায়িত্ব ও আবেগীয় যত্ন সব কিছু একসাথে ভাগ করুন। একজনের উপর বোঝা চাপাবেন না।

৩. সমস্যা বড় হওয়ার আগে সমাধান করুন
ছোট অভিমান বা ভুল বোঝাবুঝি জমতে দেবেন না। প্রয়োজনে তৃতীয় পক্ষ বা কাউন্সেলরের সাহায্য নিন।

সুখী দাম্পত্য জীবন কোনো জাদু নয়, এটি প্রতিদিনের ছোট ছোট ভালোবাসা, সম্মান আর যত্নের ফল।
আপনার সম্পর্কও আজ থেকেই আরও সুন্দর হতে পারে, যদি দুজনই চেষ্টা করেন একে অপরের পাশে থাকার।
আপনি কোন কৌশলটি আগে শুরু করবেন? কমেন্টে জানান।

দাম্পত্য সম্পর্ক বিষয়ক পরামর্শ পেতে যোগাযোগ করুন 0১৯৫১২৭১৫৫0 (WhatsApp)

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Huraira Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Huraira Consultancy:

Share