10/06/2023
'অর্থো' শব্দের অর্থ হচ্ছে 'সোজা' আর 'ডন্টিক্স' শব্দের অর্থ 'দন্ত বিষয়ক'।
সুতরাং আঁকা বাঁকা দাঁতকে সোজা করার বিষয়ে ডেন্টিস্ট্রির যে বিভাগে কাজ করা হয় তাকে অর্থোডন্টিক্স বলে।
দাঁত আঁকাবাকা বিভিন্ন কারণে হতে পারে, জন্মগত, অভ্যাসগত, বা আঘাতপ্রাপ্তির ফলে ইত্যাদি। আঁকাবাকা দাঁত যে শুধু একজন মানুষের মুখের সৌন্দর্য্য নষ্ট করে তা নয়, তার মুখের বিভিন্ন কার্যক্ষমতাও কমিয়ে দিতে পারে। খাদ্য চর্বণে অসংগতি, মুখগহ্বরের অপরিচ্ছন্নতা ইত্যাদি একজন ব্যক্তির স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও চোয়াল ও দাঁতের অসামঞ্জস্যতার কারনে একজন ব্যক্তি পারিবারিক ও সামাজিকভাবে হীনমন্যতায় ভুগতে পারে।
অর্থোডন্টিক্স চিকিৎসার ধরণ আর রোগীর সমস্যার উপর নির্ভর করে সময় ও খরচ। অর্থোডন্টিস্ট এর অভিজ্ঞতার উপরও চিকিৎসার খরচ রকমফের হতে পারে। রোগীর বয়স যত বেশি হয় চিকিৎসার সময় তত বেশি লাগে তাই অল্প বয়সে চিকিৎসা শুরু করলে আশানুরূপ ফল পাওয়া যায়।
যারা আঁকাবাঁকা দাঁত নিয়ে কাজ করেন তাদের অর্থোডন্টিস্ট বলা হয়ে থাকে। বিডিএস ডিগ্রী ধারী ডেন্টাল সার্জনরা এই বিষয়ে উচ্চতর ডিগ্রি (এফ.সি.পি.এস./ এম. এস.) নিয়ে অর্থোডন্টিক্স বিশেষজ্ঞ হয়ে থাকেন। অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করলে হিতে বিপরীত হতে পারে।
সুতরাং আপনার বা আপনার আপনজনের মুখ, দাঁত ও চোয়ালের অসামঞ্জস্যতা থাকলে একজন অভিজ্ঞ অর্থোডন্টিস্টের পরামর্শ নিন।