17/07/2025
আলমন্ড খোসা সহ না খোসা ছাড়া – কোনটা পুষ্টিকর?অনেকেই প্রশ্ন করেন—খোসা সহ খাবো, নাকি খোসা ছাড়া?
👉আসলে খোসা সহ আলমন্ডে থাকে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে পলিফেনল, যা শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
👉এতে ডায়েটারি ফাইবার বেশি থাকে, যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য কমায়।
👉খোসা সহ খেলে রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো।
খোসা ছাড়া আলমন্ডে(blanched almond)খোসা ছাড়ানোর ফলে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার কমে যায়।তবে এটি তুলনামূলকভাবে সহজে হজমযোগ্য, শিশু ও কিছু হজম সমস্যা থাকা ব্যক্তিদের জন্য উপযুক্ত।বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয়।
💥💥তবে আপনি যদি সর্বোচ্চ পুষ্টিগুণ চান, তাহলে খোসাসহ আলমন্ডই ভালো। তবে হজমে সমস্যা বা নির্দিষ্ট স্বাস্থ্যগত কারণে খোসা ছাড়া আলমন্ড খাওয়াও গ্রহণযোগ্য।
সকালে ৫–৬টি খোসাসহ ভেজানো আলমন্ড নিয়মিত খেলে হৃদরোগ ও স্মৃতিশক্তি উন্নত হয়।