“Blood Transfusion” হচ্ছে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম। যার মূল কাজ হচ্ছে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণ। দেশের সবকটি জেলায় "Blood Transfusion" এর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে।
"Blood Transfusion" একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক অনলাইন ব্লাড ব্যাংক।
✅ আপনি রক্তের জন্য নিন্মোক্ত তথ্যবলি উল্লেখপূর্বক আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন।
জরুরী 'ব্লাড গ্রুপ' রক্ত প্রয়োজন
🚹রোগীর সমস্যা:
🔴রক্তের গ্রুপ:
💉রক্তের পরিমাণ:
📆রক্তদানের তারিখ:
⌚রক্তদানের সময়ঃ
🏥রক্তদানের স্থান:
☎যোগাযোগ:
✅ আপনি যদি রক্তদান করতে ইচ্ছুক তাহলে রক্তের গ্রুপ ,কখন,কোথায় রক্ত দিবেন তা জানাবেন তাহলে আমরা আপনাকে রোগী ম্যানেজ করে দিবো। সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপে পোস্ট অথবা পেইজের ইনবক্সে জানাতে পারেন।
✅ রক্তের পোস্টের কমেন্টে আপনার পরিচিত রক্তদাতা অথবা সেচ্ছাসেবী বন্ধুকে মেনশন করুন।
✅ রক্তের পোস্ট শেয়ার করে রক্তদাতা খুঁজে পেতে সহযোগীতা করবেন।
✅ গ্রুপে আপনার বন্ধুদের যুক্ত করুন।
⛔ নিয়ম নীতি:
১. গ্রুপে রক্তদাতা এবং রক্তগ্রহিতা উপরোক্ত পদ্ধতি অনুসন করে পোস্ট করতে পারবেন।
২.স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে পোস্ট করতে পারবেন।
৩.গ্রুপে রক্ত সম্পর্কিত পোস্ট ব্যতীত অন্য কোন পোস্ট অ্যাপ্রুভ করা হবে না।
৪. আর্থিক সাহায্য চেয়ে কারো পোস্ট,রাজনৈতিক,ব্যবসায়িক প্রচারণামূলক কিংবা হাস্য রসাত্মক পোস্ট অ্যাপ্রুভ করা হয় না।
৫.গ্রুপে নিজ দেশ বা অন্য কোন দেশ,রাষ্ট্র,সমাজ,বর্ণ,জাতি গোষ্ঠী ,ব্যক্তি বিশেষকে হেও প্রতিপন্ন করা বা বর্ণবাদী আচরণ এবং বিদ্বেষ ও উস্কানিমূলক বার্তা ছড়ানো হতে বিরত থাকতে হবে।
৬. গ্রুপে নারী ও শিশুর প্রতি সহিংসতা মূলক বা হেও প্রতিপন্ন করা হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে।
৭. গ্রুপের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিশীল থাকবেন।
৮. “ব্লাড ট্রান্সফিউশন” গ্রুপের পরিচয় ব্যবহার করে অন্যায় বা অবৈধ কোন সুযোগ নেয়ার চেষ্টা করা হতে বিরত থাকতে হবে।
৯. "ব্লাড ট্রান্সফিউশন" এর লোগো কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোথাও ব্যবহার করা যাবেনা।
১০.গ্রুপের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান করবেন। সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন।
১১.গ্রুপের মাধ্যমে দুর্নীতি ও প্রতারণামূলক কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
১২.স্পাম ছড়ানো হলে বিনা নোটিশে ব্যান করা হবে৷
১৩. গ্রুপের নিয়ম নীতি ভঙ্গ করলে গ্রুপের এডমিন বা মডারেটর আপনাকে ব্যান করতে পারেন অথবা আইনগত ব্যবস্থা নিতে পারেন।
১৪.যে কোন পরামর্শ, অভিযোগ বা সমস্যা এডমিন বা মডারেটরদের জানাবেন ৷
♻ নিয়মাবলী পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন হতে পারে৷ আপনাদের সুপরামর্শ কাম্য।