09/09/2025
🩸 চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী-পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন।
১৮ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম।
এক্ষেত্রে হোল ব্লাড দেওয়ার সময় পুরুষের ওজন থাকতে হবে অন্তত ৪৮ কেজি, আর প্লাটিলেট দেওয়ার জন্য ৬০ কেজির উপরে হতে হবে এবং নারীদের হোল ব্লাড দেওয়ার জন্য অন্তত ৪৫ কেজি হতে হবে, আর প্লাটিলেট দেওয়ার জন্য ৫৮ কেজির উপরে হতে হবে🩸
🩸🩸প্লাটিলেট দেওয়ার নিয়ম, একজন সুস্থ মানুষ প্রতি ১৫ দিন পর পর প্লাটিলেট দিতে পারে ।
আর হোল ব্লাড দিতে পারে ৯০ থেকে ১২০ দিনের মধ্যে।
আর প্লাটিলেট দেওয়া শুরু করতে হবে, হোল ব্লাড দেওয়ার ঠিক এর দুই মাস পর থেকে, ১৫ দিন পর পর প্লাটিলেট দিতে পারবে। আবার যখন হোল ব্লাড দেওয়ার সময় হবে ঠিক এর এক মাস পূর্ব থেকে প্লাটিলেট দেওয়া বন্ধ করতে হবে, এটি হলো রক্তদানের সঠিক নিয়ম।
আমি এই নিয়ম মেনেই রক্তদান করি ।
ব্লাড জোন অফ বাংলাদেশ(BZB)
ব্লাড জোন অফ বাংলাদেশ
#ব্লাড_জোন_অফ_বাংলাদেশ