08/04/2025
বাংলাদেশে এখন সবচেয়ে বেশি দরকার, একটি ডিজিটাল হেলথ কার্ড। আর সেই কার্ডটি হতে পারে এনআইডি কার্ড।
এনআইডি/জন্মনিবন্ধন কার্ড ব্যবহারের মাধ্যমে এমন একটি অ্যাপ ও সফটওয়্যার তৈরি করা যেতে পারে, যেখানে জীবনবৃত্তান্তের পাশাপাশি একজন ব্যক্তির সব বয়সের সব রোগের ইতিহাস জমা থাকবে এবং সেটি ক্রমান্বয়ে আপডেট হতে থাকবে। রোগের ইতিহাস সংরক্ষিত থাকলে রোগ নির্ণয় সহজ হতে পারে।
এই পদ্ধতিতে:
১. এনআইডি/জন্মনিবন্ধন কার্ডের মাধ্যমে একজন ব্যক্তির সব বয়সের সব রোগের ইতিহাস সংরক্ষিত থাকবে এবং নিয়মিত আপডেট হবে।
২. রোগের ইতিহাস থাকলে নতুন রোগ নির্ণয় সহজ হবে এবং অপ্রয়োজনীয় টেস্ট করাতে হবে না।
৩. সঠিক তথ্য নিশ্চিত করতে এনআইডি/জন্মনিবন্ধন কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হবে, ফলে ভুল তথ্য দিয়ে নিবন্ধন করা সম্ভব হবে না।
৪. আলাদা কোনো কার্ডের প্রয়োজন হবে না এবং সাধারণ মানুষকে কোনো ফি প্রদান করতে হবে না।
৫. ঘরে বসেই রোগী চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, টেস্ট রিপোর্ট দেখাতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন।
৬. চিকিৎসক কোন রোগে কী ওষুধ দিয়েছেন, তা সফটওয়্যারে সংরক্ষিত থাকবে, যা সেবার মান উন্নত করতে সাহায্য করবে।
৭. সরকারি হাসপাতালে করা টেস্টের রিপোর্ট ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে ডাউনলোড করা যাবে।
৮. যেকোনো সরকারি হাসপাতালে গিয়ে এনআইডি/জন্মনিবন্ধন কার্ড ব্যবহার করে চিকিৎসাসেবা নেওয়া যাবে।
৯. সরকারি স্বাস্থ্য দপ্তরে প্রতিদিনের রোগীর সংখ্যা, রোগের ধরনসহ যাবতীয় তথ্য সংরক্ষিত হবে, যা চিকিৎসাব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
১০. ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়ন হবে এবং কেন্দ্রীয় চিকিৎসকদের সঙ্গে সংযোগ তৈরি হবে।
১১. চিকিৎসক যদি কোনো ভুল চিকিৎসা করেন, তবে রোগীর প্রোফাইল চেক করে তা সংশোধনের ব্যবস্থা নিতে পারবেন।
১২. মেডিক্যাল শিক্ষার্থীরা রোগ ও রোগীর তথ্য নিয়ে গবেষণা করার সুযোগ পাবেন।
১৩. রাষ্ট্রীয়ভাবে সব ডাটা সংরক্ষিত থাকবে, ফলে জরিপ পরিচালনার প্রয়োজন হবে না।
১৪. ঔষধ কোম্পানিগুলো চলমান রোগের তথ্য পাবে এবং উৎপাদন বৃদ্ধির দিকনির্দেশনা পাবে।
১৫. প্রত্যেক নাগরিক জন্মনিবন্ধন/এনআইডি কার্ডের কপি সঙ্গে রাখতে উৎসাহী হবেন, যা দুর্ঘটনার ক্ষেত্রে শনাক্তকরণে সহায়ক হবে।
১৬. সর্বোপরি, এই সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা-ব্যয় কমে আসবে এবং চিকিৎসাব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হবে।