Diabari Kazi Office

Diabari Kazi Office Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diabari Kazi Office, Marriage Therapist, 1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka, Dhaka.

গুনাহ করি।অনুশোচনা করি।আবার গুনাহ করি।আবার ফিরে যাই আল্লাহর দরজায়…এই চক্রটাই যেন জীবনের অংশ হয়ে গেছে।মাঝে মাঝে বুকের ভিত...
30/11/2025

গুনাহ করি।
অনুশোচনা করি।
আবার গুনাহ করি।
আবার ফিরে যাই আল্লাহর দরজায়…
এই চক্রটাই যেন জীবনের অংশ হয়ে গেছে।

মাঝে মাঝে বুকের ভিতর প্রশ্ন ওঠে—
"আমি কি মুনাফিক? আল্লাহ কি আমাকে আর চাইবেন?"

কিন্তু সত্যটা হলো—
আল্লাহ আপনার হৃদয়ের যুদ্ধটুকু দেখেন।
আপনার কান্না দেখেন।
আপনার লড়াই দেখেন।
আপনার বারবার ফিরে আসাও তিনি দেখেন।

মানুষ হলে ভুল হবেই।
কিন্তু ভুলের পর আল্লাহর দিকে ফিরে যাওয়াটাই আসল ঈমানের পরিচয়।
মুনাফিক সে নয় যে গুনাহের পর কাঁদে…
মুনাফিক সে, যে গুনাহকে ভুল বলেই মনে করে না।

আপনি বারবার হোঁচট খান মানে আপনি দুর্বল,
কিন্তু বারবার আল্লাহর কাছে ফিরে আসেন—
এর মানে আপনি আল্লাহর প্রিয়।

কারণ হাদিসে এসেছে—
“যে বান্দা বারবার তাওবা করে, বারবার ক্ষমা চায়— আল্লাহ তাকে বারবারই ক্ষমা করেন।”

আল্লাহর দরজায় ফেরার পথ কখনো বন্ধ হয় না।
আপনার চোখের পানি শুকানোর আগেই
আল্লাহর রহমত আপনার দিকে ছুটে আসে।

হাল ছাড়বেন না।
আজও ফিরে আসার দিন।
এখনই। এই মুহূর্তে।

🤍 আল্লাহ আমাদের তাওবাকে কবুল করুন
আর ভুলের পর ভুল করে ফেলা সমস্ত ক্লান্ত বান্দাদের হৃদয়ে প্রশান্তি দিন।

— শায়খ আজিজ উল্লাহ হাকিম

নারী তখনই পরিপূর্ণযখন তার পাশে থাকে একজন সত্যিকারের সঙ্গীযিনি হন ঈমানদার, পরহেজগার, চরিত্রবানএবং ভালোবাসা ও দায়িত্বে গায়...
29/11/2025

নারী তখনই পরিপূর্ণ
যখন তার পাশে থাকে একজন সত্যিকারের সঙ্গী
যিনি হন ঈমানদার, পরহেজগার, চরিত্রবান
এবং ভালোবাসা ও দায়িত্বে গায়রতওয়ালা স্বামী।

একজন স্বামীর সম্মান, নিরাপত্তা ও মমতা একজন নারীর জীবনকে করে তোলে আলোয় ভরা।
যেখানে থাকে শ্রদ্ধা, দোয়া, দয়া ও বিশ্বস্ততার বন্ধন,
সেখানে গড়ে ওঠে সুশান্তির সংসার
আর হৃদয়ে জন্ম নেয় প্রকৃত সুখের নির্মল অনুভূতি।

সৎ স্বামী আল্লাহর বড় নিয়ামত।
নারীর শক্তি, নারীর নিরাপত্তা, নারীর পূর্ণতা।

উত্তম পাত্র খোঁজার শুরুটা কখনোই বাহ্যিক চাকচিক্য দিয়ে হয় না।উত্তম পাত্র সেই, যে অন্ধকার ভোরে নামাযের জন্য জেগে উঠে,যে দি...
27/11/2025

উত্তম পাত্র খোঁজার শুরুটা কখনোই বাহ্যিক চাকচিক্য দিয়ে হয় না।
উত্তম পাত্র সেই, যে অন্ধকার ভোরে নামাযের জন্য জেগে উঠে,
যে দিনের প্রথম আলোয় মসজিদের দিকে হাঁটে,
যে নিজের চরিত্রকে সবার আগে গড়তে চায়।

একদিনের আচরণ নয়—
তার নিয়মিততা, তার দায়িত্ববোধ, তার ইমানী শক্তি, তার নম্রতা–
এই সব মিলিয়েই একজন পুরুষকে “উত্তম পাত্র” করে।

যে যুবক ফজরের ওয়াক্তে মসজিদে যায়,
সেটাই তার সবচেয়ে বড় পরিচয় –
দায়িত্ববান, সৎ, পরিবারকেন্দ্রিক এবং আল্লাহভীরু একজন মানুষ।

বিয়ের জন্য উত্তম পাত্র মানেই
ভালো চরিত্র, সুন্দর আচরণ, পরহেজগারী এবং দায়িত্বশীল জীবনদর্শন।

#উত্তম_পাত্র #বিয়ে #ইসলামিক_বার্তা #চরিত্র #ফজর #নামাজ #মসজিদ #নেক_জীবন

আজকের পৃথিবীতে নারীর সৌন্দর্যকে ব্যবহার করে বিজ্ঞাপন, প্রলোভন এবং বাজার তৈরি করা হয়। দুঃখজনকভাবে অনেক সময় নারীর মর্যাদাক...
26/11/2025

আজকের পৃথিবীতে নারীর সৌন্দর্যকে ব্যবহার করে বিজ্ঞাপন, প্রলোভন এবং বাজার তৈরি করা হয়। দুঃখজনকভাবে অনেক সময় নারীর মর্যাদাকে শোকেসে রূপান্তরিত করা হয়।

কিন্তু বাস্তবে সফল নারী সেই,
যিনি নিজেকে আকর্ষণের বস্তু নয়, সম্মানের পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করেন।
যিনি জানেন তার মূল্য রূপে নয়, চরিত্রে এবং মানুষ হিসেবে তার মর্যাদায়।

তার আত্মমর্যাদা, লজ্জাশীলতা এবং নিজেকে রক্ষা করার শক্তিই তাকে আরও সুন্দর করে তোলে।
তিনি কারও বিনোদনের সামগ্রী নন,
তিনি নিজের স্বপ্ন, লক্ষ্য ও সম্মানের পথের পথিক।

এমনই দৃঢ়, বুদ্ধিমতী ও মর্যাদাবান নারীই প্রকৃত সফল নারী।

ারী #নারীর_সম্মান #নারীর_মর্যাদা #শালীনতা #সম্মান_দাও

ভালোবাসা কখনো যোগ্যতা খোঁজে না, খোঁজে সত্যিকারের মন।  সে তাকে বলেছিল,“আপনি চাইলে আরেকটি বিয়ে করতে পারেন, কারণ আপনি সন্তা...
25/11/2025

ভালোবাসা কখনো যোগ্যতা খোঁজে না, খোঁজে সত্যিকারের মন। সে তাকে বলেছিল,
“আপনি চাইলে আরেকটি বিয়ে করতে পারেন, কারণ আপনি সন্তানের জনক হওয়ার যোগ্যতা রাখেন।”

কিন্তু তার উত্তরে যে কথাটি এলো, তা ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো—
“আমি এমন সন্তানের বাবা হতে চাই না, যার মা তুমি নও।”

ভালোবাসা কখনো শর্ত মানে না, হিসাবও করে না।
যে আপনাকে ভালোবাসে, সে আপনার অপূর্ণতার মধ্যেই আপনাকে সম্পূর্ণ দেখতে চায়। সঙ্গী নির্বাচন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই যার পাশে থাকলে মনে হবে আপনি যথেষ্ট—সেই মানুষটিই আপনার আসল ঠিকানা।

ইব্রাহিৃ নখয়ী ও তাঁর স্ত্রীউভয়ে প্রতি বৃহস্পতিবার একে অপরের কাছে কেঁদে বলতেন—“আজ আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্...
24/11/2025

ইব্রাহিৃ নখয়ী ও তাঁর স্ত্রী
উভয়ে প্রতি বৃহস্পতিবার একে অপরের কাছে কেঁদে বলতেন—
“আজ আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্ছে।

এ কেমন অনুভূতি!
যে দিনটির অপেক্ষায় থাকতেন তারা—
নিজেদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি আচরণ
আজ মহান আল্লাহর দরবারে উঠবে ভেবে
তাদের হৃদয় ভয়ে, বিনয়ে ও অশ্রুজলে ভরে যেত।

আমরা কতবার ভাবি—
আজ আমরা যা করেছি,
যে কথা বলেছি,
যে আচরণ করেছি—
সবই আজ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে?

আমাদের প্রতিটি লেনদেন,
হৃদয়ের নীরব কথাও,
মনের গোপন ইচ্ছাও—
সবই লিপিবদ্ধ হচ্ছে তাঁর হুকুম অনুযায়ী।

যারা আল্লাহকে ভয় করে,
তাদের হৃদয় এতটাই কোমল হয় যে
একটি Thursday তাদের ভেঙে দেয়,
কিন্তু সেই ভাঙার মাঝেই থাকে
আল্লাহর নৈকট্যের মিষ্টি স্বাদ।

চলুন আমরা-ও একটু থামি,
নিজের ভেতরটা দেখি,
এবং ভাবি—
আজ আমাদের আমলগুলো কেমন অবস্থায়
আমাদের রবের কাছে পেশ করা হচ্ছে?

22/11/2025

রাসুল ﷺ বলেন:
"নারীকে চার কারণে বিয়ে করা হয়— তার সম্পদ, বংশ, সৌন্দর্য এবং দীনদারি। তুমি দীনদার নারীকেই অগ্রাধিকার দাও, তাহলে সফল হবে।"
— সহিহ বুখারি, সহিহ মুসলিম

মাগরিবের পর রাস্তায় রিকশায় করে পাশাপাশি বসে থাকা দুই মানুষ।বিয়ে ছাড়াই স্বামী–স্ত্রীর মতো আচরণ করা আজকের অনেক সম্পর্কের ব...
20/11/2025

মাগরিবের পর রাস্তায় রিকশায় করে পাশাপাশি বসে থাকা দুই মানুষ।
বিয়ে ছাড়াই স্বামী–স্ত্রীর মতো আচরণ করা আজকের অনেক সম্পর্কের বাস্তবতা।
সম্মান, দায়িত্ব, প্রতিশ্রুতি—এসব না থাকলে ভালোবাসা কখনোই পবিত্র থাকে না।

একটা সময় আসে যখন বোঝা যায়, শুধু অনুভূতি দিয়ে জীবনের পথ চলে না।
যেখানে বিয়ের বন্ধন নেই, সেখানে নিরাপত্তা নেই।
যেখানে দায়িত্ব নেই, সেখানে সম্পর্ক টেকে না।
সত্যিকারের ভালোবাসা মানে সম্মান, প্রতিশ্রুতি আর হালাল পথে একসাথে হাঁটা।

আসুন সম্পর্ককে হালাল করি, নিরাপদ করি, মর্যাদাপূর্ণ করি।
জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটি হোক বৈধ এবং শান্তির পথে।

— সচেতনতার বার্তা

সম্পর্ক টিকে থাকে যখন দুজনই সম্পর্ককে আগলে রাখে…আজকাল ভেঙে যাওয়া সম্পর্ক যেন খুব সহজ হয়ে গেছেকিন্তু পুরোনো দিনের মানুষরা...
19/11/2025

সম্পর্ক টিকে থাকে যখন দুজনই সম্পর্ককে আগলে রাখে…

আজকাল ভেঙে যাওয়া সম্পর্ক যেন খুব সহজ হয়ে গেছে
কিন্তু পুরোনো দিনের মানুষরা সম্পর্ক বাঁচিয়ে রাখতেন
কারণ তারা জানতেন
কিছু ভেঙে গেলে সেটা মেরামত করা যায়
কিন্তু ফেলে দিলে আর ফিরে পাওয়া যায় না।

আমরা সবসময় নতুন কিছু খুঁজতে ব্যস্ত
কিন্তু সত্যিকারের শান্তি থাকে সেই মানুষটির হাতে
যে ভাঙা মুহূর্তকেও জোড়া লাগাতে জানে
যে ত্রুটিকে ত্রুটি নয়
সময় আর অনুভূতির অংশ ভাবতে পারে।

একসাথে থাকার শিল্প হলো
ভালোবাসাকে গুরুত্ব দেওয়া
রাগের মুহূর্তে নীরব হওয়া
আর প্রয়োজন হলে মেরামত করে সামনে এগিয়ে যাওয়া।

কারণ ভালোবাসা ফেলতে নেই
ভালোবাসা ঠিক করতে হয়।

স্ত্রী বিস্মিত হয়ে বলল“আপনার হয়েছে ক্যান্সার! আর আপনি সবাইকে বলছেন এইডস… কেন?”স্বামী ধীর কণ্ঠে উত্তর দিল“আমি মরার পর যেন...
18/11/2025

স্ত্রী বিস্মিত হয়ে বলল
“আপনার হয়েছে ক্যান্সার! আর আপনি সবাইকে বলছেন এইডস… কেন?”

স্বামী ধীর কণ্ঠে উত্তর দিল
“আমি মরার পর যেন তোমার গায়ে হাত দেওয়ার সাহস কেউ না পায়… তাই।”

ভালোবাসা কখনও শুধু ‘আমি তোমাকে ভালোবাসি’ বলায় সীমাবদ্ধ থাকে না। কখনও তা হয়ে ওঠে নিঃশব্দ ত্যাগ, কখনও সুরক্ষা, কখনও অদ্ভুত এক ভয়
— যেন প্রিয় মানুষটির কোনো ক্ষতি না হয়।

একটি ভুল কথা, একটি কষ্টের ভাব — তার মধ্যেও লুকিয়ে থাকে অশেষ মায়া। যারা সত্যিই ভালোবাসে, তারা চলে যাওয়ার পরও আপনাকে রক্ষা করার কথা ভাবেন।

ছাত্রজীবনে বিয়ে—শুনতে অনেকের কাছে ঝুঁকির মতো মনে হলেও, সত্য হলো যারা ছাত্রজীবনে হালাল সম্পর্কের মাধ্যমে নিজের জীবনকে গুছ...
17/11/2025

ছাত্রজীবনে বিয়ে—শুনতে অনেকের কাছে ঝুঁকির মতো মনে হলেও, সত্য হলো যারা ছাত্রজীবনে হালাল সম্পর্কের মাধ্যমে নিজের জীবনকে গুছিয়ে নেয়, তারাই জীবনে স্থিরতা আর উন্নতির পথে দ্রুত এগিয়ে যায়।

কারণ বিয়ে মানুষকে দেয়
• দায়িত্বশীলতা
• মানসিক শান্তি
• লক্ষ্যপূরণের প্রেরণা
• চরিত্রের পরিপক্বতা
• ভবিষ্যতের দৃঢ় পরিকল্পনা

একজন হালাল জীবনসঙ্গীর দোয়া আর সহযোগিতা একজন শিক্ষার্থীকে করে তোলে অধ্যবসায়ী, আত্মবিশ্বাসী এবং সফলতার পথে আরও শক্ত। তাই বলা হয়, যারা ছাত্রজীবনে বিয়ে করে, তারাই জীবনে উন্নতি করে কারণ তারা জীবনের শুরুতেই শৃঙ্খলা, দায়িত্ব এবং বরকতময় সম্পর্ককে বেছে নেয়।

হালাল সম্পর্ক সবসময়ই উদ্বুদ্ধ করে উন্নত হতে
আর উদ্দেশ্য যদি হয় জান্নাত, তবে সেই ঘর বরকতে ভরে যায়।

মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে, যায়।কিন্তু কেবল কিছু মানুষ…হৃদয়ের গভীরে এক বিশেষ জায়গা দখল করে নেয়।বিয়ে কখনো শুধু দুইজন ...
15/11/2025

মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে, যায়।
কিন্তু কেবল কিছু মানুষ…
হৃদয়ের গভীরে এক বিশেষ জায়গা দখল করে নেয়।

বিয়ে কখনো শুধু দুইজন মানুষের একসঙ্গে থাকার নাম নয়।
বিয়ে মানে—
হৃদয়ের ভাষা বোঝার মানুষকে পাশে পাওয়া,
হাসির মুহূর্তগুলো ভাগাভাগি করা,
অভিমানগুলো গলে যাওয়া,
ঝড়ের দিনে শক্ত করে হাত ধরে থাকা।

অনেকেই ভাবে—
টাকা, চাকরি, স্ট্যাটাস, গিফট, আয়োজন… এগুলোই বিয়ের মূল শর্ত।
কিন্তু সত্যিকারের বিবাহ গড়ে ওঠে
দু’জন মানুষের পরস্পরের প্রতি সম্মান, যত্ন, নিরাপত্তা, আর মন থেকে আগলে রাখার ইচ্ছায়।

কারণ “জীবনের পাশে” দাঁড়ানোর মানুষ পাওয়া সহজ,
কিন্তু “মনের পাশে” দাঁড়ানোর মানুষ পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্য।

💍 আপনার ভালোবাসা, আপনার অনুভূতি, আপনার সম্পর্কটিকে করুন আইনগতভাবে সুরক্ষিত ও সুন্দর।
বিয়ের মৌলিক নিয়ম, কাগজপত্র, নিকাহ রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন—
সবকিছুতে সঠিক দিকনির্দেশনা থাকলে
আপনার নতুন জীবনের শুরুটা হয় আরও শান্তিময়।

✨ Diabari Kazi Office আপনার পাশে রয়েছে:
✔️ নিকাহ ও তালাক রেজিস্ট্রেশন
✔️ রিকোয়ারমেন্ট যাচাই ও পরামর্শ
✔️ বাসায় গিয়ে নিকাহ সম্পন্ন
✔️ কাগজপত্র প্রসেসিং ও হেল্পডেস্ক
✔️ বিদেশি বিয়ে ভেরিফিকেশন ও সহায়তা
✔️ সম্পূর্ণ আইনগত ব্যবস্থা নিশ্চিতকরণ

আমরা বিশ্বাস করি—
বিয়ে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি দুই আত্মার মাঝে দায়িত্ব ও মমতার পবিত্র অঙ্গীকার।

আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ সূচনাকে আমরা করতে চাই সহজ, সঠিক ও সম্মানজনক।

Address

1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Diabari Kazi Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diabari Kazi Office:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram