Diabari Kazi Office

Diabari Kazi Office Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diabari Kazi Office, Marriage Therapist, 1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka, Dhaka.

আয়েশা,একটি দৃশ্য আমার মৃত্যুকেও সহজ করে দিয়েছে।— কোন দৃশ্য?আমি দেখেছি, জান্নাতেও তুমি আমার স্ত্রী।ভালোবাসা শুধু এই দুনিয়...
23/10/2025

আয়েশা,
একটি দৃশ্য আমার মৃত্যুকেও সহজ করে দিয়েছে।
— কোন দৃশ্য?
আমি দেখেছি, জান্নাতেও তুমি আমার স্ত্রী।

ভালোবাসা শুধু এই দুনিয়ার নয়,
এটা এক চিরন্তন বন্ধন — যা জান্নাত পর্যন্ত পৌঁছায়।
যেখানে প্রতিটি সম্পর্ক শুরু হয় আল্লাহর নামে,
আর স্থায়ী হয় পরস্পরের প্রতি আস্থা ও মমতায়।

🌸 Diabari Kazi Office
আমরা বিশ্বাস করি, বিয়েই হচ্ছে সবচেয়ে সুন্দর ইবাদত। আপনার জীবনের এই পবিত্র যাত্রা শুরু হোক আমাদের সাথে ভালোবাসা, সম্মান ও দ্বীনি আদর্শের পরিপূর্ণতায়।

নিজেকে এমন করে গড়ে তুলুন, যেন আপনার মতো কাউকে পাওয়ার জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া করে।পবিত্রতার শুরু হয় নিজের ভেতর থেকে।...
22/10/2025

নিজেকে এমন করে গড়ে তুলুন, যেন আপনার মতো কাউকে পাওয়ার জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া করে।

পবিত্রতার শুরু হয় নিজের ভেতর থেকে।
যেখানে দীন, চরিত্র ও সম্মানের মিলন ঘটে—
সেখানেই শুরু হয় শান্তিময় সংসার জীবনের পথচলা।

💍 Diabari Kazi Office
বিশ্বাস, সম্মান ও ইসলামী নিয়মে বিয়ে ও তালাক সংক্রান্ত নির্ভরযোগ্য সেবা।

আমি পেয়েছি হাতমোজা আর পামোজা,কিন্তু পাইনি সেই আচরণে ধার্মিকতা,যেখানে নম্রতা, ধৈর্য আর হৃদয়ের পবিত্রতা থাকে।ধর্ম শুধু পোশ...
21/10/2025

আমি পেয়েছি হাতমোজা আর পামোজা,
কিন্তু পাইনি সেই আচরণে ধার্মিকতা,
যেখানে নম্রতা, ধৈর্য আর হৃদয়ের পবিত্রতা থাকে।

ধর্ম শুধু পোশাকে নয়,
ধর্ম থাকা উচিত কথায়, ব্যবহারে আর মনের বিনয়েও।
কারণ সত্যিকারের ধার্মিকতা কখনো প্রদর্শনের জন্য নয়, তা প্রকাশ পায় আচরণে, ক্ষমায় আর ভালোবাসায়।

— এক ভাইয়ের আক্ষেপ, কিন্তু আমাদের সমাজের বাস্তব প্রতিচ্ছবি…

প্রিয় অভিভাবক,আপনার সন্তানের ভবিষ্যৎ শুধু পড়াশোনা বা ক্যারিয়ারে সীমাবদ্ধ নয়, তার মানসিক শান্তি, নৈতিকতা আর ঈমানের নিরাপত...
20/10/2025

প্রিয় অভিভাবক,
আপনার সন্তানের ভবিষ্যৎ শুধু পড়াশোনা বা ক্যারিয়ারে সীমাবদ্ধ নয়, তার মানসিক শান্তি, নৈতিকতা আর ঈমানের নিরাপত্তাও আপনার দায়িত্ব।

যখন বয়স ও সময় উপযুক্ত হয়, তখন সন্তানের জন্য হালাল সম্পর্কের ব্যবস্থা করা একজন অভিভাবকের সবচেয়ে বড় দায়িত্ব ও দোয়ার সুযোগ।

দেরি করলে শয়তান ফাঁদ পেতে রাখে,
আজকালকার যুগে একটুখানি অবহেলা থেকেই
অনেক সন্তান হারিয়ে যাচ্ছে ভুল পথে, ভুল সম্পর্কে। 😔

সন্তানের জন্য দ্রুত, সুন্দর ও শরিয়াহসম্মত বিয়ের উদ্যোগ নিন।
আপনার এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে তার পুরো জীবন। 🌸

📍 Diabari Kazi Office
🔹 মুসলিম বিয়ে ও তালাক রেজিস্ট্রেশনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

বিয়ে করেছি প্রায় দু’বছর... 💍ছোট্ট এক কথোপকথন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর দায়িত্ববোধ আর বিশ্বাসের গল্প।বিয়ে মানে শুধ...
19/10/2025

বিয়ে করেছি প্রায় দু’বছর... 💍

ছোট্ট এক কথোপকথন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর দায়িত্ববোধ আর বিশ্বাসের গল্প।
বিয়ে মানে শুধু এক দিনের অনুষ্ঠান নয় — এটি আজীবনের প্রতিশ্রুতি, যেখানে ভালোবাসার সাথে যুক্ত হয় দায়িত্ব, ধৈর্য ও আল্লাহর ভয়।

জীবনের পথে যত বাধাই আসুক, একজন স্বামী বা স্ত্রীর উচিত একে অপরের পাশে থাকা, বোঝাপড়া আর সম্মানের মাধ্যমে সম্পর্ককে টিকিয়ে রাখা।

📍 Diabari Kazi Office
যেখানে বিয়ে শুধু একটি চুক্তি নয় — এটি এক পবিত্র বন্ধন।

অনেক সময় সব দিক ঠিক থাকলেও বিয়ে সম্পন্ন হতে বিলম্ব হয়। এমন পরিস্থিতিতে মনকে হতাশ না করে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করু...
15/10/2025

অনেক সময় সব দিক ঠিক থাকলেও বিয়ে সম্পন্ন হতে বিলম্ব হয়। এমন পরিস্থিতিতে মনকে হতাশ না করে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন ও নিচের আমলগুলো নিয়মিতভাবে পালন করুন।

✨ কার্যকর আমলসমূহ:
১️⃣ সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পাঠ করুন।
২️⃣ সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত পাঠ করুন।
৩️⃣ প্রতিদিন ১১ বার সূরা দোহা পড়ুন।
৪️⃣ সূরা ইয়াসিন ও আল্লাহ তায়ালার ৯৯টি নাম পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ।

🌿 এছাড়াও নিয়মিত নামাজ, দোয়া ও ইস্তেগফার বিয়ের জন্য খুবই কল্যাণকর ইনশাআল্লাহ।

📍 Diabari Kazi Office
আমরা বিয়ে ও তালাক সংক্রান্ত সমস্ত আইনগত ও প্রশাসনিক সহায়তা প্রদান করি।

#দোয়ার_ফল #বিয়ের_আমল #বিয়ের_পরামর্শ

আম্মাজান খাদিজা (রা.) এক অনন্য দৃষ্টান্তের নারী। তিনি ছিলেন শুধু একজন সফল ব্যবসায়ী নন, ছিলেন এক নিবেদিতপ্রাণ স্ত্রী, যি...
14/10/2025

আম্মাজান খাদিজা (রা.) এক অনন্য দৃষ্টান্তের নারী। তিনি ছিলেন শুধু একজন সফল ব্যবসায়ী নন, ছিলেন এক নিবেদিতপ্রাণ স্ত্রী, যিনি ভালোবাসা ও শ্রদ্ধার অর্থ নতুনভাবে শিখিয়েছেন মানবজাতিকে। নবী করিম ﷺ যখন প্রথম ওহি লাভ করেন, তখন তিনিই ছিলেন সেই প্রথম সান্ত্বনা — বিশ্বাসের শক্তি, সাহসের উৎস।

🌿 ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, ত্যাগের মধ্যেও এক অপার শান্তি খুঁজে পাওয়া। ৫৫ বছর বয়সে প্রায় ১০০০ ফুট উচ্চতার ভয়ঙ্কর পাহাড়ি পথে খাদিজা (রা.) নিজ হাতে খাবার-পানি নিয়ে যেতেন হেরা গুহায় — ধ্যানমগ্ন স্বামীর জন্য। এমন দৃঢ় ভালোবাসা আজও শেখায়, যে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তা কখনও ম্লান হয় না।

📍 Diabari Kazi Office
📞 হলফনামা, বিয়ের কাগজ, তালাক নামা ও অন্যান্য কাজের জন্য যোগাযোগ করুন।

সমস্যা যত কঠিনই হোক, সমাধান আল্লাহর কাছেই আছে।জীবনের পথে কখনও কখনও সবকিছুই ভারী মনে হয়,মন ভরে যায় চিন্তা, ভয় আর হতাশায়।ক...
13/10/2025

সমস্যা যত কঠিনই হোক, সমাধান আল্লাহর কাছেই আছে।
জীবনের পথে কখনও কখনও সবকিছুই ভারী মনে হয়,
মন ভরে যায় চিন্তা, ভয় আর হতাশায়।
কিন্তু মনে রেখো —
আল্লাহ কাউকে তাঁর সহ্যক্ষমতার বাইরে কোনো পরীক্ষা দেন না।

একবার মন থেকে বলো —
"লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ"
এই বাক্যেই আছে তওক্কুল, আছে শান্তি,
আর আছে প্রতিটি সমস্যার দরজা খুলে যাওয়ার চাবি।

📍 Diabari Kazi Office
আমরা ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ে ও তালাক সংক্রান্ত সকল কাজ করি। বিয়ের কাবিন, তালাক নামা প্রস্তুত, এবং আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন।




যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান...তখন তিনি সেই বান্দার অন্তরে নবী করিম ﷺ এর প্রতি ভালোবাসা ও দরদ জাগিয়ে দেন।যার হৃদয়ে র...
12/10/2025

যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান...
তখন তিনি সেই বান্দার অন্তরে নবী করিম ﷺ এর প্রতি ভালোবাসা ও দরদ জাগিয়ে দেন।
যার হৃদয়ে রাসুলের প্রতি মমতা আছে, সে কখনোই অন্ধকারে হারিয়ে যায় না।
কারণ, নবীর ভালোবাসাই হলো সেই আলো যা মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনে।

🕊️ রাসুলের সুন্নাহ আঁকড়ে ধরুন
🕋 আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন

📍 Diabari Kazi Office
বিশ্বস্ত বিয়ে ও তালাক নিবন্ধন সেবা

😂 এই গণিতে ক্যালকুলেটর লাগবে না, লাগবে একটু ভালোবাসা!তাওহীদের কাছে ছিল ২০০০ টাকা 💸তার বউয়ের দিকে তাকিয়ে দিলো একটা মুচকি ...
11/10/2025

😂 এই গণিতে ক্যালকুলেটর লাগবে না, লাগবে একটু ভালোবাসা!

তাওহীদের কাছে ছিল ২০০০ টাকা 💸
তার বউয়ের দিকে তাকিয়ে দিলো একটা মুচকি হাসি 😊
এখন প্রশ্ন হলো —
তাওহীদের কাছে কত টাকা বাকি?

উত্তরঃ টাকা কমে নাই, বরং বেড়েছে!
কারণ যার পাশে হাসি আছে, তার কাছে দুনিয়ার সব সুখ আছে 💕

💍 Diabari Kazi Office
— এখানে শুরু হয় ভালোবাসার সবচেয়ে সুন্দর সমীকরণ ❤️

#বিয়েরমজারগণিত #বিয়েহোকভালোবাসায়

মায়ের পরিশ্রম অনেক সময় চোখে পড়ে না, কিন্তু প্রতিটি শ্বাসে, প্রতিটি নিঃশব্দ ভালোবাসায় তিনি আমাদের জন্যই লড়েন।বাবা রোজগার ...
08/10/2025

মায়ের পরিশ্রম অনেক সময় চোখে পড়ে না, কিন্তু প্রতিটি শ্বাসে, প্রতিটি নিঃশব্দ ভালোবাসায় তিনি আমাদের জন্যই লড়েন।
বাবা রোজগার করেন হাতে, মা রোজগার করেন মনে—
একজন সংসার চালান অর্থে, আরেকজন চালান অনুভবে।

আজও যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরি,
মায়ের মুখের হাসিটাই বুঝিয়ে দেয়,
জীবনের সবচেয়ে বড় আশ্রয় টাকা নয়, ভালোবাসা। ❤️

চলুন, আমরা মায়েদেরও সম্মান করি,
কারণ তাঁর প্রতিটি নিঃস্বার্থ কাজই এক অদৃশ্য রোজগার —
যার মুনাফা আমরা প্রতিদিন অনুভব করি। 🌸

📍 Diabari Kazi Office
বিয়ে ও তালাক বিষয়ক সকল আইনগত সহায়তায় পাশে আছি আমরা।

💬 এ যুগে ইনবক্সে লুকায় নৈতিকতার পতন,আর টাইমলাইনে সাজে ধর্মীয় মুখোশ।বাইরে বুখারী শরীফের আয়াত,ভেতরে পাপের গোপন আসর।সমাজ আজ...
07/10/2025

💬 এ যুগে ইনবক্সে লুকায় নৈতিকতার পতন,
আর টাইমলাইনে সাজে ধর্মীয় মুখোশ।
বাইরে বুখারী শরীফের আয়াত,
ভেতরে পাপের গোপন আসর।
সমাজ আজ শব্দে ধার্মিক, কাজে লজ্জাহীন।
সময় এসেছে মুখোশ নয়, সত্যে ফিরে আসার—
যেখানে বিয়ে হয় শরীয়ত অনুযায়ী,
আর সম্পর্কের শুরু হয় হালাল পথে, ইনবক্সে নয়।

💍 Diabari Kazi Office — বিয়ে ও তালাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

Address

1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Diabari Kazi Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diabari Kazi Office:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram