30/11/2025
গুনাহ করি।
অনুশোচনা করি।
আবার গুনাহ করি।
আবার ফিরে যাই আল্লাহর দরজায়…
এই চক্রটাই যেন জীবনের অংশ হয়ে গেছে।
মাঝে মাঝে বুকের ভিতর প্রশ্ন ওঠে—
"আমি কি মুনাফিক? আল্লাহ কি আমাকে আর চাইবেন?"
কিন্তু সত্যটা হলো—
আল্লাহ আপনার হৃদয়ের যুদ্ধটুকু দেখেন।
আপনার কান্না দেখেন।
আপনার লড়াই দেখেন।
আপনার বারবার ফিরে আসাও তিনি দেখেন।
মানুষ হলে ভুল হবেই।
কিন্তু ভুলের পর আল্লাহর দিকে ফিরে যাওয়াটাই আসল ঈমানের পরিচয়।
মুনাফিক সে নয় যে গুনাহের পর কাঁদে…
মুনাফিক সে, যে গুনাহকে ভুল বলেই মনে করে না।
আপনি বারবার হোঁচট খান মানে আপনি দুর্বল,
কিন্তু বারবার আল্লাহর কাছে ফিরে আসেন—
এর মানে আপনি আল্লাহর প্রিয়।
কারণ হাদিসে এসেছে—
“যে বান্দা বারবার তাওবা করে, বারবার ক্ষমা চায়— আল্লাহ তাকে বারবারই ক্ষমা করেন।”
আল্লাহর দরজায় ফেরার পথ কখনো বন্ধ হয় না।
আপনার চোখের পানি শুকানোর আগেই
আল্লাহর রহমত আপনার দিকে ছুটে আসে।
হাল ছাড়বেন না।
আজও ফিরে আসার দিন।
এখনই। এই মুহূর্তে।
🤍 আল্লাহ আমাদের তাওবাকে কবুল করুন
আর ভুলের পর ভুল করে ফেলা সমস্ত ক্লান্ত বান্দাদের হৃদয়ে প্রশান্তি দিন।
— শায়খ আজিজ উল্লাহ হাকিম