Diabari Kazi Office

Diabari Kazi Office Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diabari Kazi Office, Marriage Therapist, 1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka, Dhaka.

02/08/2025

বিয়ে শুধু সামাজিক একটি চুক্তি নয়, বরং ইসলামে এটি একটি পূর্ণাঙ্গ ইবাদত। এটি মানবজীবনের পরিপূর্ণতা, নিরাপত্তা এবং চরিত্র সংরক্ষণের মাধ্যম। আল্লাহ তা’আলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এবং এই সম্পর্ককে করেছেন ভালোবাসা, দয়া ও সহানুভূতির মাধ্যমে সংযুক্ত। রাসূলুল্লাহ ﷺ নিজেও বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসেবে তুলে ধরেছেন।

📖 বিয়ে সংক্রান্ত ৩টি সহিহ হাদিস (বাংলা অনুবাদসহ):

🔹 ১. বিয়ে করা রাসূলের সুন্নাহ

> রাসূলুল্লাহ ﷺ বলেন:

"বিয়ে করা আমার সুন্নাত। আর যে আমার সুন্নাতকে অপছন্দ করে, সে আমার দলভুক্ত নয়।"
— (সহিহ বুখারি)

🔹 ২. চরিত্র রক্ষার শ্রেষ্ঠ উপায়

> রাসূলুল্লাহ ﷺ বলেন:

"হে যুবকসমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, এটি দৃষ্টিকে নত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে।"
— (সহিহ মুসলিম)

🔹 ৩. বিয়ে আনতে পারে পরিপূর্ণতা

> রাসূলুল্লাহ ﷺ বলেন:

"যে ব্যক্তি বিয়ে করল, সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করল। অতএব, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে।"
— (আল-বায়হাকি)

ইসলামে বিয়ে হলো শান্তি, পূর্ণতা এবং তাকওয়ার একটি পথ। এটি শুধু দুটি মানুষের নয়, বরং দুটি আত্মা ও পরিবারকে একত্রিত করে। আল্লাহর রাসূল ﷺ নিজে বিয়েকে তাঁর সুন্নাহ হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন তা গ্রহণে। যারা সময়মতো বিয়ের সিদ্ধান্ত নেন, তারা শুধু একটি সম্পর্ক নয় — একটি দায়িত্বপূর্ণ, পূণ্যতুল্য ইবাদতের পথে হাঁটেন। আসুন, বিয়েকে দেখি ইবাদতের চোখে, আল্লাহর সন্তুষ্টির পথে একটি নতুন শুরু হিসেবে।

একটি গুনাহ…তারপর আরেকটি…ধীরে ধীরে হারিয়ে যায় হৃদয়ের কোমলতা, ভেঙে পড়ে আত্মার পবিত্রতা।আমরা বুঝতেও পারি না কখন হারিয়ে ফেলি...
31/07/2025

একটি গুনাহ…
তারপর আরেকটি…
ধীরে ধীরে হারিয়ে যায় হৃদয়ের কোমলতা, ভেঙে পড়ে আত্মার পবিত্রতা।
আমরা বুঝতেও পারি না কখন হারিয়ে ফেলি নিজের ‘ভালো মানুষ’টা।

তবে আল্লাহ তা’আলার দরজায় ফিরে যাওয়ার দরজা কখনও বন্ধ হয় না।
হজ ও ওমরাহ — এ এক অনন্য সুযোগ ফিরে আসার, চোখের জলে বুক ভিজিয়ে গুনাহ মাফের কান্নায় আল্লাহর সামনে দাঁড়ানোর।

🕋 কা'বার সামনে দাঁড়িয়ে যখন বলি,
"ইলাহি, আমি ক্লান্ত... আমি ফিরে এসেছি..."
তখনই যেন নেমে আসে আল্লাহর করুণা।
তখনই হয় শুরু নতুন এক আত্মার পুনর্জন্ম।

হজ ও ওমরাহ শুধু একটি সফর নয়, এটি ফিরে আসার আহ্বান —
আত্মার গুনাহ থেকে মুক্তির কান্না, তওবার হালকা, আর আল্লাহর প্রেমে আবার নিজেকে হারিয়ে ফেলার এক অপূর্ব সুযোগ।

#পবিত্রফিরে_ফেরার_যাত্রা #আত্মার_শুদ্ধি

বিয়ের পরের দিন যখন গোসল করতে যাবো, তখন দেখি আমার লাগেজে সব দরকারি জিনিস আসলেও, বডি ওয়াশ/সাবান আসে নি,,ভুলে আসেনি সেটা বু...
30/07/2025

বিয়ের পরের দিন যখন গোসল করতে যাবো, তখন দেখি আমার লাগেজে সব দরকারি জিনিস আসলেও, বডি ওয়াশ/সাবান আসে নি,,ভুলে আসেনি সেটা বুঝেছি তারপরও কেমন যেনো লাগছিলো সেটা কাউকে জানাতে,, তারপরও আমার হাজবেন্ড এর একজন কাজিন কে ডেকে বললাম, আমাকে একটা সাবান দেয়া যাবে? সে বলল আচ্ছা আমি নিয়ে আসি, ইউজ করা সাবান দিলে তো আর হবে না, ইনট্যাক্ট আছে কিনা দেখছি।।

আমি রুমে অপেক্ষা করছি, কিন্তু সে আর আসছে না, এইদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে কিন্তু কেউ আসছে না, আমাকে নাস্তার জন্যও কেউ জিজ্ঞেস করছে না, পেটে অনেক ক্ষিদা ছিলো, হাজবেন্ড একবার এসে বলে গেছে একটু অপেক্ষা করো, আমিও খাইনি, তোমার সাথেই খাবো, তুমি গোসল সাড়ার পরে! এই কথাটার ওপর ভরসা করেই ২ ঘন্টা, খুবই বিব্রতবোধ করছিলাম এভাবে বসে থাকতে, তাও গোসলের জন্য, আমি সাবান ছাড়াই গোসল করে নিতাম কিন্তু তারা বলেছে সাবান এর জন্য অপেক্ষা করতে, গোসলে যাওয়া যাবেনা।

আমার মোবাইলে আমার খালামনির কল আসলো, উনি জিজ্ঞেস করলেন, কি করতেছি, আমি বললাম কিছু না, বসে আছি, ওপাশ থেকে নিরবতা, আবার কারো গলার আওয়াজ ও শুনা যাচ্ছে বাট কথা বুঝা যাচ্ছে না, খালামনি বললেন, শোন মা, একটু অপেক্ষা কর, সাবান নিয়ে আসতেসি, এরমধ্যে তোকে কেউ কিছু বললে কোনো কথা বলবি না।

লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে মন চাইলো, এগুলো নিয়েও কথা হবে,এবং সেটা বাবার বাড়ি পর্যন্ত চলে যাবে, আমও চিন্তাও করিনি।

দুপুর, ১:৩০৷ আমি এখনো বসেই আছি, খালামনি আর আমার একটা কাজিন ভাই আসছে সাবান নিয়ে, রুমে ঢুকেই আমার হাতে তারা সাবান দিয়ে বলল, যাহ, গোসল করে আয়, লজ্জায় আবারো আমার মাটির সাথে মিশে যেতে মন চাইলো।

আমি গোসল সেড়ে আসলাম, খালামনি বললেন আমরা চলে যাই, আমি বলতে চেয়েছিলাম খেয়ে যাও, কিন্তু আমার পেটেই কিছু পরেনি, আমি তাদেরকে কি বলবো, যদিও আমার খাবার টা বাপের বাড়ি থেকেই নিয়ে আসছিলো,,

সবার একে একে খাওয়ার পালা শেষ, আমার হাজবেন্ড আমাকে ডেকে নিয়ে গেলো ডাইনিং টেবিলে, আমি বসলাম, সাথে সাথেই আমাকে আমার চাচি শ্বাশুড়ি বললেন, এই তুমি এসব কি পরেছো? শাড়ী পরে আসো। আমার হাজবেন্ড বলল, খেয়ে নিক আগে, পরে পরলেও তো হয়।

আমার চাচি শ্বাশুড়ি কান্না শুরু করে দিলেন, প্রথম দিনই এই অবস্থা পরে কি হবে,, আমি ঝামেলা যাতে না বাড়ে সেজন্য উঠে গেলাম, গিয়ে শাড়ী বের করে কোনোমতে পরে টেবিলে আসলাম,, তখন সবাই আমাকে বলল এই শাড়ীই কি ছিলো?

না আরো ছিলো, আমি জবাব দিলাম,, তাহলে তুমি এই শাড়ী কেনো পরেছো, এইসব হালকা কালার কি বউরা পরে? দেখতেও কেমন কমদামি লাগছে, এসব তোমার বাবার বাড়ি রেখে এসো নেক্সট টাইম গেলে।

আমি কি তাহলে একটা কালারফুল শাড়ী পরে আসবো? জিজ্ঞেস করলাম আমি।

তারপর আমি একটা সবুজ শাড়ী পরে আসি, তারপর আমাকে খেতে দেয় তারা, কিন্তু সেই খাবার এর কোনো স্বাদ ই আমি পাইনি,, কারন বিয়ে করার স্বাদে অলরেডি আমার পেট ভরপুর ছিলো।

রাতে যখন ঘুমাতে যাবো তখন মা বাবার সাথে ফোনে কথা বলছিলাম,, হঠাৎ কেউ একজন রুমে ঢুকেই আমার ফোনটা কেড়ে নেয়, দেখলাম আমার ননাস,,, ফোনটা কেড়ে নিয়ে উনি বললেন, আমাদের গিবত করছো?

আমি বললাম, না ভালো মন্দ জিজ্ঞেস করছিলাম।

তাহলে এতোক্ষন কি কথা এতো? তোমার বাবাকে এক্ষুনি কল দাও, দিয়ে বলো ভালো মন্দের খোঁজ বাসায় এসে নিয়ে যেতে, এতো ফোনালাপ চলবে না,, আর ফোনটা ও আমাদের কাছেই থাকবে সেটাও বলে দিও।

আমি কল দিলাম আমার সেই খালামনিকেই, দিয়ে বললাম,, বাবা আমার ফোন এখন থেকে আমার কাছে থাকবে না, দরকার হলে আমিই কল দিবো, তোমরা কল দিও না, আমাকে দেখতে এসো,, বাবা ডাকলেও কথাগুলো খালামনিকে বলেছিলাম কারন বাবাকে এগুলো বলা যায় না, কলিজায় লাগে। খালামনি প্র্যাকটিক্যাল মাইন্ডেড, বাসার সবাইকে সুন্দর করে ম্যানেজ করে নিতে পারবেন,

এরমধ্যে একটা জরুরি কথা বলার ছিলো আমার বাবার বাড়ি, যেটা না বললে পরের দিনই হয়তো তারা আমার বাবাকেই এখানে হাজির করাবে আর অপমান করবে,, কিন্তু সেটা কিভাবে মোবাইল তো আমার কাছে নাই,, আমি চুপিচুপি গেলাম মোবাইল টা ননাস এর রুম থেকে চুরি করতে,, গিয়ে দেখলাম ননস আর উনার মেয়ে জেগে আছে, হাতে মেহেদি দিচ্ছে, তাই আবার চলে আসলাম,,আরেকবার চেক করতে হবে এসে।

বিছানার এসে ঘুমের ভান করলাম, আর ভাবতে থাকলাম শ্বশুর বাড়িতে বিয়ের প্রথম দিনই এরকম সিচুয়েশন কি আমিই ফেইস করছি নাকি সব মেয়েরাই করে,, তারাও কি এভাবে রাতের অন্ধকারে নিজের ফোন চুরি করার জন্য সবার ঘুমিয়ে পরার অপেক্ষা করে?

শ্বশুর বাড়িতে এক আপুর প্রথম দিনের গল্প...

কালেক্টেড

29/07/2025

বিয়ে কেবল দুটি মানুষের সামাজিক বন্ধন নয়, বরং এটি একটি পবিত্র ইবাদত, আল্লাহর দেওয়া বিশেষ এক নিয়ামত। বিয়ের মাধ্যমে মানুষ পায় আত্মিক প্রশান্তি, ভালোবাসা ও জীবনসঙ্গীর সহযোগিতা। কুরআনের অসংখ্য আয়াতে বিয়ের গুরুত্ব, উদ্দেশ্য ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে। নিচে এমন ৫টি আয়াত উল্লেখ করা হলো, যা হৃদয় ছুঁয়ে যায়:

📖 ১. সূরা আর-রূম (৩০:২১)
“তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে—তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করা, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে।”

📖 ২. সূরা আন্-নূর (২৪:৩২)
“আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যেও যারা উপযুক্ত তাদের। তারা যদি গরিব হয়, তবে আল্লাহ তাঁর অনুগ্রহে তাদের অভাব দূর করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”

📖 ৩. সূরা আল-আ'রাফ (৭:১৮৯)
“তিনিই হচ্ছেন যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আর তার থেকে তাঁর জোড়া বানিয়েছেন, যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে।”

📖 ৪. সূরা আল-বাকারা (২:২২৮)
“...আর নারীদের ওপর যেমন কর্তব্য রয়েছে, তেমনই তাদের জন্যও অধিকার রয়েছে, ন্যায়সংগতভাবে। আর পুরুষদের জন্য তাদের ওপর এক স্তর অগ্রাধিকার রয়েছে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”

📖 ৫. সূরা নিসা (৪:১)
“হে মানুষ! তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকেই তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, আর তাদের উভয়ের মাধ্যমে বহু নর ও নারী ছড়িয়ে দিয়েছেন...”

বিয়ে হলো একটি মহান আমানত—যেখানে থাকে দায়িত্ব, ভালোবাসা, ক্ষমা ও দয়া। এটি শুধু দাম্পত্য জীবন নয়, বরং একটি ইবাদতের রূপ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিয়ে করে, সে তার দ্বীন পূর্ণ করার পথে এক ধাপ এগিয়ে যায়। চলুন, বিয়েকে কেবল সামাজিক রীতি হিসেবে না দেখে, একে আল্লাহর নির্ধারিত বরকতময় এক পথ হিসেবে মূল্যায়ন করি।

পরিনত বয়সে বিবাহ না হলে অনেকগুলো পা'প থেকে বেঁচে থাকা বহুত কঠিন হয়ে দাঁড়ায়। আর সাথে সাথে শারীরিক ক্ষতিতো আছেই। কাজেই আল্...
28/07/2025

পরিনত বয়সে বিবাহ না হলে অনেকগুলো পা'প থেকে বেঁচে থাকা বহুত কঠিন হয়ে দাঁড়ায়। আর সাথে সাথে শারীরিক ক্ষতিতো আছেই। কাজেই আল্লাহর উপর ভরসা করে সঠিক সময়-ই বিবাহ করতে হবে।

– মুফতি মনসূরুল হক দা.বা.

27/07/2025

রাসূল (সা.) বলেন:
"হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে; কেননা তা দৃষ্টিকে নিচু করে এবং লজ্জাস্থান হেফাজত করে।"
📚 (সহীহ বুখারী: ৫০৬৬, সহীহ মুসলিম: ১৪০০)

বিয়ের সম্পর্ক শুধু একটি চুক্তি নয়, এটি একটি পরিপূর্ণ দায়িত্ব ও আত্মিক বন্ধন।🌸 পুরুষের পরিচয় বহন করে তার গায়রত।🌸 নারীর পর...
26/07/2025

বিয়ের সম্পর্ক শুধু একটি চুক্তি নয়, এটি একটি পরিপূর্ণ দায়িত্ব ও আত্মিক বন্ধন।

🌸 পুরুষের পরিচয় বহন করে তার গায়রত।
🌸 নারীর পরিচয় বহন করে তার হায়া।

এই দুটি গুণ যখন একত্র হয়, তখনই গড়ে ওঠে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও বরকতময় দাম্পত্য জীবন।

আজকের যুগে আমরা বাহ্যিক সৌন্দর্য, চাকরি, আয় কিংবা সোশ্যাল স্ট্যাটাসে আটকে থাকলেও— প্রকৃত মিল খুঁজে পেতে হলে নৈতিকতা, লজ্জাশীলতা ও দায়িত্ববোধকেই রাখতে হবে প্রথম সারিতে।

👉 ইসলামিক রীতিতে, সহজ ও সম্মানজনকভাবে বিয়ে সম্পন্ন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

#হায়া #গায়রত #দাম্পত্যজীবন

24/07/2025

সোমালিয়ায় ছেলেদের জন্য বিয়ে করা যেন এক বিশেষ সহজ টাইম টেবিলের মতো! ১৮ বছর হলে সবাই তাকে বিয়ের জন্য উৎসাহ দেয়। আর যদি ২০ বছরে পা দিয়ে অবিবাহিত থাকে, তাহলে পরিবারের সম্মান রক্ষা করতে পুরো পাড়া মাথায় ওঠে! প্রথম বিয়ে যুবকের নিজের পছন্দে হয়, তবে আনন্দ বেশিদিন টেকে না। প্রথম সন্তান জন্মানোর পর মা একদিন ছেলের হাতে তার পছন্দের দ্বিতীয় স্ত্রী তুলে দেন, যেন সংসারটা আরও জমজমাট হয়।ত্রিশে তৃতীয় বিয়ে করা রীতি, আর চল্লিশের আগে চার বউ না থাকলে সমাজে মুখ দেখানো দায়! চার স্ত্রীর সংসার মানেই রান্নাঘরে চার ধাঁচের ঝোল, আর বাচ্চাদের ছোটখাটো ফুটবল টিম। খরচ চালানোর জন্য তারা আল্লাহর রহমত, গরুর পাল —দুটোর ওপরই ভরসা করে।

23/07/2025

তিনি তার স্বামীকে শেষবারের মতো বললেন, আমার হাতটা একটু ধরো। স্বামী শক্ত করে হাতটা ধরলেন। সম্পূর্ণ পুড়ে যাওয়া হাত দিয়ে স্বামীর হাতটা বুকে টেনে নিয়ে বললেন- “তোমার সাথে আমার আর দেখা হবে না!”

সত‍্যিই তাদের দুজনের আর দেখা হয়নি। মাহরিন চৌধুরি চলে গিয়েছেন নিজের ঠিকানায়। যাবার আগে জীবন দিয়ে ২০টি তাজা প্রাণের বেঁচে থাকার ওসিলা হয়ে রইলেন। এই মহীয়সী নারীকে মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুন।

22/07/2025

”আল্লাহ কোনো ব্যাক্তির উপর তার সাধ্যের
চাইতে বেশী„ এমন বোঝা চাপিয়ে দেন না!”

সূরা বাকারাহ : আয়াত ২৮৬

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।একটি মুহূর্ত... আর তাতেই থেমে গেল কি...
21/07/2025

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

একটি মুহূর্ত... আর তাতেই থেমে গেল কিছু প্রাণের পথচলা। উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা আমাদের সবাইকে গভীর শোক ও বেদনায় নিমজ্জিত করেছে। এই দুাঘটনা কোন ভাষায় প্রকাশ করার মতো নয়।

যারা এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের জন্য Diabari Kazi Office পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও দোয়া। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের অকৃত্রিম সহানুভূতি ও সমবেদনা। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাদের ধৈর্য ও সহ্যশক্তি দান করেন।

এই শোকের সময়ে আমরা আছি আপনাদের পাশে, হৃদয়ে একসাথে।

আমরা অনেক সময়ই দৃশ্যমান পাপ থেকে নিজেকে দূরে রাখি, কিন্তু অবহেলায় লুকিয়ে রাখি কিছু গোপন এবং কিছু মুখে উচ্চারিত গুনাহ, যে...
21/07/2025

আমরা অনেক সময়ই দৃশ্যমান পাপ থেকে নিজেকে দূরে রাখি, কিন্তু অবহেলায় লুকিয়ে রাখি কিছু গোপন এবং কিছু মুখে উচ্চারিত গুনাহ, যেগুলো আমাদের আমল ধ্বংস করে দেয়— ধীরে ধীরে টেনে নিয়ে যায় জাহান্নামের দিকে।

🔻 অন্তরের ৩টি গোপন গুনাহ:

❶ হাসাদ (হিংসা)
“আমি আশ্রয় নিচ্ছি হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।” (সূরা আল-ফালাক, ১১৩:৫)
রাসূল (সা.): “হিংসা নেক আমলকে আগুন যেমন কাঠকে ধ্বংস করে তেমনি ধ্বংস করে।” (আবু দাউদ: ৪৯০৩)

❷ রিয়া (লোক দেখানো ইবাদত)
“ওইসব লোকদের দুর্ভোগ যারা নামায পড়ে, কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে।” (সূরা আল-মাউন, ১০৭:৪-৬)
“সবচেয়ে ভয়ানক ছোট শিরক হলো রিয়া।” (মুসনাদ আহমাদ: ২৩৬৩০)

❸ কিবর (অহংকার)
“আল্লাহ অহংকারকারীদের ভালোবাসেন না।” (সূরা নাহল, ১৬:২৩)
“যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।” (সহীহ মুসলিম: ৯১)

🔻 মুখের ৩টি প্রকাশ্য গুনাহ:

❹ গীবত (পরনিন্দা)
“তোমরা একে অন্যের গীবত করো না। কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে?” (সূরা হুজুরাত, ৪৯:১২)
“গীবত হলো—তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে।” (সহীহ মুসলিম: ২৫৮৯)

❺ মিথ্যা
“আল্লাহ মিথ্যাবাদীকে হেদায়েত দেন না।” (সূরা আল-মুমিন, ৪০:২৮)
“মুমিন মিথ্যাবাদী হতে পারে না।” (মুয়াত্তা মালিক: ১৫৬১)

❻ লানত বা গালমন্দ করা
“একজন মুমিন গালাগালকারী, লানতকারী, অশ্লীলভাষী হতে পারে না।” (তিরমিযী: ১৯৭৭)

এই ছয়টি গুনাহ শুধু জাহান্নামের আগুনের দরজা খুলে দেয় না— বরং আমাদের হূদয়কে কালিমালিপ্ত করে, আমলকে শূন্য করে দেয়।

❗তবে আশার কথা হলো— যদি আমরা এই গুনাহগুলো থেকে খাঁটি তওবা করে ফিরে আসি, আল্লাহর নৈকট্য লাভের জন্য হজ ও ওমরা পালন করি, তাহলে আমাদের অতীত জীবনের পাপসমূহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন।

#ছয়টি_গুনাহ #আত্মশুদ্ধি #আধ্যাত্মিকযাত্রা #ইসলামিকস্মরণ #নেকআমল #গুনাহথেকেবাচুন

Address

1 No Haque Super Market Ground Floor, Beside Rupayan Gate & Khalpar Bridge, Sector-12, Uttara Dhaka
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Diabari Kazi Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diabari Kazi Office:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram