02/03/2024
PLID কি সত্যিই অপারেশন ছাড়া ভালো হয়? বরিশাল থেকে আসা একজন ব্যাংক কর্মকর্তার PLID রোগ থেকে ফিরে আসার গল্প শুনবো তার মুখ থেকেই। অনেক থেরাপিস্টতো অনেক কথাই শোনায়, সার্জনতো বলেই দেয় অপারেশন ছাড়া কোন উপায় নেই! কেউ বলে ইপিডুরাল দেন, কেউ বলে আকুপাংচার করেন, কেউ বলে কাইরোপ্রাক্টিক...😇। আসলেই করনীয়টা কি?
****** মন দিয়ে পড়ুন, সত্যটা জানতে পারবেন******
১. পর্যাপ্ত বিশ্রাম দরকার
ডিস্ক আমাদের ওজন বহন করে। ক্ষতিগ্রস্থ ডিস্ক ভালো ডিস্কের মত ওজন বহন করতে পারে না। তাই উচিৎ, ব্যথা বেরে গেলে বিশ্রাম করা। ভালো থাকলে অতিরিক্ত ঝাকুনি ও ওজন বহন থেকে দুরে থাকুন।
২. ফিজিক্যাল থেরাপী নিন
ফিজিক্যাল থেরাপী বলতে কাইরোপ্রাক্টিক, অস্টিওপ্যাথ, ফিজিওথেরাপি বোঝায়। এই বিষয়ে যারা পড়াশুনা করেছেন এবং দক্ষ তার কাছে চিকিতসা নিন। এক্ষেত্রে একটি কম্বাইন থেরাপীর (কাইরোপ্রাক্টিক+অস্টিওপ্যাথ+ফিজিওথেরাপি) প্রয়োজনীয়তা রয়েছে। কেননা একজন কাইরোপ্রাক্টর/অস্টিওপ্যাথ থেরাপিস্ট যা করবেন তা কখনই একজন ফিজিওথেরাপিস্ট করতে সক্ষম হবেন না, পক্ষান্তরে একজন ফিজিওথেরাপিস্ট যা করবেন তা কখনই একজন কাইরোপ্রাক্টর/অস্টিওপ্যাথ থেরাপিস্ট করতে সক্ষম হবেন না। যার যার যে কাজ তাকে সেই কাজ করতে সহায়তা করুন।
৩. মেডিসিন/নিউরোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নিন
এই রোগে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ডিস্ক ডেসিকেশন/ডিহাইড্রেশন হয় (ডিস্কের জেলি কমে যায়)। সেক্ষেত্রে প্রয়োজনীয় টেস্ট করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহন করুন। কেননা শরীরের মৌলিক উপাদানগুলোর ঘাটতি থাকলে আপনার সমস্যা সমাধান স্থায়ী হবে না।
৪. ডায়েট প্লান অনুযায়ী খাবার নিন
এক্ষেত্রে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। অন্যথায় আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহন করুন। হুট করে ওজন কমানোর আশায় খাবার কমিয়ে ফেলবেন না। তাতে আপনার শরীরের নিউট্রিশনের ঘাটতি হতে পারে। যার ফলশ্রুতিতে আপনার ডিস্কের ক্ষতি বেরে যেতে পারে।
৫. ফলোআপ করুন
উপরে উল্লেখিত সকল চিকিৎসা নিলেও আপনার ডিস্ক সাথে সাথে ভালো হয়ে যাবে না। আপনার কষ্টগুলো কমে যাবে/থাকবে না। তাই চিকিৎসা পরবর্তী সময় ফলোআপ করুন মাসে ১বার।
সার্জারী/অপারেশন কখন করবেন?
কিছু লক্ষন আছে, সে লক্ষন গুলো মারাত্মক আকারে দেখা দিলে অপারেশন প্রয়োজন হতে পারে।
* মারাত্মক ব্যথা, যার কারনে সাভাবিক জীবন যাপন করা অসম্ভব
* প্রস্রাব/ পায়খানার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া
* হাত-পা দুর্বল/অবশ হয়ে যাওয়া
* হাটতে/ দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়া
এই সমস্যা গুলো দেখা দিলে প্রথমে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে + ফিকিক্যাল থেরাপী + প্রয়োজন হলে ব্যথানাশক ঔষধ ক্ষেতে হবে। কয়েকমাস এই চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও উন্নতি না হলে অপারেশন বাধ্যতামূলক। এই ক্ষেত্রগুলোতে একাধিক থেরাপিস্ট+নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে অপারেশনে যাবেন।
লিখেছেনঃ
হাবিবুর রহমান
চিফ কাইরোপ্রাক্টিক এন্ড অস্টিওপ্যাথ এক্সপার্ট
পেইন কেয়ার কাইরোপ্রাক্টিক সেন্টার
Ref-WebMD (11NOV2020): When I Need Surgery in Herniated Disc? + Many Research of Disc Prolapse + Food