28/09/2025
আই হেলথ্ বাংলাদেশঃ
উত্তরার ১২ নাম্বার সেক্টরে সোনারগাঁও জনপথ রোড অবিস্থিত। প্রফেসর আশরাফ সাঈদ স্যারের সার্বিক তত্ত্বাবধায়েনে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে এবং অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনেদর দ্বারা পরিচালিত স্বয়ং সম্পূর্ণ এই চক্ষু হাসপাতালে, চোখের রোগ নির্ণয় ও সেবা প্ৰদান করা হয় ।
এখান আছে, সকল সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে ছানি অপারেশন (ফ্যাকো) যা সেলাইবিহীন, ইনেজকশনবিহীন, রক্তপাতহীন, ব্যথামুক্ত । অপারেশনের পরে একেবারেই স্বাভাবিক চোখের মত হয় এবং হাসপাতাল ভর্তি থাকার প্রয়োজন নাই৷ আপনার চোখের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য আই হেলথ্ বাংলাদেশ আপনার পাশে |
ছানজিনত অন্ধত্ব একটি প্রধান সমস্যা।সময়মত হস্তক্ষেপ এবং অস্ত্রোপচারের মাধ্যমে ছানি সংক্রান্ত অন্ধত্ব এড়ানো যায়। বিগত দিনে, বাংলাদেশে বড় পরিসরে রোগীদের চিকৎসা বা চোখের যত্নের সুবিধা ছিল না। এখন আধুনিক চক্ষু চিকিৎসার অনেক মাধ্যম বর্তমানে, যার সব গুলো সুবিধাই আই হেলথ্ বাংলাদেশ চলমান।
আই হেলথ্ বাংলাদেশ আজ চক্ষু চিকৎসার জন্য একটি স্পেশালিষ্ট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সারা দেশ থেকে রোগী এই সেবা গ্রহণ করে। যত্বের মান এবং সহানুভূতির জন্য প্রশংসিত আমরা আমাদের প্রচেষ্টার অব্যহত রেখেছি এবং এখনও অনেক দূর পর্যন্ত যেতে অংগিকার বদ্ধ।
সমাজের সুবিধা বঞ্চিত অংশ যারা, অর্থ প্রদানের সার্মথ্য রাখে না, সেইসব রোগীদের চিকিৎসা সেবা প্ৰদানের জন্য তাদের পাশে বরাবরের মত আছে আই হেলথ বাংলাদেশ। তাদের চিকিৎসা হয় পরম মমতায়।